07/03/2024
#টোটকা
✅Jyotish Vidya Bisharod Sree Suvojitt (Gold Medalist)
Vastu Consultant
Numerology
Reiki Master
Contact 7003753569
🕉️🕉️Job oppertunity
ভগবান শিব বটো বৃক্ষের নিচে বাস করেন।।
দখিনামূর্তি দুব্যম বটমূলে নিবাশিনী।।
বট গাছ ভগবান শিবের খুব প্রিয় , যাদের চাকরি হচ্ছেনা বাধা আসছে এগুলো শনি গ্রহের জন্য হয়।
শনিদেব হলো কর্মের কারক গ্রহ।
শনি দেবের গুরু হচ্ছেন দেবাদিদেব মহাদেব। যাদের শনির দোষ আছে, বাঁধা কাটছেনা ভালোকরে শিব পুজো করলে শনির বাঁধা কাটে।।
শিবরাত্রি দিন 9.45 pm থেকে 10.35 pm পর্যন্ত উপাচার করার ভালো সময়, এই দিন বট পাতার মধ্যে তিল, সর্ষের তেল দেবেন আর ভগবান শিব অভিষেক করবেন , আর্থিক দেনা মুক্তি হবে, ভগবানের আশীর্বাদে আর্থিক ভাগ্য ফিরবে।।
🕉️শিবরাত্রি কেটে গেলেও এই উপাচার করতে পারেন।।