31/12/2024
হ্যাপি নিউ ইয়ার সব্বাইকে 🫶🫶🎉🎉প্রতি বছর নতুন নতুন কত্ত রিসলিউশন তৈরি করি আমরা আর বছর শেষে সেগুলো রিভিউ করি তারমধ্যে কটা করতে পারলাম বা পারলাম না।এবছর ও আমার তালিকা রয়েছে পার্সোনাল ,প্রফেশনাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এর জন্য।তবে সেগুলো তো চলতে থাকবে কিন্তু সবসময়ের জন্য যা করতে হবে সেগুলো আমরা সকলেই করতে পারি এবং করে ভালও থাকবো,সেগুলো হলো এরুপ -----
🙏🙏প্রতিদিন এই ব্লেসড লাইফটার জন্য পরমেশ্বর এর কাছে কৃতজ্ঞ থাকতে হবে ।এই জীবন,পরিবার,সফলতা সব উনার।সবসময় উনার কৃপা প্রার্থনা করে যেতে হবে ।উনার জ্ঞান শক্তি,অনুগ্রহ শক্তি,ক্রিয়া শক্তি,তিরোধান শক্তি আর ইচ্ছা শক্তির দ্বারা সব করা সম্ভব।যখন আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের কর্ম উভয়ই ঐশ্বরিক দিকে পরিচালিত হয়, তখন জীবন একটি উদযাপনে পরিণত হয়।উনিই কর্তা,আমরা কর্ম।সব উনার কাজ জেনে রেখে নিজের সব দায়িত্ব পালন করে যেতে হবে।ঠিক ভুল উনি দেখে নেবেন এবং সময়ে টা ঠিক বুঝিয়েও দেবেন। আরে বাবা সমস্যাতো থাকবেই কিন্তু ওটা থাকলেই বুঝতে হবে বেঁচে আছি নাহলে মরে গেলে ইসিজি তে সোজা লাইন হয়ে যাবে🫠🫠🫠। উনি যেটা করবেন সেটা bestest হবে এই বিশ্বাস ধরে রাখুন। কখনও সেই বিশ্বাস টাকে দুর্বল হতে দেবেন না।
😁😁😁প্রাণখুলে প্রচুর হাসতে হবে যতই সেটা ক্লোজআপ হাসি হোক না কেনো,(পাগলের আখ্যা পেলেও গায়ে মাখবেন না🤫🤫)।জটিল জীবনে এই সরল হাসি টা কিন্তু ধরে রাখতেই হবে।পারলে কোনো হবিকে ধরে রাখুন,মন ভালো রাখতে এর জুড়ি মেলা ভার।সময়ের বড্ড অভাব কিন্তু বিশ্বাস করুন পারা যায় ইচ্ছা থাকলে।
🏋️🏋️🏋️ব্যায়াম টা আরো ভালো করে করতে হবে আর ন্যাচারাল জিনিস খেতে হবে।শরীর টা চাঙ্গা থাকলে মন ও ঝরঝরে থাকবে।আজকাল প্রায় রোগ ই লাইফস্টাইল রিলেটেড।যা ভেজাল দ্রব্য পেতে ঢুকছে,তাতে একটু ওষুধহীন সুস্থদিনের মেয়াদ বাড়াতে এর জুরি নেই।
💃💃💃সবুজ ঘাসের মতো নিজেকে তাজা ও ফুলের মত রঙিন রাখতে হবে সে শরীরের বয়স যাই হোক,মনের বয়স কিন্তু সেই সুইট সিক্সটিন ই হওয়া চাই তাতে দুটো লোক যদি আদিখ্যেতা বলে,হালকা করে থ্যাংকস বলে কেটে পড়তে হবে😋😋।
🥳🥳🥳জীবনের সমস্ত উঠোন জুড়ে শুধুই পজিটিভ মানুষদের রাখতে হবে,(এটা শুনে গাল দেবেন না যেন,মন থেকে নেগেটিভ মানুষদের ত্যাগ করতে বলেছি,জীবন থেকে নয়---) জাস্ট সিম্পল লিভিং পজিটিভ থিংকিং আর কিচ্ছু না হলে ওম ইগনরায়া নামাহ 🙏🙏🙏
💪💪💪আমাদের কাছের বা চারপাশে অল্পতেই মুসরে পরে যারা ( যদিও একটাই বিষয় ইশ্বর আমাকে দিয়েছে, যেটার জন্য সময়ে সময়ে আমারও একই হাল হয় তাও কিন্তু টেনে তোলেন ও উনিই😄😄))তাদেরকে আরো সাহস দিতে হবে। মনোবল বাড়াতে ওদের ভালো ভালো কমপ্লিমেন্টস দিতে হবে।যেভাবে ,যতটা পারা যায় ,পাশে থাকতে হবে ওদের প্রয়োজনে।এটাতো সামাজিক ও নৈতিক কর্তব্যের মধ্যেই পরে ,তাই না??
🚕🚕জীবনের মধ্যে অসংখ্য নদী, সাগর, পাহাড়,জঙ্গল সবুজ কে মেশাতে হবে। মোদ্দা কথা কংক্রিট এর ব্যস্ত জীবনের মাঝেও সময় বার করে বুক ভরে এই সুযোগ গুলো আগলে নিতে হবে।ঘোরাঘুরি করলে মন বড্ড ফুরফুরে থাকে,অনেক সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায়।
📚📚📚প্রচুর বই পড়তে হবে কাজের ফাঁকে ফাঁকে।সেই যেটাই পছন্দ হোক না কেনো সাহিত্য কিম্বা বিজ্ঞান বা আধ্যাত্মিক কিম্বা কমিকস। বই মনের জানালা টা টুক করে খুলে দেয়।আমার তো সেরা বন্ধু।লিস্ট আছে এবছর কি কি বই পড়ব।
🤐🤐 আগের জেনারেশনের অযথা জাত, পাত, বংশ, সার্টিফিকেট, সম্পদ, স্ট্যাটাস দেখে জাজ করার ভুলভাল এপ্রোচকে সিম্পলি ‘নো মোর❌🙅🙅’ বলে বেরিয়ে আসতে হবে(অবশ্যই অবজ্ঞা করে নয়,ভালো ভাবে বুঝিয়ে )।
🌳🌳অনেক গাছ লাগাতে হবে, সবুজের যত্ন নিতে হবে সেটা হোক না ব্যালকনির ছোট্ট পিটুনিয়া কিম্বা ঘরের জিজি।জায়গার অভাব থাকলে ঘরেই গাছ লাগাতে পারেন।এদের দেখতে যেমন সুন্দর লাগে,তাজা অক্সিজেন ও তো পাওয়া যাবে। আগামী প্রজন্মের জন্য গুছিয়ে রেখে যেতে হবে তো।
যাই হোক অনেক বড় হয়ে গেলো লেখাটা।যাদের বোঝার ঠিক বুঝবেন আর যাদের ভালো লাগবেনা তারা দয়া করে এড়িয়ে যাবেন।
সকলের নতুন বছর ভালো কাটুক যদিও বাঙালি হিসেব অন্য তাও নতুন বছর তো। নতুন সূর্য।ভালো থাকবেন,ভালোবাসায় থাকবেন।🙏🙏🙏