27/12/2025
যোগা ক্লাস করতে গিয়ে আমার এই মহিলাদের মাঝে মাঝেই বকাবকি করি। কেন দেরি ,কেন কামাই হচ্ছে, এটা ওটা সেটা নিয়ে। সেসব মনে রেখেই আমার কোথাও যেন মনে হয়েছে আজ বছর শেষে সেই মহিলাদের বিশেষভাবে সম্মান জানানো আমার উচিত । ঘর ,সংসার ,চাকরিজীবন সবকিছু সামলেও নিজেকে ভালবাসতে শিখেছে ,অলসতাই গা না ভাসিয়ে সময় বের করে মন ও স্বাস্থ্যের জন্য যোগ চর্চায় সময় দিয়েছি। এনারা প্রত্যেকেই চাকরিজীবি এবং ছেলে মেয়ের মা।
এদের মধ্যে কয়েকজন SIR এর কাজে কিছুদিন ক্লাস অনিয়মিত করলেও চেষ্টা করে যোগা ক্লাসে আসার। তো আমি বিশেষভাবে তোমাদেরকে সম্মানের সহিত ভালোবাসা ও শুভেচ্ছা জানাই তোমাদের এই প্রতিদিনের জার্নিকে💪 এছাড়া সব কাজের মধ্যেও সঠিক এবং উপযুক্ত জায়গা হিসেবে Yogaloy যোগালয় কে পছন্দ করার জন্য আরো একবার ধন্যবাদ জানাই 🌹 একজন মা সুস্থ থাকলে পুরো পরিবার এর সাথে সাথে পুরো সমাজ সুস্থ থাকে একথা প্রত্যেক মহিলা ও পুরুষের মনে রাখা উচিত।
#প্রগতিশীল সমাজ তখনই তৈরি হয়, যখন আমরা একে অন্যের শত্রু নয়, পাশে থেকে সহযোগিতা করে এগিয়ে যায়।
ভালোবাসা ,সম্মান যোগালয়ের সকল( বাচ্চা থেকে বড়) সদস্যদের💯♥️♥️