Jalpaiguri SNCU

Jalpaiguri SNCU This Sick Neonatal Care unit is located in Jalpaiguri Sadar Hospital, now jalpaiguri Medical College and Hospital , Mother and Child Hub.

This unit is well equiped with 28 beds ..

নবজাত শিশু কি yoga বা ব্যায়াম করতে পারে? নবজাত শিশুদের জন্য ব্যায়াম বলতে প্যাসিভ ফিজিওথেরাপি বা প্যাসিভ রেঞ্জ অফ মোশন ...
22/06/2025

নবজাত শিশু কি yoga বা ব্যায়াম করতে পারে?

নবজাত শিশুদের জন্য ব্যায়াম বলতে প্যাসিভ ফিজিওথেরাপি বা প্যাসিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ (Passive Range Of Motion) বোঝানো হয়।

এই পদ্ধতিতে একজন থেরাপিস্ট শিশুর মা-বাবার সঙ্গে আলোচনা করেন ও তারপর শিশুর অঙ্গ-প্রত্যঙ্গ এবং জয়েন্টগুলিকে আলতো করে নাড়াচাড়া করেন। এই নড়াচড়াগুলি শিশুর পেশীগুলিকে সক্রিয়ভাবে (active) সংকুচিত না করেই করা হয়।

কোন শিশুদের প্যাসিভ ফিজিওথেরাপি কখন সুপারিশ করা হয়?
১. সময়ের আগে জন্ম নেওয়া শিশু (premature/preterm): প্যাসিভ ব্যায়াম অকাল জন্ম নেওয়া শিশুদের হাড়ের বিকাশ এবং ওজন বৃদ্ধিতে সাহায্য করতে পারে।
২. বিকাশগত বিলম্ব সহ অঃশিশুরা(developmental delay): মাংসপেশী বিকাশের জন্য এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নাড়ানোর জন্য সাহায্য করে।
৩. বিশেষ কয়েকটি রোগে আক্রান্ত শিশু: জন্মগত হৃদরোগ বা স্নায়বিক রোগের জন্য প্যাসিভ ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে।
৪. SNCU অথবা NICU তে ভর্তি শিশুদের জন্য একটি প্রয়োজনীয় চিকিৎসা।
৫. পেশী বা জয়েন্টের সমস্যাযুক্ত শিশু: মাংসপেশীর নমনীয়তা এবং জয়েন্টের নড়াচড়ার করার ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।

প্যাসিভ ফিজিওথেরাপি কৌশল:
অঙ্গ এবং জয়েন্টের মৃদু নড়াচড়া: হাত ও পা বাঁকানো এবং প্রসারিত করা, কব্জি এবং গোড়ালি ঘোরানো এবং মাথা আলতো করে নাড়ানো। তাছাড়াও শিশুকে আরাম দেওয়ার জন্য বিশেষভাবে রাখা (positioning)। কোমলভাবে হাত বোলানো এবং নড়াচড়া শিশুদের জন্য আরামদায়ক এবং stress কমাতে সাহায্য করে। যখন মা-বাবা এতে অংশ নেন, তাদের স্পর্শের মাধ্যমে মা-বাবা-শিশুর বন্ধন আরও ভালো হয়। পরবর্তীতে passive physiotherapy ধীরে ধীরে active movement এ রূপান্তরিত হয় অর্থাৎ শিশু নিজের ইচ্ছেমত তাদের পেশী ব্যবহার করে। Preterm /premature শিশুদের passive physiotherapy হাড়ের শক্তি বৃদ্ধি করে ।

কিভাবে passive physiotherapy করতে হবে তা অবশ্যই ডাক্তার ও physiotherapist এর পরামর্শ নিয়ে করতে হবে কারণ সব শিশুর জন্য একইরকম physiotherapy নাও দরকার হতে পারে।

With Jalpaiguri Government Medical College & Hospital  – I just got recognized as one of their top fans! 🎉
15/06/2025

With Jalpaiguri Government Medical College & Hospital – I just got recognized as one of their top fans! 🎉

প্রতি বছর ১৪ জুন পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে। এই দিনটি নিরাপদ রক্ত ​​, প্লেটলেট, প্লাসমা এসবের প্রয়োজনীয়তা সম...
14/06/2025

প্রতি বছর ১৪ জুন পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে। এই দিনটি নিরাপদ রক্ত ​​, প্লেটলেট, প্লাসমা এসবের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর এবং স্বেচ্ছাসেবী, অবৈতনিক রক্তদাতাদের ধন্যবাদ জানানোর জন্য বেছে নেওয়া হয়েছে।
মা এবং নবজাত শিশুদের জন্য সাথে রক্ত দানের কি সম্পর্ক সেটা জানা দরকার ।
১. মা এর স্বাস্থ্য:
প্রসবের সময় এবং পরে তীব্র রক্তপাত মাতৃমৃত্যুর একটি প্রধান কারণ। জীবন বাঁচানোর জন্য নিরাপদ এবং পর্যাপ্ত রক্ত ​​সঞ্চালন খুবই গুরুত্বপূর্ণ।

2. নবজাত শিশুর স্বাস্থ্য:
নবজাত শিশুরও কখনও কখনও রক্তের দরকার হয় । যেমন-

ক. রক্তাল্পতা
a. যেসব শিশুদের ওজন 1.5 এর নীচে এবং যারা সময়ের অনেক আগে জন্মায় তাদের রক্তাল্পতা দেখা যেতে পারে
b.প্রসবের সময়ে মা এর অতিরিক্ত রক্তপাত হলে
c. দীর্ঘদিন অসুস্থ থাকলে , ইনফেকশন হলে বা কিডনির অসুখ হলে
d. কোনও আঘাত বা বড় কোনও অপারেশন হলে

খ.খুব বেশি জন্ডিস হলে একরকম চিকিৎসা করা হয় যার নাম exchange blood transfusion। এক্ষেত্রে শিশুর শরীর থেকে রক্ত ( যার মধ্যে বেশি বিলিরুবিন এবং/ অথবা কম হিমোগ্লোবিন থাকে ) বের করে বাইরে থেকে নিরাপদ রক্ত দেওয়া হয়।

গ. রক্ত জমাট বাঁধার অসুবিধা
কোনও কোনও শিশুর জন্মগত ভাবে অথবা জীবাণু সংক্রমণের জন্য রক্ত জমাট বাঁধার ক্ষমতা থাকেনা। সেসব ক্ষেত্রে রক্তের প্লেটলেট বা প্লাসমা দিতে হয়।

Rest in peace 🙏
12/06/2025

Rest in peace 🙏

  Healthy Beginnings
07/04/2025


Healthy Beginnings

  ..Hopeful futures
07/04/2025

..Hopeful futures

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫সুস্থ সূচনা, আশাবাদী ভবিষ্যৎ  ৭ এপ্রিল ২০২৫ তারিখে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবস মাতৃ ও নবজাতকের স...
07/04/2025

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫
সুস্থ সূচনা, আশাবাদী ভবিষ্যৎ





৭ এপ্রিল ২০২৫ তারিখে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবস মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যের উপর এক বছরব্যাপী প্রচারণা শুরু করবে। "স্বাস্থ্যকর সূচনা, আশাবাদী ভবিষ্যৎ" শীর্ষক এই প্রচারণা সরকার এবং স্বাস্থ্য সম্প্রদায়কে প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু বন্ধ করার প্রচেষ্টা জোরদার করার এবং মহিলাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাবে।

স্বাস্থ্যকর গর্ভাবস্থা এবং জন্ম এবং উন্নত প্রসবোত্তর স্বাস্থ্যের জন্য WHO এবং তার অংশীদাররা দরকারী তথ্যও ভাগ করে নেবে।


প্রতিটি মহিলা এবং শিশুকে বেঁচে থাকতে এবং বেড়ে উঠতে সাহায্য করা
এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুঃখজনকভাবে, বর্তমানে প্রকাশিত অনুমান অনুসারে, প্রতি বছর প্রায় ৩,০০,০০০ মহিলা গর্ভাবস্থা বা প্রসবের কারণে প্রাণ হারান, যেখানে ২০ লক্ষেরও বেশি শিশু তাদের জন্মের প্রথম মাসেই মারা যায় এবং প্রায় ২০ লক্ষেরও বেশি শিশু মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। অর্থাৎ প্রতি ৭ সেকেন্ডে প্রায় ১টি প্রতিরোধযোগ্য মৃত্যু।

বর্তমান প্রবণতার উপর ভিত্তি করে, ২০৩০ সালের মধ্যে মাতৃত্বকালীন বেঁচে থাকার উন্নতির লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে ৫টির মধ্যে ৪টি দেশই পিছিয়ে রয়েছে। নবজাতকের মৃত্যু হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জনে প্রতি ৩ জনের মধ্যে ১ জন ব্যর্থ হবে।


মহিলাদের কথা শোনা এবং পরিবারগুলিকে সমর্থন করা
সর্বত্র নারী এবং পরিবারের উচ্চমানের যত্নের প্রয়োজন যা তাদের শারীরিক ও মানসিকভাবে, জন্মের আগে, সময় এবং পরে সমর্থন করে।

মাতৃ এবং নবজাতকের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এমন অনেক স্বাস্থ্য সমস্যা পরিচালনা করার জন্য স্বাস্থ্য ব্যবস্থাগুলিকে অবশ্যই বিকশিত করতে হবে। এর মধ্যে কেবল সরাসরি প্রসূতি জটিলতাই নয়, মানসিক স্বাস্থ্যের অবস্থা, অসংক্রামক রোগ এবং পরিবার পরিকল্পনাও অন্তর্ভুক্ত।

02/04/2025

World Autism Awareness Day:

আজ, ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। সাধারণ মানুষের মধ্যে অটিজম নিয়ে যাতে কোনওরকম ভুল ধারণা না থাকে,তার জন্যে সচেতন করতেই বেছে নেওয়া হয়েছে দিনটিকে। অটিজম একটি অবস্থা, যার লক্ষণ প্রতিটি শিশুর ক্ষেত্রে ভিন্ন হতে পারে । যেমন ...

১. সামাজিক যোগাযোগ কমে যাওয়া ৷

২. চোখের মাধ্যমে আবেগ বোঝানো কমে যাওয়া ।

৩. নাম ডাকা হলে কোনও প্রতিক্রিয়া না আসা ।

৪. অন্যদের মুখের ভাব বা আবেগ বুঝতে অসুবিধা হওয়া ।

৫. অন্য শিশুদের সঙ্গে খেলতে বা মিশতে আগ্রহ দেখায় না।

৬. যোগাযোগের অসুবিধা।

৭. কথা বলতে দেরি হতে পারে ।

৮. কথোপকথনে পুনরাবৃত্তিমূলক শব্দ ব্যবহার করে ।

৯. অঙ্গভঙ্গি বা মুখের ভাবের মাধ্যমে তার চাহিদা প্রকাশ।

১০. একই অভ্যাস এবং আচরণের পুনরাবৃত্তি ৷

১১. হাত নাড়ানো,ঘুরানো অথবা একই কাজ বারবার করা ।

১২. রুটিনের পরিবর্তনের কারণে বিরক্ত বোধ করা ।

১৩. কোনও নির্দিষ্ট খেলনা/ বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি ।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো হস্তক্ষেপ ও বিভিন্ন থেরাপি
অটিজমে আক্রান্ত শিশুদের জীবন উন্নত ও সুন্দর হতে পারে । যদি সময়মতো রোগ ধরা পড়ে আর সংবেদনশীলভাবে তার যত্ন নেওয়া হয় তাহলে এই রোগ নিয়েও সুন্দর, সৃজনশীল জীবনযাপন করা যেতেই পারে ।

সদ্যোজাত শিশু সারাদিনে কতক্ষণ ঘুমোবে?
29/12/2024

সদ্যোজাত শিশু সারাদিনে কতক্ষণ ঘুমোবে?

Address

Jalpaiguri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jalpaiguri SNCU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category