Anima Homoeo

Anima Homoeo A complete house of homeopathic medicine with all remedies of all diseases.. Situated in the heart of

08/09/2022

সালফার ও সোরিনামের গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য।

সালফার ও সোরিনাম এই দুটি ওষুধে অনেক সাদৃশ্য রয়েছে। উভয়েরই অস্বাস্থ্যকর ত্বক, শরীরের চামড়ায় নানা প্রকার রোগ এবং দুর্গন্ধযুক্ত স্রাব রয়েছে। কিন্তু এদের মধ্যে পার্থক্য অনেক। বুঝার সুবিধার্থে নিম্নে দেয়া হলো।

১। সালফার গরম কাতর। পক্ষান্তরে সোরিনাম প্রচন্ড শীতকাতর।
২। সোরিনামের চর্মরোগ সাধারণত মাথা থেকে পায়ের দিকে প্রসারিত হয়। পক্ষান্তরে সালফারের চর্ম রোগে এমন কোন অভিমুখ নেই।

৩। সোরিনামের স্রাবের দুর্গন্ধ সালফারের স্রাবের দুর্গন্ধের চেয়েও অনেক বেশি, গন্ধে বমি আসে।

৪। সালফারের তাপ ও জ্বালা আছে। সোরিনামের তাপ ও জ্বালা নেই বরং শীতল।

৫। সালফারের খিদে কম, পিপাসা বেশি। সোরিনাম সর্বদা ক্ষুধার্ত, খিদের চোটে রাতে ঘুম ভেঙ্গে যায় এবং তখন কিছু খেতে হয়।

৬। সালফার প্রয়োগে আশানুরূপ ফল না পেলে সোরিনাম প্রয়োগ করতে হয়। এ প্রসঙ্গে দুটি কথা বিশেষভাবে স্মরণ রাখতে হবে।

১। বর্তমান যুগে মানুষ ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিছন্নতা নিয়ে বিশেষ সচেতন। প্রচারের বদৌলতে প্রসাধনী সামগ্রী এবং চাপা দেওয়া সামগ্রীর ব্যাপক ব্যবহারের ধরুন আজকাল অপরিচ্ছন্ন শরীর এবং নোংরা পোশাক পরিচ্ছন্নকর লোক খুব কম দেখা যায়। তারমানে এই নয় যে সালফার প্রয়োগের আর প্রয়োজনীয়তা নেই। এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।

বরং সালফারের প্রয়োজন আরও বেড়ে গেছে। যা ছিল বাইরে, চোখের সামনে তাকে ভেতরে চোখের আড়ালে চাপা দেওয়া হয়েছে। ভেতরে ভেতরে ধ্বংসলীলা বিনা বাধাই অগোচরে চলতে দেওয়া হয়। ফলে কঠিন কঠিন রোগ যথা এলার্জি, আর্থারাইটিস, সোরিয়াসিস, যক্ষা, ক্যান্সার, উন্মত্ততা এবং আত্মহত্যার প্রবণতা সহ নানাবিদ দৈহিক ও মানসিক রোগের সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে। এমনকি সর্দি, কাশি, জ্বর, পরিপাকের গোলযোগ ইত্যাদি সাধারণ ধরনের রোগও সহজে সারতে চায় না।

২। ব্যক্তি জীবন ও সামাজিক জীবনে এই শৃঙ্খলাহীনতার কারণে সমাজে এক সুদূরপ্রসারী প্রভাব লক্ষ্য করা গেছে। মানবিক মূল্যবোধ, দুর্নীতি, নিষ্ঠুরতা, অপরাধমূলক হিংসাত্মক কার্যকলাপ, প্রতিহিংসা প্রবণতা সমাজ জীবনকে গ্রাস করে ফেলেছে। এই সুযোগে অন্য দুটি মায়াজম সিফিলিস ও সাইকোসিস ব্যক্তি জীবনে ঢুকে পড়েছে। আত্মকেন্দ্রিক মানুষ তার মা-বাবা স্ত্রী সন্তান ও প্রতিবেশী মানুষকে ভালোবাসে না। ব্যক্তি মানুষ ও সমাজ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে চলেছে। এজন্য সালফারের মত ওষুধের প্রয়োজন আজকাল এত বেশি বেড়ে গেছে যা বলে শেষ করা যাবে না। সালফার শেখা অসম্পূর্ণ থেকে যাবে যদি হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমরা সমাজের নিকট আমাদের দায়িত্ব ও সামর্থ্য সম্বন্ধে সচেতন না হই।

08/09/2022

Millefolium

মিলিফোলিয়াম

----------

খুব কাজের ঔষধ মিলিফোলিয়াম,

রক্তের উপরে তার মূল কাজ কাম।

ফুসফুস পাকস্থলি নাসিকা এমনকি-প্রস্র্রাবদ্বার,

এসব স্থানের রক্তস্রাব নিবারনে খুব সুনাম আছে তার,

বিভিন্ন ধরণের রক্ত ক্ষরণের জন্য এ ঔষধে পাবেন প্রতিকার।

যে কোন কারণে যে কোন দ্বার দিয়ে রক্ত-পড়লে,

জরায়ু মলদ্বার বা নাক মুখ দিয়ে রক্ত অঝরে ঝরলে,

-এ ঔষধে উপকার মিলবে লক্ষণ সদৃশ হলে।

মূল লক্ষণ- থাকবেনা কোন ব্যথা যন্ত্রনা ,

রক্ত টকটকে লাল উজ্জল বর্ণের হলে এ ঔষধ বিফলে যাবেনা ।

যেমন ধরূন-মাসিকস্রাব বন্ধ হয়ে-বমির সাথে উঠে রক্ত,

বা মলদ্বার দিয়ে রক্ত পড়বে কিন্তু পায়খানা নয়-তেমন শক্ত।

অনেকের মাসিকস্রাব বন্ধ হয়ে মাথাটা খুব ভারি হয়,

চোখ লাল হয়ে রক্ত জমে যায় কষ্ট পায়-মাথায় যন্ত্রনায়,

রূগীর মনে হয়-শরীরের সমস্ত রক্ত যেন উঠে গেছে তার –মাথায়।

রক্ত লাল উজ্জল বর্নের হলে-এবং কোন ব্যথা যন্ত্র্রনা না থাকিলে,

সেই রক্তস্রাব নিবারণে-মিলিফোলিয়ামে খুব দ্রুত উপকার মেলে ।

অনেক ক্ষেত্রে বেশী রক্ত ক্ষরণের ফলে রূগীর-ফোলে হাত পা ,

সদৃশঃ ইরেকথাইটীস আর্নিকা ইপকাক সিনিসও অশোকা ।

17/08/2022

and ....
of Infertility:
Structural abnormality in uterus/cervix, Endometriosis, Polycystic Ovarian Syndrome(PCOS), Irregular periods, Hormonal imbalance, Pelvic Inflammatory disease(Chlamydia, gonorrhoea), Uterine fibroid, Pelvic T.B., Pelvic adhesions due to infection or following surgery, Blocked fallopian tubes due to salpingitis, or Thyroid disorders.
But female infertility have some time not clear reason ,

16/08/2022

Online consultation is also available here for any kind of disease.. A nominal charge of Rs 500 is applicable for online consultation

25/07/2022

Anima Homoeo Clinic is situated in Leturam das market, Adabari tinali, pandu port road, nearest landmark State Bank of India, pandu port branch, Anandanagar, GUWAHATI - 781012

10/06/2022
Uses of ledum pal
07/06/2022

Uses of ledum pal

Address

Leturam Das Market. Pandu Port Road
Guwahati

Opening Hours

Monday 6pm - 9:15pm
Tuesday 6pm - 9:15pm
Wednesday 6pm - 9:15pm
Thursday 6pm - 9:15pm
Friday 6pm - 9:15pm
Saturday 6pm - 9:15pm
Sunday 6pm - 9:15pm

Telephone

+918724001108

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anima Homoeo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Anima Homoeo:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram