12/06/2017
কমলগঞ্জে তিলকপুর সার্বজনীন পুজামন্দির ও মন্ডপ এবং তিলকপুর ললিতমোহন-ধনবতী মহাশ্মশানঘাট এর ভিত্তিপ্রস্তর স্থাপন
শাহীন আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার)
কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ভারত সরকারের অর্থায়নে ২ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ১১ জুন রবিবার বেলা ১২ টায় তিলকপুর সার্বজনীন পুজামন্দির ও মন্ডপ এর এবং ভারত সরকারের ৮৭ লাখ টাকা ব্যয়ে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা তিলকপুর ললিতমোহন-ধনবতী মহাশ্মশানঘাট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এম.পি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এম.পি, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক। এর আগে তিলকপুর গ্রামে পৌঁছলে প্রধান বিচারপতি, শিক্ষামন্ত্রী, ভারতীয় হাই কমিশনারসহ অন্যান্য অতিথিবৃন্দকে রাস্তার দু’ধারে দাড়িয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী ও মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। বেলা সাড়ে ৩ টায় কমলগঞ্জের মাধবপুর এলাকায় বিচারপতির নামে প্রতিষ্ঠিত বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। সেখানে উপজেলা পরিষদ এর অর্থায়নে ৮০ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরন করা হয়।