05/09/2024
Teacher's Day:-
আজ ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। ড: সর্বপল্লি রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মদিন উপলক্ষে আজকের এই দিনটি আমরা পালন করি।
তবে, একটা কথা এই যে, -
একজন প্রকৃত শিক্ষক হওয়া সহজ নয়। একজন শিক্ষকের এই সমাজে একটি বিশাল বড়ো ভূমিকা রয়েছে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা ছাত্র- ছাত্রীদের মুখস্ত করানো বা বোঝানো ও পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উপযুক্ত করে দেওয়াটাই একজন শিক্ষকের প্রধান কাজ নয়। ওই পুঁথিগত বিদ্যাকেই নিজের জীবনে ব্যবহার করে ও মেনে চলে, ছাত্র-ছাত্রীদেরকেও সেই পথে এগিয়ে নিয়ে যাওয়াটাই একজন শিক্ষকের প্রধান কাজ। যেমন- নিজে রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করে বিদ্যালয়ে এসে ছাত্র-ছাত্রীদের ধূমপানের ক্ষতিকর প্রভাব পড়ানো, মোটেও একজন শিক্ষক মানসিকতার পরিচয় নয়। এমন উদাহরণ অনেকই আছে, এই কারনগুলির জন্যই হয়তো আজকে আমাদের সামাজিক মূল্যবোধ তৈরী হচ্ছে না। সমাজ গড়ার কারিগর এই শিক্ষক ( প্রকৃত) তাই আজ বিলুপ্তির পথে।
----------- ঠিক যেমন একজন শিক্ষক হওয়া সহজ নয় তেমনই একজন শিক্ষার্থী হওয়াটাও সহজ নয়। আজকে আমাদের ছাত্র-ছাত্রীসুলভ মানসিকতার খুবই অভাব। শুধুমাত্র নম্বরের জন্য ছুটে প্রকৃত শিক্ষা ও শিক্ষকের চিন্তাভাবনা এবং ব্যক্তিত্ব অনুসরণের থেকে অনেক দূরে সরে এসেছি আমরা। তাই আজকে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কে ঘুন ধরেছে, সম্পর্ক ভালো নেই। আজকের এই দিনটি শুধুমাত্র শিক্ষকদের জন্য নয়, সাথে ছাত্র-ছাত্রীদেরও। ভালো থাকুক সমস্ত শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যেকার এই ভালোবাসার সম্পর্ক।
-------- শেষে অনেক অনেক ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা আমার সমস্ত শিক্ষক- শিক্ষিকাদের, যাঁদের দেখানো পথে আজকে আমি বড়ো হয়েছি।.. . . "Happy Teacher's Day "😊
------ 🖊️অমিত মন্ডল