HRWID Foundation - হৃদ ফাউন্ডেশন

  • Home
  • India
  • Haldia
  • HRWID Foundation - হৃদ ফাউন্ডেশন

HRWID Foundation - হৃদ ফাউন্ডেশন বন্ধুরা,
যারা এই শুভ উদ্যোগের অংশ হতে ?

আজকের আনন্দবাজার পত্রিকার পাতায় হৃদ ফাউন্ডেশনের 'ইস্কুল-বাড়ি' প্রজেক্ট নিয়ে লিখেছেন আরিফ ইকবাল খান স্যার Arif Ikbal Khan...
11/04/2022

আজকের আনন্দবাজার পত্রিকার পাতায় হৃদ ফাউন্ডেশনের 'ইস্কুল-বাড়ি' প্রজেক্ট নিয়ে লিখেছেন আরিফ ইকবাল খান স্যার Arif Ikbal Khan । ধন্যবাদ জানাই তাঁকে।

গত দু'বছরে অতিমারীর প্রকোপে স্কুলছুট হওয়া ছাত্রছাত্রীদের স্কুলে ফেরানোর উদ্যোগ নিয়েছে হৃদ ফাউন্ডেশন। এই প্রজেক্টের নামই 'ইস্কুল-বাড়ি'। হলদিয়া পৌরসভার ১৮ টি স্কুলেই গিয়েছি আমরা, সাড়া পেয়েছি প্রত্যেকটি স্কুল থেকে, সহযোগিতা পেয়েছি প্রত্যেকের।

বহু ছাত্রছাত্রীকে স্কুলে ফেরানোর কাজ বাকি এখনও। 'ইস্কুল-বাড়ি'র আগামী কর্মসূচিতে যাঁরা আমাদের সঙ্গী হতে চাইছেন, নীচের ফর্মটি পূরণ করে যুক্ত হন আমাদের সাথে।

https://docs.google.com/forms/d/1Gr2fS_m_C-NATunYI01YPbExwOwtRbIK5Cw0ws3Jx2U/edit?ts=62062b2e

কোভিড দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য, শিল্পের যতটা ক্ষতি করেছে, প্রায় ততটাই বা তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস...
28/03/2022

কোভিড দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য, শিল্পের যতটা ক্ষতি করেছে, প্রায় ততটাই বা তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা। টানা দু'বছর স্কুল কলেজ একেবারে বন্ধ থাকায় সরকারি বা সরকার পোষিত স্কুলের ছাত্রছাত্রীদের যতটা ক্ষতি হয়েছে, ততটা বোধ হয় আর কারোর হয়নি। এর অবশ্যম্ভাবী ফল হিসাবে স্কুলছুটের সংখ্যা গেছে বেড়ে।

এই অবস্থায় বিভিন্ন কারণে স্কুলে ফিরতে না পারা ছাত্রছাত্রীদের স্কুলে ফেরানোর উদ্যোগ নিয়েছে হৃদ ফাউন্ডেশন। 'ইস্কুলবাড়ি' নামক প্রজেক্টে আমরা এখনও পর্যন্ত হলদিয়া পুরসভার ১৮টি সরকারি স্কুলে গিয়েছি। স্কুলগুলির মাননীয় শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আমাদের কথা হয়েছে ও আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। আশা করছি বিভিন্ন কারণে এই সব স্কুলের যেসব ছাত্রছাত্রী এখনও স্কুলে ফিরতে পারেনি, তাদের আমরা আবার স্কুলমুখী করতে পারব।

সমাজের বিভিন্ন স্তরে কোভিড যে অপরিমেয় ক্ষতি করেছে, তার সংশোধন এক দিনে বা কারোর একক চেষ্টায় হওয়া সম্ভব নয়। আমাদের সকলকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে। হলদিয়ায় হৃদ ফাউন্ডেশন তার কাজ শুরু করেছে। আশা করি আপনাদের শুভকামনা ও সহযোগিতা থেকে আমরা বঞ্চিত হব না।

সুধীজন,আমরা 'হৃদ ফাউন্ডেশন'। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের উত্তাল সময়ে আমরা অক্সিজেন, ওষুধপত্র ইত্যাদির বন্দোবস্ত করে হলদিয়ার ব...
25/03/2022

সুধীজন,

আমরা 'হৃদ ফাউন্ডেশন'। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের উত্তাল সময়ে আমরা অক্সিজেন, ওষুধপত্র ইত্যাদির বন্দোবস্ত করে হলদিয়ার বহু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। 'কোভিডের বিরুদ্ধে হলদিয়া' নামে চালু ছিল এই কাজকর্ম।

গত দু'বছরের টালমাটাল সময়ের শেষে বিদ্যালয়প্রাঙ্গণ আজ ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত, শিক্ষার আলোয় ফিরে এসেছে শিক্ষার্থীরা। তবু আমাদের চারপাশে অনেকেই রয়ে গেছে যারা বিভিন্ন কারণে মুখ ফেরাতে বাধ্য হয়েছে স্কুলের দরজা থেকে। তাদের কথা মাথায় রেখেই 'ইস্কুলবাড়ি' নামক নতুন একটি প্রজেক্টে কাজ শুরু করেছি আমরা। অতিমারীর প্রকোপে স্কুলছুট ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য। আমরা তাদের কৈশোর ফেরত দিতে চাই, দিতে চাই স্কুলের মুক্ত হওয়া, শিক্ষার স্বর।

আপনি যদি হলদিয়ার কোনো শিক্ষক/শিক্ষিকা/শিক্ষাকর্মী হন, আপনার স্কুলের কোনো ছাত্রছাত্রী কিংবা পরিচিত কোনো কিশোর কিশোরী যদি এখনো স্কুলে ফিরতে না পারে, জানান আমাদের। আঠারো বছরের আগেই আপনার আশেপাশের কোনো মেয়ের পড়া বন্ধ করেই বিয়ের বন্দোবস্ত হতে দেখেন, জানান আমাদের।

তুমি যদি ছাত্র বা ছাত্রী হও, বইপত্র না থাকার কারণে যদি তোমার স্কুলে ফিরতে সমস্যা হয়, যদি পরিবারের চাপে তুমি স্কুলে ফিরতে না পেরে থাকো, তাহলেও জানাও আমাদের।

আমরা এক পথের পথিক হয়ে সবার স্কুলে ফিরে আসার পথ তৈরি করব । এই প্রোজেক্ট বাস্তবায়নে আমরা আপনাদের মূল্যবান পরামর্শ ও প্রত্যক্ষ/পরোক্ষ অংশগ্রহণ কামনা করি।

ধন্যবাদান্তে,
হৃদ ফাউন্ডেশন

আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যাঁরা কোভিডের দ্বিতীয় ঢেউয়ের উত্তাল সময়কাল থেকে আমাদের পাশে থেকেছেন, সাহস দিয়েছে...
22/03/2022

আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যাঁরা কোভিডের দ্বিতীয় ঢেউয়ের উত্তাল সময়কাল থেকে আমাদের পাশে থেকেছেন, সাহস দিয়েছেন প্রতিনিয়ত। আপনাদের ভরসাতেই আগামীর পথ তৈরি করার সাহস পাচ্ছি আমরা। একই সংগঠনের আপনাদের চেনা একই মানুষজন আরো বৃহত্তর আইডিয়া নিয়ে কাজ শুরু করতে চলেছে, 'হৃদ ফাউন্ডেশন' নামে।

হলদিয়ার বিভিন্ন জরুরী ও স্থায়ী সমস্যা নিয়ে কাজ করবো আমরা। আপনাদের সহযোগিতা ও মূল্যবান পরামর্শ একান্তভাবে কামনা করি।

Today, We thank HALDIA TOWN ATHLETIC CLUB and HALDIA LIVE for acknowledging Team Covid Against Haldia's efforts to fight...
01/08/2021

Today, We thank HALDIA TOWN ATHLETIC CLUB and HALDIA LIVE for acknowledging Team Covid Against Haldia's efforts to fight the Covid-19 pandemic.

Abiding by the government rules, there were only few of our members present in the programme. But this award and acknowledgement goes out to all of you who worked hard day and night to keep the pandemic at bay.

This recognition will definitely rejuvenate us for our future endeavours for bigger and better things. Miles to go, before we sleep...

ফ্যারাডের বামহস্ত নীতি মনে পড়ে? ১৮৫৫ সাল তখন, বামহস্ত নীতির আবিষ্কারক বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে স্টিমবোটে চড়ে লন্ডন থেকে ...
07/07/2021

ফ্যারাডের বামহস্ত নীতি মনে পড়ে? ১৮৫৫ সাল তখন, বামহস্ত নীতির আবিষ্কারক বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে স্টিমবোটে চড়ে লন্ডন থেকে হাঙ্গারফোর্ড ব্রিজে যাচ্ছেন, টেমস নদীর ওপর দিয়ে। নদীতে ভাটা তখন, অস্বচ্ছ বাদামী জল ঠেলে টেমস এর দুর্গন্ধ এসে লাগছে ফ্যারাডের নাকে। ফ্যারাডে হাতের সামনে থাকা সাদা রঙের কাগজের কার্ড ছুঁড়ে ফেললেন টেমসের জলে। দুপুর দেড়টা তখন, সাদা কার্ড টেমসের জলে ইঞ্চি খানেক ডুবতে না ডুবতেই মিশে গেল টেমসের বুকে। চকচকে রোদেলা আলোতেও সাদা কাগজকে আলাদা করে চিনে উঠতে পারলেন না ফ্যারাডে। এতোই অস্বচ্ছ টেমসের জল।

সেসময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিজরায়েলি। টেমস-এর দুর্গন্ধে নিজের অফিস ছেড়ে পালালেন তিনি একদিন, একহাতে জরুরি কাগজপত্রের বান্ডিল আর অন্যহাতে পকেটের রুমাল দিয়ে চেপে রাখা নাক। টেমস-এর তীর বরাবর বাড়িগুলোর জানলার পর্দা ক্যালসিয়াম হাইপোক্লোরাইটে চুবিয়ে দেওয়া হল, তবু লাভ হল না কিছু। গ্রিক পুরাণের জীবনপুরী আর প্রেতপুরীর মাঝে থাকা পুতিগন্ধময় Styx নদীর কথা মনে করে টেমসের ডাকনাম হয়ে গেল 'Stygian Pool'.

৭ই জুলাই, ১৮৫৫, ফ্যারাডে খোলা চিঠি লিখলেন বিখ্যাত 'দ্য টাইমস' পত্রিকায়, (অংশবিশেষ উদ্ধৃত করছি) "...If there be sufficient authority to remove a putrescent pond from the neighbourhood of a few simple dwellings, surely the river which flows for so many miles through London ought not to be allowed to become a fermenting sewer. The condition in which I saw the Thames may perhaps be considered as exceptional, but it ought to be an impossible state; instead of which, I fear it is rapidly becoming the general condition. If we neglect this subject, we cannot expect to do so with impunity; nor ought we to be surprised if, ere many years are over, a season give us sad proof of the folly of our carelessness." জনগণের মধ্যে তোলপাড় শুরু হল, ঘুম ভাঙল প্রশাসনের। 'The great sink' কে পরিষ্কার করার ভার পড়ল লন্ডনের মেট্রোপলিটন বোর্ড অব ওয়ার্কসের চিফ ইঞ্জিনিয়ার জোসেফ বাজালজেটের ওপর। ১৮৫৮ সালে লন্ডনে তৈরি হল নিকাশী ব্যবস্থা। গর্বোদ্ধত ব্রিটিশ শাসনের কেন্দ্রে, ক্ষমতার চূড়ায় বসে থাকা মানুষেরা প্রথম বুঝলেন পরিবেশের খেয়াল রাখার গুরুত্ব।

লন্ডনে শিল্পবিপ্লব তখন ঘটে গেছে, যা শহরের প্রাণধারার এই অবনমনের পিছনে অন্যতম কারণও বটে। শিল্পজাত পদার্থ ও উৎপাদনের উপজাত পদার্থের সঠিক ডিসপোজাল তখনো আয়ত্ত হয়নি সাধারণ মানুষের। এই অজুহাতে লন্ডনবাসী'কে ক্ষমা করা যায়। কিন্তু আমরা, হলদিয়াবাসীরা কি ক্ষমার অযোগ্য পাপ করছি না?

আজ ২০২১ এ দাঁড়িয়ে আছি আমরা, আদিম কলুষের ধারা আজও অব্যাহত। বিশ্বজুড়ে প্রতি মিনিটে প্রায় ১০ লক্ষ প্লাস্টিকের জলের বোতল ফেলছি আমরা। ৫ ট্রিলিয়ন (5,000,000,000,000) সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফেলা হচ্ছে প্রতি বছরে। আমরা প্রতি বছর প্রায় ৩ হাজার লক্ষ টন প্লাস্টিক বর্জ্য জমা করছি এবং এই বিপুল প্লাস্টিক বর্জ্যের মধ্যে ৮০ লক্ষ টন প্লাস্টিক সমুদ্রে গিয়ে পড়ছে। আমাদের গঙ্গা-ব্রহ্মপুত্র প্রায় ৭২৮৪৫ টন প্লাস্টিক বয়ে চলেছে প্রতি বছরে। পরিসংখ্যান বলছে, এভাবে চলতে থাকলে ২০৫০ সালে দাঁড়িয়ে বিশ্বজুড়ে সমুদ্রে মাছের থেকে প্লাস্টিকের পরিমান বেশি হবে, আর আমাদের ফেলে দেওয়া প্লাস্টিক মাছের পেট ঘুরে আমাদের ডিনার টেবিলে এসে উঠবে।

হাত দিয়ে খুঁটে তোলা যায় না, হলদিয়া নদীপাড় ঠিক তেমনই অতি ক্ষুদ্র প্লাস্টিকে ভরে ছিল কাল। সঙ্গে থার্মোকলের চায়ের কাপ, খৈনি-সিগারেট-চিপসের প্যাকেট তো ছিলই। কোভিডের বিরুদ্ধে হলদিয়ার ছেলেমেয়েরা কাল খেয়াঘাট থেকে নদীপাড়ে বসার প্রথম ঘাট পেরিয়ে দ্বিতীয় ঘাট পর্যন্ত নদীর পাড় বরাবর আবর্জনা পরিষ্কার করলাম। কত স্মৃতি ছড়িয়ে আছে এই ঘাসে মাঠে। শৈশবের রবিবারে বাবা মায়ের হাত ধরে ঘুরতে যাওয়ার অসীম উত্তেজনা থেকে প্রথম কৈশোরের স্কুল কেটে হলুদ বিষণ্ণ বিকেলে ব্যাগ কাঁধে উবু হয়ে বসে থাকা, সবের সাক্ষী নদীপাড়। 'হলদি' শুধু এ শহরের নামের অংশীদার নয়, আজও কৈশোরের 'বন্ধু চল'-এর ঠিকানা হলদি, দিনমজুরের সীমিত সাধ্যে মেয়ে-বউয়ের মনোরঞ্জনের অহংকার হলদি, নবযুগলের প্রেমকুঞ্জের অধিকার হলদি। ভবিষ্যতের জন্য এই নদীপাড়কে, নদীকে সুস্থ রেখে যাওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য। ভাবীকালের প্রতি এই কর্তব্যের কথা মনে করিয়েছিলেন ফ্যারাডে এক জুলাই মাসের ৭ তারিখ, আরেক ৭ তারিখে আমরা আমাদের ভাগের দু'কলি লিখে গেলাম। সুস্থ থাক এই পৃথিবীর সমস্ত নদীরা, ফেলে আসা সময়ের চিহ্ন ধরে চিরসবুজ থাকুক নদীপাড়েরা। এ আমাদের দায়িত্ব, আগামীর 'কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার'।

তথ্যসূত্র:
১) The Life and Letters of Faraday (1870); Vol. 2; 358

২) Banning single-use plastic: lessons and experiences from countries” UN Environment report (2018); 4-7, 56

06/07/2021
আমরা পরবর্তী যুদ্ধের জন্য তৈরি হচ্ছি, পাশে এসে দাঁড়ালেন প্রাথমিক বিভাগ দেভোগ হাই এর প্রধান শিক্ষিকা করবী দেব পুরকাইত, সহ...
27/06/2021

আমরা পরবর্তী যুদ্ধের জন্য তৈরি হচ্ছি, পাশে এসে দাঁড়ালেন প্রাথমিক বিভাগ দেভোগ হাই এর প্রধান শিক্ষিকা করবী দেব পুরকাইত, সহ শিক্ষক সঞ্জীব পট্টনায়ক (কাউন্সিলর, ১৪ নং ওয়ার্ড) এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। তাঁরা 'কোভিডের বিরুদ্ধে হলদিয়া'র হাতে অর্থ সাহায্য তুলে দিলেন।

আমরা কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ জানাই তাঁদের। পাশে এসে দাঁড়ান আপনারাও।

বাড়িতে থাকুন, বাইরে বেরোলে মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন। হলদিয়া দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠেছে, একটু সাবধানতা অবলম্বন করলে পরবর্তী ঢেউও কাটিয়ে উঠব আমরা।


১২ই জুন, ২০২১ব্রজনাথচকের এক পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন বিপদসীমার মধ্যে ছিল, মৌসুমী ইনহেলার আর অক্সিমিটার দিয়ে আসে। আম...
13/06/2021

১২ই জুন, ২০২১

ব্রজনাথচকের এক পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন বিপদসীমার মধ্যে ছিল, মৌসুমী ইনহেলার আর অক্সিমিটার দিয়ে আসে। আমরা রক্তপরীক্ষার ব্যবস্থা করি, তাতে Cytokine Storm এর বিভিন্ন marker স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। সিটি স্ক্যানে করেও দেখা গেল ফুসফুসের অবস্থা আশাপ্রদ নয়, সংক্রমণ গভীর। প্রয়োজনীয় ওষুধপত্র চালু করে আমাদের মেডিকেল টিম।

এ ধরণের রোগী সুস্থ হয়ে ওঠার পরেও, ফুসফুসে স্থায়ী ছাপ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এঁদের নিয়মিত প্রয়োজন ফুসফুসের ব্যায়ামের, তার জন্য প্রয়োজন Spirometer নামে একটি যন্ত্রের। টাউনশীপে, ক্ষুদিরামে অমিল, অবশেষে মঞ্জুশ্রী থেকে Spirometer খুঁজে রাত ন'টায় পেশেন্টের বাড়িতে পৌঁছে দিল বিজয়, অভিষেক। রোগীর ভবিষ্যৎ সুস্থতার কামনা করবেন আপনারা।

A resident of Brajanathchak was under a critical medical situation recently. The oxygen saturation was severely low, and the patient was struggling to breathe. Our volunteer Mousumi rushed with an inhaler and Oxymeter to keep track of the patient's oxygen level.

We immediately arranged for a blood test, and the reports revealed several markers of the "Cytokine Storm." A CT scan revealed a critical infection of the lungs.Our medical team gave out the necessary medications immediately.

Often these kinds of lung infections leave a permanent spot. The patient requires a regular exercise of the lungs with the help of a "Spirometer." Our volunteers, Bijoy and Abhishek, delivered the device to the patient late at night, as it was not available nearby.

We pray for the patient's swift recovery.


"হলদিয়া মিউনসিপ্যালিটির" সহায়তায় আজ টিম "কোভিডের বিরুদ্ধে হলদিয়া"র ভলেন্টিয়াররা ভ্যাকসিনের প্রথম ডোজটি পেলো।আমরা আন্...
11/06/2021

"হলদিয়া মিউনসিপ্যালিটির" সহায়তায় আজ টিম "কোভিডের বিরুদ্ধে হলদিয়া"র ভলেন্টিয়াররা ভ্যাকসিনের প্রথম ডোজটি পেলো।

আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই "হলদিয়া মিউিসিপ্যালিটি"কে, প্রয়োজনের দিনে আমাদের পাশে দাড়ানোয়।

With the help of Haldia Municipality, the volunteers of 'Team Haldia Fights Covid' recieved their first vaccine doses today.

We are grateful to the municipality for helping us out in this hour of need.


১০ই জুন, ২০২১গত ২১শে মে জন্মদিন ছিল দমদম পার্কের শালিনীর। শালিনী রায়ের মা আমাদের হাতে ৩ হাজার টাকা তুলে দিয়েছিলেন। এই অর...
10/06/2021

১০ই জুন, ২০২১

গত ২১শে মে জন্মদিন ছিল দমদম পার্কের শালিনীর। শালিনী রায়ের মা আমাদের হাতে ৩ হাজার টাকা তুলে দিয়েছিলেন। এই অর্থের সঠিক প্রয়োগের দায়িত্ব ছিল আমাদের হাতে। আমরা, কোভিডের বিরুদ্ধে হলদিয়া আজ কুকড়াহাটি নিবাসী সৌরভ রায়ের হাতে তুলে দিলাম সেই অর্থ।

সৌরভবাবুর মা গত চারবছর ধরে ব্রেন টিউমারের পেশেন্ট, বাবার Myocardial Infarction হয়েছে একবার, স্ট্রোকের পেশেন্ট তিনি। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে সৌরভবাবু সম্বলহীন আজ। সাইক্লোন ইয়াসে ভেঙে গেছে, ধসে গেছে ঘরবাড়ি। কোভিডের বিরুদ্ধে হলদিয়ার পক্ষ থেকে আমাদের টেলি ভলেনটিয়ার শ্রেষ্ঠা তাঁর হাতে ৩ হাজার টাকা তুলে দিয়ে এল। তিনি জীবন স্রোতে ফেরত আসুক খুব শীঘ্রই। তাঁর বাবা মায়ের সুস্থতা কামনা করি।

৯ই জুন, ২০২১আমরা কুকড়াহাটির এড়িয়াখালি, বৈষ্ণবচক, ফকিরচকে পৌঁছে গেলাম আজ। যেমনভাবে সাইক্লোন 'ইয়াস' বিধ্বস্ত রায়রায়চক, রাজ...
09/06/2021

৯ই জুন, ২০২১

আমরা কুকড়াহাটির এড়িয়াখালি, বৈষ্ণবচক, ফকিরচকে পৌঁছে গেলাম আজ। যেমনভাবে সাইক্লোন 'ইয়াস' বিধ্বস্ত রায়রায়চক, রাজারচক, ব্রজনাথচকে পৌঁছে গেছিল টিম 'কোভিডের বিরুদ্ধে হলদিয়া'। আজ আমরা ৯০ টি পরিবারের হাতে ডিম, আলু, ডাল, সয়াবিন, তেল, লবন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মাস্ক, স্যানিটারি ন্যাপকিন তুলে দিলাম।

আমরা পাশে পেয়েছিলাম 'মহীরুহ' এবং Friends fellowship haldia কে। সম্মিলিত প্রয়াসে সফল হল এ কাজ। ধন্যবাদ সবাইকে।

For our latest mission in the Cyclone Yaas aid, our team chose the villeges of Ariakhali, Baishnabchak, Fakirchak of Kukrahati, East Midnapore.

In a collaborative effort between "Team কোভিডের বিরুদ্ধে হলদিয়া", "মহীরুহ" and the "Friend Fellowship Society of Haldia", we collectively donated daily necessities like lentils, eggs, potatoes, soybeans, oil, various spices (including salt, turmeric powder, chilli powder), and sanitary napkins to 90 families.

We are grateful for your constant support. We hope to have you by our side in the upcoming days as well.

পূর্ব ঘোষণা অনুযায়ী, কিছুদিন আগে হয়ে যাওয়া সাইক্লোন yaas কবলিত  কুকড়াহাটির কিছু এলাকায় ত্রাণ নিয়ে  আগামীকাল আমাদের...
08/06/2021

পূর্ব ঘোষণা অনুযায়ী, কিছুদিন আগে হয়ে যাওয়া সাইক্লোন yaas কবলিত কুকড়াহাটির কিছু এলাকায় ত্রাণ নিয়ে আগামীকাল আমাদের টিম পৌঁছচ্ছে। তারই প্রস্তুতি চলছে যথার্থ সতর্কতার মধ্যে দিয়ে।

টিম "কোভিডের বিরুদ্ধে হলদিয়া" এর দুর্যোগের দিনে মানুষের পাশে দাঁড়ানোর এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা পাশে পেয়েছি 'মহীরুহ' এবং হলদিয়ার আরও একটি সংস্থা 'ফ্রেন্ড ফেলোশিপ সোসাইটি' কে।

এই বিষয়ে পরবর্তী আপডেট খুব শীঘ্রই প্রকাশিত হবে।।

As we announced earlier, we are gearing up for Kukrahati tomorrow, to help the ones in need. The preparations and precautions are our first priority.

Team "কোভিডের বিরুদ্ধে হলদিয়া' are happy to announce that this is a collaborative effort. We are grateful to have মহীরুহ and Friend Fellowship Society of Haldia to help us out with everything.

We will keep on updating as soon as possible.


Address

Haldia
721602

Alerts

Be the first to know and let us send you an email when HRWID Foundation - হৃদ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HRWID Foundation - হৃদ ফাউন্ডেশন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram