19/09/2024
তোকে নাম করতে বলছি। মধুর হতেও মধুর - কেন বললাম - বুঝেছিস্ ত ? শোন্ , এ নাম মঙ্গলের মঙ্গল । মঙ্গলজনক কার্য্য - যজ্ঞ, দান, তপস্যা, ব্রত হোম ইত্যাদি। এই সমস্ত কাজের দ্বারা জীব স্বর্গলোক পর্যন্ত যেতে পারে। তারপর "ক্ষীণে পুণ্যে মর্ত্ত্যলোকং বিশন্তি" - পুণ্যক্ষয়ে মর্ত্ত্যলোকে এসে কর্ম্মানুযায়ী গতি লাভ করে ; অবিরত যাতায়াত করতে থাকে। কিন্তু এই নাম করলে জীব মোক্ষলাভে সমর্থ হয়, তাকে আর নানা রূপে নানা যন্ত্রণা ভোগ করতে হয় না। দোষের আকর এই কলিযুগের একটি মহান গুণ যে নাম কীর্ত্তনের দ্বারা জীব বন্ধনশূন্য হয়ে পরমধাম প্রাপ্ত হয়। তাই তোকে বললাম - নাম মঙ্গলের মঙ্গল । আমার কথায় যদি তোর নামেতে শ্রদ্ধার উদয় না হয়ে থাকে তাহলেও তুই হেলা করেও নাম কর্ , আমি তোকে উদ্ধার করব। এ নামে সকলের অধিকার। নাম কর্ - আর নীরব থাকিস্ না ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।
শ্রীওঙ্কারনাথ-রচনাবলী / মহারসায়ন
(শ্রীশ্রীঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথদেব).
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷