13/09/2022
শেষ চিঠি -
তোমার কাছে এ চিঠি যখন পৌঁছোবে, তখন আমি অনেক দূরে ?
দিন তাহলে সত্যি বদলায় । মনের সঙ্গে তাল রেখে -
দেখা শোনা সব ই হারায় সময়ের বাঁকে ।
মনের কাছাকছি ছিলাম দুজনে , কত কথা ছিল -
বলবার তবু বলিনি মুখর কূজনে ।
মনে সাধ ছিল বলতে , জীবনের পথ চলতে -
মনের মতন হল না , দিন যায় রাত যায় এমন কি
জীবন ও ফুরোবার আগেই ফুরোই কালি কলম -
ও কাগজ লেখার মন হারায় ।
আমি জানি তুমি ক্ষমা করবে ।
আমার মনের নিঃস্বতা তুমি বিশ্বাস দিয়ে ভরবে ।
সেই হারানো মনেই অক্ষর হীন শব্দহীন এ চিঠি ।।
কৃষ্ণ পদো বিশ্বাস গোরক্ষপুর