08/01/2026
উচ্চ কোলেস্টেরল: নীরব ঘাতক, যে শব্দ না করেই ক্ষতি করে
উচ্চ কোলেস্টেরল বেশিরভাগ সময় কোনো ব্যথা দেয় না, কোনো লক্ষণও দেয় না।
বছরের পর বছর মানুষ একদম স্বাভাবিক থাকে।
এই কারণেই একে বলা হয়
“নীরব রোগ”।
সমস্যার লক্ষণ দেখা দেয় তখনই,
যখন কোলেস্টেরল রক্তনালিতে ক্ষতি করে ফেলে।
শরীর যে সতর্ক সংকেতগুলো দেয়
১/ত্বকে হলুদ দানা বা গুটি (Xanthoma)
কনুই, হাঁটু, হাত, পা বা নিতম্বে
হলুদ বা চামড়ার রঙের গুটি
ত্বকের নিচে কোলেস্টেরল জমে হলে
খুব বেশি কোলেস্টেরলে বেশি দেখা যায়
২/চোখের পাতায় হলুদ দাগ (Xanthelasma)
চোখের পাতায় নরম হলুদ প্যাচ
ব্যথা বা চুলকানি নেই
অস্বাভাবিক লিপিডের শক্ত ইঙ্গিত
অল্প বয়সেও দেখা যেতে পারে
৩/ চোখের কালো অংশের চারপাশে সাদা রিং (Corneal Arcus)
চোখের রঙিন অংশের চারপাশে ধূসর বা সাদা বলয়
বয়স্কদের ক্ষেত্রে স্বাভাবিক
তরুণ বয়সে হলে চিন্তার কারণ
দীর্ঘদিনের উচ্চ কোলেস্টেরলের লক্ষণ
৪/ বুকে ব্যথা বা চাপ (Angina)
হাঁটলে বা কাজ করলে বুকে চাপ, জ্বালা বা ব্যথা
ব্যথা বাম হাত, ঘাড় বা চোয়ালে ছড়াতে পারে
হৃদযন্ত্রের রক্তনালি ব্লক হওয়ার লক্ষণ
৫/অল্প কাজেই হাঁপিয়ে যাওয়া
অল্প হাঁটলেই শ্বাস নিতে কষ্ট
সিঁড়ি উঠলে ক্লান্তি
রক্তনালি সরু হয়ে গেলে এমন হয়
৬/ হাঁটার সময় পায়ে ব্যথা
হাঁটলে পায়ের পেশিতে টান বা ব্যথা
বিশ্রাম নিলে কমে
পায়ের রক্তনালি ব্লক হওয়ার লক্ষণ
৭/স্ট্রোকের সতর্ক সংকেত
শরীরের এক পাশ হঠাৎ দুর্বল হয়ে যাওয়া
কথা জড়িয়ে যাওয়া
৮/হঠাৎ চোখে ঝাপসা দেখা
এগুলো হলে এক মুহূর্তও দেরি নয়
৯/পুরুষদের ক্ষেত্রে যৌন দুর্বলতা
রক্ত চলাচল কমে যাওয়ার কারণে
হার্টের সমস্যার আগাম সংকেত হতে পারে
১০/উচ্চ রক্তচাপ
অনেক সময় উচ্চ কোলেস্টেরলের সাথে থাকে
শক্ত রক্তনালি প্রেসার বাড়ায়
হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়
১১/পারিবারিক ইতিহাস থাকলে সাবধান
পরিবারের কারও অল্প বয়সে হার্ট অ্যাটাক
বংশগত কোলেস্টেরল সমস্যা
তখন লক্ষণ ছাড়াও ঝুঁকি থাকে
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো:-
শুধু লক্ষণ দেখে উচ্চ কোলেস্টেরল ধরা যায় না
রক্ত পরীক্ষা (Lipid Profile) একমাত্র নির্ভরযোগ্য উপায়
আগেভাগে ধরা পড়লে হার্ট অ্যাটাক ও স্ট্রোক ঠেকানো যায়
জীবনযাপন পরিবর্তন ও ওষুধে সহজেই নিয়ন্ত্রণ সম্ভব
আপনি ভালো আছেন মনে হলেও
একবার রক্ত পরীক্ষা করান।
আর এই তথ্যটা শেয়ার করুন
কারও নীরব বিপদটা হয়তো এতে আগেই ধরা পড়ে যাবে।
(caletd)