04/05/2022
ALTOS এর এতো বারবাড়ন্ত দেখে বর্তমানে কিছু মানুষের প্রতিক্রিয়া ।
"মানুষ খেতে পাচ্ছে না আর আপনি ALTOS এর বিজ্ঞাপন দিচ্ছেন......"
মানুষ খেতে পাচ্ছে না তাহলে আপনি একটু অমিতাভ বচ্চন কে বারণ করুন বিজ্ঞাপন দিতে। বারণ করুন ধোনি কপিল দেব কে বিজ্ঞাপন দিতে। বারণ করুন করিনা কাপুর সইফ আলী খান কে বিজ্ঞাপন দিতে। বারণ করুন মাধুরী দীক্ষিত কে বিজ্ঞাপন দিতে, বারণ করুন বারণ করুন সমস্ত চিত্র তারকা, খেলোয়াড় সিলিব্রিটি মানুষদের বিজ্ঞাপন দিতে, কারণ মানুষ খেতে পাচ্ছে না তারা যেন বিজ্ঞাপন না দেন।
সিলিব্রিটিরা এড করেন শুধু মাত্র নিজের স্বার্থে (অমিতাভ বচ্চন এর বাড়িতে ঘড়ি ডিটার্জেন্ট দিয়ে কাপড় কাচা হয় ???) অক্ষয় কুমার, শাহরুখ খান, অজয় দেবগন এনারা বিমল পান মসলার এড দিয়ে যুব সমাজের বা দেশের কি উপকার করছেন ???
আমি গর্বিত এবং ভারতের বুকে লক্ষ লক্ষ গর্বিত অল্টোসিয়ান আছেন। আমরা অল্টসের প্রোডাক্ট নিজেরা ব্যবহার করি উপকার পায় এবং তারপরে সেটা সাধারণ মানুষের কাছে শেয়ার করি। আমরা (ALTOS) চাই প্রত্যেক ভারতীয় শারীরিক এবং অর্থনৈতিক দিক থেকে সুস্থ্য থাকুক।
হ্যাঁ এড করি ALTOS এর এড করি, যুবসমাজ এবং দেশের উপকার করি। (যারা বোঝেন না বা বোঝার চেষ্টাও করেন না তাদের উপকার স্বয়ং ভগবানও করতে পারবেন না)
আমরা মিথ্যা বলিনা লোক ঠকায় না।
আপনাদের কাছে বিনীত অনুরোধ এবার জ্ঞান চক্ষু খুলুন আর কতদিন মিথ্যা বিজ্ঞাপন এর ফাঁদে পড়ে নিজেদের পরিশ্রমের টাকা দিয়ে অন্যকে বড়োলোক করবেন ???
আজকে অল্টস এর বিজ্ঞাপন দেখে কিছু মানুষের খুব দুঃখ খুব কষ্ট হচ্ছে, তাদের খেতে না পাওয়ার কথা মনে পড়ছে।
বিগত কোভিড পরিস্থিতিতে এই ALTOS কিন্তু লক্ষ লক্ষ মানুষ কে সুস্থ্যতা দিয়েছে এবং তার সঙ্গে তাদের স্বনির্ভরও করে তুলেছে ।
আর তার সঙ্গে এটাও সত্য যে এই মুহূর্তে ভারতবর্ষের বুকে প্রচুর অল্টোসিয়ান রয়েছেন যাদের মাধ্যমে অনেক মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে স্থায়ী রোজগারের সুযোগ পাচ্ছেন।
আপনাদের কাছেও এই সুন্দর ওপরচুনিটিটা কেউনা কেউ শেয়ার করেছিল, যাতে আপনিও প্রচুর মানুষকে সুস্থ্য জীবন সঙ্গে সুস্থ্য রোজগার দিতে পারেন, বহু মানুষের স্বপ্ন পূরণ করতে পারেন, কিন্তু দুর্ভাগ্য (আপনাদের) আপনারা না গুরুত্ব দিলেন আপনাদের ভালো চাওয়া সেই মানুষটিকে, না বুঝলেন অল্টসের গুরুত্ব অল্টসের কি ক্ষমতা।
না নিজেরা বুঝলেন না আপনাদের পরিচিত মানুষদের বোঝাতে সহযোগিতা করলেন।
এখনোও সময় আছে আপনারাও অল্টসের সঙ্গে যুক্ত হয়ে দেশের ও দশের উপকার করুন। কে বলতে পারে আপনার নেওয়া একটা ছোট্ট সিদ্ধান্ত শত শত মানুষকে লাখপতি কোটিপতি করে তুলবে আর তাদের অন্তরাত্মা থেকে যে নির্ভেজাল আশীর্বাদ পাবেন তাতে আপনার জীবন ধন্য হয়ে যাবে।
আসুন ঠান্ডা মাথায় ALTOS বুঝুন, আপনাদের পাশে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো।
হিংসা নয় চেষ্টা করুন
অল্টসের হাত ধরুন
সুস্থ্য ভারত গঠন করুন
জীবন এনজয় করুন
জয় হিন্দ
(অল্টস এন্টারপ্রাইসেস লিমিটেড)
, , , , , , , , , , , ,
, , , , , ,