06/07/2021
রেইকি কি?
দুটো জিনিস, একটা হলো "রেইকি" - "মহা জাগতিক প্রাণ শক্তি" আর একটা হল "উসুই সিকি রোওহ" - উসুই প্রাকৃতিক আরোগ্যসাধনকারী পদ্ধতি, যেখানে আমরা শিখি রেইকি কে কি কোরে ব্যবহার করতে হয়, শারীরিক, মানসিক এবং আদ্ধাত্মিক আরোগ্য সাধনের জন্য।
তাই আগে আমাদের রেইকি কি এটা বুঝতে হবে, যতক্ষণ না আমরা রেইকি কি সেটা বুঝবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই পদ্ধতি কে ভালো করে প্রয়োগ করতে পারবো না। মনে সন্দেহ থেকে যাবে, ঠিক করছি তো? আদৌ কোনো লাভ হবে এতে?, তাই কেউ কেউ তো শিখে ও কিছুদিনের মধ্যেই ছেড়ে দেয়, বা যখন বিপদে পরে শুধু তখনি অনুশীলন করে।
রেইকি, মূলত একটি জাপানী শব্দ। ‘রেই’ মানে সর্বব্যাপী এবং ‘কি’ মানে জীবনীশক্তি, এই সেই শক্তি যা আমাদের বাঁচিয়ে রেখেছে। মানব দেহে বা মনে প্রাণশক্তির অভাব ঘটলে তা অসুস্থ হয়ে পরে এবং তার ফলে শারীরিক বা মানসিক যে কোনো রোগ, যন্ত্রনা, ব্যথা বেদনা দেখা দেয়। এই শক্তির প্রভাব আমাদের আর্থিক, বাস্তু, সম্পর্কতে ও পরে।
তাই সবাইকে আমার অনুরোধ, রেইকি কি আগে সেটা বুঝুন, অনুধাবন করুন, বারবার মনে রেইকি কে তুলুন, দেখুন এটা কোথায় কোথায় আছে, কি এর ক্ষমতা, কে কে এই শক্তি কে ব্যবহার করছে, যে বা যেখানে এর ব্যবহার আর হচ্ছে না, সেটার বা সেখানকার কি অবস্থা হচ্ছে। প্র্যাকটিস করুন, নিজের সমস্যার নিজে সমাধান করার চেষ্টা করুন, না পারলে আমাদের সাহায্য নিন।
অন্ধ বিশ্বাস যেমন ভালো নয়, তেমনি কোনো জিনিষের সম্বন্ধে না জেনেই, যথেষ্ট অনুশীলন না কোরেই একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া, কি ঠিক?
ভাবুন..........
যারা উসুই সিকি রোওহ শিখেছেন, তারা আমাদের রেইকি ফ্রী প্রাক্টিস গুলোতে আসুন, নিজেদের মধ্যেই রেইকি আদান প্রধান করুন, কোনো প্রশ্ন থাকলে করুন, একে অপরকে সুস্থ হয়ে উটতে সাহায্য করুন, ও যারা রেইকি ট্রীটমেন্ট নিতে আসবেন তাদের রেইকি দিন। জোর কোরে কাউকে বিশ্বাস দেবার দরকার নেই, তাদের কয়েকটা ফ্রী ট্রীটমেন্ট দিন, তাদের সমস্যার কিছুটা লাঘব করে দিন, তারপর তারা রেইকি ট্রীটমেন্ট নেবে কি শিখবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। “চেষ্টা আমাদের হাতে, ফল নয়”, এটাকে যদি জীবনের মূল মন্ত্র করতে পারেন, জীবনে আপনাকে হারাতে পারে সাদ্ধি কার। আর রোজ রেইকি ফাইব প্রিনসিপাল, মেনে চলুন। কৃতজ্ঞ্তা বোধে থকুন, উদবিগ্ন না হওয়া, ক্রুদ্ধ না হওয়া, নিজের কাজ সৎ ভাবে করা ও সবাইকে ভালোবাসা।
২০০৮ থেকে, একজন রেইকি প্র্যকটিশনার এবং রেইকি মাস্টার টিচার হিসেবে আমার যা দায়িত্ব আমি পালন করছি, এবার আপনারা যারা এটা পড়ছেন তারাও যদি নিজের টুকু করেন, সমাজে রেইকি ও উসুই সিকি রোওহ, এই পদ্ধতির সচেতনতা বৃদ্ধি পাবে। সবাই সব দিক থেকে উপকৃত হবে।
আরেকবারের মত আনুরোধ, রেইকি কি সেটা আগে নিজে বুঝুন, প্রান কি সেটা আগে নিজে বুঝুন, এর দ্বারা কি কি হতে পারে আগে নিজে বুঝুন, আগে নিজেকে সাহায্য করুন, তারপর অন্যের কথা। ব্যাবসায়িক মনোবৃত্তি ছেরে, সেবা করার মনোবৃত্তি রাখুন।
সবাই সুখে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুখি ও সুস্থ রাখুন।
আশা করি একদিন না একদিন আপনারা আপনদের জীবনের উদ্দেশ্য সমন্ধে অবগত হবেন।
শুভেন চ্যাটার্জী +91 98302 77089