Sarada Bhawan UPHC 02

Sarada Bhawan UPHC 02 It is a primary health center under the Govt. of West Bengal, Department of Health & Family Welfare Samiti. It is now communicatited as a Govt CVC.

We provide here OPD Services, ANC Services, Routine Immunization of children.

28/07/2022

আগামীকাল 29/07/22 শুক্রবার কোভিড ভ্যাকসিন Covaxin (1st,2nd and booster dose) হবে সারদা ভবন স্বাস্থ্যকেন্দ্রে।

18 উর্ধে সবার BOOSTER DOSE হবে।

হাবরা পৌরসভার এলাকাধীন/ সারদা ভবন থেকে আগে ভ্যাকসিন নেওয়া থাকলে তবেই হবে।

25/07/2022

আগামীকাল 26/07/22 মঙ্গলবার কোভিড ভ্যাকসিন Covishield (1st,2nd and booster dose) হবে সারদা ভবন স্বাস্থ্যকেন্দ্রে।

18 উর্ধে সবার BOOSTER DOSE হবে।

হাবরা পৌরসভার এলাকাধীন হলে
তবেই হবে টিকাকরণ ।

22/07/2022

আগামীকাল 23/07/22 শনিবার কোভিড ভ্যাকসিন Covaxin ও Covieshield (1st,2nd and booster dose) হবে সারদা ভবন স্বাস্থ্যকেন্দ্রে।

18 উর্ধে সবার BOOSTER DOSE হবে।

হাবরা পৌরসভার এলাকাধীন/ সারদা ভবন থেকে আগে ভ্যাকসিন নেওয়া থাকলে তবেই হবে।

21/07/2022

আগামীকাল 22/07/22 শুক্রবার কোভিড ভ্যাকসিন Covaxin (1st,2nd and booster dose) হবে সারদা ভবন স্বাস্থ্যকেন্দ্রে।

18 উর্ধে সবার BOOSTER DOSE হবে।

হাবরা পৌরসভার এলাকাধীন/ সারদা ভবন থেকে আগে ভ্যাকসিন নেওয়া থাকলে তবেই হবে।

24/04/2022

আগামীকাল কোভিড ভ্যাকসিন Covieshield (1st,2nd and booster dose) হবে সারদা ভবন স্বাস্থ্যকেন্দ্রে।

শুধুমাত্র 60 উর্ধে সবার ও FLW,HCW দের BOOSTER DOSE হবে।

হাবরা পৌরসভার এলাকাধীন/ সারদা ভবন থেকে আগে ভ্যাকসিন নেওয়া থাকলে তবেই হবে।

20/04/2022

আগামীকাল কোভিড ভ্যাকসিন Covieshield (1st,2nd and booster dose) হবে সারদা ভবন স্বাস্থ্যকেন্দ্রে। শুধুমাত্র হাবরা পৌরসভার এলাকাধীন 60 উর্ধে সবার ও FLW,HCW দের BOOSTER DOSE হবে।

02/04/2022

আগামী ০৭.০৪.২০২২ বৃহস্পতিবার হাবড়া পৌরসভার অন্তর্গত বিদ্যালয় গুলিতে শুধুমাত্র ১৫ থেকে ১৭+ বৎসর বয়সী ছাত্র-ছাত্রী অর্থাৎ যাদের জন্ম সাল ২০০৫, ২০০৬ এবং ২০০৭ যারা এখনো পর্যন্ত ১ম বা ২য় ডোজ পায়নি, তাঁদের জন্য Covaxin দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ভ্যাকসিনেশান হবে কামারথুবা সুপারমার্কেট স্বাস্থ্যকেন্দ্রে, সকাল ১১টা থেকে।
ছাত্র-ছাত্রীরা ভ্যাকসিনেশানের দিন আগের মতোই
১) আধার কার্ড
২) পাসপোর্ট
৩) ডিজিটাল রেশান কার্ড
৪) স্কুল আই ডি কার্ড
৫) ইউনিক ডিসএবিলিটি আই ডি

এগুলির যে কোন একটির কপি এবং ওই কপির ওপরে একটি বৈধ মোবাইল নং লিখে আনতে হবে যারা ২য় ডোজ নেবে, তারা অবশ্যই ১ম ডোজের প্রমাণপত্র সঙ্গে করে নিয়ে যাবে।

এছাড়াও যদি কোন ছাত্র-ছাত্রী কোউইন অ্যাপে নিজেরা রেজিষ্ট্রেশন করে থাকে। তবে তারা অতি অবশ্যই *রেজিষ্ট্রেশনের ১৪ সংখ্যার রেফারেন্স আই. ডি এবং মোবাইল নং* ওই নির্দিষ্ট ডকুমেন্টসের কপির উপরে লিখে নিয়ে আসবে, নাহলে ভ্যাকসিন করতে অসুবিধা হবে।

*এছাড়াও যারা ১৮+ বয়সী, এখনো পর্যন্ত *Covaxin* এর শুধুমাত্র ২য় ডোজ পায়নি(কোন প্রকার ১ম ডোজ হবে না), তারা ১ম ডোজের প্রমাণপত্র দেখালেই পাবে।
সকলের সহযোগিতা একান্ত কাম্য 🙏

16/03/2022

আগামীকাল কোভিড ভ্যাকসিন Covieshield হবে সারদা ভবন স্বাস্থ্যকেন্দ্রে।

26/02/2022

*বিজ্ঞপ্তি*

এতদ্বারা হাবড়া পৌর এলাকার সকল নাগরিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে, পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পরিচালনায় আগামী *ইং ২৮শে ফেব্রুয়ারী সোমবার থেকে ৫ই মার্চ শনিবার* পর্যন্ত *পালস পোলিও* কর্মসূচির সফল রূপায়নের জন্য বিগত বছরের মতো এ বছরও নিম্নে উল্লিখিত পৌর এলাকা অন্তর্ভুক্ত স্থানগুলিতে ০ থেকে ৫ বৎসর পর্যন্ত সকল শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। এছাড়া বাড়ি বাড়ি গিয়েও আমাদের স্বাস্থ্য কর্মীরা ৫ বছরের নীচে সমস্ত শিশু দের দুই ফোঁটা টিকা খাওয়াবে।
কোভিড প্রোটোকল মেনে এই কর্মসূচির সফল রূপায়নে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।

*সময় - সকাল ৯টা থেকে বিকেল ৪টে।*

*ট্রানজিট পয়েন্ট -*(সোমবার, মঙ্গলবার ও বুধবার)
*১. ৭৮বাস স্ট্যান্ড*
*২. ১‌নাম্বার রেলগেট*
*৩. হাবড়া রেল স্টেশন*
*৪. নগরুকড়া মোড়*
*৫. বাণীপুর চৌরাস্তা*
*৬. ২নম্বর রেলগেট*
*৭. সুপার মার্কেট, বাণীপুর ও আক্রমপুর পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র*(*সোম থেকে শনিবার*)
*৮.হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল*(রবিবার থেকে শনিবার)
উক্ত কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি।

*স্বাস্থ্য বিভাগ*
*হাবড়া পৌরসভা*

20/02/2022

আগামীকাল কোনো Covieshield এর 1st Dose |2nd Dose |Booster dose Vaccine হবে না ।

29/01/2022

১৫-১৮ বৎসর বয়সী ভ্যাকসিন না পাওয়া সকল ছাত্র- ছাত্রী এবং যারা স্কুলে পড়ে না, এরকম সকলকে আগামী ৩১শে জানুয়ারী ২০২২ সোমবার, সকাল ১১টা থেকে কলতানে কোভিড ভ্যাকসিনের ১ম ডোজ দেওয়া হবে।
*সকলের সহযোগিতা একান্ত কাম্য।*

26/01/2022

আগামীকাল বৃহস্পতিবার 27.01.22 তে কোভিশিল্ড এর1st, 2nd ও Booster Dose ভ্যাকসিন হবে ।

21/01/2022

একটি বিশেষ ঘোষণা --

আগামী সোমবার 𝟐𝟒.𝟎𝟏.𝟐𝟐 থেকে 𝟔𝟎 উর্ধ্বে সাধারণ নাগরিক দের বুস্টার ডোজ দেওয়া হবে। সাথে 𝐇𝐂𝐖,𝐅𝐋𝐖 দের কেও দেওয়া হবে।
বুস্টার ডোজ যারা পাবেন আলাদা করে লাইনে দাঁড়াবেন ।

'' শুধুমাত্র হাবরা পৌরসভা এলাকার ব্যক্তিদের দেওয়া হবে বুস্টার ডোজ । ''

19/01/2022

আগামীকাল কোনো Covieshield এর 2nd Dose Vaccine হবে না ।

17/01/2022

আগামীকাল মঙ্গলবার 18.01.22 তে কোভিশিল্ড এর 2nd dose ভ্যাকসিন হবে ।

15/01/2022

আগামী সোমবার 17.01.22 তে কোভিশিল্ড এর 2nd dose ভ্যাকসিন হবে ।

14/01/2022

আগামীকাল কোনো Covid Vaccine হবে না ।

06/01/2022

আগামীকাল শুক্রবার 07.01.22 তে কোভিশিল্ড এর 2nd dose ভ্যাকসিন হবে ।

19/12/2021

আগামীকাল সোমবার 20.12.21 তে কোভিশিল্ড এর 2nd dose ভ্যাকসিন হবে ।

Meeting going on as usual....
17/12/2021

Meeting going on as usual....

17/12/2021

আগামীকাল শনিবার 18.12.21 তে কোভিশিল্ড এর 2nd dose ভ্যাকসিন হবে ।

16/12/2021

আগামীকাল শুক্রবার 17.12.21 তে কোভিশিল্ড এর 2nd dose ভ্যাকসিন হবে ।

New order
14/12/2021

New order

14/12/2021

আগামীকাল বুধবার 15.12.21 তে কোভিশিল্ড এর 2nd dose ভ্যাকসিন হবে ।

12/12/2021

আগামীকাল সোমবারর 13.12.21 তে কোভিশিল্ড এর 2nd dose ভ্যাকসিন হবে ।

10/12/2021

আগামীকাল শনিবার 11.12.21 তে কোভিশিল্ড এর 2nd dose ভ্যাকসিন হবে । সকলে এসে লাইনে দাঁড়াবেন ।

09/12/2021

আগামীকাল শুক্রবার 10.12.21 তে কোভিশিল্ড এর 2nd dose ভ্যাকসিন হবে । সকলে এসে লাইনে দাঁড়াবেন ।

07/12/2021

আগামীকাল বুধবার 08.12.21 তে কোভিশিল্ড এর 2nd dose ভ্যাকসিন হবে । সকলে এসে লাইনে দাঁড়াবেন ।

01/12/2021

আগামীকাল বৃহস্পতিবার 02.12.21 তে কোভিশিল্ড এর 2nd dose ভ্যাকসিন হবে । সকলে এসে লাইনে দাঁড়াবেন ।

Address

Habra
743263

Opening Hours

Monday 11am - 5pm
Tuesday 11am - 5pm
Wednesday 11am - 5pm
Thursday 11am - 5pm
Friday 11am - 5pm
Saturday 11am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarada Bhawan UPHC 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category


Other Hospitals in Habra

Show All