04/10/2023
আমার কলেজে মহাকাশ বিজ্ঞান নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল (০৩.১০.২৩) । আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ছিলেন ডঃ দেবীপ্রসাদ দুয়ারি। সঙ্গীত বিভাগের ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন "আকাশ ভরা সূর্য তারা"। স্বাগত ভাষণ দিলেন অধ্যক্ষ ডঃ সীমা ব্যানার্জী। ডঃ দুয়ারি সম্পর্কে পরিচয় প্রদান করলেন ডঃ অনুপ বিশ্বাস। অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ দিলেন ডঃ সঞ্চিতা চক্রবর্তী। ডঃ দুয়ারির অসাধারণ উপস্থাপনা আমরা সবাই মোহিত হয়ে শুনেছি। আমার এই নিয়ে তিনবার ডঃ দুয়ারির বক্তব্য শোনার সৌভাগ্য হল। একটা কথা না লিখে পারছি না, এই সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলাম আমি। আমার সঞ্চালনাকে তার মতো ব্যক্তিত্ব যে ভাবে প্রশংসা করলেন সেটি আমার পরম প্রাপ্তি। তিনি চলে যাবার সময় আমরা তার গাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম। সৌজন্য বিনিময় হল, নমস্কার বিনিময় হল। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন,"খুব ভালো সঞ্চালক।" এটা আমি আর বিনিময় করতে পারলাম না। আপনার কথা, আপনার ব্যবহার মনে থাকবে, কখনো ভুলবোনা স্যার।