Natural herbs

Natural herbs প্রাকৃতিক উপায়ে ওজন কমাতে আমাদের সাথেই থাকুন।

29/02/2024

মাত্র ৭ দিনে ১০ কেজি 🫡🫡🫡
১০০% মানি ব্যাক গ্যারান্টি 🫣🫣🫣

19/02/2024

বাংলাদেশের প্রথম শিলা*জিত সেলার আমরাই।
এবং বিগত ১ বছর ধরে হাজার হাজার মানুষের আস্থার একমাত্র নাম Naturals herbs
আপনিও আমাদের এই পথ চলার সঙ্গী হয়ে, আপনার সমস্যার সমাধান নিন।
আরো বিস্তারিত জানতে- 01309393364

06/02/2024

অরিজিনাল শি"লাজিত চেনার উপায়।

06/02/2024

প্রিমিয়াম শিলাজিত

অশ্বগন্ধা খাওয়ার নিয়মঃঅশ্বগন্ধার শেকড় এবং গুঁড়া দুইভাবেই খাওয়া যায়। তবে এখন অশ্বগন্ধা গুঁড়া খাওয়ার প্রচলন সবচেয়...
24/11/2023

অশ্বগন্ধা খাওয়ার নিয়মঃ

অশ্বগন্ধার শেকড় এবং গুঁড়া দুইভাবেই খাওয়া যায়। তবে এখন অশ্বগন্ধা গুঁড়া খাওয়ার প্রচলন সবচেয়ে বেশি। কারণ বাজারে শেকড়ের থেকে গুঁড়া বেশি দেখা যায়। ভালো ফল পেতে প্রতিদিন ৪-৫ গ্রাম অর্থাৎ ১ চামচ অশ্বগন্ধা গুঁড়া খেতে পারবেন।

আপনি চাইলে এটি কুসুম গরম পানিতে মিশিয়ে, হালকা গরম দুধে মিশিয়ে অথবা মধু মিশিয়েও খেতে পারেন। প্রতিদিন সকালে ১ চামচ অথবা সকালে ১/২ চামচ আর রাতে ঘুমানোর আগে ১/২ চামচ খেতে পারবেন। তবে আপনার সমস্যার উপর ভিত্তি করে বিশেষজ্ঞ একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী অশ্বগন্ধা খাওয়া সবথেকে নিরাপদ।

অশ্বগন্ধা খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়াঃ

অশ্বগন্ধা সম্পুর্ন প্রাকৃতিক উপাদান অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে অশ্বগন্ধা খাওয়ার সময় অবশ্যই কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরী।

অশ্বগন্ধা খাওয়ার ফলে অনিদ্রার সমস্যা সমাধান হয় এবং ঘুম ভালো হয়। তাই এটি খাওয়াকালীন আলাদা ঘুমের ওষুধ না খাওয়াই উত্তম।
আর একটানা দীর্ঘদিন অশ্বগন্ধা খেলে ডায়রিয়া, গ্যাস্ট্রিক, বমির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই একটানা কিছুদিন খাওয়ার পর আবার ১০-১৫ দিন গ্যাপ দিয়ে খাওয়া শুরু করতে হবে।
যেহেতু অশ্বগন্ধা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, এতে করে রক্ত পাতলা হওয়ার সম্ভাবনাও থাকে। তাই কোন অস্ত্রপচারের আগে, পরে বা সমসাময়িক এটি খাওয়া থেকে বিরত থাকা উচিত। না হলে অধিক রক্তপাত হয়ে মারাত্মক বিপদ হতে পারে।
অশ্বগন্ধা প্রাকৃতিকভাবেই শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে এটি খাওয়ার সময় অন্য কোন শর্করা কমানোর ওষুধ না খাওয়াই উত্তম। তা না হলে রক্তে শর্করার মাত্রা অধিক পরিমাণে কমে গিয়ে সমস্যা দেখা দিতে পারে।
গর্ভবতী মহিলাদের অশ্বগন্ধা খেলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। আর যেসব মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রেও অশ্বগন্ধা না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

১০০% পিউর শিলাজিত যারা চেয়েছিলেন তাদের জন্য আমরা হিমালয়ান প্রিমিয়াম শিলাজিত স্টক করেছি। যাদের যাদের লাগবে দ্রুত অর্ডার ক...
24/11/2023

১০০% পিউর শিলাজিত যারা চেয়েছিলেন তাদের জন্য আমরা হিমালয়ান প্রিমিয়াম শিলাজিত স্টক করেছি।
যাদের যাদের লাগবে দ্রুত অর্ডার করুন।

👉শিলাজিত প্রাকৃতিক ভাবে পুরুষের শারিরীক সক্ষমতা বৃদ্ধিতে যাদুকরী ফলাফল দেয়।

বিস্তারিত জানতে 👉 01309-393364

সারাদিনের কাজের ক্লান্তি থেকে কম টেসটোসটেরন উৎপাদন পর্যন্ত পুরুষদের চিকিত্সার জন্য শিলাজিৎ ব্যবহৃত হয়। প্রাচীনকাল থেকেই ...
22/11/2023

সারাদিনের কাজের ক্লান্তি থেকে কম টেসটোসটেরন উৎপাদন পর্যন্ত পুরুষদের চিকিত্সার জন্য শিলাজিৎ ব্যবহৃত হয়। প্রাচীনকাল থেকেই এটি পুরুষের যৌন শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে আসছে। এটি একটি আয়ুর্বেদিক চিকিত্সা হিসাবে বিবেচিত হয়। তবে আপনি জেনে অবাক হবেন যে শিলাজিৎ মহিলাদের যৌন সংক্রান্ত সমস্যাও দূর করতে পারে। 🥰🥰🥰

উত্তর চীন কোরিয়া তথা সাইবরিয়াতে পাওয়া জিনসেং কে হোমিওপ্যাথিক ওষুধ হিসাবে বিচার করা হয়। একটি প্রচন্ড জনপ্রিয় পুষ্টিক...
22/11/2023

উত্তর চীন কোরিয়া তথা সাইবরিয়াতে পাওয়া জিনসেং কে হোমিওপ্যাথিক ওষুধ হিসাবে বিচার করা হয়। একটি প্রচন্ড জনপ্রিয় পুষ্টিকর ভেষজ হিসাবে ইহাকে চৈনিক চিকিৎসায় হাজার বছর ধরে ব্যবহার করা হয়েছে। এর সুবিশাল ঔষধি গুণের জন্য ইহার ব্যবহার পশ্চিমী দেশগুলোতেও হতে থাকলো। তাহলে চলুন স্বাস্থ্য এবং সৌন্দর্য কে প্রভাবিত করা জিনসেং এর উপকার এবং ক্ষতি সম্পর্কে জানা যাক।

পিরিয়ডস বাঁ মসিকের সময় কালে

মহিলাদের পিরিয়ডসের সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এই অসুবিধা গুলি জিনসেং এর সাহায্যে কম করা যায়। যেমন এই সময় হওয়া ফোলা বা খিচুনি গুলি জিনসেং কম করে।এটি মুডও পরিবর্তন করে।

কগনিটিভ ক্ষমতা বাড়ায়

কগনিটিভ ক্ষমতা যেমন একাগ্রতা, স্মৃতি ইত্যাদি বাড়াতে জিনসেং এর ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়াও এটি নিয়মিত সেবন করলে আপনার স্নায়বিক গতিবিধি বাড়তে পারে। জিনসেং এ থাকা থাকা এন্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের পট্টিকা এবং ফ্রি রেডিকল্স এর উৎপন্ন হওয়া কম করে। এর দ্বারা অনেক রকম কগনিটিভ এর ক্ষতি দূর হয়।

ক্যানসারের চিকিৎসা

কোলোন ক্যানসার এর সম্ভাবনা কম করতে ইহার ভূমিকা অনেক গবেষণার দ্বারা প্রমাণিত। জিনসেং এর নিয়মিত সেবন কোলোন ক্যানসারের ছড়িয়ে পড়তে আটকাতে পারে।জিনসেং এর উপর করা প্রারম্ভিক গবেষণা এর অ্যান্টি টিউমার গুণের কথা বলেছে।

জিনসেং এর সাহায্যে সুগারের চিকিৎসা

আজকালকার দিনে সুগার থেকে বাঁচতে বা কম করতে অনেক রকম পদ্ধতি আছে। এইসব পদ্ধতির মধ্যে জিনসেং কে সব থেকে ভালো আয়ুর্বেদিক ওষুধ হিসেবে বিচার করা হয়। এর জন্য জিনসেং এর ব্যবহার খালি পেটে অথবা খাবার পরে করতে পারেন। এর ফলে রক্ত শর্করা স্তরকে উল্লেখযোগ্য ভাবে কমানো যেতে পারে।

আমাদের মূল চাওয়া কাস্টমার যেন তার কষ্টার্জিত অর্থ দিয়ে সঠিক পন্যটি হাতে পায়।অনলাইনে যে সব পেইজ এধরনের প্রোডাক্ট সেল দিচ্...
21/11/2023

আমাদের মূল চাওয়া কাস্টমার যেন তার কষ্টার্জিত অর্থ দিয়ে সঠিক পন্যটি হাতে পায়।

অনলাইনে যে সব পেইজ এধরনের প্রোডাক্ট সেল দিচ্ছে অধিকাংশ খুবই নিম্ন মানের ভেষজ ব্যবহার করে উচ্চ মূল্য নিয়ে সাধারণ ক্রেতাদের রীতিমতো ডাকাতি করতেছে।
ইন শা আল্লাহ, আমরা এইটুক কথা দিতে পারি আমাদের পন্যে কোনো ভেজাল পাবেন না।
যা দিবো ১০০% খাটি এবং নির্ভেজাল।

আর আপনাদের কাছে অনুরোধ যাদের সাময়িক বা ক্ষনস্থায়ী চিকিৎসা প্রয়োজন তারা দয়া করে আমাদের মেসেজ দিবেন না।
কারন এটি খুব সেনসিটিভ একটা সমস্যা। আপনি আমাদের কাছে পন্য নিয়ে রাতে খেয়ে সকালেই ফোন দিয়ে বলবেন ভাই, প্রোডাক্ট তো কাজ করে না।
এ ধরনের জুলুম বা তাড়াতাড়ি থাকলে দয়াকরে আমাদের এড়িয়ে চলুন।
আমরা এ ধরনের সমস্যার স্থায়ী একটা সমাধান দেওয়ার চেষ্টা করতেছি।
আমরা দীর্ঘ ৩ মাস বিভিন্ন ভেষজ এবং কিছু ইন্ডিয়ান প্রোডাক্টের বাস্তবিক প্রয়োগ করে আশানুরূপ ফল যে প্রোডাক্ট গুলো থেকে পেয়েছি।
শুধুমাত্র সেই প্রোডাক্ট গুলোই আপনাদের কাছে পৌছে দেওয়ার চেষ্টা নিয়ে আমাদের অনলাইন যাত্রা শুরু করেছি।
আশা করি আপনাদের নিয়ে অনেক দূর এগিয়ে যাবো।
ইন শা আল্লাহ।

প্রাকৃতিক যৌনক্ষমতা বর্ধক! আর কী কী গুণ আছে শিলাজিতের।শিলাজিৎ। কালচে বাদামী রঙের একটি পদার্থ। উঁচু পাহাড়ের শিলা থেকে নি...
19/11/2023

প্রাকৃতিক যৌনক্ষমতা বর্ধক! আর কী কী গুণ আছে শিলাজিতের।
শিলাজিৎ। কালচে বাদামী রঙের একটি পদার্থ। উঁচু পাহাড়ের শিলা থেকে নির্গত এই নির্যাস মূলত পাওয়া যায় ভারত, নেপাল, ভুটান, রাশিয়া, ইরান, মঙ্গোলিয়া এবং পেরুর দক্ষিণের পাহাড়গুলিতে।
গবেষকেদের একাংশের অনুমান, বহু শতাব্দী ধরে ইউফোরবিয়া এবং ট্রাইফোলিয়াম উদ্ভিদের প্রজাতি থেকে নিঃসৃত ল্যাটেক্স এবং রজন নিঃসরণকারী উদ্ভিদের পচনে তৈরি হয় শিলাজিৎ।
শিলাজিতে ৬০ থেকে ৮০ শতাংশ হিউমিক অ্যাসিড এবং ফুলভিক অ্যাসিড থাকে। এ ছাড়াও থাকে সেলেনিয়াম-সহ একাধিক রাসায়নিক উপাদান।
তবে একটু খেয়াল করলেই দেখা যায় নামীদামি সমস্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থা বা আয়ুর্বেদ সংস্থায় শিলাজিৎকে নতুন মোড়কে প্যাকেটজাত পণ্য হিসেবে বিক্রি করে। বাজারে এর চাহিদাও ব্যাপক। দামও নেহাত কম না।
অনেক পুরুষেরই শরীরে যৌন হরমোন টেস্টোস্টেরনের মাত্রা তুলনামূলক ভাবে কম থাকে। এর ফলে পুরুষদের মধ্যে— কম যৌন চাহিদা, চুল পড়া, পেশি ভর হ্রাস পাওয়া, ক্লান্তি, শরীরে চর্বির পরিমাণ বৃদ্ধির মতো লক্ষণগুলি দেখতে পাওয়া যায়।

 #মধুরাসুলে কারিম মুহাম্মদ (সা.)-এর গোটা জীবন পরিচালিত হয়েছে মূলত নির্ভুল জ্ঞান ওহির মাধ্যমে। তাঁর অসংখ্য হাদিসে যেসব বৈ...
19/11/2023

#মধু
রাসুলে কারিম মুহাম্মদ (সা.)-এর গোটা জীবন পরিচালিত হয়েছে মূলত নির্ভুল জ্ঞান ওহির মাধ্যমে। তাঁর অসংখ্য হাদিসে যেসব বৈষয়িক বিষয় বর্ণিত হয়েছে, তা সেই সময়ের মানুষের জন্য যতটা না বোধগম্য ছিল, আজ বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে কোরআন ও হাদিসের যথার্থতা ও সত্যতা শুধু স্বীকারই নয়, বরং আজ তা বৈজ্ঞানিক জ্ঞান ও তথ্যের উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। শরীরের ব্যাধির চিকিৎসা হলো ওষুধ-পথ্য, যা খাদ্যদ্রব্য থেকে তৈরি করা হয়েছে। প্রাকৃতিক ওষুধের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কালিজিরা, পেঁয়াজ, রসুন ও মধু। মধু হচ্ছে সুস্বাদু গুরুত্বপূর্ণ খাদ্যনির্যাস। এটি শরীরের জন্যও অত্যন্ত উপকারী। মধু একটি গুরুত্বপূর্ণ ওষুধ, এতে কোনো সন্দেহ নেই এবং বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে মধুর বিশেষ বৈশিষ্ট্যও রয়েছে। মধুর নিরাময়শক্তি বিরাট ও স্বতন্ত্র ধরনের। আল্লাহর হুকুম, রহমত ও কুদরতে মধু প্রতিটি রোগের ওষুধ। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন : "...তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার।..." (সুরা আন-নাহল, আয়াত : ৬৮ ও ৬৯)।

Address

Jamalpur Kamalpur
Jamalpur

Alerts

Be the first to know and let us send you an email when Natural herbs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram