15/10/2025
*** (অথেন্টিক অরিজিনাল)***
🌿 ট্র্যাডিশনাল উসুই রেইকি – প্রথম স্তর কর্মশালা 🌿
অথেন্টিক অরিজিনাল ট্রেডিশনাল উশুই রেইকি শিখতে সময় লাগে দুই দিন এবং এই দুই দিনের অভিজ্ঞতা আপনার জীবন পরিবর্তন করতে পারে। এই দুই দিনের কর্মশালাতে আপনি যা শিখবেন তা সারা জীবন আপনার এবং আপনার পরিবারের যে কোনো সদস্যের যে কোনো স্তরের রোগের আরোগ্য করণ করতে সক্ষম।
তারিখ -18.10.2025 এবং 19.10.2025 (শনি এবং রবি)
সময় - 9.30 am
যোগাযোগ 090519 63629
🔴অথেন্টিক ও অরিজিনাল ট্র্যাডিশনাল উসুই রেইকি অনলাইনে শেখা সম্ভব নয়।
🔴কোনো শর্টকাট পদ্ধতি নেই যা আপনাকে বৃথা মানসিক সহানুভূতি যোগাবে।
🔴প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরের কমপক্ষে ব্যবধান 21 দিনের অনুশীলন থাকা প্রয়োজন।
🔴 সামনে থেকে স্পর্শের মাধ্যমেই শক্তি চক্র গুলি কে অ্যালাইন করে শক্তিপাত করা হয় যা কেবল স্পর্শের মাধ্যমেই সম্ভব।
🔴এটি শিখতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না এবং বয়সের সীমাবদ্ধতা নেই।
🔴শিখতে প্রয়োজন সৎ ইচ্ছা আর বিশুদ্ধ উদ্দেশ্য।
🛑রেইকি চিকিৎসা প্রশিক্ষণকেন্দ্র🛑
🌿প্রাকৃতিক চিকিৎসা রেইকি মানুষকে অমরত্ব দান করতে পারে না (কোন চিকিৎসাই তা পারে না) কিন্তু ছোট থেকে বড় সমস্ত অসুখের যন্ত্রণা থেকে মুক্তি প্রদান করে সুস্থ সমাজ, উন্নত ভাবনা, বিশ্বাস আধ্যাত্মিক অনুশাসন, ভারতীয় দর্শনের উজ্জ্বল্য এবং দিব্য জীবনের সন্ধান দিতে পারে রেইকি। রেইকি প্রথম স্তরের অনুশীলন জীবনে একটি সুস্পষ্ট পরিবর্তন এনে দেয়। ওষুধ বা অস্ত্রপ্রচার ছাড়াই যে কোন ব্যাধি নিরাময় সম্ভব এই আশ্চর্য স্পর্শ চিকিৎসায়। আপনি নিজেই হয়ে উঠতে পারেন আপনার নিজের চিকিৎসক।
🔴রোগ কি বা শরীর ও মনে রোগের কারণ কি ?
এই বৈচিত্র্যময় সুন্দর পৃথিবীতে প্রাণশক্তির অভাবই হলো রোগ এবং শরীরে বিভিন্ন রোগ বেড়ে ওঠার কারণ হয়। আপনার শরীরের,মনের অথবা আধ্যাত্মিক যে কোনো রোগীই প্রাণশক্তির ঘাটতি,অথবা যথেষ্ঠ পরিমাণ প্রাণশক্তির প্রবাহের ওভাবেই সৃষ্টি হয়। আমাদের এই স্থূল শরীর প্রকৃতির পাঁচটি উপাদান(ভূমি+গগন+বায়ু+আগুন+নির)দ্বারা নির্মিত। এই তত্ত্ব টিকে ঈশ্বর তত্ত্ব বলা হয় (ভ+গ+ব+আ+ন) যার নিজস্ব কিছু অনুপাত আছে আমাদের শরীরের মধ্যে। কোনো কারণে এই অনুপাত পরিবর্তন হয়ে গেলেই প্রাণশক্তির ধারণ করার ক্ষমতা শরীর হারাতে শুরু করে আর শরীরে প্রাণশক্তির জোয়ার ভাটা বন্ধ হয়ে রোগের চড়া পড়তে শুরু করে যা আমাদের স্বাভাবিক সুন্দর জীবনের উপভোগ এবং উপলব্ধির বাধা হয়ে দাঁড়ায়।
🔴রেইকি কি?
রেইকি (REIKI) একটি জাপানী শব্দ। ‘REI’ শব্দটির ইংরেজি Universal, যার বাংলা অর্থ মহাজাগতিক। আর ‘KI’- শব্দের অর্থ Lifeforce Energy অর্থাৎ বাংলায় যার অর্থ 'প্রাণশক্তি বা জীবনী শক্তি'। এককথায় আমরা একে বলতে পারি ‘সর্বব্যাপী প্রাণশক্তি’। হিব্রুতে একেই ' রুয়াচ্ ' ,ইসলামিক দেশে এর নাম ' বারাকা '। রাশিয়াতে 'বায়ো+প্লাজমিক এনার্জি' ,চিনে এর নাম ' চী '।
রেইকি কোন ধর্মীয় বিষয় নয় না এর সঙ্গে ধর্মের কোন সম্পর্ক আছে, এই জীবনী শক্তির উৎস আসলে তার নিজের জীবনশক্তি এবং যেকোনো ধর্মীয় দর্শনের মৌলিক ভাবনার থেকেও অতি প্রাচীন। রিকি আলোর মত তীব্র ও তীক্ষ্ণ,মৃদু ও সূক্ষ্ম। একে খালি চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। কেউ কেউ অন্যরকম শান্তি পান কেউ কেউ অবক্ষন কারুর মধ্যে একটা ভালোবাসার স্রোত বয়ে যায়।🌿
রেইকি অনুশীলনের উপকারিতা:
🔴রেইকি ভাবাবেগ উন্মুক্ত করতে সাহায্য করে।
🔴রেইকি পীড়ন মুক্তি ঘটায়।
🔴রেইকি সৃজনশীলতা বৃদ্ধি করে।
🔴রেইকি সচেতনতা বৃদ্ধি করে।
🔴রেইকি সম্পূর্ণ আরোগ্যকরণে সাহায্য করে।
🔴রেইকি সুস্থ অসুস্থ শিশু থেকে বৃদ্ধ যে কোনো মানুষ শিখে নিজের এবং অন্যের চিকিৎসা করতে পারেন।
🔴রেইকি দ্বারা পশুপাখি এমনকি উদ্ভিদদেরও আরোগ্য করা যায়।
🔴রেইকি ভাবাবেগ উন্মুক্ত করতে সাহায্য করে।
🔴রেইকি রোগের উৎপত্তিস্থল থেকে আরোগ্য সাধন এর চেষ্টা করে।
🔴রেইকি শক্তির ভারসাম্য আনে।
🔴রেইকি ঔষধহীন পার্শ্বপ্রতিকক্রিয়াহীন প্রক্রিয়া।
🔴রেইকি সরলতম প্রয়োগবিধি।
🔴রেইকি দিব্য।
🏵সুসম্পর্ক স্থাপন
🏵দূরবর্তী চিকিৎসা
🏵ইচ্ছাপূরণ
🏵বাস্তু সমাধান
🏵শক্তি সঞ্চালন প্রক্রিয়া
🏵গোল্ডেন বল ধ্যান
ইত্যাদি ইত্যাদি....
🔴রেইকি শিখুন, আর সারা জীবন সুস্থ থাকুন ও অন্যকে সুস্থ রাখুন। এই চিকিৎসা যে কোন চলমান চিকিৎসার পাশাপাশি করা যেতে পারে। #সুগার_প্রেসার_হার্ট_ব্যথা_যন্ত্রণা_স্পন্ডেলাইসিস__অনিদ্রা_থাইরয়েড_মাইগ্রেন_যৌন_হাঁপানি ইত্যাদি যে কোন শারীরিক অথবা #মনসংযোগ_স্মৃতিশক্তি_অর্থ_রাগ_সম্পর্ক_হিংসা_হতাশা_সন্দেহ_দুশ্চিন্তা_ভয়_বুদ্ধি_নেশা ইত্যাদি যেকোনো মানসিক সমস্যার পার্শ-প্রতিক্রিয়াহীন, বিজ্ঞানসম্মত ও প্রাকৃতিক উপায়ে আরোগ্যসাধন আরো দ্রুত হয়।
যেকোনো বয়সের, যেকোনো শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সমস্যার পার্শ্ব-প্রতিক্রিয়াহীন, বিজ্ঞানসম্মত ও প্রাকৃতিক সমাধান.
🙏
যোগাযোগ -090519 63629