Reiki Grand Master Sattasundar Sadhukhan

Reiki Grand Master Sattasundar Sadhukhan Alternative and Holistic healing service

☘️ “স এব রুদ্রভক্তশ্চ কেশবো রুদ্রসম্ভবঃ।সর্ব্বরূপং ভবং জ্ঞাত্বা লিঙ্গে যো আর্চ্চয়ত প্রভূম্।। ”
16/08/2025

☘️ “স এব রুদ্রভক্তশ্চ কেশবো রুদ্রসম্ভবঃ।
সর্ব্বরূপং ভবং জ্ঞাত্বা লিঙ্গে যো আর্চ্চয়ত প্রভূম্।। ”

🌸 Honoring the Birth Anniversary of Dr. Mikao Usui Sensei 🌸Today, on the auspicious occasion of Dr. Mikao Usui Sensei’s ...
15/08/2025

🌸 Honoring the Birth Anniversary of Dr. Mikao Usui Sensei 🌸

Today, on the auspicious occasion of Dr. Mikao Usui Sensei’s birthday, I had the privilege to guide a special Reiki Meditation Session at the Main Branch of B.M.S Healing Temple.

It was a heartfelt gathering where students came together to honor the founder of Reiki, connecting with the universal life force energy through deep meditation. The session was filled with peace, healing vibrations, and divine blessings.

I feel truly grateful to walk this path of Reiki and to share the teachings and energy of Dr. Usui with dedicated students. His legacy continues to inspire us to heal, grow, and spread love and light.

With Reiki Blessings,
Reiki Grand Master Sattasundar Sadhukhan
📞 096749 17047



B.M.S Healing Temple

Reiki 2nd Degree Class at B.M.S Healing Temple main branchJoin us to say Congratulations 🎉It is a 4 hour workshop where ...
31/07/2025

Reiki 2nd Degree Class at B.M.S Healing Temple main branch
Join us to say Congratulations 🎉

It is a 4 hour workshop where the Reiki 2nd degree attunement activates your energy channels by 80%, thereby enhancing the reiki flow from 1st degree by 4 times. It empowers YOU to use Reiki to heal yourself and others, at the MENTAL, EMOTIONAL, level; It provides DISTANCE healing, beyond the limitations of space and time.

What is Reiki?
Just click below the link 👇
https://www.facebook.com/share/p/1Ava6oCo2s/

❤️Reiki 2nd degree Workshop Contents :❤️
📍 Introduction
📍The 3 powerful Reiki Symbols
📍Power Symbol
📍Emotional Healing Symbol
📍Distance Healing Symbol
📍Reiki 2nd Degree Attunement
📍How to HEAL self using the symbols, Hands on Practice
📍How to HEAL others using the symbols, hands on Practice
📍Distance Healing Meditation
📍 Situation Reiki Healing
📍Reiki Wish Box Fulfilment
📍 Relationship Healing
📍House, Office and Vastu Healing

For any further query related to regular workshops, learn at home service, hands on healing sessions, distance healing sessions, discounted workshops , practice classes, free sessions, awareness, demonstration and more;

Booking Number :

Reiki Grand Master Sattasundar Sadhukhan
Mobile - 096749 17047 (WhatsApp)

Head Office -
B.M.S Healing Temple

Sastitala Konaroad Ramrajatala, P.O - Santragachi, P.S - Jagacha, Howrah WB IND 711104, Near Adarsha Sangha Math

Our Branches - Kolkata, Howrah, Hooghly, Asansol, Bardwan

Congratulations to Mousumi Biswas for successfully completing her Reiki 1st Degree Course at home.It is always a joy to ...
30/07/2025

Congratulations to Mousumi Biswas for successfully completing her Reiki 1st Degree Course at home.
It is always a joy to witness individuals taking their first step into the world of energy healing. May Reiki continue to guide, protect, and uplift her on every level — physically, emotionally, mentally, and spiritually.

For more details about Reiki, just Click this link 👇
https://www.facebook.com/share/p/1C1uhEzdNo/

If you’re also interested in learning Reiki from the comfort of your home with proper attunement and guidance, feel free to connect with me.

With Divine Blessings,
Reiki Grand Master Sattasundar Sadhukhan
📞 +91-9674917047
🔗 Visit : https://www.facebook.com/share/1BNpTrDXDA/



On 16th July 2025, I had the divine opportunity to guide and conduct the Lama Fera Master Healing Course at the B.M.S He...
21/07/2025

On 16th July 2025, I had the divine opportunity to guide and conduct the Lama Fera Master Healing Course at the B.M.S Healing Temple Main Branch. The session was filled with deep energy, spiritual alignment, and the sacred presence of high-frequency healing vibrations. It was truly a blessed day of transformation and inner awakening.
To know more details about Lama Fera Healing System, just click below the link 👇
https://www.facebook.com/share/p/1CQQecWkRt/

Lama Fera, a powerful Buddhist healing technique, works on a soul-deep level to remove karmic blockages, negative energies, and emotional burdens. This sacred healing system not only balances the chakras and cleanses the aura but also accelerates spiritual growth and inner peace. Its energy is intense, yet calming, and helps both healers and receivers to connect with divine consciousness.

I am deeply grateful to all participants, especially those who continue to walk the path of healing with dedication and sincerity. Watching students evolve into empowered healers is always a moment of divine joy.

If you are drawn to learning Lama Fera Healing or wish to experience it, I welcome you to connect with me for upcoming sessions and healing courses.

With Divine Light and Blessings,
Reiki Grand Master Sattasundar Sadhukhan
📞 096749 17047

20/07/2025
🔵শ্রুতি থেকেই জেনে নিই ধর্মের মাহাত্ম্য—🔘ধর্মস্য মাহাত্ম্যম্—ধর্মো বিশ্বস্য জগতঃ প্রতিষ্ঠা।লোকে ধর্মিষ্ঠং প্রজা উপসর্পন্...
17/07/2025

🔵শ্রুতি থেকেই জেনে নিই ধর্মের মাহাত্ম্য—
🔘ধর্মস্য মাহাত্ম্যম্—

ধর্মো বিশ্বস্য জগতঃ প্রতিষ্ঠা।
লোকে ধর্মিষ্ঠং প্রজা উপসর্পন্তি।
ধর্মেণ পাপমপনুদতি।
ধর্মে সর্বং প্রতিষ্ঠিতং।
তস্মাদ্ধর্মং পরমং বর্ধন্তি॥

[তৈত্তিরীয় আরণ্যক /১০/৭৯]

অনুবাদ— ধর্ম এই বিশ্বজগতের আধার বা ভিত্তি।
জগতে মানুষজন ধর্মপরায়ণ ব্যক্তির কাছেই আশ্রয় নিতে চায়, তারই সান্নিধ্যে আগ্রহী হয়। ধর্মের দ্বারা পাপকে দূর করা যায়। সমগ্র সৃষ্টি ও জীবনের ভিত্তি হচ্ছে ধর্ম সবকিছুই ধর্মে প্রতিষ্ঠিত। এই জন্যেই বলা হয়, ধর্মই পরম অর্থাৎ মোক্ষ বা ব্রহ্মলাভের সর্বোচ্চ উপায় ধর্ম।

ভাবার্থ— ধর্ম শুধু আচরণ বা রীতিনীতি নয়, এটি সৃষ্টির ভিত্তি, মানবজীবনের মূল স্তম্ভ। ধর্মের মাধ্যমে পাপ দূর হয় এবং ব্রহ্মলাভ সম্ভব হয়। তাই ধর্মকেই পরম বলেই জানা উচিত।

সায়ণভাষ্য— শ্রুতিমৃতিপ্রতিপাদিত বাপীকূপ তদাকাদিনির্মাণরূপো ধর্মো বিশ্বস্য জগতঃ সর্বস্য প্রাণিজাতস্য প্রতিষ্ঠা-আশ্রয় ইত্যেতত্‌ প্রসিদ্ধম্।
তথা লোকে ধর্মিষ্ঠম্‌ অতিশয়েন ধর্মে বর্তমানং পুরুষং প্রজাঃ সর্বা উপসর্পন্তি, ধর্মাধর্মনির্ণয়ার্থম্‌ উপগচ্ছন্তি।
কিঞ্চ প্রায়শ্চিত্তরূপেণ (ধর্মেণ) পাপং বিনাশয়ন্তি।
অন্যৎ পূর্ববৎ।

অনুবাদ— যে ধর্মের রূপ শ্রুতি ও স্মৃতি শাস্ত্রে প্রতিপাদিত যেমন পুকুর, কুয়া, ছোট ছোট জলাধার নির্মাণ ইত্যাদি সামাজিক কর্ম, সেই ধর্মই এই জগত্‌ ও সমগ্র প্রাণিজগতের ভিত্তি ও আশ্রয়স্বরূপ এটি সুপ্রতিষ্ঠিত ও প্রসিদ্ধ মত। তদ্রূপ, জগতে যে ব্যক্তি ধর্মে অতিশয়ভাবে প্রতিষ্ঠিত, অর্থাৎ ধর্মনিষ্ঠ, সেই ব্যক্তির কাছে সমস্ত মানুষ গমন করে, ধর্ম ও অধর্মের বিচার জানতে বা সিদ্ধান্ত নিতে তারই শরণাপন্ন হয়। ধর্মের মাধ্যমে বিশেষ করে প্রায়শ্চিত্তরূপ ধর্মাচরণের দ্বারা পাপ বিনষ্ট হয়।

ভাবার্থ— ধর্ম মানে শুধু আচার বা উপাসনা নয়, বরং এতে সমাজকল্যাণমূলক কার্য, যেমন পুকুর-কূপ-তদাকা নির্মাণও অন্তর্ভুক্ত। সমাজের উপকারে আসে এমন প্রতিটি কর্মই ধর্মের অন্তর্গত। এখানে পুকুর-কূপ ইত্যাদি নির্মাণের মাধ্যমে বোঝানো হলো সমাজের জন্য জল সংরক্ষণ যার একটি সামাজিক কাজ এবং সেটাও ধর্মের অন্তর্গত। এভাবে যত সামাজিক উন্নয়নমূলক কাজ রয়েছে সবই ধর্ম।
অর্থাৎ, জীবনকে ধার্য রাখে, স্থিতি দেয়, তা-ই ধর্ম।
এই অর্থে, দৈনন্দিন জীবনের প্রতিটি ন্যায্য কাজ—

✔️ পরিবার পালন।
✔️ কৃষি/ব্যবসা।
✔️ দান।
✔️ অতিথি সেবা।
✔️ সত্য কথা বলা।
✔️ পরিশ্রম করে উপার্জন।
✔️ পরিষ্কার-পরিচ্ছন্নতা।।
এসবও ধর্ম।

ধর্মই বিশ্বজগতের মূল ভিত্তি, সৃষ্টিজগৎ ও সমস্ত প্রাণীর জীবনের মূল আশ্রয় ও প্রতিষ্ঠা ধর্মের উপরই নির্ভরশীল। ধর্ম না থাকলে সমাজ ও জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

ধর্মনিষ্ঠ ব্যক্তি সমাজে নেতৃত্বপ্রাপ্ত হন, যিনি নিজে ধর্মে প্রতিষ্ঠিত, সাধারণ মানুষ তার কাছে যায় সঠিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত পাওয়ার আশায়। ধর্মে অবিচল মানুষ সমাজে আস্থা ও শ্রদ্ধার কেন্দ্র হয়ে ওঠেন।

পাপ বিনাশের পথও ধর্ম কোনো পাপ হলে, সেটি মোচনের মাধ্যমও ধর্মই, বিশেষত প্রায়শ্চিত্তরূপে ধর্মাচরণ পাপকে দূর করে।

ধর্মাচরণ— নিজের দায়িত্ব পালন করা (স্বধর্ম)। পারিবারিক ও সামাজিক সম্পর্ক রক্ষা করা। অন্যের অধিকার না হরণ করা। সদা সৎ মার্গে থাকা। ভুলের জন্য পশ্চাতাপ করা। ক্ষমাশীল হওয়া। দয়াবান হওয়া। ভুল স্বীকার করা। ন্যায় ও অন্যায়ের সঠিক পার্থক্য জানা। কর্মে নিষ্ঠা থাকা। এগুলো সবই ধর্ম।

সায়ণাচার্য ধর্মকে একদিকে সৃষ্টির ভিত্তি, অন্যদিকে নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও আত্মোন্নতির পথ হিসেবে ব্যক্ত করেছেন।

সকলেই ধর্মের পথেই চলবেন, ধর্মকেই ধারণ করবেন।

——সর্বে হ্যেষ রুদ্র তস্মৈ রুদ্রায় নমো অস্তু——

The Divine Light of Holy Fire descends from the heavens… piercing through the clouds, blessing the Earth with celestial ...
12/07/2025

The Divine Light of Holy Fire descends from the heavens… piercing through the clouds, blessing the Earth with celestial energy and grace.✨🌥️

অজ্ঞান-তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন-শলাকয়া।চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।। অখন্ড-মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্।তত...
09/07/2025

অজ্ঞান-তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন-শলাকয়া।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।

অখন্ড-মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্।
তত্পদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।

গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবো মহেশ্বরঃ।
গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ।।

#গুরু_পূর্ণিমা
আষাঢ়ী পূর্ণিমাকে সাধারণভাবে সনাতন ধর্মে গুরু পূর্ণিমা বলে। এদিন ব্যাসদেবের জন্মতিথি।তিনি বেদের বিভাগ করেছিলেন, তাই তাঁকে বেদব্যাস বলাহয়। এই তিথিতে ব্যাসদেবের পূজা করা হয়। তিথিটিকে তাই গুরু পূর্ণিমা বলে ধরা হয়। গুরুদেবের এই দিনে বিশেষ করে পূজার্চনা করা হয়।তাঁর কথা, তাঁর বাণী, তাঁর আদেশ বিশেষ করে স্মরণ মনন করা হয়। গুরু শরীরে থাকলে তাঁর কাছে বসে তাঁর কথা শুনতে হয়।
গুরু কে? গুরু আমাদের পথ দেখান। অন্ধকার থেকে যিনি আলোর পথ নির্দেশ করেন, তিনি গুরু।
'গু' শব্দের অর্থ অন্ধকার, আর 'রু' শব্দের অর্থ আলো। যিনি অন্ধকার থেকে শিষ্যকে সত্যের পথ
আলোকিত করেন, তিনি গুরু।
মানুষ যখন জন্মায়, তখন থেকেই জীবনের শেষ পর্যন্ত কেউনা কেউ গুরু থাকেন। তবে তাঁরা কেউ মা বাবা;গার্হস্থ্য জীবনের গুরু। কেউ শিক্ষক; ছাত্র অবস্থার গুরু। যিনি উপনয়নের মন্ত্র বলে দেন তিনি আচার্য গুরু। তবে অধ্যাত্ম জগতের পথ যিনি দেখান তিনি আধ্যাত্মিক গুরুদেব। তাঁর দেখান পথেই সাধনা করতে হয়। মনপ্রাণ দিয়ে জপ ধ্যান করলে ভগবানে প্রীতি আসে। ঠাকুরের কথায় তাঁর কাছে একপা এগিয়ে গেলে তিনি দশ পা এগিয়ে আসেন। এই আধ্যাত্মিক গুরুকে নিয়েই আজকের
আলোচনা।
যখনই আত্মার ধর্মলাভের আগ্রহ প্রবল হয়, তখনই ধর্মশক্তি-সঞ্চারক পুরুষ সেই আত্মার সহায়তার জন্য অবশ্যই আসবেন, এসেও থাকেন। যখন গ্রহীতার ধর্মালোক আকর্ষণ করবার শক্তি পূর্ণ ও প্রবল হয়, তখন সেই আকর্ষণে আকৃষ্ট আলোকশক্তি অবশ্যই এসে থাকে।
গুরুশিষ্য উভয়ের সম্বন্ধেই কতকগুলি পরীক্ষা আবশ্যক।শিষ্যের এই গুণগুলি আবশ্যক—পবিত্রতা, প্রকৃত জ্ঞানপিপাসা ও অধ্যবসায়। অশুদ্ধাত্মা পুরুষ কখনও ধার্মিক হতে পারে না। কায়মনোবাক্যে পবিত্র না হলে কেউ কখনও ধার্মিক হতে পারে না। শিষ্যকে বিনীত হতে হবে, উদ্ধত নয় । স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে আলাসিঙ্গাকে লন্ডন থেকে লিখছেন 1895 সালে 18 নভেম্বর , ''....Guru-Bhakti is the foundation of all spiritual development...."।শুধু ধর্মকথা শুনলে আর ধর্মপুস্তক পড়লেই যথেষ্টভাবে প্রমাণিত হয় না যে, হৃদয়ে ধর্মপিপাসা প্রবল হয়েছে এবং যতদিন না আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করতে পারি, ততদিন সদাসর্বদা অভ্যাস ও আমাদের পাশব প্রকৃতির সাথে নিরন্তর সংগ্রাম আবশ্যক। উহা দু-এক দিনের কর্ম নয়, কয়েক বৎসর বা দু-এক জন্মেরও কর্ম নয়; শত শত জন্ম ধরে এই সংগ্রাম চলতে পারে।
গুরুকে চিনবো কী করে? স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে গুরু চেনার কিছু উপায় আমাদের বলেছেন শাস্ত্রীয় পথ অনুসরণ করেই -- "শ্রোত্রিয়’—যিনি বেদের রহস্যবিৎ, ‘অবৃজিন’—নিষ্পাপ, ‘অকামহত’—যিনি তোমাকে উপদেশ দিয়া অর্থসংগ্রহের বাসনা করেন না, তিনিই শান্ত, তিনি সাধু। পরম পুজনীয় স্বামী ভূতেশানন্দজীর কথায়:
'গু' শব্দের অর্থ হল অন্ধকার, 'রু' শব্দের অর্থ নিরোধক।অন্ধকার বা অজ্ঞানকে যিনি নিরুদ্ধ করেন তাকে গুরু বলা হয়।
গুরুস্তোত্রে আছে:
অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলকয়া ।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নম:।।
--- অজ্ঞানতিমিরে আচ্ছন্ন ব্যাক্তির চক্ষুকে যিনি জ্ঞানরুপ শলাকা দ্বারা উন্মোচিত করেন -- তিনিই গুরু ।
গুরুকে বাজিয়ে নেবার কথা আছে। অবশ্য আমাদের মত সাধারণের পক্ষে তা হয়তো সম্ভব নয়। নরেন্দ্রনাথ দত্ত, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, তাঁর গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের প্রতি ষোলো আনা বিশ্বাস আনতে ঠাকুরের জীবনের প্রায় অন্তিম পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। আমাদের মত সাধারণের গুরু নির্বাচনের আগে গুরুই শিষ্য নির্বাচন করেন।
গুরুর কাছে দীক্ষা 'গ্রহণ' করা নয়, দীক্ষা 'পাওয়া'। গ্রহণ করার ক্ষমতা আমাদের আছে নাকি? তাই পাওয়া বলাই ঠিক। তাঁর কৃপা থাকলেইতো পাওয়া যায়।অবশ্য রামকৃষ্ণ পরিমন্ডলে যাঁরা দীক্ষা প্রদান করেন, তাঁরা নিজেকে গুরু বলেননা। তাঁরা বলেন ঠাকুরই সব। স্থূল দেহে একজন দীক্ষা দান করলেও আসলে সবই ঠাকুর।
দীক্ষামন্ত্র গুরু যেভাবে দেখিয়ে দিয়েছেন ও বলে দিয়েছেন ঠিক ঠিক সেভাবে নিয়মিত জপ ধ্যান করতে পারলে, আমাদের বিশ্বাস ভগবানে প্রীতি আসবেই। অবশ্য একটা কথা আছে, জপ ধ্যান পাঠ কিছুই কিছু নয়, যদি তাঁর কৃপা না থাকে। পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজী বলছেন,গুরুর কৃপা হয় গুরুকে ভালবাসলে।এখন বলবে ভালবাসা কি করে হয় , না, ভালবাসতে বাসতে। গুরু সান্নিধ্যে থাকলে উপকার হয়। প্রায় কিছু কিছু তাঁর কথামত শাস্ত্র অধ্যায়ন করলে মন ঈশ্বরময় হয়ে থাকে, মন ভালো থাকে, প্রাণে শান্তি বোধ হয়। শাস্ত্রপাঠও একরকম সাধু সঙ্গ।আমরা যেমন প্রত্যহ খাবার পর বাসন মাজি, ঠিক সেই রকম সাধুসঙ্গ বা গুরু সঙ্গ করলে মন মার্জিত হয়, সংস্কৃত হয়।শ্রীরামকৃষ্ণ দেব বলতেন, সকলেরই গুরু সেই এক সচ্চিদানন্দ।
গুরুকে শুধুমাত্র স্থূল মানবদেহ ভাবলে হবেনা। তাঁকে ভাবতে হবে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর রূপে। একবার গুরুরূপে কাউকে মেনে নিলে তাঁর ওপর বিশ্বাস রাখতে হয়। বিশ্বাস আর ভালোবাসা সঙ্গে জপ-ধ্যান সাধনা সচ্চিদানন্দ লাভের উপায় হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, মানুষের প্রধান উদ্ধেশ্য ভগবান লাভ। ভগবান লাভ হলতো সব হলো।
স্বামী বিবেকানন্দ সানফ্রান্সিসকোয়, 29 মার্চ,1900 সালে একটি বক্তৃতায় বলেছেন, তুলে দিলাম,"....My dearest and nearest relative in life is my Guru; next, my mother; then my father. My first reverence is to the Guru. If my father says, "Do this", and my Guru says, "Do not do this", I do not do it. The Guru frees my soul. The father and mother give me this body; but the Guru gives me rebirth in the soul..." ভাবা যায়! গুরুর প্রতি চরম বিশ্বাস জন্মালেই এই কথা বলা যায়।
আমাদের সকলের বিশ্বাস, এ জন্মে না হোক পরবর্তী কোনো জন্মে আমরা সকলে ভগবান লাভ করবই। এ বিশ্বাস আমাদের মনে শক্তি যোগাবে। গুরুর কৃপা থাকলে আমাদের সাধন পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবেনা। এছাড়া কোনো পথও নেই।
'নান্য পন্থা বিদ্যতে অয়নায় '।

উপকরণ                             ব্যাখ্যা / তাৎপর্য                                   1. বড় থালা (ধার উঁচু)     - সমস্ত...
08/07/2025

উপকরণ ব্যাখ্যা / তাৎপর্য

1. বড় থালা (ধার উঁচু) - সমস্ত উপকরণ ধারণের পাত্র, পবিত্রতা ও সংহতির প্রতীক

2. মহী (মাটি) - পৃথিবীর উপাদান, স্থায়িত্ব ও উর্বরতার প্রতীক

3. চন্দন - শীতলতা, বিশুদ্ধতা ও দেবতাকে প্রীত করার বস্তু

4. পাথর - স্থিরতা ও বলিষ্ঠতার প্রতীক (অনেক সময় ‘শিলা’ পূজিত হয়)

5. ধান - সমৃদ্ধি ও শস্যপূর্ণ জীবনের প্রতীক

6. পদ্মফুল - শুদ্ধতা, জ্ঞান ও সৌন্দর্যের প্রতীক

7. দূর্বা - দীর্ঘায়ু ও মঙ্গল কামনার প্রতীক (বিশেষত গণেশ পূজায়)

8. কলার ছড়া - পূর্ণতা ও পবিত্রতার প্রতীক

9. দই - শুভতা ও শীতলতার প্রতীক

10. ঘি. - আধ্যাত্মিকতা ও পূজার প্রাথমিক উপকরণ |

11. পিটুলি (পিঠে বা মিষ্টান্ন) - মধুরতা ও অতিথি আপ্যায়নের প্রতীক

12. সিঁদুর - বিবাহিত নারীর সৌভাগ্যের প্রতীক

13. শঙ্খ - শব্দব্রহ্ম, মঙ্গল সূচনার প্রতীক

14. কাজল - অশুভ দূর করার প্রতীক

15. তেল হলুদ - শুদ্ধিকরণ ও শুভতা বৃদ্ধি করে

16. স্বর্ণ, রৌপ্য, তামার পয়সা - ধন, ঐশ্বর্য ও ত্রিকালগত শক্তির প্রতীক

17. *দর্পণ - আত্মদর্শনের প্রতীক

18. প্রদীপ - জ্ঞান ও মঙ্গলের আলো

19. চামড় (চামর বা পাখা) - দেবতা বা অতিথির সেবা ও সম্মান

20. মাঙ্গল্য সুত্র - বিবাহিত নারীর সৌভাগ্যের প্রতীক, মঙ্গল কামনার চিহ্ন |

নমো পৃথ্বি  ত্বয়া  ধৃতা লোকা দেবি ত্বং বিষ্ণুণা ধৃতা।ত্বঞ্চ    ধারায়  মাং  নিত্যং  পবিত্রং  কুরু  চাসনম ॥অর্থাৎ - হে জন...
08/07/2025

নমো পৃথ্বি ত্বয়া ধৃতা লোকা দেবি ত্বং বিষ্ণুণা ধৃতা।
ত্বঞ্চ ধারায় মাং নিত্যং পবিত্রং কুরু চাসনম ॥

অর্থাৎ - হে জননী ধরিত্রী ! তুমি সমস্ত জগতকে ধারণ ও বহন করছো, আর তোমাকেও ধারণ করেছেন স্বয়ং শ্রীবিষ্ণু (বরাহ)। আমি বিনীত প্রার্থনা করছি, আমাকেও তুমি আশ্রয় দাও এবং যে আসনে আমি উপবিষ্ট হয়েছি, তা পবিত্র করে দাও।

Address

Howrah

Telephone

+919674917047

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reiki Grand Master Sattasundar Sadhukhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Reiki Grand Master Sattasundar Sadhukhan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram