PharmEasy Islampur

PharmEasy Islampur Welcome to "PharmEasy Islampur-medicines & Lab Tests.

Get upto 25% discount on all Rx medicines and Lab Tests from PharmEasy.
:: Free home delivery within 3 days (medicines).
:: Free home sample collection (Lab Test).
:: Get lab report within 24h.

বিপদ বাড়াচ্ছে ‘থাইরয়েড স্টর্ম’, ঝুঁকিতে মহিলারাই, কী এই রোগ? কোন বয়সে ভয় বেশি?থাইরয়েড যখন বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়, ত...
31/05/2025

বিপদ বাড়াচ্ছে ‘থাইরয়েড স্টর্ম’, ঝুঁকিতে মহিলারাই, কী এই রোগ? কোন বয়সে ভয় বেশি?

থাইরয়েড যখন বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়, তখন তা প্রাণসংশয়ের সম্ভাবনাও বাড়াতে পারে। তেমনই একটি পর্যায় হল ‘থাইরয়েট স্টর্ম’। চল্লিশোর্ধ্ব মহিলারাই বেশি ভোগেন এতে।
অল্পেই ক্লান্তি, আচমকাই বাড়ছে ওজন। অকালে ঝরছে চুল, শুকনো খসখসে ত্বক। সেই সঙ্গেই বুক ধড়ফড়, অস্বাভাবিক ভাবে বেড়ে যাচ্ছে হৃৎস্পন্দন। ছোটখাটো শারীরিক সমস্যাগুলি এড়িয়ে যাওয়া হয় বেশির ভাগ সময়েই। অথচ এই প্রতিটি উপসর্গের জন্য দায়ী হতে পারে থাইরয়েড, যার চিকিৎসা সঠিক সময়ে না হলে বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতে পারে। থাইরয়েড যখন বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়, তখন তা প্রাণসংশয়ের সম্ভাবনাও বাড়াতে পারে। তেমনই একটি পর্যায় হল ‘থাইরয়েট স্টর্ম’। চল্লিশোর্ধ্ব মহিলারাই বেশি ভোগেন এতে। রোগটিকে বিরলই বলা চলে। কম জনেরই হয়। তবে থাইরয়েড স্টর্ম এক বার হলে শরীরের পাশাপাশি মানসিক সমস্যাও দেখা দিতে থাকে।
থাইরয়েডের দু’টি ভাগ আছে— হাইপোথাইরয়েডিজ়ম ও হাইপারথাইরয়েডিজ়ম। এই হাইপোথাইরয়েডিজ়মেরই বাড়াবাড়ি হলে তা থাইরয়েড স্টর্মের রূপ নেয়। অর্থাৎ থাইরয়েড হরমোনের অত্যধিক হারে ক্ষরণ শুরু হয়, যা শরীরের নানা অঙ্গের ক্ষতি করতে শুরু করে।
গলায় শ্বাসনালির সামনের দিকে থাকে থাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, যেমন বিপাকক্রিয়া, বুদ্ধির বিকাশ, শরীরের বৃদ্ধি ও গঠন, মহিলাদের ক্ষেত্রে ঋতুচক্র, গর্ভধারণ ইত্যাদি। থাইরয়েড হরমোন দু’প্রকার, টি-থ্রি ও টি-ফোর, যা নির্দিষ্ট মাত্রায় রক্তে থাকে। যখন এই দুই হরমোনের ক্ষরণ যখন অস্বাভাবিক বেড়ে যায় বা কমে যায়, তখনই থাইরয়েড হয়। হাইপোথাইরয়েডিজ়মের ক্ষেত্রে হরমোনের মাত্রা কমে যায়। তবে যদি এই থাইরয়েডের চিকিৎসা সঠিক সময়ে না হয়, তখন হরমোনের ভারসাম্য এতটাই বিগড়ে যায় যে, রক্তে টি-থ্রি ও টি-ফোর সহ আরও নানা হরমোনের ক্ষরণও বাড়তে শুরু করে। একটা পর্যায়ে গিয়ে থাইরয়েড হরমোনের বিস্ফোরণ ঘটে শরীরে, তখন নানা উপসর্গ দেখা দিতে থাকে।
কী কী লক্ষণ ফুটে ওঠে শরীরে?

ধুম জ্বর আসবে। শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রির উপরে উঠে যাবে।

হৃৎস্পন্দনের হার মারাত্মক ভাবে বেড়ে যাবে। রোগীর বুক ধড়ফড়, শ্বাসকষ্ট শুরু হবে।

পেটের গোলমাল দেখা দেবে। অম্বল, বুকজ্বালা, বমি ভাব, পেট ব্যথা, এমনকি ডায়েরিয়ার উপসর্গও দেখা দেবে।

মানসিক নানা সমস্যাও দেখা দিতে থাকবে। উদ্বেগ, উৎকণ্ঠা বেড়ে যাবে। ভুলে যাওয়ার সমস্যা বাড়বে। অবসাদ দেখা দেবে।

ওজন বৃদ্ধি, বেশি ঠান্ডা লাগা, পেশি এবং অস্থিসন্ধিতে ব্যথা, চুল পড়ে যাওয়া, পা ও মুখ ফুলে যাওয়া, গলার স্বর পাল্টে যাওয়া, ত্বক শুষ্ক হওয়ার মতো সমস্যা দেখা দেবে।

কিছু ক্ষেত্রে হার্ট ফেলিয়োর, জন্ডিসের মতো রোগের উপসর্গও দেখা দিতে পারে।

চিকিৎসা

এই সব রোগীকে প্রতি দিন থাইরয়েড হরমোনের ওষুধ একটি নির্দিষ্ট পরিমাণে খেতে দেওয়া হয়। টিএসএইচ ও টি-ফোর-এর মাত্রা রক্তে কেমন আছে সেটির উপর ভিত্তি করে থাইরয়েড হরমোনের এর ডোজ নির্ধারণ করা হয়। এই ওষুধ ট্যাবলেট আকারে বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। তা ছাড়া রোগীর যেহেতু খুব শ্বাসকষ্ট হয়, তাই অক্সিজেন থেরাপি, আইভি ফ্লুইড থেরাপিও করা হয়। চিকিৎসা শুরু করার ছ’সপ্তাহ থেকে ছ’মাস অন্তর পুনরায় টি-ফোর এবং টিএসএইচের মাত্রা দেখা হয় এবং এদের পরিমাণ ঠিক রাখার জন্য থাইরয়েড হরমোনের ডোজ বাড়ানো বা কমানো হয়।

27/05/2025
Call - 075518 53696 Free home sample collection
27/05/2025

Call - 075518 53696
Free home sample collection

Call - 7908767386 for free home sample collection.
26/05/2025

Call - 7908767386 for free home sample collection.

14/05/2025

_Test Name-Cardiac Risk Markers._
*কার্ডিয়াক রিস্ক মার্কার* হল রক্ত ​​পরীক্ষা যা হৃদরোগের ঝুঁকি মূল্যায়ন করতে সাহায্য করে। তারা রক্তে বিভিন্ন পদার্থ পরিমাপ করে যা হৃদরোগের ক্ষতি বা হৃদরোগের ঝুঁকি বৃদ্ধির ইঙ্গিত দিতে পারে। এই পরীক্ষাগুলি প্রাথমিক সনাক্তকরণ এবং ঝুঁকি মূল্যায়নে সহায়ক হতে পারে l

*রোজের কোন কোন অভ্যাস কিডনি ভাল রাখবে? জটিল রোগের ঝুঁকি থাকবে না* দূষিত বা রেচন পদার্থ যদি শরীর থেকে বেরিয়ে না যায়, তা হ...
17/01/2025

*রোজের কোন কোন অভ্যাস কিডনি ভাল রাখবে? জটিল রোগের ঝুঁকি থাকবে না*

দূষিত বা রেচন পদার্থ যদি শরীর থেকে বেরিয়ে না যায়, তা হলে তা জমতে থাকে অভ্যন্তরেই। ফলে ক্ষতিগ্রস্ত হয় শরীরের বাকি সমস্ত অঙ্গ। কিডনির কাজ হল এই দূষিত পদার্থগুলিকেই ছেঁকে বার করে দেওয়া।
কিডনির জটিল রোগের ঝুঁকি ক্রমেই বাড়ছে। ক্রনিক কিডনি ডিজ়িজ় নিয়ে উদ্বেগ কম নয়। কমবয়সিরাও ভুগছে এই রোগে। দূষিত বা রেচন পদার্থ যদি শরীর থেকে বেরিয়ে না যায়, তা হলে তা জমতে থাকে অভ্যন্তরেই। ফলে ক্ষতিগ্রস্ত হয় শরীরের বাকি সমস্ত অঙ্গ। কিডনির কাজ হল এই দূষিত পদার্থগুলিকেই ছেঁকে বার করে দেওয়া। শরীরকে সার্বিক ভাবে সুস্থ রাখার জন্য কিডনি ততটাই গুরুত্বপূর্ণ, যতটা গুরুত্ব রয়েছে মস্তিষ্ক, হার্টের মতো অঙ্গগুলির।
রোজের বেশ কিছু অভ্যাস কিডনি ভাল রাখবে। জেনে নিন সেগুলি কী কী।

পর্যাপ্ত জল খেতেই হবে। ওজন ও শরীরের অবস্থা বুঝে দিনে আড়াই থেকে তিন লিটার জল খাওয়াই বাঞ্ছনীয়
কাঁচা নুন কম খাওয়াই ভাল। বেশি ঝাল-মশলা দেওয়া খাবার বা অতিরিক্ত নুন আছে এমন খাবার কম খাবেন। এই বিষয়ে মেডিসিনের চিকিৎসক অরুণাংশু তালুকদার জানিয়েছেন, কিডনির রোগীদের খাদ্যতালিকা বানাতে হবে কিছু নির্দিষ্ট খাবার দিয়ে। মনে রাখতে হবে, শরীরের টক্সিন ও বর্জ্য যত কম তৈরি হয়, এমন খাবার বাছতে হবে। ব্লু বেরি, স্ট্রবেরি, ক্র্যানবেরিজ়, কালো আঙুর, অলিভ অয়েল, বাঁধাকপি, ডিমের সাদা অংশ খাওয়া যেতে পারে। ভাত বা রুটির বদলে ডালিয়া, কিনোয়া, গ্লুটেন-মুক্ত শস্য খেতে পারেন। প্রোটিনজাতীয় খাবার যে একেবারে খাওয়া যাবে না, তা নয়। তবে একটি নির্দিষ্ট পরিমাণে খেতে হবে।

দিনে মাছ কিংবা মাংস খেলে রাতে আর কোনও প্রোটিন খাওয়া যাবে না। ডাল, দুধ, পনিরও বেশি না খাওয়াই ভাল। পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করাও জরুরি। না হলে কিডনির রোগের পাশাপাশি হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।

*_রক্তে কোলেস্টেরল লেভেল কত হলে দূরে থাকবে হার্ট অ্যাটাক-স্ট্রোক?*  # # কোলেস্টেরল আমাদের রক্তে পাওয়া এক ধরণের মোমের ...
16/01/2025

*_রক্তে কোলেস্টেরল লেভেল কত হলে দূরে থাকবে হার্ট অ্যাটাক-স্ট্রোক?*
# # কোলেস্টেরল আমাদের রক্তে পাওয়া এক ধরণের মোমের মতো পিচ্ছিল পদার্থ, যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে রক্তের ধমনীতে জমা হতে থাকে। যার জন্য হৃৎপিণ্ড ও মস্তিষ্কে রক্তের সরবরাহ ব্যাহত হয়। কোলেস্টেরল বাড়লেই হৃদরোগ, স্ট্রোকের মতো অনেক মারণ রোগের ঝুঁকি বাড়ে। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।

# # কোলেস্টেরল প্রধানত দুই ধরনের। প্রথমটি ভাল কোলেস্টেরল বা HDL এবং খারাপ কোলেস্টেরল বা LDL । # # এছাড়াও রয়েছে ট্রাইগ্লিসারাইড। রক্তে এই HDLএবং LDL এর মাত্রা ঠিক থাকা প্রয়োজন। বিশেষ করে খারাপ কোলেস্টেরলের বৃদ্ধি হার্টের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করা হয়।

শরীরের মোট কোলেস্টেরল ২০০ এমজি/ডিএল বা তার কম হলে তা স্বাভাবিক হিসাবে বিবেচিত হয়। যদি এই লেভেল ২৪০-এর বেশি হয় তবে এটি উচ্চ কোলেস্টেরল বলে ধরা হয়। এছাড়াও চিকিৎসকের মতে, খারাপ কোলেস্টেরল যদি ১০০ এমজি/ডিএল-এর কম হয়, তাহলে তা স্বাভাবিক। যদি এটি ১৬০ এমজি/ডিএল- এর বেশি হয় তবে বিপজ্জনক হতে পারে। যখন রক্তে ভাল কোলেস্টেরল ৬০ এমজি/ডিএল বা তার বেশি হয়, তখন তাকে স্বাভাবিক বলে মনে করা হয়। যদি পরিমাণ ৪০ এমজি/ডিএল বা তার কম হয়, তাহলে এটি খুব কম বলে বিবেচিত হয়।

খারাপ কোলেস্টেরল ১৯০ এমজি/এএল ছাড়িয়ে গেলে তা বিপজ্জনক বলে মনে করা হয়। এই পরিস্থিতিতেই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। একইভাবে মোট কোলেস্টেরল ৩০০ বা তার বেশি হলে তা উদ্বেগজনক বলে মনে করা হয়। অন্যদিকে, শরীরে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ ১৫০ এমজি/ডিএল-এর কম হওয়া উচিত।
_____Thyrocare Service Provider___
_ Code - P4056_
Melamath, Islampur, U/D

Creatinine And Kidney Health: 'ক্রিয়েটিনিন' বেড়েছে? সাবধান! কিডনি-কে বাঁচাতে কতটা প্রোটিন, ফাইবার খাবেন? কোন খাবার ছোঁবে...
15/01/2025

Creatinine And Kidney Health:

'ক্রিয়েটিনিন' বেড়েছে? সাবধান! কিডনি-কে বাঁচাতে কতটা প্রোটিন, ফাইবার খাবেন? কোন খাবার ছোঁবেন না? জানাচ্ছে গবেষণা
# # ক্রিয়েটিনিন এক প্রকার বর্জ্য পদার্থ যা পেশির ব্যবহারে উৎপন্ন হয়। অতিরিক্ত পরিমাণে প্রোটিন খেলেও ক্রিয়েটিনিন তৈরি হয়। কিডনি স্বাভাবিক ভাবে কাজ করা বন্ধ করে দিলে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যেতে পারে l
# # রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া মানে অকেজো হচ্ছে কিডনি! পেশি থেকে যে সমস্ত দূষিত পদার্থ বার হয়, তা কিডনি ছাঁকতে না পারলে রক্তে মিশতে শুরু করে। তখনই শরীরে ফুটে ওঠে বেশ কিছু উপসর্গ যা প্রাণঘাতীও হতে পারে।
# # রক্তে যদি ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকে, তবে সতর্ক হতেই হবে। রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার উপসর্গ হল-- পায়ের পা ও গোড়ালি ফুলে যাওয়া, প্রস্রাবের সঙ্গে রক্ত, ঘনঘন প্রস্রাব, সর্বক্ষণ ক্লান্তি, ফোলা চোখ-মুখ, বমি-বমিভাব ও বমি, পেশিতে টান ধরা।
# # রক্তে ক্রিয়েটিনিন কমাতে কোন কোন খাবার পাতে রাখবেন? কোন খাবার এড়িয়ে চলবেন?

# # ক্রিয়েটিনিন কমাতে রেড মিট খাওয়া ছাড়তেই হবে। ফল-শাক-সবজি ক্রিয়েটিনিন কমায়। এমন খাবার খান যাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে l

📞 PharmEasy Islampur
04/11/2024

📞 PharmEasy Islampur

04/11/2024

📞 075518 53696

Address

At-Melamath Near Babu Huzur Chowk, Apsara Road, PO+PS-Islampur, Dist-Uttar Dinajpur
Islampur
733202

Telephone

+917551853696

Website

Alerts

Be the first to know and let us send you an email when PharmEasy Islampur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram