Dr. Suanjan Das MBBS ,AGMC & GBPH

Dr. Suanjan Das MBBS ,AGMC & GBPH MBBS, MD (Forensic Medicine), Gr- III / THS
Senior Medical Practitioner
12 years experience

✨ শুভ নববর্ষ ১৪৩২ ✨নতুন বছর হোক সুস্থতার বার্তা নিয়ে 🩺💖,দূর হোক সব রোগ 🤒, ব্যথা 🤕 ও উদ্বেগ 😟।আপনার জীবন ভরে উঠুক প্রাণশ...
15/04/2025

✨ শুভ নববর্ষ ১৪৩২ ✨

নতুন বছর হোক সুস্থতার বার্তা নিয়ে 🩺💖,
দূর হোক সব রোগ 🤒, ব্যথা 🤕 ও উদ্বেগ 😟।
আপনার জীবন ভরে উঠুক প্রাণশক্তি 💪, মনোবল 🧘‍♂️ ও সুস্থতা 🧬 দিয়ে।

এই নববর্ষে আসুক শান্তির ছোঁয়া 🕊️,
শরীর ও মনের হোক সার্বিক আরোগ্য 🌿🌼।
নতুন বছরে আমরা আপনাদের পাশে আছি
আরো যত্ন 🤝, আরো ভালোবাসা ❤️ আর উন্নত চিকিৎসা 🏥 নিয়ে।

আপনার ও আপনার পরিবারের জন্য রইল
ভালো স্বাস্থ্য 🥗, দীর্ঘ জীবন 🌞 ও আনন্দের ‍🎉 আন্তরিক শুভকামনা।

🌸 শুভ নববর্ষ!

🌞 শুভ চৈত্র সংক্রান্তি 🌞**চৈত্র মাসের শেষ দিনে, সূর্যটা যেন একটু আলাদা হাসে,নতুন বছরের আগমনের আগমুহূর্তে,🌼 প্রকৃতি নিজেক...
14/04/2025

🌞 শুভ চৈত্র সংক্রান্তি 🌞

**চৈত্র মাসের শেষ দিনে, সূর্যটা যেন একটু আলাদা হাসে,
নতুন বছরের আগমনের আগমুহূর্তে,
🌼 প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে রঙিন আশায়।

পুরনো গ্লানি, কষ্ট আর দুঃখকে বিদায় জানিয়ে—
🍃 জীবনে আসুক এক নতুন আলো,
যেখানে থাকবে না হিংসা, থাকবে শুধু ভালোবাসা আর শান্তি।

🌾 মাঠে ধানের সুবাস, হাওয়ায় চৈত্রের খুশির ডাক,
মাটির টানে, আপন মনেও যেন বাজে এক মধুর সুর—
নবজীবনের, নবআশার।

✨ চৈত্র সংক্রান্তি হোক একটি নতুন সূচনা,
আপনার জীবনে আসুক আনন্দ, সাফল্য আর সমৃদ্ধি।
পরিবার-পরিজনের সাথে কাটুক সুখের মুহূর্ত,
থাকুক সুস্থতা, শান্তি ও প্রাচুর্য সারাবছর।

❤️ এই পবিত্র দিনে,
আপনাকে ও আপনার পরিবারকে জানাই
চৈত্র সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

☀️ গ্রীষ্মকালের ঠান্ডা পানীয় সচেতনতামূলক বার্তা ❄️গরমকালে আমাদের অনেকেই তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানীয় পান করে থাকি। তবে ক...
13/04/2025

☀️ গ্রীষ্মকালের ঠান্ডা পানীয় সচেতনতামূলক বার্তা ❄️

গরমকালে আমাদের অনেকেই তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানীয় পান করে থাকি। তবে কিছু বিষয় মনে রাখা খুব জরুরি:

1. ⚠️ বাজারজাত ঠান্ডা পানীয়ে অতিরিক্ত চিনি ও কেমিক্যাল থাকতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বেশি খেলে ওজন বেড়ে যাওয়া, ডায়াবেটিস ও হজমের সমস্যা হতে পারে।

2. ❌ নকল বা খোলা বোতলের পানীয় এড়িয়ে চলুন। এগুলোতে জীবাণু থাকতে পারে যা পেটের অসুখের কারণ হতে পারে।

3. ✅ চা, কফি বা কার্বোনেটেড ড্রিংকসের পরিবর্তে লেবু পানি 🍋, ডাবের পানি 🥥, তাজা ফলের রস 🍉🍊 বা সাদা পানি পান করুন। এগুলো শরীরকে ঠান্ডা রাখে ও হাইড্রেট করে।

4. ‍‍‍‍‍‍‍🏡 বাড়িতে তৈরি ঠান্ডা পানীয় সবচেয়ে নিরাপদ। সহজ কিছু উপাদান দিয়ে ঘরেই স্বাস্থ্যকর পানীয় তৈরি করা যায়।

5. 👶 বাচ্চাদের বেশি ঠান্ডা বা বরফ মেশানো পানীয় দেবেন না। ঠান্ডা লাগা বা গলা বসে যাওয়ার সম্ভাবনা থাকে।

সাবধান থাকুন ⚕️, সুস্থ থাকুন ❤️ — এই গ্রীষ্মে সচেতন হোন ঠান্ডা পানীয় গ্রহণে।

☀️ গ্রীষ্মকালীন স্বাস্থ্য পরামর্শআপনার সুস্থতাই আমাদের অঙ্গীকারগ্রীষ্মকালে তীব্র তাপদাহে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে। তাই নি...
13/04/2025

☀️ গ্রীষ্মকালীন স্বাস্থ্য পরামর্শ
আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার

গ্রীষ্মকালে তীব্র তাপদাহে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে। তাই নিজেকে ও আপনার পরিবারকে সুস্থ রাখতে মেনে চলুন নিচের কিছু সহজ পরামর্শ:

💧 ১. পর্যাপ্ত পানি পান করুন:
প্রতিদিন কমপক্ষে ৮-১০ গ্লাস পানি পান করুন। 🥥 ডাবের পানি, 🍋 লেবুর শরবত বা ওআরএস জাতীয় পানীয় পান করুন জলশূন্যতা রোধে।

🌤️ ২. সূর্যের তীব্র আলো এড়িয়ে চলুন:
দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে প্রয়োজনে বাইরে গেলে ☂️ ছাতা, 🕶️ সানগ্লাস ও হালকা রঙের পাতলা কাপড় পরুন।

🥗 ৩. পুষ্টিকর ও হালকা খাবার খান:
তাজা 🍉 ফলমূল ও 🥬 শাকসবজি বেশি খান। অতিরিক্ত তেল-ঝাল খাবার এড়িয়ে চলুন।

🥡 ৪. খাবার ঠিকমতো ঢেকে রাখুন:
ফুটপাথের বা খোলা খাবার এড়িয়ে চলুন। পচনশীল খাবার 🧊 ফ্রিজে সংরক্ষণ করুন।

🧼 ৫. নিয়মিত হাত ধুয়ে নিন:
বিশেষ করে খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর 🧽 সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।

👶👵 ৬. শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিন:
তারা গরমে বেশি দুর্বল হয়ে পড়তে পারে। নিয়মিত পানি পান করান এবং 🧊 শীতল পরিবেশে রাখুন।

🩺 ৭. প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন:
জ্বর 🤒, মাথা ঘোরা, দুর্বলতা, পেটের সমস্যা বা ত্বকের অস্বস্তি হলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

04/07/2022

Address

Kailashahar

Opening Hours

Monday 10am - 1pm
4pm - 7pm
Tuesday 10am - 1pm
4pm - 7pm
Wednesday 10am - 1pm
4pm - 7pm
Thursday 10am - 1pm
4pm - 7pm
Friday 10am - 1pm
4pm - 7pm
Saturday 10am - 1pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Suanjan Das MBBS ,AGMC & GBPH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category