ডোমজুর নার্সিংহোম Domjur Nursing home

  • Home
  • India
  • Howrah
  • ডোমজুর নার্সিংহোম Domjur Nursing home

ডোমজুর নার্সিংহোম Domjur Nursing home experinced residential gynecologist and surgeon's for 24 hrs

01/07/2024
18/07/2023

কনজাংটিভাইটিস- সর্বসাধারণের জন্য
সংগৃহীত

প্রথমেই যে বিষয়টি সকলকে আমি বলতে চাই সেটি হলো কনজাংটিভাইটিসে অন্ধত্বের ভয় নেই বরং সচেতনতা এবং উপসর্গ দেখা দেওয়ার পর দ্রুত ডাক্তারের পরামর্শ নিলে এই রোগকে খুব সহজেই দমন করা সম্ভব।

কনজাংটিভাইটিস কী?
সাধারণত কোনো রোগের নামের শেষে যে "-আইটিস" যুক্ত থাকে তার অর্থ হলো "প্রদাহ"। কনজাংটিভাইটিস শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ পাব- কনজাংটাইভা এবং আইটিস। সুতরাং কনজাংটিভাইটিসের আক্ষরিক অর্থ হলো কনজাংটাইভার প্রদাহ(সাধারণ মানুষের কাছে যেটি "চোখ ওঠা" , "জয় বাংলা" নামে পরিচিত)। এবার প্রশ্ন হলো, কনজাংটিভা কী? কনজাংটাইভা হলো চোখের একটি স্বচ্ছ আবরক যার মূল কাজ হলো প্রতিরক্ষা। খুব সহজেই অনুমেয়, চোখের প্রতিরক্ষা ব্যবস্থা যদি বিপর্যস্ত হয়ে পড়ে তাহলে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই, চোখের মতো মূল্যবান জিনিসের প্রতিরক্ষা ব্যবস্থাকে রক্ষা করার দায়িত্ব আমাদের একান্ত কর্তব্য।

কনজাংটিভাইটিসের কারণ-
সাধারণত আবহাওয়া পরিবর্তনের সাথে বিভিন্ন ভাইরাস (যেমন অ্যাডিনো ভাইরাস), ব্যাকটেরিয়া অধিক সক্রিয় হয়ে ওঠে। এবার সেই ভাইরাস এবং ব্যাকটেরিয়া কোনো কারণে চোখের সংস্পর্শে এলে কনজাংটাইভার প্রদাহ ঘটায়। কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিও কনজাংটিভাইটিসের এক অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

কনজাংটিভাইটিসের লক্ষণ-
কনজাংটিভাইটিসের কারণভেদে লক্ষণ বিভিন্ন হয়, এক্ষেত্রে আমি জেনারেলাইজ্ড করে লক্ষণগুলি তুলে ধরলাম।
ক) চোখ লাল হয়ে যাওয়া
খ) চোখ চুলকানো
গ) চোখের পাতা ফুলে ওঠা
ঘ) চোখ দিয়ে জল পড়া অথবা হলুদ শ্লেষ্মা জাতীয় পদার্থের আধিক্য ( পিচুটি হিসেবে যেটি আমরা চিনি)
ঙ) আলোর দিকে তাকাতে কষ্ট হওয়া
চ) কিছু কিছু ক্ষেত্রে ঝাপসা দেখা
ছ) হালকা জ্বর থাকতেও পারে আবার নাও থাকতে পারে

কনজাংটিভাইটিসের প্রতিকার-
এটি অত্যন্ত সংক্রামক এবং দ্রুত ছড়ায়। সুতরাং রোগলক্ষণ দেখার সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞের দ্রুত পরামর্শ নেওয়া আশু কর্তব্য।
ক) হাত না ধুয়ে চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন
খ) কনজাংটিভাইটিসে আক্রান্ত ব্যক্তির গামছা, বালিশ, বেডকভার আলাদা করে দিতে হবে। এক্ষেত্রে অনেক সময় রোগী ভাবতে পারেন তাঁকে একঘরে করে দেওয়া হচ্ছে,তাঁর মনের উপর চাপ পড়তে পারে। ধীর স্থির ভাবে রোগীকে এই রোগ সম্পর্কে বোঝানো এবং মনের জোর বাড়ানো একান্ত কর্তব্য
গ) গরম জলে তুলো অথবা নরম কাপড় ভিজিয়ে হাতরসে চোখ মুছিয়ে দিতে পারেন
ঘ) কনজাংটিভাইটিসে আক্রান্ত বাচ্চাদের স্কুল , টিউশন , সুইমিং পুলে পাঠাবেন না। পর্যাপ্ত বিশ্রাম এবং যথাযথ চিকিৎসার সম্মিলিত প্রচেষ্টায় সাত থেকে দশ দিন লাগে সুস্থ হতে। গৃহবন্দি জীবন এবং বন্ধুবান্ধব না দেখতে পেয়ে শিশুমনের উপর প্রভূত চাপ পড়ে।তাই অভিভাবকদের কাছে একান্ত অনুরোধ এই সময় বাচ্চাদের মানসিক জোর দেবেন , তাদের সময় দেবেন, মুখরোচক রান্না করে খাওয়াবেন, খেলা করবেন।

চোখের মতো মহামূল্যবান জিনিস যখন আক্রান্ত হয় তখন মনের গহনে ভয়ের সঞ্চার হওয়াটাই স্বাভাবিক। আসুন, ভয়কে জয় করে নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি এবং হাতে হাত রেখে কনজাংটিভাইটিসকে হারিয়ে এক সুস্থ সমাজ গড়ে তুলি।

Dr. D.K.ROY,হার্টের ডাক্তার বাবু আগামীকাল রবিবার (2/07/2023) সকাল 9টা থেকে ডোমজুর নার্সিংহোম আপ্পারাও মন্দিরের বিপরীতে চ...
01/07/2023

Dr. D.K.ROY,হার্টের ডাক্তার বাবু আগামীকাল রবিবার (2/07/2023) সকাল 9টা থেকে ডোমজুর নার্সিংহোম আপ্পারাও মন্দিরের বিপরীতে চেম্বার করবেন।🫀
নাম লেখাতে যোগাযোগ করুন
📞9007734791

Regular helth checkup
ECG
Blood pressure and more...

Happy Doctor's Day 💐⚕️🌹⚕️💐
01/07/2023

Happy Doctor's Day 💐⚕️🌹⚕️💐

01/07/2023

"ডাক্তারবাবু, আপনি ভগবান....."

না, এটা একদমই ভুল ধারণা। ডাক্তারবাবুরা মোটেই কেউ ভগবান নন। ডাক্তারবাবুরাও মানুষ। একেবারে আপনার আমার মতনই রক্ত-মাংসে গড়া মানুষ। তাদেরও আর পাঁচটা মানুষের মতন সখ-আহ্লাদ, পরিবার-পরিজন, খিদে-তেষ্টা, সুখ-অসুখ, ভুল-ভ্রান্তি, ওঠা-পড়া সবই থাকে। নশ্বর মানুষের মতনই জন্ম-মৃত‍্যু দুইই থাকে। ডাক্তারবাবুরা যদি ভগবান হতেন, তবে তাঁরা নিজের বাবা-মা, আত্মীয়-বন্ধু এমনকি নিজেরও ব‍্যাধি-জরা-মৃত‍্যু আটকে দিতে পারতেন। তাঁরা সব রোগ-ব‍্যাধি বা মৃত‍্যুকে সবসময় জয় করতে পারেন না, কারণ তাঁরা মানুষ। হ‍্যাঁ, বিশেষ ধরণের প্রশিক্ষণ প্রাপ্ত একজন মানুষ। তিনি চিকিৎসাশাস্ত্রে প্রশিক্ষণ পেয়ে , চিকিৎসা পেশায় একজন পেশাদার হয়েছেন। চিকিৎসাশাস্ত্রে প্রায় ৩০ টির মতন ভিন্ন ভিন্ন শাখা আছে, যে যার মতন বিভিন্ন শাখায় পেশাদার হিসাবে কাজ করেন, পরিষেবা দেন। তাঁর প্রশিক্ষণলব্ধ জ্ঞান হয়তো বেশিরভাগ অসুখকেই সারিয়ে দিতে পারে, আবার অনেক অসুখকে সারাতে পারে না। পৃথিবীর কোনও পেশাদার মানুষই তার পেশায় ১০০% সাফল‍্য পান না, সাফল‍্যের শতাংশ হয়তো বেশিটাই, কিন্তু ব‍্যর্থতাও থাকে বেশ কিছু ক্ষেত্রে, সেটাই স্বাভাবিক। তাঁরও নশ্বর মানুষের মতন সীমাবদ্ধতা আছে, থাকতে বাধ‍্য। ঈশ্বর না ভেবে, নশ্বর ডাক্তারবাবুদের স্বাভাবিক সীমাবদ্ধতাকে মেনে নিতে শিখুন। ভগবানের স্থানে ভগবানই চিরকাল ছিলেন, আছেন এবং থাকবেন। ডাক্তারবাবুরাও তাঁদের নিজেদের বিপদে-আপদে সেই সর্বশক্তিমান ঈশ্বরকেই স্মরণ করেন।
তাই আসুন, ১লা জুলাই, আজ এই চিকিৎসক দিবসে, সব চিকিৎসককেই নশ্বর মানুষ হিসেবে ভাবতে শিখি, মানুষ হিসেবে তাঁদের সীমাবদ্ধতাগুলিকে মেনে নিতে শিখি। তাঁদের স্বাভাবিক নশ্বর সীমাবদ্ধতাগুলিকে মেনে নিয়ে, তাঁদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে যথাযথ সম্মান দিতে শিখি।
ডাক্তারবাবুরা মোটেই ভগবানের সম্মান চান না। তাঁরা চান না যে, তাঁদের সাফল‍্যগুলি নিয়ে মানুষ নাচানাচি করুক আর ব‍্যর্থতায় পিটিয়ে আধমরা করে দিক অথবা গায়ে বিষ্ঠা লেপন করুক।

সমাজের বিভিন্ন পেশার আরও পাঁচজন পেশাদার ব‍্যক্তি, যে সামাজিক নিরাপত্তা ও সম্মানের সঙ্গে তাঁদের পরিষেবা প্রদান করেন, ডাক্তারবাবুরাও শুধু সেইটুকুনই সমাজের কাছ থেকে আশা করেন, তার বেশি কিছু না। ঠুনকো প্রশংসা, হাততালি বা ভগবানের সঙ্গে তুলনা…..
এসব ডাক্তারবাবুরা কোনওটাই চান না, চান শুধু ন‍্যায‍্য পরিষেবা দেওয়ার সুষ্ঠু, পেশাদারী, সুস্থ মানসিকতা ও পরিবেশ।🙏🏻

31/12/2022

Wishing you a happy new year from ডোমজুর নার্সিংহোম Domjur Nursing home

আগামী রবিবার 11/12/2022 সকাল আটটা থেকে নার্সিংহোমের আউটডোর এ TSH(থাইরয়েড), সুগার এবং কোলেস্টেরল টেস্ট ক্যাম্প হবে। 💉💉TS...
07/12/2022

আগামী রবিবার 11/12/2022 সকাল আটটা থেকে নার্সিংহোমের আউটডোর এ TSH(থাইরয়েড), সুগার এবং কোলেস্টেরল টেস্ট ক্যাম্প হবে। 💉💉
TSH TEST 100/-
সুগার 10/-
কোলেস্টেরল 10/-

ইচ্ছুক ব্যক্তিরা +91 90077 34791 নম্বরে যোগাযোগ করবেন।

24/10/2022

Happy Diwali to all from DOMJUR NURSHING HOME

Domjur Nurshing Home is now on whatsapp
27/09/2022

Domjur Nurshing Home is now on whatsapp

ডক্টর সোমনাথ ভট্টাচার্য শিশুরোগ ও নবজাতক বিশেষজ্ঞ(Consultant pediatricians and Neonatologist)M.B.B.S.(cal),M.D.(pediatri...
27/09/2022

ডক্টর সোমনাথ ভট্টাচার্য
শিশুরোগ ও নবজাতক বিশেষজ্ঞ
(Consultant pediatricians and Neonatologist)
M.B.B.S.(cal),M.D.(pediatricians),D.O., P.G.P.V.(Philadelphia,USA), P.G.P.N.(Boston,USA)

প্রতি মঙ্গলবার ও শুক্রবার সন্ধে 7.30 ডোমজুর নার্সিংহোম আপ্পারাও মন্দিরের বিপরীতে OPD (চেম্বার)করছেন।

Address

Howrah
711405

Telephone

+919836799698

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডোমজুর নার্সিংহোম Domjur Nursing home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডোমজুর নার্সিংহোম Domjur Nursing home:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category