গাঙ্গুলী ফার্ম্মেসী / Ganguly Pharmacy

  • Home
  • India
  • Habra
  • গাঙ্গুলী ফার্ম্মেসী / Ganguly Pharmacy

গাঙ্গুলী ফার্ম্মেসী / Ganguly Pharmacy HOMOEOPATHY AND BIOCHEMIC MEDICINE SHOP, HABRA.

 #জেনে_রাখা_ভালো   #হোমিও_চিকিৎসা
08/11/2025

#জেনে_রাখা_ভালো
#হোমিও_চিকিৎসা

🩺🔴🩺  #টিউমার_চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথিক ঔষধ :-🔴 . :শক্ত, ধীরে ধীরে বাড়তে থাকা টিউমার।বিশেষ করে স্তন ব...
02/11/2025

🩺🔴🩺 #টিউমার_চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথিক ঔষধ :-

🔴 . :
শক্ত, ধীরে ধীরে বাড়তে থাকা টিউমার।
বিশেষ করে স্তন বা জরায়ুর টিউমারে কার্যকর।
স্পর্শে ব্যথা, চাপ দিলে টান টান লাগে।
দীর্ঘস্থায়ী দুধবাঁধা (after lactation) থেকে টিউমার হলে খুব ভালো কাজ করে।

🔴 :
ক্যালসিফাইড বা শক্ত গাঁটের টিউমারে।
ধীরে ধীরে বড় হয়, কিন্তু ব্যথা কম।
পুনরাবৃত্ত টিউমার বা আঁচিল-জাতীয় বৃদ্ধিতেও উপকারী।

🔴 :
ব্যথাযুক্ত, প্রদাহজনিত টিউমারে কার্যকর।
স্তনের টিউমারে বা গ্ল্যান্ড ফুলে গেলে খুব উপযোগী।
ব্যথা কাঁধ বা বাহু পর্যন্ত ছড়ায়।

🔴 :
বাম পাশের টিউমারে (বিশেষ করে স্তনের বাম দিক)।
টিউমার গরম লাগে, ব্যথা ও জ্বালাভাব থাকে।
গরমে বা ঘুমে অবস্থা খারাপ হয়, ঠান্ডায় ভালো লাগে।
মেনোপজ বা ঋতুস্রাবের পর টিউমারে বেশি কার্যকর।

🔴 :
ক্যানসার বা ক্যানসার-প্রবণ টিউমারের ক্ষেত্রে।
পরিবারে ক্যানসার ইতিহাস থাকলে খুব ভালো ফল দেয়।
রুগী সাধারণত সংবেদনশীল, পরিপাটি, এবং পারফেকশনিস্ট প্রকৃতির।

🔴 :
ওয়ার্টি বা আঁচিলের মতো টিউমার।
শরীরে অতিরিক্ত বৃদ্ধি বা অস্বাভাবিক সেল গ্রোথে উপকারী।
ইনজেকশন বা টিকা নেওয়ার পরে টিউমার হলে বিশেষভাবে ভালো।

🔴 :
পুরনো টিউমার বা অ্যাবসেস-জাতীয় গাঁট।
দেহে পুঁজ বা নিষ্কাশন প্রবণতা থাকলে কার্যকর।
ধীরে ধীরে নিরাময় করে এবং দেহের প্রতিরোধশক্তি বাড়ায়।

🔴🔵 বিশেষ টিপস:
টিউমারের ক্ষেত্রে কখনো নিজের ইচ্ছায় ওষুধ গ্রহণ বা পরিবর্তন করবেন না।
ওষুধের পটেন্সি ও ডোজ রোগীর অবস্থা অনুযায়ী নির্ধারণ করতে হয় (যেমন 30, 200, 1M ইত্যাদি)।
একসাথে একাধিক ওষুধ না খাওয়াই ভালো।

🔴পরামর্শের জন্য ডাক্তারের সহায়তা গ্রহণ করুন।



#টিউমার

🩺৫০টি   #হোমিওপ্যাথিক_ঔষধের_প্রধান_মানসিক_লক্ষণ সংক্ষেপে দেওয়া হলো:~হোমিওপ্যাথিতে প্রতিটি ঔষধের মানসিক (Mind) লক্ষণ অত্য...
07/10/2025

🩺৫০টি
#হোমিওপ্যাথিক_ঔষধের_প্রধান_মানসিক_লক্ষণ সংক্ষেপে দেওয়া হলো:~
হোমিওপ্যাথিতে প্রতিটি ঔষধের মানসিক (Mind) লক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫০টি হোমিও ঔষধ ও মানসিক লক্ষণ

1. Aconitum Napellus – হঠাৎ ভয়, মৃত্যুভয়, অস্থিরতা।

2. Agaricus Muscarius – হাসিখুশি, মজার ছলে কথা বলে, কিন্তু বোকামি প্রবণতা।

3. Agnus Castus – আত্মবিশ্বাসহীনতা, অবসাদ, যৌন অক্ষমতার কারণে হতাশা।

4. Alumina – ধীর চিন্তাভাবনা, বিভ্রান্তি, একা থাকতে ভয়।

5. Ambra Grisea – লাজুক, লজ্জাবোধ প্রবল, লোকসমাজে অস্বস্তি।

6. Anacardium Orientale – দ্বৈত মানসিকতা, রাগী, সন্দেহপ্রবণ।

7. Antimonium Crudum – খিটখিটে মেজাজ, একা থাকতে চায় না, ছেলেমানুষি ভাব।

8. Apis Mellifica – খিটখিটে, অধৈর্য, কাঁদো কাঁদো ভাব।

9. Argentum Nitricum – তাড়াহুড়ো, পরীক্ষা বা ভ্রমণের আগে ভয়, অস্থিরতা।

10. Arnica Montana – আঘাত বা অপমান ভুলতে না পারা, “কিছু হয়নি” বলে এড়িয়ে যাওয়া।

11. Arsenicum Album – ভয়, উদ্বেগ, মৃত্যুভয়, অস্থিরতা, একা থাকতে চায় না।

12. Aurium Metallicum – গভীর দুঃখ, আত্মহত্যার প্রবণতা, গম্ভীর ভাব।

13. Baryta Carbonica – অপরিণত মনের মতো, লাজুক, বুদ্ধি কম।

14. Belladonna – উত্তেজিত, হঠাৎ রাগ, কল্পনায় ভীতি।

15. Bryonia Alba – বিরক্তিকর, চুপচাপ থাকতে চায়, বিরক্ত করলে রেগে যায়।

16. Calcarea Carbonica – ভীরু, সহজে ভয় পায়, দুশ্চিন্তাগ্রস্ত।

17. Cannabis Indica – অদ্ভুত কল্পনা, সময় ও দূরত্বের ভুল ধারণা।

18. Cantharis – রাগান্বিত, কাম প্রবণ, উত্তেজিত।

19. Carbo Vegetabilis – উদাসীনতা, দুর্বলতায় মানসিক শক্তি কমে যায়।

20. Causticum – ন্যায়বোধ প্রবল, অন্যের কষ্টে কাঁদে, দুঃখবোধ।

21. Chamomilla – খিটখিটে, অসহনশীল, সামান্য কষ্টে চিৎকার।

22. China (Cinchona) – হতাশ, বিরক্ত, পরামর্শ মানতে চায় না।

23. Cicuta Virosa – শৈশবসুলভ আচরণ, বিভ্রান্তি।

24. Coffea Cruda – আনন্দে উত্তেজিত, ঘুমহীনতা, চিন্তা বাড়ে।

25. Colocynthis – রাগ, ক্রোধে কাঁদে, অন্যায় সহ্য করতে পারে না।

26. Conium Maculatum – বিষণ্ণ, একা থাকতে ভালোবাসে, পুরানো স্মৃতিতে ডুবে থাকে।

27. Crocuss Sativus – হাসি ও কান্নার মিশ্র ভাব, আনন্দ থেকে দুঃখে যাওয়া।

28. Digitalis Purpurea – উদ্বিগ্ন, ভয়, আশা হারানো।

29. Dulcamara – খিটখিটে, পরিবর্তনে বিরক্তি।

30. Euphrasia – দুঃখী, চোখের সমস্যা থেকে মন খারাপ।

31. Gelsemium – ভীরু, দুর্বল, ভীত, পরীক্ষার ভয়।

32. Graphites – উদাসীনতা, দুঃখ, কাঁদো কাঁদো ভাব।

33. Hepar Sulphur – রাগান্বিত, প্রতিহিংসাপরায়ণ, সামান্য কষ্ট সহ্য করতে পারে না।

34. Hyoscyamus – সন্দেহ, ঈর্ষা, অশ্লীল কথা বলে।

35. Ignatia Amara – শোক, হতাশা, কান্না চেপে রাখা।

36. Iodium – অস্থির, বিরক্ত, কাজ ছাড়া থাকতে পারে না।

37. Kali Carb – ভীরু, আত্মবিশ্বাসহীন, উদ্বিগ্ন।

38. Kali Phosphoricum – মানসিক অবসাদ, দুর্বলতা, উদ্বেগ।

39. Lachesis – ঈর্ষা, বাচাল, সন্দেহপ্রবণ।

40. Lycopodium – আত্মবিশ্বাসহীনতা, লাজুক, ঘরে সাহসী বাইরে দুর্বল।

41. Mercurius Solubilis – দ্বিধা-দ্বন্দ্ব, দুশ্চিন্তা, ভীরু।

42. Natrum Muriaticum – দুঃখ চাপা রাখা, একা কাঁদা, স্মৃতিমেদুর।

43. Nitric Acid – রাগান্বিত, ক্ষুদ্রমনা, প্রতিহিংসাপরায়ণ।

44. Nux Vomica – খিটখিটে, অস্থির, অল্পতেই রাগ।

45. O***m – আনন্দময়, ভয় বা দুঃখ অনুভব করে না, অচেতনতা।

46. Phosphorus – খোলামেলা, বন্ধুবৎসল, সহজে ভয় পায়।

47. Platina – গর্বিত, অহংকারী, অন্যকে ছোট মনে করে।

48. Pulsatilla – লাজুক, কান্নাকাটি, সহানুভূতি চায়।

49. Rhus Toxicodendron – অস্থির, একা থাকতে চায় না, ভয়।

50. Sepia – উদাসীন, ভালোবাসাহীন, পরিবারে অনাগ্রহ।

🩺 🔴 সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়।
(Collected)

🔴🔴  #জরুরি_ব্যবহারের_জন্য কিছু  #হোমিওপ্যাথিক_প্রাথমিক_চিকিৎসার_ওষুধ-
21/09/2025

🔴🔴 #জরুরি_ব্যবহারের_জন্য কিছু #হোমিওপ্যাথিক_প্রাথমিক_চিকিৎসার_ওষুধ-

 #পার্কিনসন  #কম্পন_রোগ এর হোমিওপ্যাথিক চিকিৎসা:-🩺  #পার্কিনসন_রোগ কাকে বলে?পার্কিনসন রোগ হল একটি স্নায়বিক অসুস্থতা যেটি...
17/09/2025

#পার্কিনসন #কম্পন_রোগ এর হোমিওপ্যাথিক চিকিৎসা:-
🩺 #পার্কিনসন_রোগ কাকে বলে?
পার্কিনসন রোগ হল একটি স্নায়বিক অসুস্থতা যেটি নিউরোনের (স্নায়ুর কোষ) উপর প্রভাব বিস্তারের মাধ্যমে মস্তিষ্কে বর্ধনশীল ক্ষয়ের সৃষ্টি করে। এই নিউরোনগুলি ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারের সাহায্যে মস্তিস্ক জুড়ে বার্তা পাঠানোর জন্য দায়ী। স্বাভাবিক অবস্থায় ডোপামিনের সাহায্যে মসৃণ ও ভারসাম্যপূর্ণ পেশী নিয়ন্ত্রণ সম্ভব হয়। এই নিউরোট্রান্সমিটারটির অভাবের ফলেই পার্কিনসন রোগের উপসর্গগুলি দেখা দেয়।

🩺 #প্রধান_লক্ষণ ও #উপসর্গগুলি কি?

পার্কিনসন রোগের সবথেকে প্রথম ও সাধারণ উপসর্গগুলির মধ্যে একটি হল দেহের কোন একটি অংশে কম্পনের অনুভূতি, এটি হতে পারে হাতে বা পায়ে, এমনকি চোয়ালেও। হাতের বিশ্রামের সময় সাধারণত এই কম্পন দেখতে পাওয়া যায়, মূলত তর্জনীর উপর বুড়ো আঙুলের নড়াচড়া হিসাবে।

দ্বিতীয় যে উপসর্গটি সাধারণত দেখতে পাওয়া যায় সেটি হল পেশীর কাঠিন্য। অনিয়ন্ত্রিত পেশী কাঠিন্যের ফলে অবাধ অঙ্গপরিচালনে ব্যাঘাত সৃষ্টি হয়। এই রোগীদের মধ্যে যেকোন ক্রিয়াকলাপের গতি ক্রমশ কমতে থাকে। স্নান বা খাওয়ার মত সহজ কাজ সম্পূর্ণ করতেও অস্বাভাবিক রকম বেশি সময় লাগতে পারে।

এই রোগের অগ্রসর পর্যায়ের উপসর্গগুলির মধ্যে আছে ভারসাম্যের অভাব, ডিপ্রেসন বা অবসাদ, মুখোশসদৃশ অভিব্যক্তি এবং নুয়ে পড়া দেহভঙ্গিমা।

তুলনামূলক অপরিচিত উপসর্গগুলি হল ভয়, লালাক্ষরণ, ত্বকের সমস্যা, মূত্র-সংক্রান্ত সমস্যা এবং যৌনক্রিয়ায় অক্ষমতা। কম্পনের কারণে রোগীর হাতের লেখা এবং কথা বলাও যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়।

🩺 এই রোগের #প্রধান_কারণ কি?

যদিও এই রোগের সম্ভাব্য কারণের খোঁজে গবেষণা চলছে, এখনো অবধি তা খুঁজে পাওয়া যায়নি। জিনগত কারণ এবং কিছু পরিবেশগত উপাদান পার্কিনসনের সম্ভাবনা বৃদ্ধির জন্য দায়ী বলে মনে করা হয়।

জিনের পরিবর্তনকেও পার্কিনসন রোগের সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এর নিশ্চিত প্রভাব এখনো পরিষ্কার নয়।

কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশকের সংস্পর্শ এই রোগটির একটি সম্ভাব্য পরিবেশগত উপাদান। অন্যান্য বিরল কারণগুলি হলো কয়েকটি এন্টিসাইকোটিক ওষুধ বা মস্তিষ্কের অসুস্থতা বা অতীতে একাধিক স্ট্রোকের আক্রমণ।

🔵🔴 হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের লক্ষনভিত্তিক আলোচনা -

🔴 #আর্জেন্ট_মেট-
হস্তমৈথুন, সপ্নদোষ, অতিরিক্ত স্ত্রী সঙ্গম জনিত শুক্র ক্ষয় করিয়া দুর্বলতা, স্মরন শক্তি রোপ, খিটখিটে মেজাজ, শীতে কাতর এই ধাতুর রোগীদের লিখতে আঙ্গুল কাপায় ইহা উৎকৃষ্ট ঔষধ।

🔴 #জেলসিমিয়াম-
স্নায়ুবিক দুর্বলতা নিস্তেজ ভাব, ক্লান্তি, লিখতে বা কোন কিছু ধরতে গেলে হাত কাপে।চলিতে পা ইচ্ছা অনুসারে ফেলিতে পারে না। সর্বদা ঘুম ঘুম ভাব। ঘুমাইলে রোগী চমকাইয়া উঠে প্রভৃতি লক্ষনে ইহা ইহা উপকারী।

🔴 #এগারিকাস-
বৃদ্ধ বয়সে মাথা হইতে কম্পন আরাম্ভ হইয়া হাত, পা, কাপে, কাহারো সমস্হ শরীরও কাপিতে দেখা যায়।

🔴 #স্ট্যানাম_মেট-
রোগী অত্যন্ত বিষন্ন, অল্পেই কেদে ফেলে, ক্রন্দনশীল, মনে করে বুকের ভিতরটা খালি,বুকের দুর্বলতা, অল্প পরিম্রমে অত্যান্ত ক্লান্তি বোধ করে উপর থেকে নিচে নামিতে, অর্তাৎ সিড়ি বাহিয়া নামিতে হাপাইয়া পড়ে।শীতে কাতর এই ধাতুর রোগীদের কোন দ্রব্য ধরিতে গেলে হাত কাপে। লিখতে বা টাইপ কোরতে গেলে হঠাৎ আঙ্গুল ধাক্কা মারে।

🔴 #প্লাটিনা-
লিখতে বা কোন কিছু ধরিতে হাত কাপে, আঙ্গুলের কম্পন জনিত কারনে লেখা অসাধ্য হইয়া পড়ে।

🔴 #এসিড_সালফ-
অতিরিক্ত লেখার কাজ করে হাতে পক্ষাঘাত। এমনকি লিখতে গেলে হাত কাপে। এসিড সালফ তা আরোগ্য করিতে পারে।

🔴 #আর্নিকা_মন্ট-
শরীরের কোন স্হানে আঘাত লাগা হেতু কম্পন রোগের সৃষ্টি হইলে আর্নিকা মন্ট অব্যর্থ।

🔴 #জিঙ্কাম_মেট-
শরীরের নিম্নাঙ্গের অর্থাৎ উভয় পায়ের কম্পন রোগে জিঙ্কাম একটি মহৎ কার্যকারী ষধঔ। কোন প্রকার কঠিন পীরায় রোগীর পা নাড়িতে দেখিলে জিঙ্কামে উপকার হইবে। চেয়ারে বসিয়া কিংবা দাড়াইয়া পা নাচানোর মুদ্রা দোষ জিঙ্কামে দুর হয়।

🔵🔴 #বাইওকেমিক_চিকিৎসা -
#ম্যাগনেশিয়াম_ফস ও #ক্যালি_ফস
ইহা কম্পনের প্রধান ঔষধ। রক্তশুন্য দুর্বল রোগীদের ম্যাগনেশিয়া ফসের সঙ্গে ক্যালকেরিয়া ফস পর্যাযক্রমে কিছু অধিক দিন সেবনে উপকার হয়।

🔵🔴 রোগীকে যে সকল #নিয়ম_কানুন মেনে চলতে হবে:

🩺 এই রোগে আক্রান্তদের নিয়মিত পুষ্টিকর সুষম খাবার খেতে হবে।
🩺 প্রতিদিনের খাবারে শাকসবজি, ফলমূল থাকতে হবে।
🩺 আক্রান্তদের কোষ্ঠকাঠিন্য দেখা যায়, এ জন্য ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়ার পাশপাশি প্রচুর পরিমাণে পানি পান জরুরি।
🩺 আক্রান্তরা হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে আহত হন। হাঁটার সময় সচেতন হতে হবে।🩺 তাড়াহুড়া করা যাবে না, কেউ ডাকলে ধীরে ধীরে ইউ-টার্ন নিতে হবে।
🩺 হাঁটার সময় কোনো কিছু বহন করবেন না।
🩺 পর্যাপ্ত ঘুমাতে হবে।
🩺 মস্তিষ্ককে যতটা সম্ভব ক্রিয়াশীল রাখতে হবে।

🔴 🔴 এই তালিকাটি শুধু লক্ষণভিত্তিক হোমিও ঔষধের ধারণা। রোগীর সামগ্রিক মানসিক ও শারীরিক লক্ষণ মিলিয়ে অভিজ্ঞ হোমিও চিকিৎসক যে ঔষধ নির্ধারণ করবেন, সেটাই কার্যকর হবে।
(Collected)

সাধারণত  #পেটের_কোনখানে_কিসের_জন্য_ব্যথা_করে।(Collected)
08/09/2025

সাধারণত #পেটের_কোনখানে_কিসের_জন্য_ব্যথা_করে।
(Collected)

 ্ষনে_হোমিওপ্যাথিক_ঔষধ 🔴উপরের পেট ফাঁপা--Carbo-veg🔴নিচের পেট ফাঁপা - Lycopodium🔴সম্পূর্ণ পেট ফাঁপা -China.🔴পেট ফাঁপা বায...
03/09/2025

্ষনে_হোমিওপ্যাথিক_ঔষধ
🔴উপরের পেট ফাঁপা--Carbo-veg
🔴নিচের পেট ফাঁপা - Lycopodium
🔴সম্পূর্ণ পেট ফাঁপা -China.
🔴পেট ফাঁপা বায়ু নিঃসরনে উপশম- Lyco.
🔴পেট ফাঁপা ঢেঁকুর উঠলে উপশম-Carbo-veg.
🔴পেট ফাঁপা বায়ু নিঃসরন ও ঢেঁকুর কোনটাতেই উপশম নয়-China.
🔴চোখের উপর পাতা ফোলা -Kali carb.
🔴চোখের নিচের পাতা ফোলা - Apis mel.
🔴চোখের উভয় পাতা ফোলা - Phos.
🔴বাম কানে ব্যথা-Merc bin iod
🔴ডান কান ব্যথা-Merc proto iod.
🔴উভয় কান ব্যাথা-Merc sol

🔴 ব্যবহারের পরামর্শ:
এই তালিকাটি মূলত স্মৃতি সহায়ক হিসেবে ব্যবহার করুন। কোনো ঔষধ প্রয়োগ করার আগে হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। শক্তি ও প্রয়োগ পদ্ধতি সঠিকভাবে জানা থাকা আবশ্যিক।

(Collected)

🔵🩺 ঘুমের বিভিন্ন লক্ষণে ৫০টি হোমিও ঔষধ~১. অনিদ্রা / ঘুম না আসা1. Coffea Cruda – অতিরিক্ত চিন্তা, আনন্দ বা দুঃখে ঘুম উড়ে ...
01/09/2025

🔵🩺 ঘুমের বিভিন্ন লক্ষণে ৫০টি হোমিও ঔষধ~

১. অনিদ্রা / ঘুম না আসা

1. Coffea Cruda – অতিরিক্ত চিন্তা, আনন্দ বা দুঃখে ঘুম উড়ে যাওয়া।

2. Nux Vomica – কাজের চাপ, ওষুধের অপব্যবহারে ঘুম না আসা।

3. Aconitum Napellus – ভয় বা দুঃসংবাদে অনিদ্রা।

4. Belladonna – অতিরিক্ত উত্তেজনা, মাথা গরম, ঘুম না আসা।

5. Arsenicum Album – উদ্বেগ, ভয়ের জন্য ঘুম না আসা।

২. অতিরিক্ত ঘুম / ঘুম ভাব

6. O***m – অতিরিক্ত ঘুম, কিন্তু জাগানো কঠিন।

7. Gelsemium – ঝিমুনি, সারাদিন ঘুম ঘুম ভাব।

8. Antimonium Tart – নড়াচড়া করলে ঘুম পায়।

9. Phosphoric Acid – দুর্বলতায় ঘুম বেশি।

10. Ignatia – মানসিক আঘাতের পর অতিরিক্ত ঘুম।

৩. ভয় পেয়ে জেগে ওঠা / দুঃস্বপ্ন

11. Stramonium – দুঃস্বপ্ন, অন্ধকারে ভয়, হঠাৎ জেগে ওঠা।

12. Kali Bromatum – ভয়ের স্বপ্নে জেগে ওঠা।

13. Sulphur – রাতের দ্বিতীয় ভাগে ভয় পেয়ে জেগে ওঠা।

14. Pulsatilla – অশান্ত স্বপ্ন, কান্না, ভয়।

15. Calcarea Carbonica – ভূত বা চোরের স্বপ্নে ভয়।

৪. রাতে জেগে থাকা / ভোরের দিকে ঘুম আসা

16. Lycopodium – রাত ২-৪টার মধ্যে জেগে থাকা।

17. Syphilinum – ভোর পর্যন্ত ঘুম না আসা।

18. Natrum Muriaticum – গভীর চিন্তায় ঘুম না আসা।

19. Sepia – নারীদের হরমোনাল কারণে রাতে জাগা।

20. Rhus Tox – শারীরিক ব্যথায় ঘুম ভাঙা।

৫. স্বপ্নে অশান্তি / নানা রকম স্বপ্ন

21. Silicea – ভয়ঙ্কর স্বপ্ন, দেহ কাঁপা।

22. Cina – শিশুদের দুঃস্বপ্ন, দাঁত ঘষা।

23. Kali Carb – ভোরের দিকে ভয়ের স্বপ্ন।

24. Thuja – অদ্ভুত, বিচিত্র স্বপ্ন।

25. O***m – স্বপ্ন আর বাস্তবের পার্থক্য করতে না পারা।

৬. হঠাৎ ঘুম ভেঙে যাওয়া

26. Digitalis – হৃদকম্পে ঘুম ভেঙে যাওয়া।

27. Arnica Montana – আঘাতের পর ঘুম ভাঙা।

28. Chamomilla – শিশুর কান্নায় ঘুম ভাঙা।

29. Hyoscyamus – ঘুমে কথা বলা ও হঠাৎ জেগে ওঠা।

30. Aur. Metallicum – মানসিক চাপ থেকে ঘুম ভাঙা।

৭. দিনে ঘুম, রাতে জাগা

31. Phosphorus – রাতে গল্প করতে ভালো লাগে, দিনে ঘুম।

32. Cocculus – রাত জাগার ফলে দিনে ঘুম।

33. Nitric Acid – মানসিক দুশ্চিন্তায় রাতে ঘুম হয় না।

34. Kali Phosphoricum – মস্তিষ্কের দুর্বলতায় দিনে ঘুম।

35. China Officinalis – রক্তক্ষয়ের পর দিনে ঘুম।

৮. অস্থির ঘুম / বারবার নড়াচড়া

36. Zincum Metallicum – ঘুমে পা নড়াচড়া।

37. Rhus Tox – ঘুমে আরামে থাকতে না পারা।

38. Medorrhinum – অস্থির, উল্টাপাল্টা ঘুম।

39. Helleborus – গভীর ঘুম, কিন্তু অস্থিরতা।

40. Causticum – উদ্বেগে অস্থির ঘুম।

৯. শিশুর ঘুমের সমস্যা

41. Chamomilla – দাঁত ওঠার সময় ঘুম না হওয়া।

42. Borax – শিশু ঘুম থেকে চমকে ওঠে।

43. Cina – শিশু ঘুমে দাঁত ঘষে।

44. Calcarea Phos – শিশুর দুর্বলতায় ঘুম না হওয়া।

45. Aethusa Cynapium – শিশুর ঘুমে অস্থিরতা।

১০. ঘুমে অদ্ভুত লক্ষণ

46. Lachesis – ঘুম থেকে জেগে রাগ, কথা বেশি।

47. Tarentula Hispanica – অদ্ভুত স্বপ্নে অস্থিরতা।

48. Cannabis Indica – বিচিত্র স্বপ্ন, ঘুমে বিভ্রান্তি।

49. O***m – ঘুমে ঘুমন্ত কথা বলা।

50. Sulphuric Acid – গভীর ঘুম ভেঙে ক্লান্তি।

🔴 এই তালিকাটি শুধু লক্ষণভিত্তিক হোমিও ঔষধের ধারণা। রোগীর সামগ্রিক মানসিক ও শারীরিক লক্ষণ মিলিয়ে অভিজ্ঞ হোমিও চিকিৎসক যে ঔষধ নির্ধারণ করবেন, সেটাই কার্যকর হবে।
(Collected)

🩺🔵 গুরুত্বপূর্ন হোমিওপ্যাথিক ঔষধের বিশেষ বিশেষ  একক লক্ষন-1. বেলা ৩টায় বৃদ্ধি হলেঃফসফরাস / থুজা / বেলেডোনা2. নড়াচড়ায়...
31/08/2025

🩺🔵 গুরুত্বপূর্ন হোমিওপ্যাথিক ঔষধের বিশেষ বিশেষ একক লক্ষন-
1. বেলা ৩টায় বৃদ্ধি হলেঃ
ফসফরাস / থুজা / বেলেডোনা

2. নড়াচড়ায় বৃদ্ধি হলেঃ
ব্রায়োনিয়া

3. ভোর রাত্রে বৃদ্ধি হলেঃ
ক্যালি গ্রুপ / আমন কার্ব

4. মিষ্টি খেয়ে বৃদ্ধি হলেঃ
ল্যাক ক্যান / আর্জ নাইট

5. মিষ্টি খেয়ে বুক জ্বলে যায়ঃ
জিঙ্কাম মেট

6. ঘাম ও শয্যা তাপে বৃদ্ধি হলেঃ
মার্ক সল

7. সান্তনায় বিরক্ত হলেঃ
ন্যাট মিউর

8. সকল যন্ত্রণা রাতে বৃদ্ধি পায়ঃ
এ্যাসাফোটিডা

9. কেবল অমাবস্যায় বৃদ্ধিঃ
ডালকামারা

10. কেবল পূর্ণিমায় বৃদ্ধিঃ
থুজা

11. ভাদ্র-আশ্বিন মাসে বৃদ্ধিঃ
ডালকামারা

12. আহারের পর সকল রোগের উপশমঃ
লাইকো / এনাকার্ডিয়াম

13. শয়নে যন্ত্রণা হ্রাস পায়ঃ
ডিজিটালিস

14. ব্যাথার কথা মনে হলেই ব্যাথার উপশম হয়ঃ
ক্যাম্ফর / হেলিবোরাস

15. এক পা ঠান্ডা পানিতে, অপর পা গরম পানিতে ডুবিয়ে রাখলে উপশমঃ
লিলিয়াম টিগ

16. বৃষ্টিতে বৃদ্ধিঃ
থুজা

17. বসে বা শুয়ে থাকলে উপশমঃ
ফেরাম ফস

18. জ্বালা গরমে উপশমঃ
আর্স এল্ব

19. আক্রান্ত স্থানটি হালকা টিপলে উপশম হয়ঃ
ব্রায়োনিয়া

20. গায়ে হাত বুলালে উপশম হয়ঃ
ক্যান্থারিস / টেলুরিয়াম

21. যে কোন রোগে রোগীর গায়ে হাত বুলালে ঘুমিয়ে যায়ঃ
ফসফরাস

22. অধিক টিকা দেওয়ার ইতিহাস থাকলেঃ
থুজা (প্রয়োগপূর্ব নির্বাচিত ঔষধ প্রযোজ্য)

23. শরীরস্থ তরল পদার্থের (রস, রক্ত, রজঃ, শুক্র ইত্যাদি) অপচয় হেতু বিবিধ পীড়াগ্রস্ত হলেঃ
ন্যাট মিউর

24. বেশীক্ষণ সাঁতার কেটে যে কোন রোগ সৃষ্টিতেঃ
এন্টিম ক্রুড / রাসটক্স

25. প্রেমে ব্যর্থ হয়ে মনের ভাব প্রকাশ না করে সৃষ্ট রোগেঃ
ইগনেশিয়া

26. প্রেমে ব্যর্থ হয়ে প্রতিশোধ নেয়ার ইচ্ছা জাগ্রত হলেঃ
স্ট্যাফিসেগরিয়া

27. অর্থহানির শোকে কোন রোগ সৃষ্টি হলেঃ
ক্যালকেরিয়া ফ্লোর / আর্ণিকা

28. ভয় হতে কোন রোগ সৃষ্টি হলেঃ
একোনাইট / ওপিয়াম

29. অতিরিক্ত আনন্দ হতে কোন রোগ সৃষ্টি হলেঃ
কফিয়া ক্রুডা

30. রোদ লেগে কোন রোগ হলেঃ
এন্টিম ক্রুড / ন্যাট মিউর / গ্লোনইন

31. অধিক মিষ্টি খেয়ে সৃষ্ট রোগঃ
জিঙ্কাম মেট / আর্জ নাইট

32. মাংসে আঘাতের কারণে রোগ সৃষ্টি হলেঃ
আর্ণিকা মন্ট

33. মাথায় আঘাতের কারণে রোগ সৃষ্টি হলেঃ
ন্যাট সালফ

34. হাড়ে আঘাতের কারণে রোগ সৃষ্টি হলেঃ
সিম্ফাইটাইম

🔴 ব্যবহারের পরামর্শ:

এই তালিকাটি মূলত স্মৃতি সহায়ক হিসেবে ব্যবহার করুন।
কোনো ঔষধ প্রয়োগ করার আগে হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
শক্তি ও প্রয়োগ পদ্ধতি সঠিকভাবে জানা থাকা আবশ্যিক।

=ভালো লাগলে শেয়ার করুন=
(Collected)

🩺🔵 আঘাতের স্থান ও ঔষধ 🪴♦ মাংসে আঘাতে থেঁতলিয়ে গেলে- Arnica Mont ♦ হাড়বিহীন স্থানে আঘাতে টাটানি ব্যথা - Bellis Per. ♦ প...
23/08/2025

🩺🔵 আঘাতের স্থান ও ঔষধ 🪴

♦ মাংসে আঘাতে থেঁতলিয়ে গেলে- Arnica Mont
♦ হাড়বিহীন স্থানে আঘাতে টাটানি ব্যথা - Bellis Per.
♦ পুরাতন বা বহুদিনের আঘাতে - Bellis Pere.
♦ মাংসল স্থানে আঘাতে ভীষণ যন্ত্রণা - Hypericum.
♦ অস্থি আঘাতে প্রথমে Amica পরে Ruta এটাও ব্যর্থ হলে - Symphytum.
♦ আঘাতে শিরা কেটে বা ফেটে গিয়ে কাল রক্ত ঝরে ও টাটানি ব্যথা থাকে Hamamalis.
♦ উপশিরার আঘাতে- Amica Mont.
♦ শিরায় আঘাত পেয়ে রক্ত সঞ্চয়ে- Bellis Per.
♦ অস্থিবারণে আঘাত প্রাপ্ত স্থানে গুটি হলে - Ruta অমোঘ
♦ দেহের যে কোন প্রান্তদেশে যেমন হাত-পায়ের আঙুল, মস্তক-শীর্ষ ও ঠোঁটে আঘাতে- Hypericum.
♦ মাথার আঘাতে থেঁতলানসহ অজ্ঞান হলে Arnica আর পড়ে গিয়ে অজ্ঞান হলে Natrum Sulph.
♦ মাথার আঘাতে ঘুম ঘুম ভাব দেখা দিলে এবং নিশ্চুপ থাকলে O***m.
♦ আঙ্গুলের নখ ছেঁচে গেলে A Crude প্রয়োগে নখ স্বাভাবিক হয়।
♦ মাথায় আঘাতের কারণে কোন রোগ হলে- Natrum Sulph.
♦ মাথার আঘাতে অনবরত যন্ত্রণা করতে থাকলেও - N Sulph
♦ চোখের ভয়ংকর আঘাতে- Symphytum/ Artimesia
♦ চোখে আঘাতে কালশিরা পড়া Ledum Pal.
♦ চোখের ভিতর আঘাতে কেটে ছিঁড়ে গেলে Urtica Urens.
♦ আঘাতে বা প্রচন্ড কাশিতে চোখের সাদা অংশে রক্ত সঞ্চয় - Arnica.
♦ অন্ডকোষে আঘাতে Conium Macu
♦ স্তনের আঘাতে Conium Macu.
♦ হাতের কব্জি বা পায়ের গোছ মচকিয়ে গেলে- Ruta/ Carbo Animalis
♦ সামান্য ওজনের বস্তু তুলতেও মচকিয়ে যায় - Carbo Animalis
♦ সন্ধিতে আঘাত পেয়ে টাটানি যন্ত্রণা থাকলে- Bellis pere
♦ মেরুদন্ডের আঘাতে- Arnica / Hypericum.
♦ নরম অস্থিতে আঘাতের ফলে ব্যথা - Symphytum.
♦ অস্থি আবরণে আঘাতে ব্যথা হলে- Ruta.
♦ মস্তকে আঘাত পেয়ে মাথা গরম কিন্তু হাত-পা ঠান্ডা- Arnica Mont
♦ মাথার আঘাতে Helleborus 30/200 উত্তম ঔষধ।
♦ কানের আঘাতে কানে শ্রবণ বিকৃতি ঘটলে - Conium Macu.
♦ শিরার আঘাতে Hypericum.
♦ চোখের তারকায় আঘাত - Symphytum.
♦ অন্ডকোষে আঘাত - Arnica / Conium.
♦ জরায়ু, স্তন ও ডিম্বকোষে আঘাতে স্থান হতে কালো রক্তস্রাব হলে - Badiaga.
♦ ভারী জিনিস তুলতে গিয়ে বুকের আঘাতে - Hypericum.
♦ ডিম্বকোষে আঘাত লেগে কালোবর্ণের রক্তস্রাব ঘটলে মেলিলোটাস ৩০ (হাসান মির্জা)
♦ ডিম্বকোষে ( ওভারি ) আঘাত - সোরিনাম ২০০ (হাসান মির্জা)।
♦ অস্থি-সন্ধিতে আঘাত লাগার পরে যেসব ক্ষেত্রে আর্নিকাতে বেদনা।

🔴 ব্যবহারের পরামর্শ:
এই তালিকাটি মূলত স্মৃতি সহায়ক হিসেবে ব্যবহার করুন। কোনো ঔষধ প্রয়োগ করার আগে হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। শক্তি ও প্রয়োগ পদ্ধতি সঠিকভাবে জানা থাকা আবশ্যিক।

(Collected)

Collected
01/07/2025

Collected

 #ডাঃ_বিধানচন্দ্র_রায় স্বনামধন্য চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। #জন্মঃ ১লা জুলাই, ১...
01/07/2025

#ডাঃ_বিধানচন্দ্র_রায়
স্বনামধন্য চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

#জন্মঃ ১লা জুলাই, ১৮৮২
#মৃত্যুঃ ১লা জুলাই, ১৯৬২

তিনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ১৯৪৮ সাল থেকে আমৃত্যু তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসেবেও তাঁর বিশেষ খ্যাতি ছিল। ১৯১১ সালে ইংল্যান্ড থেকে এফ.আর.সি.এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার ক্যাম্বেল মেডিক্যাল স্কুলে (বর্তমানে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ) শিক্ষকতা ও চিকিৎসা ব্যবসা শুরু করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য, রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন ও আমেরিকান সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন। ১৯২৩ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রভাবে রাজনীতিতে যোগ দিয়ে বঙ্গীয় ব্যবস্থাপক সভার নির্বাচনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন।
তিনি পরে কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কলকাতা পৌরসংস্থার মেয়র নির্বাচিত হন। ১৯৩১ সালে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। ১৯৪২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন। ১৯৪৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থীরূপে আইনসভায় নির্বাচিত হন। ১৯৪৮ সালে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রতিষ্ঠা করেন পাঁচটি নতুন শহরের দূর্গাপুর, বিধাননগর, কল্যাণী, অশোকনগর-কল্যাণগড় ও হাবরা। তাঁর চোদ্দো বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল। এই কারণে তাঁকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। ১৯৬১ সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান #ভারতরত্নে ভূষিত হন। মৃত্যুর পর তাঁর সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। তাঁর জন্ম ও মৃত্যুদিন (১ জুলাই) সারা ভারতে “ #চিকিৎসক_দিবস” রূপে পালিত হয়।
(তথ্য সংগৃহীত হয়েছে রোজদিন পত্রিকা থেকে)

Address

Jessore Road, Habra Opp. Kalika Hall
Habra
743263

Opening Hours

Monday 10am - 1pm
5pm - 9pm
Tuesday 10am - 1pm
5pm - 9pm
Wednesday 10am - 1pm
5pm - 9pm
Friday 10am - 1pm
5pm - 9pm
Saturday 10am - 1pm
5pm - 9pm
Sunday 10am - 1pm
5pm - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাঙ্গুলী ফার্ম্মেসী / Ganguly Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram