NC Health Hub India North Dinajpur Chapter

NC Health Hub India North Dinajpur Chapter We Care About your Health

Download NC Health Hub app from google play storewww.nchealthhub.comNeucradhealthhub Indiallp
31/05/2024

Download NC Health Hub app from google play store
www.nchealthhub.com
Neucradhealthhub Indiallp

23/05/2024

মুর্শিদাবাদের আলমকে নিউক্র্যাড হেলথ উচ্চমাধ্যমিক পড়তে কিছু অর্থনৈতিকভাবে সাহায্য করেছে l প্রতিবন্ধকতাকে হারিয়ে পায়ে লিখে সে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ৮০ শতাংশর ওপর নম্বর পেয়েছে l
নিউক্র্যাড হেলথ ওর কলেজ পড়াশোনার পাশে থাকবে - বিশ্বরূপ ঘোষ, জয়েন্ট চিফ এক্সিকিউটিভ, নিউক্র্যাড হেলথ

21/05/2024

A special internship/Thesis program has been designed by BioLink Therapeutics. It is focused on drug designing. Join us!...
18/05/2024

A special internship/Thesis program has been designed by BioLink Therapeutics. It is focused on drug designing. Join us!!
Everyone

Neucradhealthhub, we care about your health.Download NC Health Hub app from google play store.Neucradhealthhub Indiallp ...
17/05/2024

Neucradhealthhub, we care about your health.
Download NC Health Hub app from google play store.
Neucradhealthhub Indiallp

Neucrad Health Hub has exciting news! We are thrilled to announce that we are expanding our services to include home hea...
15/05/2024

Neucrad Health Hub has exciting news! We are thrilled to announce that we are expanding our services to include home health care in Kolkata, WB, India. Our team is dedicated to providing the highest quality care and empathetic support for your loved ones in the comfort of their own homes. We are committed to adding value to the lives of those we serve. Stay tuned for more updates on our home health care services!

কেন বায়োলিংক থেরাপিউটিকস ৩ মাসের ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশীপ নিয়ে আসছে ? কি উপকার হবে ছাত্র ছাত্রীদের?একাডেমিক পড়াশোনার স...
14/05/2024

কেন বায়োলিংক থেরাপিউটিকস ৩ মাসের ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশীপ নিয়ে আসছে ? কি উপকার হবে ছাত্র ছাত্রীদের?
একাডেমিক পড়াশোনার সাথে ইন্ডাস্ট্রির একটা যোগসূত্র গড়ে উঠবে l যারা মাস্টার্স ডিগ্রী (বায়োলজি, কেমিস্ট্রি, ফার্মেসী) এবং যারা বায়োটেক বা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং করছে তাদের জন্য খুব সহায়ক হবে l ক্যারিয়ারের একটা দিগন্ত খুলে যাবে l
ড্রাগ ডিজানিং (স্মল মলিকুলস বা পেপটাইড বেসড ) একটা স্কিল যেটা ৯৫% পিএইচডি বিজ্ঞানীদের থাকে না l বায়োলিংক থেরাপিউটিকস নিয়ে আসছে অনলাইন মাধ্যমে বিশেষ থিসিস বা ইন্টার্নশীপ প্রোগ্রাম l
কি কি থাকবে ?
হাতে কলমে বায়োইনফরম্যাটিকস শুধু শিখবে না , বায়ো পাইথন প্রোগ্রামিং শিখবে l এর জন্য কোনো প্রোগ্রামিং স্কিল থাকার প্রয়োজন নেই l শিখবে ড্রাগ ডিজানিং, সিকোএন্সিং এনালাইসিস, ক্লিনিকাল রিসার্চ, ও আরো অনেক কিছু l
নিজের মাস্টার্স/ গ্রাজুয়েট প্রোগ্রাম থিসিস করবে ইন্ডাস্ট্রি এক্সপার্ট পিএইচডি মেন্টরের সাথে l
Enquiry: info@nchealthhub.com
Fees are applicable
Biolink Therapeutics, W.B, India.

গুগল প্লেস্টোর থেকে NC Health Hub অ্যাপ টি ডাউনলোড করে নিজের প্রোফাইল তৈরী করুন।এবং বিভিন্ন বিষেশজ্ঞ ডাক্তারদের সঙ্গে ভি...
08/05/2024

গুগল প্লেস্টোর থেকে NC Health Hub অ্যাপ টি ডাউনলোড করে নিজের প্রোফাইল তৈরী করুন।
এবং বিভিন্ন বিষেশজ্ঞ ডাক্তারদের সঙ্গে ভিডিও কনসালটেশন এর মাধ্যমে পরামর্শ নিন।
https://play.google.com/store/apps/details?id=com.nchealthhub

There are so many opinions. Do fast !! Go slow!! If you are developing startup, its your choice. Remember 90% startups f...
05/05/2024

There are so many opinions. Do fast !! Go slow!! If you are developing startup, its your choice. Remember 90% startups fail in 5 years. So, no rush!! You need learning time. You need business validation time. Slow down and scale down during early phase while you are bootstrapping.
Our first clinic at my birthplace is becoming successful and close to break-even. We learned how to provide value added health care services. Patience is the key!!
It's not easy to launch an alternative cost effective physicians platform in India while bootstrapping. Telemedicine is not the first choice for Indian. Indian loves chamber visit for consultation. What about telemedicine services? We are working to validate our business strategies organically. NC Health Hub platform is getting matured and enriched with physicians.
We understand the power of ground services. We understand our strengths. So, we are launching home health care unit, PROMISE, at Kolkata.
Our pre-launch website:
www.nchealthzon.com

আচ্ছা আপনাদের মধ্যে কতজন শুনেছেন বা দেখেছেন ‘পিররিয়ড, এন্ড অফ্ সেনন্টেন্স’। এটি একটি ‘অস্কার’ প্রাপ্ত ডকুমেন্টারি।ওহো! ...
18/04/2024

আচ্ছা আপনাদের মধ্যে কতজন শুনেছেন বা দেখেছেন ‘পিররিয়ড, এন্ড অফ্ সেনন্টেন্স’। এটি একটি ‘অস্কার’ প্রাপ্ত ডকুমেন্টারি।
ওহো! আমি জানি আপনাদের মধ্যে অনেকেই দেখে থাকলেও এখন এটি প্রকাশ্যে বলতে পারবেন না, কারণ ‘পিরিয়ড’ বা ‘রজঃচক্র’ যেন ভারতীয় সমাজের কাছে আজও নিষিদ্ধ ব্যাপার। এ নিয়ে ভারতীয় সমাজের ছুঁৎমার্গ ই প্রধান কারণ।
যদিও বর্তমানে খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে হলেও, এই বিষয়ে চেতনা উত্থাপন হয়েছে। চলচ্চিত্র নির্মাতা রায়কা জেহাতবাচি ভারতের গ্রামীণ প্রেক্ষাপটে মাসিক চক্রের উপর একটি চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে মানুষের মধ্যে মাসিক রজঃচক্র নিয়ে নেতিবাচক মনোভাব ও গুজবের অবসান ঘটাতে চেয়েছিলেন।
নিউক্র‍্যাড হেলথের সংবাদ ডেস্কও নারীদের মধ্যে সচেতনতা বিস্তারের জন্য মাসিক রজঃচক্র নিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কিছু আলোকপাত করার চেষ্টা করল।
মাসিক কি?
মেয়েরা যখন বয়ঃসন্ধিকাল পৌঁছানোয়, তখন তাদের শরীর সম্ভাব্য গর্ভধারণের জন্য শরীর প্রস্তুত হতে থাকে। শরীরকে পূর্ণতা দান করতে মস্তিস্ক প্রয়োজনীয় হরমোন (এস্ট্রোজেন, লুইটিনিজিং হরমোন এবং প্রজেস্টেরোন) ক্ষরণ করার সংকেত দেয়। এই হরমোনগুলি অতিরিক্ত রক্ত ​​এবং টিস্যু দিয়ে গর্ভাশয়ের আস্তরণকে পুরু করে তোলে। একই সময়ে, নিষেকের জন্য 2টি ডিম্বাশয়ের মধ্যে একটি ওভুল‍্যেলন পদ্ধতিতে একটি ডিম্বাণু নিঃসরণ করে। কিন্তু যখন শুক্রাণুর অভাবে বা অন্যান্য কারণে যখন নিষেক (শুক্রাণুর সাথে ডিম্বানুর মিলন) সম্পন্ন হয় না, তখন গর্ভাবস্থার জন্য তৈরী গর্ভাশয়ের ভিতরের গাএটি ভেঙ্গে যায় এবং শরীরের থেকে যোনিপথে বের হয়। এটিই মাসিক হিসাবে পরিচিত।
যেহেতু এই চক্রটি প্রতিমাসে নিয়মিত ঘটতে থাকে তাই এই চক্র কে বলা হয় ঋতুচক্র বা মাসিক বা পিরিয়ড ইত‍্যাদি।
রজঃচক্র মোট চারটি ধাপ দেখা যায়:-
প্রথম ধাপ শুরু হয় ১দিন থেকে থেকে এবং ছয় দিন পর্যন্ত কারো কারো ক্ষেত্রে পাঁচ দিন পর্যন্ত চলতে থাকে। নিষেক না হলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরোনের মাত্রা কমে যায়, এবং গর্ভাশয়ের পুরু হয়ে যাওয়া আস্তরণ খসে পড়ে এবং মাসিক আকারে বেরিয়ে যায়।
ফলিকিউলার ফেজ বা দ্বিতীয় পর্ব:-
এটি 6 নম্বর দিন থেকে 14 দিন পর্যন্ত চলে।এই সময় ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পেতে থাকে।
ওভুলেশন বা তৃতীয় পর্যায়:-
সাধারণত 14 নং দিন থেকে ঘটে যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হয়।
লুট‍্যিয়াল ফেজ বা শেষ পর্যায়:-
15নং দিন থেকে 28 দিনের মধ্যে দেখা যায়। এই সময় ডিম্বাণুটি, শুক্রাণুর সাথে মিলনের জন্য তৈরি থাকে এবং জরায়ুর অন্তর গাত্রের গঠন সম্পূর্ণ প্রস্তুত থাকে। এই সময়ের মধ্যে যদি নিষেক সংগঠিত না হয়, তাহলে দেহে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের মাত্রা ক্রমশই কমে যেতে থাকে। আর, দেহ আবার পরবর্তী রজঃচক্রের জন্য নিজেকে তৈরি করতে শুরু করে দেয়।
কোন বয়সে মহিলাদের মাসিক শুরু হয়?
মূলত বয়সন্ধি সময় অর্থাৎ 12 বছর বয়সী কিশোরীদের দেহে রজঃচক্র শুরু হয়ে যায়। যখন থেকে একটি নারী স্তনের গঠন ও বৃদ্ধি শুরু হয়ে থাকে, তার দুই-তিন বছরের মধ‍্যই রজঃচক্র শুরু হয়ে যায়।
আমেরিকান কলেজ অফ অবস্ট্রেটিসিয়ানস এবং গাইনোজোলজিস্টরা জানিয়েছেন- যদি 15 বছর বয়সী কিশোরীর ঋতুস্রাব শুরু না হয়, তবে অভিভাবকদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রতিটি মাসিক চক্র কতদিন স্থায়ী হয়?
বেশিরভাগ ক্ষেত্রেই মাসিক চক্র প্রায় 28 দিন ধরে চলতে থাকে। মাসিক বন্ধ হওয়ার পরবর্তী দিনটিকে এই চক্রের প্রথম দিন হিসেবে ধরা হয় এবং পরবর্তী মাসিক শুরু অবধি চলতে থাকে। 21 থেকে 35 দিনের চক্রকে স্বাভাবিক বলে মনে করা হয় এবং রজঃস্রাব প্রায় দুই থেকে সাত দিন ধরে চলতে থাকে। প্রাথমের দিকে কম বয়সী মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি দিন স্রাব চলতে থাকে। এমনকি কিছু মহিলাদের মধ্যে 45 দিনের দীর্ঘস্থায়ী রজঃস্রাবের রিপোর্ট রয়েছে।
মাসিকের লক্ষণঃ গুলি কি কি?
এটা স্বাভাবিক; ঋতুস্রাবের আগে কিছু লক্ষণীয় উপসর্গ
দেখা যায়। যেমন তলপেটে পেটে ব্যথা বা খিঁচ ধরা। প্রথম এক বা দুই দিনের ঋতুস্রাবের সময় ও এই উপসর্গ গুলো দেখা যায়।
বেশিরভাগ ক্ষেত্রেই এটি সাধারণ ব্যথা কমার ঔষধগুলির ব‍্যবহার করে নিয়ন্ত্রণ করা যায়। তবে, যদি ব্যথা তীব্র হয়, তবে স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা যুক্তিযুক্ত। কখনও কখনও, উরু এবং কোমরেও ব‍্যাথা ছড়িয়ে পড়ে। কিছু ক্ষেত্রে এই সময়ে বমি বমি ভাব, মাথা ব্যাথা, মাথা ঘোরা, পেটখারাপের মতো নানা সমস্যার সৃষ্টি হয়।
অনিয়মিত মাসিক চক্রের কারণ কী?
স্বাভাবিক মাসিক চক্রের মধ্যে নখনা সমস্যা সৃষ্টি হতে পারে। এর পিছনে নানা কারণ রয়েছে। নীচের তাদের কয়েকটি আলোচনা করা হলো।
গর্ভাবস্থা:-
মাসিক বন্ধ হয়ে যাওয়া গর্ভাবস্থা বা গর্ভাবস্থার সূচনা দেয়। যাইহোক, স্ত্রীরোগ বিশেষজ্ঞরা আগে মহিলাটি সত্যিই গর্ভবতী কিনা পরীক্ষা করে তবেই সিদ্ধান্ত নেবার পরামর্শ দেষ।
প্রসব পরবর্তী সময়ে স্তনদানের কারনেও মাসিক চক্রের সূচনাও বিলম্বিত হয়।
খাওয়াদাওয়া সমস্যা:-
অ্যানোরেক্সিয়া নার্ভোসের মতো কিছু খাওয়ার ব্যাধি বা খুব ওজন কমে যাওয়া, অত্যধিক ব্যায়াম এসবের ফলেও ঋতুস্রাবের ঘটনা স্থগিত হয়ে যেতে পারে।
পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম ((PCOS)
পলিসিস্টিক ডিম্বাশয় সিন্ড্রোমে বিশ্বের অনেক মহিলাই আক্রান্ত। এর অনেক লক্ষণের মধ্যে, অনিয়মিত স্রাবের সমস্যা বেশি দেখা যায়। এই ব্যাধির ফলে কখনো দীর্ঘ সময় রক্তপাত, অতিরিক্ত রক্তপাত, সংক্ষিপ্ত মাসিক চক্র, এমনকি চক্র বন্ধও হয়ে যাওয়ার মতো নানা সমস্যার সৃষ্টি করে।
ইউটারাইন ফাইব্রয়েড:-
অনেক অনেক মহিলার জরায়ুতে অনিয়ন্ত্রিত বৃদ্ধি দেখা যায় যদিও এটি ক্যানসারের নয়। এই কে বলা হয় ইউটেরাইন ফাইব্রয়েড।
আপনি যদি আপনার স্বাভাবিক চক্র থেকে কোনও অনিয়ম লক্ষ্য করেন, তবে সবসময়ই স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাহায্য নিন।
কপিরাইট - www.neucradhealth.in
Please follow Facebook Bangla page www.fb.com/neucradhealthbengali
Please subscribe YouTube Channel https://www.youtube.com/channel/UCkVXzA6E_SvkvaSUdbd73hg
"একজন গবেষক বিজ্ঞানী হয়ে সাধারণ মানুষের কাছে বিজ্ঞান, গবেষণা ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে আসতে বদ্ধপরিকর - আপনার স্বাস্থ্য সচেতনতা আপনাকে বিপদের সময় পথ দেখাবে" - বিশ্বরূপ ঘোষ, নিউক্র্যাড হেলথ ফাউন্ডার । আমেরিকা প্রবাসী বাঙালি গবেষক বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ তার স্টার্ট আপ প্রচেষ্টা করছেন বাংলা তথা ইন্ডিয়াতে। নিউক্র্যাড হেলথ হাব এর ডিজিটাল ডাক্তার প্লাটফর্ম শুরু । আপনাদের আশীর্বাদ কামনা করি।

গুগল প্লেস্টোর থেকে NC Health Hub অ্যাপ টি ডাউনলোড করে নিজের প্রোফাইল তৈরী করুন।এবং বিভিন্ন বিষেশজ্ঞ ডাক্তারদের সঙ্গে ভি...
17/04/2024

গুগল প্লেস্টোর থেকে NC Health Hub অ্যাপ টি ডাউনলোড করে নিজের প্রোফাইল তৈরী করুন।
এবং বিভিন্ন বিষেশজ্ঞ ডাক্তারদের সঙ্গে ভিডিও কনসালটেশন এর মাধ্যমে পরামর্শ নিন।
https://play.google.com/store/apps/details?id=com.nchealthhub
At Neucradhealthhub Indiallp
Everyone

শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা সকলকে গুগল প্লেস্টোর থেকে NC Health Hub অ্যাপ টি ডাউনলোড করে নিজের প্রোফাইল তৈরী করুন।এবং ...
14/04/2024

শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা সকলকে
গুগল প্লেস্টোর থেকে NC Health Hub অ্যাপ টি ডাউনলোড করে নিজের প্রোফাইল তৈরী করুন।
এবং বিভিন্ন বিষেশজ্ঞ ডাক্তারদের সঙ্গে ভিডিও কনসালটেশন এর মাধ্যমে পরামর্শ নিন।
Hey, Download now at: https://play.google.com/store/apps/details?id=com.nchealthhub

Address

Main Office: Machalandapur, East Burdwan
Kalna
713405

Alerts

Be the first to know and let us send you an email when NC Health Hub India North Dinajpur Chapter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NC Health Hub India North Dinajpur Chapter:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram