02/04/2022
আগামী ০৭.০৪.২০২২ বৃহস্পতিবার হাবড়া পৌরসভার অন্তর্গত বিদ্যালয় গুলিতে শুধুমাত্র ১৫ থেকে ১৭+ বৎসর বয়সী ছাত্র-ছাত্রী অর্থাৎ যাদের জন্ম সাল ২০০৫, ২০০৬ এবং ২০০৭ যারা এখনো পর্যন্ত ১ম বা ২য় ডোজ পায়নি, তাঁদের জন্য Covaxin দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ভ্যাকসিনেশান হবে কামারথুবা সুপারমার্কেট স্বাস্থ্যকেন্দ্রে, সকাল ১১টা থেকে।
ছাত্র-ছাত্রীরা ভ্যাকসিনেশানের দিন আগের মতোই
১) আধার কার্ড
২) পাসপোর্ট
৩) ডিজিটাল রেশান কার্ড
৪) স্কুল আই ডি কার্ড
৫) ইউনিক ডিসএবিলিটি আই ডি
এগুলির যে কোন একটির কপি এবং ওই কপির ওপরে একটি বৈধ মোবাইল নং লিখে আনতে হবে যারা ২য় ডোজ নেবে, তারা অবশ্যই ১ম ডোজের প্রমাণপত্র সঙ্গে করে নিয়ে যাবে।
এছাড়াও যদি কোন ছাত্র-ছাত্রী কোউইন অ্যাপে নিজেরা রেজিষ্ট্রেশন করে থাকে। তবে তারা অতি অবশ্যই *রেজিষ্ট্রেশনের ১৪ সংখ্যার রেফারেন্স আই. ডি এবং মোবাইল নং* ওই নির্দিষ্ট ডকুমেন্টসের কপির উপরে লিখে নিয়ে আসবে, নাহলে ভ্যাকসিন করতে অসুবিধা হবে।
*এছাড়াও যারা ১৮+ বয়সী, এখনো পর্যন্ত *Covaxin* এর শুধুমাত্র ২য় ডোজ পায়নি(কোন প্রকার ১ম ডোজ হবে না), তারা ১ম ডোজের প্রমাণপত্র দেখালেই পাবে।
সকলের সহযোগিতা একান্ত কাম্য 🙏