06/12/2023
❤️
Hypothyroidism + Partial Tube Block (Rt Side) + Low AMH (0.85) + Defective Folliculogenesis + Infertility
সমস্যা অনেক তাই allopathy তে সলিউশন একটাই IVF.
বিয়ে ৩ বছরের। বয়স ২৮ বছর। ডাক্তারবাবু IVF করবো না । যেখানেই গিয়েছি শুধু IVF. আপনি কিছু একটা করুন । স্বভাবতঃই উদ্বিঘ্ন, এত কম বয়সেই এত কিছু সমস্যা। থাইরয়েড এর সমস্যা, ডান দিকের টিউব কিছুটা ব্লক রয়েছে, ডিম্ এর size ঠিক মতন বড় হচ্ছে না, আর সাথে রয়েছে Low AMH (0.85).
মাস ৩/৪ ওষুধ চলল। তারপর ই এবারের পিরিয়ড মিস । Urine টেস্ট এ প্রেগন্যান্সি পসিটিভ। কিন্তু ভয় একটাই ছিল Ectopic Pregnancy আবার নয়তো ? কারণ ডান দিকের টিউব partially block ছিলো আগে।
USG করে অবাক !
প্রেগন্যান্সি জরায়ু তেই আছে, টিউব এ হয়নি। তারমানে এই কদিনের মেডিসিন এ ডানদিক এর ব্লক খুলে গেছে, কারণ হিসাব অনুযায়ী এবার ডান দিকেই ovulation হওয়ার কথা। তবে এটা আমার অবাক এর কারণ নয় । হোমিওপ্যাথি block খোলার ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী, আমার আগের post গুলো দেখলেই সেটা আপনাদের বোধগম্য হয়ে যাবে । তবে অবাক হয়েছি কারণ একটির জায়গায় দুটো প্রেগন্যান্সি একসাথে মানে Twin Pregnancy যা ২৫০ জনের মধ্যে ১ জনের হয়ে থাকে।
পেশেন্ট বলছে - ডাক্তারবাবু একটা চেয়েছিলাম, আপনি তো দুটো দিয়ে দিলেন ❤️
আবারও প্রমাণ হলো যে, Low AMH নিয়েও Pregnancy positive সম্ভব, একটি নয়, Twin Pregnancy ও সম্ভব হোমিওপ্যাথি তে ।
আগেও বলেছি হোমিওপ্যাথি কী করতে পারে, কতখানি করতে পারে তা জানার শেষ নেই। দরকার শুধু সঠিক পরামর্শ, কিছু নিয়ম, কিছুটা ধর্য্য আর ডাক্তারের উপর বিশ্বাস। আর অবশ্যই সর্বশক্তিমানের ইচ্ছে। আমি তো শুধু চেষ্টা করতে পারি মনে প্রাণে । উনি না চাইলে কিছুই সম্ভব নয়।
আশা করি খুব তাড়াতাড়ি আরও এমন pregnancy পজিটিভ রিপোর্ট নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারব।
রিপোর্ট গুলো 1st Comment এ দেওয়া হলো। ⤵️
Regards,
Dr Subhamoy Sarkar, BHMS (NIH, Kolkata)
Ex-Research Fellow, CCRH (Govt of India)
Experienced in INFERTILITY & GYNAE.
Founder & Chief Consultant
@ Vita Nuova Homoeopathic Infertility Clinic, Mohit Nagar, Jalpaiguri, West Bengal.
(Except Wed & Sunday)
M - 84730 99047
Senior Consultant & Fertility Expert
@ Innovia Homeopathic Solutions
Dept. of Fertility & Gynae
Chinar Park, Kolkata
(1st Friday & Saturday of Every Month)
M - 74 5405 5405
@ Loknath Homeo Hall
Super Market, Dhupguri
(Every Wed & Sun)
M - 84730 99047
www.homoeoinfertility.com