19/09/2025
Holy Fire Reiki Healing
হোলি ফায়ার রেইকি এই প্রথম প্রচার করা হয় 2014 সালে ICRT (INTERNATIONAL CENTER FOR REIKI TRAINING) থেকে।
●রেইকি হলো জাপানি কথা অর্থাৎ রে মানে সার্বভৌমিক আর কি মানে হলো প্রাণশক্তি। অর্থাৎ রেইকি হলো সার্বভৌমিক বিশেষ ও উন্নত জীবনী বা প্রাণ শক্তি।
● আরও সহযে বলতে রেইকি হিলিং পদ্ধতি হলো স্পর্শ চিকিৎসা পদ্ধতি অর্থাৎ দুই হাতের দ্বারা স্পর্শের মাধ্যমে আরোগ্যকরণ।
●এই হোলি ফায়ার রেইকি হিলিং শক্তি এতটাই শক্তিশালী যে এটি আধ্যাত্মিক উপায়ে দ্রুত বিভিন্ন রোগ ব্যাধি , মানসিক ও শারীরিক অসুখ থেকে আমাদেরকে মুক্ত রাখে এবং প্রাণ খুলে বাঁচতে সাহায্য করে।
●হোলি ফায়ার রেইকি শক্তি ভিতর থেকে এবং খুব দ্রুত আমাদের হিলিং করে।
●যে কোনোরকম সম্পর্ক হিলিং এর জন্য এই শক্তি দারুণ ভাবে সাহায্য করে।
●বিভিন্নরকম দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য হোলি ফায়ার রেইকি হিলিং দারুণ ভাবে সাহায্য করে।
●মানসিক শান্তি (Mental Peace) পাওয়ার জন্য রেইকি হিলিং দারুণভাবে সাহায্য করে, যা আজকালকার দিনে অত্যন্ত জরুরি।
●এলার্জি থেকে শুরু করে সাইনাস হোক বা যে কোনোরকম ব্যাথা বা শরীরের কোথাও কোনো সমস্যার জন্য হোলি ফায়ার রেইকি হিলিং দারুণভাবে উপকারী।
●হোলি ফায়ার রেইকি হিলিং গভীরভাবে আমাদেরকে হিল করতে সক্ষম যেখানে ওষুধের প্রভাব পৌঁছায় না সেখানে গিয়েও হিলিং করে থাকে।
●ঔষধ এর উপর তো সবাই নির্ভরশীল কিন্তু এই ঔষুধ খেয়ে আর কতদিন ?
● রেইকি হিলিং এ কোনোরকম কোনো ঔষধ বা কোনো জরিবুটি দেওয়া হয় না।
●প্রকৃতির দেওয়া বিশেষ প্রকার আধ্যাত্মিক শক্তি দ্বারা পরিচালিত হিলিং শক্তি কেই কাজে লাগানো হয় এখানে, যা উপলব্ধি মাত্র ।
●●●●●● হোলি ফায়ার রেইকি হিলিং এর মধ্যে দিয়ে নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে পারেন, যা চিরাচরিত রেইকি শক্তির থেকে অনেক বেশী মাত্রায় শক্তিশালী।
●●●●●● অনেক টাকা পয়সা তো আপনি বা আপনার ঔষধ এর পিছনে খরচা করলেন এই হোলি ফায়ার রেইকি হিলিং কতটা উপকারী সেটা একবার প্রয়োগ করে দেখতে পারেন ।
●●● কোনোরকম ক্ষতির বা হারানোর সম্ভাবনা একেবারেই নেই এখানে, হারাবেন আপনার নেতিবাচক অভ্যাস, নেতিবাচক গুন নেতিবাচক প্রভাব যা আপনার মধ্যে রয়েছে। 🙌🏼 🙌🏻
●●●●●● হোলি ফায়ার রেইকি হিলিং পদ্ধতি শিখে নিজেকে পুরোপুরি পজিটিভ একটি দিকে বদলে ফেলুন। আর সকল বাঁধা থেকে বেরিয়ে আনন্দের সাথে নিজের জীবনকে উপভোগ করুন।
#রেইকি