24/07/2025
আমরা আমাদের ফিজিওথেরাপি প্র্যাকটিসে এমন অনেক পেসেন্টকে পাই যাদের ঠিক সময় মত হাসপাতালে ভর্তি করে যথাযথ চিকিৎসা করাতে পারলে তার চোখ থেকে যে সমস্যা তা অনেকটাই কমে যেত বা একেবারেই থাকতো না। Ishemic stroke এর ক্ষেত্রে গোল্ডেন আওয়ার অর্থাৎ প্রথম লক্ষণ প্রকাশ পাওয়ার তিন ঘন্টার মধ্যেই যদি হসপিটালে ভর্তি করে থ্রম্বোলাইটিক মেডিসিন শুরু করা যায় তাহলে অতি দ্রুত পেসেন্ট স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। Hemorrhagic stroke এক্ষেত্রে খুব দ্রুত চিকিৎসা করে ইন্টারনাল হেমারেজ বন্ধ করা এবং কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়। এক্ষেত্রে কিছুটা অবহেলা বা দেরি হলে রোগীর জীবন বিপন্নও হতে পারে।
তাই আমাদের এই ভিডিওর উদ্দেশ্য কিভাবে আপনারা নিকট আত্মীয় অথবা পরিচিত মানুষ কেউ স্ট্রোক আক্রান্ত হলে সহজেই Stroke চিহ্নিত করে দ্রুত চিকিৎসা শুরু করাতে পারেন।
তাই সামাজিক সচেতনতা গড়ে তোলার এই প্রয়াসকে আপনারা বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন এবং আমাদের চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে।
fans
Partha Sarathi Chattopadhyay Ajit Kundu Subhasish Halder Riya Sarkar Rakesh Dey Ashis Banerjee DrPrithwish Ghosh PT Sustha Physio Sajal Sen Aditi Palit Swagata Palit Sumit Ghosh Akash Roy
Call now to connect with business.