Treatment through Homeopathy by Dr. Abhisek Neogy

Treatment through Homeopathy by Dr. Abhisek Neogy This is a Homoeopathic Treatment Platform.

22/08/2023



~ মানসিক চাপ কমানোর কিছু টিপস ~

মানসিক চাপ কমানোর জন্য এখানে কিছু টিপস রয়েছে:

🔹প্রতিদিনের রুটিন রাখুন
একটি দৈনিক সময়সূচী থাকা আমাদের সময়কে দক্ষতার সাথে ব্যবহার করতে এবং আরও নিয়ন্ত্রণে বোধ করতে সাহায্য করতে পারে। নিয়মিত খাবার, পরিবারের সদস্যদের সাথে সময়, ব্যায়াম, দৈনন্দিন কাজ এবং অন্যান্য বিনোদনমূলক কার্যকলাপের জন্য সময় নির্ধারণ করুন।

🔹প্রচুর ঘুমান
পর্যাপ্ত ঘুম শরীর এবং মন উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। ঘুম আমাদের শরীরকে মেরামত করে, শিথিল করে এবং পুনরুজ্জীবিত করে এবং স্ট্রেসের প্রভাবকে বিপরীত করতে সাহায্য করতে পারে।

🔹অন্যদের সাথে যোগাযোগ রক্ষা করুন
পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন এবং আপনি বিশ্বাস করেন এমন ব্যক্তিদের সাথে আপনার উদ্বেগ এবং অনুভূতি ভাগ করুন। অন্যদের সাথে সংযোগ করা আমাদের মেজাজ বাড়িয়ে তুলতে পারে এবং আমাদের কম চাপ অনুভব করতে সহায়তা করতে পারে।

🔹সুসম পুষ্ঠি সম্বৃদ্ধ খাবার খান
আমরা যা খাই এবং পান করি তা আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। একটি সুষম খাদ্য খাওয়ার চেষ্টা করুন এবং নিয়মিত বিরতিতে খাওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত তরল পান করুন। পারলে প্রচুর তাজা ফল ও শাকসবজি খান।

🔹নিয়মিত ব্যায়াম করুন
নিয়মিত দৈনিক ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। এর মধ্যে হাঁটা, সেইসাথে আরও নিবিড় ব্যায়াম অন্তর্ভুক্ত থাকতে পারে।






https://m.facebook.com/story.php?story_fbid=685329483626445&id=100064481988528&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=660731259401606&id=100063942133911&mibextid=Nif5oz
30/06/2023

https://m.facebook.com/story.php?story_fbid=660731259401606&id=100063942133911&mibextid=Nif5oz



প্রতি বছরের মতন এই বছরেও বর্ষায় আরেক চিন্তার বিষয় হলো মশা বাহিত রোগ গুলি - মূলত ডেঙ্গি।
বর্ষা শুরু হতেই জল জমে থাকার চিরকালীন ছবি এখন ও এক ই আছে। তাই মশার প্রকোপ এবং মশা বাহিত রোগের প্রকোপ ও বাড়ছে।

🔥🦟 ডেঙ্গি হলে সাধারণত হাই ফিভার, শরীরে প্রচন্ড বেদনা, মাথা ব্যাথা, বমি, শরীরে rash ইত্যাদি লক্ষণ দেখা যায়।

✅ রাত্রে মশারি ব্যাবহার করা উচিত।
✅ ভোরের দিকে এবং বিকেলের দিকে শিশু এবং বড় সবাইকেই ফুল প্যান্ট ব্যাবহার করা উচিত।
✅ কোনো রকম লক্ষণ বুঝলে অবশই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
✅ হোমিওপ্যাথি চিকিৎসায় ডেঙ্গি সম্পূর্ণ আরোগ্য হয়।

সকলে সচেতন থাকুন এবং জমা জল দূর করুন এবং সুস্থ্য থাকুন।

Dr. Abhisek Neogy
General Homoeopathic Physician
Psychological Counsellor
Bally, Howrah.
Mob - 9883066808

https://m.facebook.com/story.php?story_fbid=658614016279997&id=100063942133911&mibextid=Nif5oz
26/06/2023

https://m.facebook.com/story.php?story_fbid=658614016279997&id=100063942133911&mibextid=Nif5oz



2014 সালের তোলা ছবি। তখন আমার ক্লিনিকের ভেতরে নিজের চেম্বারে রুগী দেখতাম। ( এখন ও নিজের চেম্বারে রুগী দেখা শুরু করে দিয়েছি )।

তখন সদ্য পাশ করেছি এবং সদ্য ভালো না লাগা undertaking Govt. চাকরি টাও ছেড়ে দিয়েছি। তখন রুগী দেখা এবং এই করোনা এবং ইন্টারনেট যুগে রুগী দেখার অনেক পার্থক্য আছে।

এখন অনেক enquiry করে ওষুধ দিতে হয় কারণ ইন্টারনেট এর অবদানে রুগী google করে অনেক ওষুধ খেয়ে আসে। তাই কি কি ওষুধ খেয়ে এসেছেন সেটা জানা অবশই প্রয়োজন।

আগে সর্দি কাশি হলে ওষুধ দিয়ে আমরা wait করতাম, সব সময় চেস্ট xray করার দরকার পড়তো না। কিন্তু কভিড এর পরে বাচ্ছা এবং বড় সবার কাশি হলেই আমরা অতিরিক্ত সচেতন হয়ে যাই।
ভাইরাল cough কথা টি আগেও ছিলো কিন্তু সাধারণ মানুষের ধারণা কম ছিলো। কিছুদিন কাশি না কমলে চেস্ট xray বা চেস্ট স্ক্যান করিয়ে নিতে হচ্ছে আমাদের।
বাচ্ছাদের কাশি একমাস দু মাস টানা হয়ে যাচ্ছে অথচ চেস্ট xray নরমাল - এখানেও শত্রু সেই ভাইরাস।

ডাক্তারি তে অভিজ্ঞতার দাম অনেকটাই। বই এ পড়ে শেখা আর রুগী দেখে শেখার তফাৎ সেটা এই 9 বছরে অনেক টাই বুঝেছি।

নিজের অনেক ভুল এখন বুঝতে পারি, রুগী tackle করা একটা আর্ট সেটাও অভিজ্ঞতার মাধ্যমেই শিখেছি।

রুগী দের আরো ভালো পরামর্শ দিতে পারি এখন। অনেক রোগ শুধুমাত্র জীবন যাত্রার পরিবর্তন করলেই কন্ট্রোল হয়ে যায় - সেই সব রুগীদের এখন খুব কনফিডেন্টলি বোঝাতে পারি।

সব থেকে ভালো লাগে রুগী এবং তার পরিজনেরা শুধু রোগের চিকিৎসা করতে আসেন না, তারা আমার কাছে অনেক রোগ এ কি ভাবে এগোবেন বা অনেক চিকিৎসার 2nd opinion নিতেও আসেন।

বলতে দ্বিধা নেই করোনা কালে এবং তার পরবর্তীসময়ে বহু রুগী এসেছেন তাদের ক্যান্সার চিকিৎসার সম্বন্ধে জানতে - কোথায় চিকিৎসা করলে ভালো হবে - সার্জারি করলে ক্যান্সার বাড়বে কিনা - chemotherapy করা উচিত হবে কি না - হোমিওপ্যাথি চিকিৎসা করা যাবে কিনা - এই সব জানতে
আমার সীমিত জ্ঞানের মধ্যে আমি তাদের যথা সাধ্য জানিয়েছি। সাধারণ মানুষের অনেক প্রশ্ন থাকে , অনেক কথা থাকে ডাক্তার বাবুদের বলার জন্য - আমি সেই সব শুনেছি এবং সেই বুঝেই তাদের সাজেশান দিয়েছি।

অনেকেই জানতেন না সরকারি হাসপাতাল এও বিনামূল্যে chemotherapy, রেডিওথেরাপি, MRI এই সব হয়।

হোমিওপ্যাথি চিকিৎসক হওয়া মানে আমি শুধু রুগী কে ওষুধ দেব তা নয়, সবার আগে আমি একজন চিকিৎসক - তাই রুগীর ক্লিনিকাল কন্ডিশন অনুযায়ী রুগী কে পরামর্শ দিয়েছি - সেই পরামর্শ অপারেশান এর হতে পারে - সেই পরামর্শ হাসপাতালে ভর্তি হতে পারে - সেই পরামর্শ মডার্ন মেডিসিন এর চিকিৎসা করানো হ্তে পারে - আবার সেই পরামর্শ হোমিপ্যাথি চিকিৎসা হতে পারে।।

চিকিৎসা ক্ষেত্রে আমরা General Physician হলাম রুগীর প্রথম পদক্ষেপ - তাই আমাদের দায়িত্ব অনেক।। একজন রুগীর কতদিন চিকিৎসা করবো বা কখন তাকে স্পেশালিস্ট এর কাছে পাঠাবো - এও এক বড় দায়িত্ব। সময় এবং অভিজ্ঞতা সব কিছু শিখিয়ে দিয়েছে ।। আমাদের রুগী রাই হলেন আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের আরো পড়াশোনা করার আসল কারণ।

রুগীদের বলবো নিয়ম করে ওষুধ খান এবং সময় মতন lab টেস্ট করণ এবং বাকি দের বলবো নিজেদের সুস্থ্য রাখুন এবং আসে পাশের মানুশদের দরকারে পাশে দাঁড়ান।।

সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।।

Dr. Abhisek Neogy
General Homeopathy Physician
Psychological Counselor
Mob - 9883066808
Bally, Howrah.





https://m.facebook.com/story.php?story_fbid=483748093766591&id=100063942133911
11/10/2022

https://m.facebook.com/story.php?story_fbid=483748093766591&id=100063942133911



যারা রোজ অফিসে যান তাদের পুজোর কয়েকটা দিন একটু ছুটি থাকে, কিন্তু আমাদের তো " তোমার ছুটি আমার নয় " ।।
পুজোয় একটা ক্লিনিক বন্ধ ছিলো ঠিক ই কিন্তু বাড়ির ক্লিনিক এ রোজ ই রুগী দেখতে হয়েছে। এলাকায় ডেঙ্গু বিপুল আকারে ছড়িয়ে পড়েছে , ফলে রোজ ডেঙ্গু র রুগী রা এসেছেন।

একটা ধন্যবাদ দেব সৌভিক কে - ও Blood collector . আমাদের যেমন ছুটি নেই, ওদের ও নেই। পুজো, রোদ , ঝড় ,বৃষ্টি , মহামারী সব কিছু কে অগ্রায্য করে হাসি মুখে কাজ করে যায়।

কিছু ইমার্জেন্সি ডেঙ্গু র ব্লাড টেস্ট ছিলো, শেষ মুহূর্তে ,লাবরেটরি হয়তো বন্ধ হয়ে যাবে ,কিন্তু সে যথা সাধ্য চেষ্টা করে সব কটি টেস্ট করিয়ে দিয়েছে এবং সঠিক সময়ে রিপোর্ট ও পৌঁছে দিয়েছে।

আমাদের মেডিক্যাল ক্ষেত্রে এদের ছাড়া আমরা কিন্তু সম্পূর্ণ নয়। এরাও যথাযোগ্য সম্মান এবং বাহবার অধিকার রাখে। কোনো রুগী যখন ভালো হয়ে যান তখন শুধু আমাদের ধন্যবাদ দেন, কিন্তু এদের অবদান অনস্বীকার্য্য।

তাই আমার সকল রুগী এবং আমার ও আমার পরিবারের তরফ থেকে সৌভিক তোমাকে ধন্যবাদ জানাই, এবং সকল প্যারামেডিকেল ক্ষেত্রে যুক্ত মানুষদের ও ধন্যবাদ জানাই।

শুভ বিজয়া ।।

ভালো থেকো, সুস্থ্য থেকো ।।

Dr.Neogy's Clinic
সহজপাঠ কোচিং সেন্টার - SohojPath_Coaching_Centre

Sanjeevani Homoeopathic World



World Homoeopathy Day
11/05/2022

World Homoeopathy Day

ᗯOᖇᒪᗪ ᕼOᗰOEOᑭᗩTᕼY ᗪᗩY 2022

10t̲h̲ A̲p̲r̲i̲l̲ B̲i̲r̲t̲h̲ A̲n̲n̲i̲v̲e̲r̲s̲a̲r̲y̲ o̲f̲ D̲r̲.̲C̲F̲S̲ H̲a̲h̲n̲e̲m̲a̲n̲n̲ .̲

🙏 আজকের দিনটি আমরা হোমিওপ্যাথি চিকিৎসক সমাজ এই বিজ্ঞানী দার্শনিক চিকিৎসক এর জন্মদিন হিসেবে পালন করি, এবং শুধু তাই নয়, আমরা সমাজে হোমিওপ্যাথির সচেতনতা এবং হোমিওপ্যাথির গুরুত্ব প্রচার করি।

🎯 হোমিওপ্যাথি একটি বিজ্ঞান এবং এই নিয়ে আমাদের দেশে এবং অন্যান্য দেশে অনেক গবেষণা চলছে । হোমিওপ্যাথিতে BHMS, MD - এই ডিগ্রি ছাড়াও এখন PhD ও হচ্ছে।

🎯 আমরা হোমিওপ্যাথি চিকিৎসক রুগীর চিকিৎসা করি কিন্তু যারা হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করে তারা প্রতিদিন নতুন ওষুধ নিয়ে ড্রাগ প্রুভিং করছেন এবং আমাদের চিকিৎসক দের ওষুধ নতুন নতুন ওষুধ উপহার দিচ্ছেন।

🎯 হোমিওপ্যাথি চিকিৎসা কিছু মূল নীতির উপর নির্ভর করে। এই নীতি গুলি ডাঃ হ্যানেমান এবং ওনার পরবর্তী চিকিৎসকেরা নির্ধারণ করেছিলেন । এই মূল নীতি গুলি অপরিবর্তনীয় ।

🎯 হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে বহু মানুষ উপকৃত হয়েছেন, হচ্ছেন এবং হবেন। সব চিকিৎসা শাস্ত্রের কিছু সীমাবদ্ধতা থাকে, সেই রকম হোমিওপ্যাথি শাস্ত্রের ও কিছু সীমাবদ্ধতা আছে। হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে কোনো রোগ যদি ভালো না হয় তার অর্থ - আমাদের চিকিৎসক দের ওষুধ নির্ণয়ে কিছু ভুল হচ্ছে বা সেই রোগ টি হোমিওপ্যাথির সীমার বাইরে যেমন সার্জিকাল রোগ গুলি। কিন্তু হোমিওপ্যাথিতে কাজ হয় না এই ধারণা করে নেওয়া ঠিক নয়।

🎯 Modern medicine, হোমিওপ্যাথি,আয়ুর্বেদ এই সকল চিকিৎসা শাস্ত্র একসাথে যখন কাজ করবে তখন মানুষ এর রোগ জনিত কষ্ট আরো দ্রুত হারে কমতে বাধ্য হবে।

🎯 হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন এবং আশা করি আপনার কষ্ট আমরা কমাতে পারবো।

ভালো থাকুন সুস্থ্য থাকুন।

Dr.Abhisek Neogy
General Homoeopathic Physician
Psychological Counselor
Bally,Howrah.
9883066808/8240559255

Attending a Medical Conference with My Dearest Friend.....
11/05/2022

Attending a Medical Conference with My Dearest Friend.....

World Liver Day
11/05/2022

World Liver Day

এই অতিমারিতে একটি মেডিক্যাল ক্যাম্পের কিছু দৃশ্য
11/05/2022

এই অতিমারিতে একটি মেডিক্যাল ক্যাম্পের কিছু দৃশ্য

World Asthma Dayবিশ্ব হাঁপানি দিবস
11/05/2022

World Asthma Day

বিশ্ব হাঁপানি দিবস

🆆🅾🆁🅻🅳 🅰🆂🆃🅷🅼🅰 🅳🅰🆈
2022

প্রতিবছর মে মাসের প্রথম মঙ্গলবার পালিত হয় বিশ্ব হাঁপানি দিবস ( World Asthma Day )। সেইসঙ্গে গোটা মে মাস জুড়ে বিভিন্ন সতর্কীকরণ অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় হাঁপানি সতর্কতা মাস | এটি পালন করে গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাস্থমা বা GINA। ১৯৯৮ সাল থেকে এই দিন পালন করে আসছে এই সংস্থা।

👨🏻‍⚕️ এই বছর 3রা মে পালিত হচ্ছে বিশ্ব হাঁপানি দিবস। প্রতিবছর এই দিনের থিম থাকে আলাদা। এই বছর " Closing Gaps in Asthma Care " থিমে পালিত হচ্ছে বিশ্ব হাঁপানি দিবস। ফুসফুসের সমস্যাজনিত কারণে শরীরে প্রয়োজনের তুলনায় মিউকাসের পরিমান বেড়ে যাওয়ায় শ্বাস-প্রশ্বাসে বাধা তৈরি হয়ে দেখা দেয় হাঁপানির সমস্যা।

👨🏻‍⚕️ শিশু বয়সে হাঁপানিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সবথেকে বেশি। যেই সমস্যা চলতে থাকে সারাজীবন। এই মুহূর্তে সারা বিশ্বে ২৩৫ মিলিয়ন শিশু ফুসফুসের সমস্যায় আক্রান্ত।

👨🏻‍⚕️ হাঁপানির কারণ-
হাঁপানিতে আক্রান্ত হওয়ার কারণ এখনও অজানা হলেও মূলত জিনগত ও পরিবেশগত কারণেই ফুসফুসে সংক্রমণ থেকে হাঁপানিতে আক্রান্ত হয় মানুষ।

🎯 যেগুলো থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা প্রবল-
ঘরের বিছানা, কার্পেট, আসবাবে জমে থাকা ধুলো
সিগারেটের ধোঁয়া
অফিসে ব্যবহৃত রাসায়নিক
ঠান্ডা হাওয়া
অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়লেও উঠতে পারে হাঁপানির টান |

👨🏻‍⚕️ লক্ষণ-
হাঁপানি ধরা পড়ার আগে দেখা দেয় কিছু লক্ষণ। যেমন-
🔴 কাশি-রাতে বা সকালে ঘুম থেকে উঠে অনবরত কাশির সমস্যা।
🔴 নাকে সোঁ সোঁ শব্দ হওয়া-শ্বাস-প্রশ্বাসে সোঁ সোঁ শব্দ হওয়া। বিশেষ করে ঘুমের মধ্যে বাড়ে এই আওয়াজ।
বুক শক্ত হয়ে ওঠা-বুকের মধ্যে চাপ বা ভারী ভাব অনুভব করা
🔴 শ্বাস-প্রশ্বাস ছোট হয়ে আসা- অনেক সময় মনে হয় শ্বাস-প্রশ্বাস ছোট হয়ে আসছে বা ফুসফুস প্রয়োজনমতো অক্সিজেন ভরতে পারছে না।

👨🏻‍⚕️ সাবধানতা-
☑️ ওষুধ খেয়ে বা ইনহেলার ব্যাবহার করে সাময়িক ভাবে সমস্যা কমানো যায়।
☑️ দীর্ঘ সময় হোমিওপ্যাথি চিকিৎসা এবং জীবন যাত্রার পরিবর্তন ও যোগ ব্যায়াম এর মাধ্যমে হাঁপানির চিরস্থায়ী রোগ মুক্তি সম্ভব।
☑️ রোজকার জীবনে কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করলেও রেহাই পাওয়া যেতে পারে সংক্রমণের হাত থেকে। এর মধ্যে রয়েছে-
☑️ শোওয়ার ঘর বা আসবাবে বাড়ির পোষ্যকে বেশি আসতে দেবেন না।
☑️ কার্পেট বা সফট টয় জাতীয় জিনিস বাড়িতে রাখলে সেগুলির নির্দিষ্ট সময় অন্তর পরিষ্কার করা প্রয়োজন।
☑️ ধূমপান করবেন না এবং কেউ ধুমপান করলে সেখানে যাবেন না।
☑️ মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করুন।
☑️ যেকোনও মরসুমে অ্যালার্জি সম্পর্কে সচেতন থাকুন।
☑️ সবসময় সঙ্গে কুইক-রিলিফ হাঁপানির ওষুধ বা ইনহেলার রাখুন।

👨🏻‍⚕️🆘👨🏻‍⚕️ করোনার ঢেউয়ের মাঝেই বিশ্ব হাঁপানি দিবসের (ওয়ার্ল্ড অ্যাস্থামা ডে) পালন করা অত্যন্ত প্রয়োজনীয়। হাঁপানি, শ্বাসকষ্টজনিত সমস্যা, ক্রনিক ওব্সট্রাক্টিভ পালমোনারিডিজিজ (সিওপিডি), সাধারণ ভাইরাসজনিত জ্বর, ভ্যাকসিন পরবর্তী জ্বর এবং করোনা সংক্রমণ ইত্যাদি সবকিছুরই সমান্তরালে চিকিৎসা চলছে। হাঁপানির রোগীদের জন্য করোনা খুবই বিপদজনক। এইজন্য হাঁপানির রোগীদের অতিরিক্ত সাবধানতা পালন করতে হবে।

👨🏻‍⚕️ যেহেতুযেহেতু করোনা এবং হাঁপানি ফুসফুসের সঙ্গে সম্পর্কিত। তাই, করোনায় আক্রান্ত হলেই বেশিরভাগ মানুষেরই বাহ্যিক অক্সিজেনের প্রয়োজনীয়তা অনুভব করে। করোনার সঙ্গে হাঁপানি ঠিক হতেও অনেক সময় লেগে যায়।

🆘🆘 “হাঁপানি রোগীরা করোনায় আক্রান্ত হলে দেখা দিতে পারে এই ধরণের সমস্যা”

🔥 করোনায় আক্রান্ত হলে অনেক সময়েই হাঁপানি দেখা দিতে পারে।

🔥 তৎক্ষণাৎতৎক্ষণাৎ অক্সিজেনের প্রয়োজন অনুভব হতে পারে।

হাঁপানির সমস্যা ঠিক হতেও সমস্যা দেখা দেয়।

👨🏻‍⚕️👨🏻‍⚕️“বাঁচার উপায়” 👨🏻‍⚕️👨🏻‍⚕️

হাঁপানির রোগীদের ধুলো, ধোঁয়া এবং পরাগরেণু থেকে যথা সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে।

করোনার টিকা অবশ্যই নিন।

জনবহুল এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন।

সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন।
" 𝓟𝓻𝓮𝓿𝓮𝓷𝓽𝓲𝓸𝓷 𝓲𝓼 𝓑𝓮𝓽𝓽𝓮𝓻 𝓣𝓱𝓪𝓷 𝓒𝓾𝓻𝓮 "

Dr Abhisek Neogy
B.H.M.S.
PGDPC ( 1ST CLASS )
General Homoeopathic Physician
Psychological Counselor
📱 9883066808/8240559255
Bally, Howrah, West Bengal.

20/09/2021

বাচ্ছাদের কিছু স্নায়বিক ও মানসিক সমস্যা নিয়ে তথ্য ও বিশদে আলোচনা ।

https://youtu.be/QWRDatb6TTM

ডিপ্রেশন বা বিষণ্ণতা থেকে মুক্তির সহজ উপায় জেনে নিন।নিজে সচেতন হন আর আপনার আসে পাশের মানুষ কেও সচেতন করুন।ধন্যবাদ।https:...
07/09/2021

ডিপ্রেশন বা বিষণ্ণতা থেকে মুক্তির সহজ উপায় জেনে নিন।

নিজে সচেতন হন আর আপনার আসে পাশের মানুষ কেও সচেতন করুন।

ধন্যবাদ।

https://youtu.be/5CbxA3HKLsQ

🇮🇳🇮🇳🇮🇳Happy Independence Dayto all My Viewers 🇮🇳🇮🇳🇮🇳Welcome to my channel "Dr.Neogy's Clinic".. This is Dr. Abhisek Neogy...🔷🔷🔷 Today's topic ...

15/04/2021

আজ উৎসবের আমেজে ভেসে যাওয়ার আগে এই পরিসংখ্যানটি অবশ্যই মাথায় রাখবেন।

দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে..... সব কিছু রক্ষা করার দ্বায়িত্ব শুধু প্রশাসনের নয়.... নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব খুব ই গুরুত্বপূর্ণ......

1. মাস্ক পরুন
2. মাঝেমাঝেই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন বা sanitizer দিয়ে হাত পরিষ্কার করুন
3. 6 ফুট দূরত্ব বজায় রাখুন
4. ভিড়ে যাবেন না এবং নিজেও ভিড় সৃষ্টি করবেন না।
5. আপনার আত্মীয় বা প্রতিবেশীর কারুর জ্বর , সর্দিকাশি ইত্যাদি লক্ষণ থাকলে , তাঁকে সরকারি বা বেসরকারি ল্যাব এ টেস্ট করার জন্য উৎসাহ দিন ।
6. Doctor Clinic বা হাসপাতাল গেলে অবশ্যই মাস্ক পরুন।

এই বছর এবং আগামী বছর গুলি যদি সত্যি শুভ নববর্ষ হিসেবে কাটাতে হয় তাহলে নিজে সচেতন হন এবং অন্যদের কেও সচেতন করার চেষ্টা করুন।

শুভ নববর্ষ ১৪২৮ ||

ভালো থাকুন সুস্থ্য থাকুন

🙏🙏⛑⛑

07/04/2021
02/04/2021

প্রতি বছর জাতিসংঘ এবং সকল সদস্য রাষ্ট্র অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD) সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বিস্তারের জন্য 2রা এপ্রিল “বিশ্ব অটিজম সচেতনতা দিবস” পালন করে।
যাইহোক, প্রশ্নটি হচ্ছে এই একটি মাত্রদিন সচেতনতা পালন করে কী, সমস্যার সুরাহা হবে?
ট্রেনিং ও গবেষণার জন্য সরকারের কী আরও অর্থ সরবরাহ করা ‌প্রয়োজন? অটিজম সম্পর্কে সচেতনতা বিস্তারের ক্ষেত্রে সাধারণ জনসংখ্যার দায়িত্ব গুলি কি? কিভাবে আমরা পিতামাতার ও সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি ? অটিজম’ সম্পর্কিত সচেতনতা সম্পর্কে আরও জানতে নিবন্ধটি পড়তে থাকুন ।

অটিজম কি?

অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD) সহ শিশু সামাজিক মিথস্ক্রিয়া গুলো করতে পারে না।
তারা পুনরাবৃত্তিমূলক আচরণ প্রদর্শন করে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (CDC) এর তথ্য অনুসারে, মেয়েদের চেয়ে ছেলেদের মধ্যে অটিজম হবার প্রবণতা বেশি থাকে। এই নিউরো-ডেভ্যলপমেন্টাল ডিসঅর্ডারের পুরুষ ও মহিলাদের হবার অনুপাত 4:1।
2014 সালে, প্রতি 59 জন ব্যক্তির মধ্যে একজন অটিজমের সাথে সম্পর্কিত লক্ষণের বহিঃপ্রকাশ দেখিয়েছিল।

অটিজম লক্ষণ:–

অটিজমের লক্ষনগুলো 12 থেকে 24 মাস বয়স থেকেই দেখা যায়। এর প্রাথমিক লক্ষণগুলি নীচে দেওয়া হল।

ভাষা এবং সামাজিক দক্ষতা বিকাশে বিলম্ব।
আবেগ, অনুভূতির বহিঃপ্রকাশে অক্ষমতা।
অন‍্য জনের সাথে যোগাযোগ করার সময় অসুবিধা র সম্মুখীন।
অন‍্যের চোখের বা শরীরের ভাষা পড়ায় অক্ষমতা।
কথা বলার সময় একই কথা বারবার বলা।
কোনো নির্দিষ্ট আচরণ বারবার পুনরাবৃত্তি করা।
বিশেষ কোনো বিষয়ে আগ্রহ দেখানো।

অটিজমের কারণ কি?

বিজ্ঞানীরা এখনও অটিজমের সঠিক কারণটি খুঁজে পাননি। গবেষকরা জানিয়েছেন অনেক গুলো ফ‍্যক্টর একত্রে এই অবস্থা তৈরি করতে পারে। পারিবারিক ইতিহাস, জেনেটিক মিউটেশনগু, ফ্র‍্যাজাইল এক্স সিন্ড্রোম, পিতামাতার যদি খুব বেশি বয়সী হয়, অতিরিক্ত কম ওজনের সন্তান প্রসব, বা ভ্যালপ্রোয়িক অ‍্যাসিড এবং থ্যালিডোমাইড মত ঔষধের ব‍্যবহার ইত্যাদি নানান কারণে, ভ্রূণের অটিজম বিকাশের প্রবণতা দেখা যায়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস অ্যান্ড স্ট্রোক (NINDS) এর তথ্য অনুসারে, পরিবেশগত ও জেনেটিক উভয় কারণেই শিশুদের মধ্যে অটিজম দেখা দিতে পারে।

অটিজম সনাক্তকরণ:-

প্রাথমিক পর্যায়ে অটিজমের যে সমস্ত উপসর্গগুলো দেখা যায় সেগুলো দেখে এবং কিছু জেনেটিক পরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা অটিজম নির্ণয় করেন। আমেরিকান একাডেমী অফ প্যাডিয়াট্রিক্স (AAP) 18-24 মাস বয়সের শিশুদের ASD স্ক্রীনিং করিয়ে নিতে পরামর্শ দেন।

ASD স্ক্রিনিং টেস্ট:-

শিশুদের মধ্যে অটিজম আছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি সংশোধিত চেকলিস্ট রয়েছে। এই চেকলিস্টে ২3 টি প্রশ্নের একটি সেট রয়েছে, যার উত্তর 2 বছরের নীচের বাচ্চাদের পিতামাতাকে জিজ্ঞেস করা হয়। শিশু বিশেষজ্ঞরা পিতামাতার দ্বারা প্রদত্ত উত্তরগুলো বিশ্লেষণ করে নির্নয় করেন, অটিজম বিকাশের ঝুঁকি আছে কিনা। বাবা-মা মনে রাখতে হবে যে যারা বাচ্চারা ASD- এর জন্য ইতিবাচকভাবে ফলাফল দেখায়, তাদের যে অটিজম দেখা দেবে তা নিশ্চিত নয় । একইভাবে, যে সব বাচ্চারা টেস্টে অটিজমের লক্ষণ দেখায় না, তারাও কিন্তু পরে অটিজমের লক্ষণ দেখাতে পারে।
প্রাথমিক পর্যায়ের পরীক্ষার পর চিকিৎসকেরা কিছু জেনেটিক টেস্টিং করতে বলেন, এই টেস্টে অটিজমের সাথে সম্পর্কিত বায়োমার্কার গুলিকে চিহ্নিত করে। এই জিনিসগুলি মূলত নেগেটিভ টেস্ট এগুলি থেকেও বোঝা যায় না যে বে বাচ্চাটির অটিজম হবে কি হবে না। এটি শুধুমাত্র সুপারিশ করে যে জেনেটিক কোনো সমস্যা আছে কিনা। সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তার আরও অনেক পরীক্ষা-নিরীক্ষা ‌করেন।

অটিজম এর প্রতিকার –

অটিজমের জন্য সেরকম কোন প্রতিকার নেই।
তবে কিছু থেরাপি আছে যা শিশুদের সমস্যাগুলির‌ সমাধানে সাহায্য করতে পারে।
অনেক চিকিৎসক অটিজম আছে এমন বাচ্চাদের জন্য ‘আচরণ এবং যোগাযোগ বৃদ্ধিকারক থেরাপি’ করার পরামর্শ দেন। এই থেরাপি আক্রান্ত শিশুদের অন্যদের সাথে যোগাযোগ রক্ষা করতে শেখায় এবং শিশুদের নতুন নতুন দক্ষতা শেখানোর চেষ্টা করে। কিছু ঔষুধ ও রয়েছে, এগুলো সাধারণত
অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিডপ্রেসেন্ট। যে অটিজমে আক্রান্ত শিশু খুব বেশি বেশি আচরণগত সমস্যার বহিঃপ্রকাশ ঘটায় তাদের জন্য এই ওষুধগুলো ব্যবহার করা হয়।

অটিজম আছে এমন শিশুর পরিবারকে ভারত সরকার কি কি সাহায্য প্রদান করে:-

অটিজম আছে এমন শিশুর পরিবারকে সাহায্য করার জন্য বেশ কয়েকটি সরকারি প্রকল্প রয়েছে।
যে সমস্ত শিশুর দীর্ঘদিন মানসিক প্রতিবন্ধকতা, সেরিব্রাল পলিসির মতো একাধিক অক্ষমতা রয়েছে তাদের সহযোগিতা করতে ‘বিকাশ ডে কেয়ার’ সিস্টেম আছে। এই কেন্দ্রগুলিতে ‌কথন দক্ষতা, সামাজিক মিথস্ক্রিয়া মূলক দক্ষতা অর্জন করতে সাহায্য করে। এছাড়াও নিরাময় নামক একটি জীবন বীমা রয়েছে যা শিশুর পিতা মাতাকে আর্থিক দিক থেকে সাহায্য করে। এছাড়াও শিশুর পরিবারকে রেলে টিকিটের ক্ষেত্রে ও আয়করের ছাড় দেওয়া হয়।

যাই হোক আমরা অটিজমের কারণ ও শিশুদের সমস্যা নির্ণয়ের পরীক্ষা, তাদের সাহায্যকারী বিভিন্ন থেরাপি পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হলো । এর সাথে সাথে ভারত সরকার কি কি ভাবে সাহায্য করে তাও তুলে ধরা হলো।

কপিরাইট - www.neucradhealth.in

Please follow Facebook Bangla page www.fb.com/neucradhealthbengali

Please subscribe YouTube Channel https://www.youtube.com/channel/UCkVXzA6E_SvkvaSUdbd73hg

"একজন গবেষক বিজ্ঞানী হয়ে সাধারণ মানুষের কাছে বিজ্ঞান, গবেষণা ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে আসতে বদ্ধপরিকর - আপনার স্বাস্থ্য সচেতনতা আপনাকে বিপদের সময় পথ দেখাবে" - বিশ্বরূপ ঘোষ, নিউক্র্যাড হেলথ ফাউন্ডার । আমেরিকা প্রবাসী বাঙালি গবেষক বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ তার স্টার্ট আপ প্রচেষ্টা করছেন বাংলা তথা ইন্ডিয়াতে। খুব শীঘ্র নিউক্র্যাড হেলথ হাব এর ডিজিটাল ডাক্তার প্লাটফর্ম শুরু হবে। আপনাদের আশীর্বাদ কামনা করি।

Address

Bally Sosthi Tola
Howrah
711227

Telephone

+919143547811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Treatment through Homeopathy by Dr. Abhisek Neogy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category