Aiims career

Aiims career we're hiring now candidates for office work.

22/07/2024

BANDHAN BANK RECRUITMEN.
এই মুহূর্তে যে জব প্রোফাইল গুলো বন্ধন ব্যাংক এর রয়েছে টোটালি ব্যাক অফিস জব কোন মার্কেটিং বা সেলসের কোন জব নেই। টার্গেট ছাড়া কাজ 60 বছর বয়স পর্যন্ত নিজ জেলায় পার্মানেন্টলি জবটা করতে পারবেন।

যে পোস্টগুলো বর্তমানে রয়েছে বিল কাউন্টিং, ক্যাশ কাউন্টিং, ডেটা এন্ট্রি ,কম্পিউটার অপারেটর ,ক্লার্ক ,রিসেপশনিস্ট, K. Y .C ভেরিফিকেশন, মে আই হেল্প ইউ ,সিসিটিভি অপারেটর, সিকিউরিটি গার্ড।

আপনার qualification ,experience & knowledge এর ওপর ভিত্তি করে আপনার পোস্ট সিলেক্টেড করা হবে এবং পোস্টের উপর ভিত্তি করে সিলেক্ট করা হবে। ডিউটি যে কোন জবের ক্ষেত্রে ৮ ঘণ্টা ।রবিবার ফুল ছুটি দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার ফুল ছুটি পাবেন।

যে ডকুমেন্টস গুলো অতি অবশ্যই জরুরী:- আপনার আধার কার্ড ,প্যান কার্ড ,ভোটার আইডেন্টি কার্ড ,ইলেকট্রিক, ২৫ কপি কালার পাসপোর্ট সাইজ ফটো।
আবেদন করতে হবে অনলাইনে। সাত দিনের মধ্যে সরাসরি ইন্টারভিউয়ের জন্য যে ব্রাঞ্চে আপনাকে সিলেক্টেড করা হবে সে ব্রাঞ্চে আপনাকে আসতে হবে।

শর্ত বলি:- আপনার নামে কোনরকম ক্রিমিনাল রেকর্ড থাকলে আপনি এপ্লাই করতে পারবেন না, ফিজিক্যালি বা মেন্টালি হ্যান্ডিক্যাপস হলে অ্যাপ্লাই করা যাবেনা।
এক্স সার্ভিস ম্যানদের জন্য বিশেষ সুযোগ ও সুবিধে রয়েছে।

LOCATION:- 👉 KOLKATA:- দমদম, বিধান নগর, সল্টলেক, বাগুইহাটি, টালিগঞ্জ ,বালিগঞ্জ, শিয়ালদা, ধর্মতলা ,পার্ক স্ট্রিট, গড়িয়া ,বেহালা ,যাদবপুর, কেষ্টপুর।

👉N24PGH:- বারাসত, মধ্যমগ্রাম, বসিরহাট, হাবরা, বনগাঁ, ব্যারাকপুর, সোদপুর ,শ্যামনগর ,নৈহাটি, মসলন্দপুর ,কাঁচরাপাড়া, বেলঘড়িয়া।

👉S24PGH:- ডায়মন্ড, হারবার, ক্যানিং, বারুইপুর ,সোনারপুর ,খলতা ,দক্ষিণ বারাসাত ,সুন্দরবন ,কাকদ্বীপ।

👉HOWRAH:- আমতা,উলবেরিয়া, বাগনান ,শিবপুর ,ময়দান, বালি, শালিমার ,সালকেয়া ,সাঁতরাগাছি, ধুলাগড় ।

👉HOOGHLY:- রিসরা, শ্রীরামপুর, তারকেশ্বর ,ব্যান্ডেল, চুঁচুড়া, চন্দননগর ,শেওড়াফুলি ,হুগলি, আরামবাগ।

👉W. MEDINIPUR & E. MEDINIPUR:- দীঘা ,কাঁথি, হলদিয়া, ঘাটাল ,মেচেদা, তমলুক গড়বেতা , কন্টাই,মেদিনীপুর টাউন, খড়গপুর ,ঝাড়গ্রাম।

👉NADIA:- কৃষ্ণনগর ,নবদ্বীপ ,কালনা, শান্তিপুর রানাঘাট ,চাকদা ,কল্যাণী ,করিমপুর, পলাশী।

👉MURSHIDABAD:- লালবাগ, ফারাক্কা, জিয়াগঞ্জ ,বহরমপুর, লালগোলা, হাজারদুয়ার, সাগরদিঘী, বেলডাঙ্গা, আজিমগঞ্জ।

👉BIRBHUM:- সাঁইথিয়া ,নানুর, শান্তিনিকেতন, রামপুরহাট ,নলহাটি।

👉PURULIA & BANKURA:- পুরুলিয়ার টাউন, ঝালদা, বাগদা, রঘুনাথপুর, বাঁকুড়া টাউন, বিষ্ণুপুর, সোনামুখী।

👉MALDA:- চাচোল, গাজোল, কালিয়াচক ,মানিকচক ,ইংলিশ বাজার, ওল্ড মালদা ,হরিশ্চন্দ্রপুর, 420 মোড়।

👉W.BURDWAN & E.BURDWAN:- বর্ধমান টাউন ,মেমারি ,ঘোষ করা অন্ডাল, দুর্গাপুর, আসানসোল, কালনা ,কাটোয়া, নবদ্বীপ।

👉S. DINAJPUR & N. DINAJPUR:- রায়গঞ্জ ,ডালখোলা ,ইটাহার, কুশমন্ডি ,বুনিয়াদপুর ,ইসলামপুর, হিলি, গঙ্গারামপুর।

👉DARJILING:- শিলিগুড়ি ,মাটিগাড়া, মেডিকেল মোড় ,বিধান নগর ,সেবক রোড ,কালিংপং ,গ্যাংটক।

👉COOCHBIHAR, JALPAIGURI & ALIPURDUAR:- দিনহাটা, মাথাভাঙ্গা, ফালাকাটা, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, ধুপগুড়ি, ময়নাগুড়ি, হলদিবাড়ি।

নিজ নিজ জেলায় ইন্টারভিউ হবে। লিখিত কোন পরীক্ষা দিতে হবে না।

we're hiring now candidates for office work.

BANDHAN BANK RECRUITMEN.এই মুহূর্তে যে জব প্রোফাইল গুলো বন্ধন ব্যাংক এর রয়েছে টোটালি ব্যাক অফিস জব কোন মার্কেটিং বা সেল...
20/07/2024

BANDHAN BANK RECRUITMEN.
এই মুহূর্তে যে জব প্রোফাইল গুলো বন্ধন ব্যাংক এর রয়েছে টোটালি ব্যাক অফিস জব কোন মার্কেটিং বা সেলসের কোন জব নেই। টার্গেট ছাড়া কাজ 60 বছর বয়স পর্যন্ত নিজ জেলায় পার্মানেন্টলি জবটা করতে পারবেন।

যে পোস্টগুলো বর্তমানে রয়েছে বিল কাউন্টিং, ক্যাশ কাউন্টিং, ডেটা এন্ট্রি ,কম্পিউটার অপারেটর ,ক্লার্ক ,রিসেপশনিস্ট, K. Y .C ভেরিফিকেশন, মে আই হেল্প ইউ ,সিসিটিভি অপারেটর, সিকিউরিটি গার্ড।

আপনার qualification ,experience & knowledge এর ওপর ভিত্তি করে আপনার পোস্ট সিলেক্টেড করা হবে এবং পোস্টের উপর ভিত্তি করে সিলেক্ট করা হবে। ডিউটি যে কোন জবের ক্ষেত্রে ৮ ঘণ্টা ।রবিবার ফুল ছুটি দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার ফুল ছুটি পাবেন।

যে ডকুমেন্টস গুলো অতি অবশ্যই জরুরী:- আপনার আধার কার্ড ,প্যান কার্ড ,ভোটার আইডেন্টি কার্ড ,ইলেকট্রিক, ২৫ কপি কালার পাসপোর্ট সাইজ ফটো।
আবেদন করতে হবে অনলাইনে। সাত দিনের মধ্যে সরাসরি ইন্টারভিউয়ের জন্য যে ব্রাঞ্চে আপনাকে সিলেক্টেড করা হবে সে ব্রাঞ্চে আপনাকে আসতে হবে।

শর্ত বলি:- আপনার নামে কোনরকম ক্রিমিনাল রেকর্ড থাকলে আপনি এপ্লাই করতে পারবেন না, ফিজিক্যালি বা মেন্টালি হ্যান্ডিক্যাপস হলে অ্যাপ্লাই করা যাবেনা।
এক্স সার্ভিস ম্যানদের জন্য বিশেষ সুযোগ ও সুবিধে রয়েছে।

LOCATION:- 👉 KOLKATA:- দমদম, বিধান নগর, সল্টলেক, বাগুইহাটি, টালিগঞ্জ ,বালিগঞ্জ, শিয়ালদা, ধর্মতলা ,পার্ক স্ট্রিট, গড়িয়া ,বেহালা ,যাদবপুর, কেষ্টপুর।

👉N24PGH:- বারাসত, মধ্যমগ্রাম, বসিরহাট, হাবরা, বনগাঁ, ব্যারাকপুর, সোদপুর ,শ্যামনগর ,নৈহাটি, মসলন্দপুর ,কাঁচরাপাড়া, বেলঘড়িয়া।

👉S24PGH:- ডায়মন্ড, হারবার, ক্যানিং, বারুইপুর ,সোনারপুর ,খলতা ,দক্ষিণ বারাসাত ,সুন্দরবন ,কাকদ্বীপ।

👉HOWRAH:- আমতা,উলবেরিয়া, বাগনান ,শিবপুর ,ময়দান, বালি, শালিমার ,সালকেয়া ,সাঁতরাগাছি, ধুলাগড় ।

👉HOOGHLY:- রিসরা, শ্রীরামপুর, তারকেশ্বর ,ব্যান্ডেল, চুঁচুড়া, চন্দননগর ,শেওড়াফুলি ,হুগলি, আরামবাগ।

👉W. MEDINIPUR & E. MEDINIPUR:- দীঘা ,কাঁথি, হলদিয়া, ঘাটাল ,মেচেদা, তমলুক গড়বেতা , কন্টাই,মেদিনীপুর টাউন, খড়গপুর ,ঝাড়গ্রাম।

👉NADIA:- কৃষ্ণনগর ,নবদ্বীপ ,কালনা, শান্তিপুর রানাঘাট ,চাকদা ,কল্যাণী ,করিমপুর, পলাশী।

👉MURSHIDABAD:- লালবাগ, ফারাক্কা, জিয়াগঞ্জ ,বহরমপুর, লালগোলা, হাজারদুয়ার, সাগরদিঘী, বেলডাঙ্গা, আজিমগঞ্জ।

👉BIRBHUM:- সাঁইথিয়া ,নানুর, শান্তিনিকেতন, রামপুরহাট ,নলহাটি।

👉PURULIA & BANKURA:- পুরুলিয়ার টাউন, ঝালদা, বাগদা, রঘুনাথপুর, বাঁকুড়া টাউন, বিষ্ণুপুর, সোনামুখী।

👉MALDA:- চাচোল, গাজোল, কালিয়াচক ,মানিকচক ,ইংলিশ বাজার, ওল্ড মালদা ,হরিশ্চন্দ্রপুর, 420 মোড়।

👉W.BURDWAN & E.BURDWAN:- বর্ধমান টাউন ,মেমারি ,ঘোষ করা অন্ডাল, দুর্গাপুর, আসানসোল, কালনা ,কাটোয়া, নবদ্বীপ।

👉S. DINAJPUR & N. DINAJPUR:- রায়গঞ্জ ,ডালখোলা ,ইটাহার, কুশমন্ডি ,বুনিয়াদপুর ,ইসলামপুর, হিলি, গঙ্গারামপুর।

👉DARJILING:- শিলিগুড়ি ,মাটিগাড়া, মেডিকেল মোড় ,বিধান নগর ,সেবক রোড ,কালিংপং ,গ্যাংটক।

👉COOCHBIHAR, JALPAIGURI & ALIPURDUAR:- দিনহাটা, মাথাভাঙ্গা, ফালাকাটা, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, ধুপগুড়ি, ময়নাগুড়ি, হলদিবাড়ি।

নিজ নিজ জেলায় ইন্টারভিউ হবে। লিখিত কোন পরীক্ষা দিতে হবে না।

Address

Kalyani

Telephone

+918583810963

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aiims career posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aiims career:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram