21/06/2025
ব্যাংকে টাকা রাখা আর শহরে নতুন করে বাড়ি করা নির্বুদ্ধিতা।
শহর গুলো বৈশ্বিক স্থিতিশীলতার উপর নির্ভরশীল। জ্বালানী, বিদ্যুৎ, খাদ্য সংকট দেখা দিলেই শহর গুলো মূল্যহীন হয়ে যাবে৷
আর ব্যাংকে টাকা রাখার ব্যাপারটা অনেক রিস্ক।
এই সিচুয়েশনে ২ টা ধাপে নিজেদের সেইফটি করতে পারেন।
১. ব্যাংক থেকে টাকা তুলে স্বর্ণ মজুদ করা
২. কৃষি জমি ক্রয় করে সম্পদের নিরাপত্তা জোরদার করা।
কারণ ডলার যদি ক্ষতিগ্রস্ত হয় সারাবিশ্বের টাকা দ্রুত মুদ্রাস্ফীতি ঘটাবে৷ টাকার মান তখন কমতেই থাকবে। যেহেতু রিজার্ভ হলো ডলার।
কাহাফ ভিলেজের যে থিওরি আপনাদের বলেছিলাম সেটা হলো। যারা ধনী তাদের টাকা গুলো জমিতে কনভার্ট করা।
আর এই জমি গুলো প্রজেক্ট বা আবাদ করা৷
তাতে ফায়দা দুইটা হবে। জমি গুলো ব্যাংকের বিকল্প হিসাবে ধনীদের টাকা গুলো সেইফ দিবে। আর জমি ব্যবহার করে বাকিরা লাভবান হবে৷ এবং নানা খাদ্যের যোগান আসবে।
ধরুন একজনের ১ কোটি টাকা ব্যাংকে আছে। সে এই টাকা উত্তোলন করে জমি ক্রয় করলো। আর জমি গুলো চুক্তিভিত্তিক অন্য কেউ চাষাবাদ বা প্রজেক্ট করবে।
আর কাহাফ ভিলেজে কি কি সুবিধা থাকবে। কি পদ্ধতিতে প্রজেক্ট হবে সেটার বিস্তারিত আসবে ইনশাআল্লাহ।