Sarkar Ayurvedic Center

Sarkar Ayurvedic Center A sales and promotions
page powered by
Health is life

কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন পায়খানা পরিষ্কার হচ্ছেনা।দীর্ঘ সময় ধরে বসে থাকা সত্ত্বেও পায়খানা হচ্ছে না। এই ১০০% হারবা...
04/09/2025

কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন পায়খানা পরিষ্কার হচ্ছেনা।দীর্ঘ সময় ধরে বসে থাকা সত্ত্বেও পায়খানা হচ্ছে না। এই ১০০% হারবাল প্রোডাক্ট এটি এক বার ব্যবহার করে দেখুন।২৪ ঘণ্টার মধ্যে উওর পাবেন। এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বিস্তারিত জানতে ও হাতের কাছে পেতে এই ফোন নাম্বারে যোগাযোগ করুন -- 8710054120

ফ্যাটি লিভার কী?ফ্যাটি লিভার হলো এমন একটি অবস্থা যেখানে লিভারের কোষে অতিরিক্ত চর্বি (fat) জমে যায়। সাধারণত লিভারে সামান্...
03/09/2025

ফ্যাটি লিভার কী?

ফ্যাটি লিভার হলো এমন একটি অবস্থা যেখানে লিভারের কোষে অতিরিক্ত চর্বি (fat) জমে যায়। সাধারণত লিভারে সামান্য পরিমাণ ফ্যাট থাকে, কিন্তু যখন সেটি ৫–১০% এর বেশি হয়ে যায়, তখন সেটাকে ফ্যাটি লিভার বলা হয়।
________________________________________
🔎 ন্যাচারাল সায়েন্স অনুযায়ী ফ্যাটি লিভারের কারণ
1. লিভারের দুর্বলতা
o লিভার সঠিকভাবে ফ্যাট মেটাবলাইজ করতে না পারলে ফ্যাট জমতে থাকে।

2. জল কম খাওয়া
o পর্যাপ্ত জল না থাকলে টক্সিন ও ফ্যাট ভাঙার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

3. অতিরিক্ত ক্যালোরি, জাঙ্ক ফুড ও অ্যালকোহল
o প্রসেসড ফুড, ফাস্ট ফুড, তেল-চর্বি, মিষ্টি বেশি খেলে ফ্যাট জমে যায়।
o অ্যালকোহল লিভারের কোষ নষ্ট করে, ফলে ফ্যাট জমার ঝুঁকি বাড়ে।

4. ভিটামিন ও মিনারেল ঘাটতি
o ভিটামিন B1, B2, B6, B12, ফোলেট, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম – এদের অভাব থাকলে লিভারের এনজাইম কাজ করতে পারে না।

5. টক্সিন জমে থাকা
o লিভার যখন টক্সিন ফিল্টার করতে পারে না, তখন কোষ দুর্বল হয়ে ফ্যাট জমতে শুরু করে।
________________________________________
🌿 ন্যাচারাল ইমিউনোথেরাপি অনুযায়ী সমাধান
১. লিভার শক্তিশালী করা
• Liver Booster (ভিটামিন A, B কমপ্লেক্স, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম) → লিভারের প্রোটিন মেটাবলিজম বাড়িয়ে ফ্যাট ভাঙতে সাহায্য করে।

২. ডিটক্সিফিকেশন
• প্রতিদিন ২.৫–৩ লিটার জল পান করতে হবে।
• ভিটামিন C, ভিটামিন E সমৃদ্ধ খাবার (আমলকি, লেবু, কমলা, বাদাম, বীজ) নিতে হবে।

৩. খাদ্যাভ্যাস
• তেল-চর্বি, ভাজা-পোড়া, ফাস্ট ফুড, প্রসেসড ফুড কমাতে হবে।
• শাকসবজি, ফল, ফাইবারসমৃদ্ধ খাবার বেশি খেতে হবে।
• নিয়মিত সময়ে খাবার খেতে হবে।

৪. শারীরিক কার্যকলাপ
• প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম লিভারের ফ্যাট বার্ন করতে সাহায্য করে।

৫. জীবনযাত্রার পরিবর্তন
• অ্যালকোহল, ধূমপান এড়িয়ে চলতে হবে।
• পর্যাপ্ত ঘুম (৬–৮ ঘণ্টা) লিভারের পুনর্গঠন প্রক্রিয়ায় সাহায্য করে।
________________________________________
✅ উপসংহার
👉 ফ্যাটি লিভার হলো লিভারের দুর্বলতা + ভিটামিন-মিনারেল ঘাটতি + অতিরিক্ত ক্যালোরি ও টক্সিন জমার ফল।
👉 শুধু ওষুধ নয়, বরং লিভার শক্তিশালী করা, ঘাটতি পূরণ, টক্সিন বের করা ও জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে ফ্যাটি লিভার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ও সারানো সম্ভব।(সংগৃহীত)

Spinal অংশ স্নায়ু (Nerves) কোথায় যায় কোন অঙ্গ/অংশ নিয়ন্ত্রণ করে?Cervical (C1–C8) -মাথা, গলা, কাঁধ, হাতের স্নায়ু শ্ব...
03/09/2025

Spinal অংশ স্নায়ু (Nerves) কোথায় যায় কোন অঙ্গ/অংশ নিয়ন্ত্রণ করে?

Cervical (C1–C8) -মাথা, গলা, কাঁধ, হাতের স্নায়ু শ্বাসপ্রশ্বাসের জন্য Diaphragm (C3–C5), ঘাড়, কাঁধ, বাহু ও হাতের নড়াচড়া ও অনুভূতি।

Thoracic (T1–T12) -বুকে ও পেটের স্নায়ু হৃদপিণ্ড (T1–T4), ফুসফুস (T2–T7), লিভার, পাকস্থলী, অন্ত্র (T6–T12)

Lumbar (L1–L5) -কোমর, পেলভিস ও পায়ের স্নায়ু কিডনি (L1–L2), মূত্রাশয় আংশিক, প্রজনন অঙ্গ, কোমর ও পায়ের নড়াচড়া।

Sacral (S1–S5) -পেলভিক অঙ্গ ও পা মূত্রাশয় (S2–S4), প্রজনন অঙ্গ (S2–S4), পায়ের নড়াচড়া ও অনুভূতি।

Coccygeal (Co1) লেজের হাড়ের চারপাশে ত্বক ও পেলভিসের কিছু অংশের সংবেদনশীলতা।

আরও বিস্তারিতভাবে:

1. মস্তিষ্ক → মেরুরজ্জু → স্নায়ু → অঙ্গপ্রত্যঙ্গ

মস্তিষ্ক থেকে বার্তা আসে মেরুরজ্জুতে।

মেরুরজ্জু থেকে নির্দিষ্ট স্তর অনুযায়ী স্নায়ু বের হয়ে অঙ্গপ্রত্যঙ্গে কাজ নিয়ন্ত্রণ করে।

2. উদাহরণ:

C3–C5 → "Phrenic nerve" → Diaphragm → শ্বাস নিতে সাহায্য করে।

T1–T4 → Sympathetic nerve → হৃদপিণ্ড → হৃদস্পন্দন নিয়ন্ত্রণ।

T6–T9 → পাকস্থলী ও লিভার → হজম নিয়ন্ত্রণ।

L1–L2 → কিডনি ও ইউরেটার → প্রস্রাব নিয়ন্ত্রণ।

S2–S4 → মূত্রাশয় ও প্রজনন অঙ্গ → মূত্রত্যাগ ও যৌন কার্য নিয়ন্ত্রণ।

3. Spine ক্ষতিগ্রস্ত হলে সমস্যা

Cervical injury → শ্বাস নিতে সমস্যা, হাত-পা অবশ হতে পারে।

Thoracic injury → বুকের পেশি দুর্বল, ফুসফুসে সমস্যা।

Lumbar injury → হাঁটা, দাঁড়ানো কষ্টকর।

Sacral injury → প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণ হারানো (Incontinence)।

সহজভাবে: মেরুদণ্ড হলো একটা বিদ্যুতের তারের মতন (Main cable line), আর প্রতিটি স্তর থেকে ছোট ছোট তার (Nerves) বের হয়ে আলাদা আলাদা অঙ্গপ্রত্যঙ্গে গিয়ে তাদের কাজ নিয়ন্ত্রণ করে।(সংগৃহীত)

03/09/2025
26/08/2025

Address

Khalaker Bari Belakoba
Jalpaiguri
735133

Telephone

+919933388234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarkar Ayurvedic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sarkar Ayurvedic Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram