Raja Medical Hall, Baraigram

Raja Medical Hall, Baraigram Specialist Doctors and all kinds of Medicine available here.

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Musa, Mokbul Chy Nlbr
27/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Musa, Mokbul Chy Nlbr

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Musa, Mokbul Chy Nlbr
25/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Musa, Mokbul Chy Nlbr

21/09/2025
আজ বিকাল তিনটায়
18/09/2025

আজ বিকাল তিনটায়

আজ ৩ টায় ।
05/09/2025

আজ ৩ টায় ।

Big shout out to my newest top fans! 💎 Ripon Das, Noim UddinDrop a comment to welcome them to our community,
04/09/2025

Big shout out to my newest top fans! 💎 Ripon Das, Noim Uddin

Drop a comment to welcome them to our community,

এআইজি হাসপাতাল, হায়দ্রাবাদ ভ্রমণ নির্দেশিকা (দ্বিতীয় পর্ব)(বরাক উপত্যকা, আসাম ও ত্রিপুরার মানুষের জন্য)প্রথম পর্বে আমি...
30/08/2025

এআইজি হাসপাতাল, হায়দ্রাবাদ ভ্রমণ নির্দেশিকা (দ্বিতীয় পর্ব)
(বরাক উপত্যকা, আসাম ও ত্রিপুরার মানুষের জন্য)

প্রথম পর্বে আমি প্রস্তুতি থেকে শুরু করে হায়দ্রাবাদ পৌঁছানো পর্যন্ত বিস্তারিত লিখেছি। আশা করি সেটা পড়েছেন। যদি না পড়ে থাকেন, চিন্তার কিছু নেই—নিচে কমেন্টে দেওয়া লিংকে গিয়ে প্রথম পর্ব পড়ে নিতে পারবেন।
আজকের এই দ্বিতীয় পর্বে আলোচনা করব—হাসপাতালে পৌঁছে ধাপে ধাপে কীভাবে এগোতে হবে।
ধাপে ধাপে করণীয়
১| Registration (রেজিস্ট্রেশন)
হাসপাতালে ঢোকার পরই প্রথম ধাপ হলো রেজিস্ট্রেশন।
ভিড় এড়াতে সম্ভব হলে সকাল সকাল যাওয়া ভালো।
সাধারণত গ্রাউন্ড ফ্লোরেই রেজিস্ট্রেশন হয়।
লাগবে রোগীর আধার কার্ড বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র।
নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি লিখে ₹100 ফি জমা দিলেই রেজিস্ট্রেশন সম্পন্ন।
রোগীর নামে একটি Hospital ID Card/ফাইল তৈরি হয়। এটি ভবিষ্যতে টেস্ট, অ্যাপয়েন্টমেন্ট বা ভর্তি—সব কিছুর জন্য প্রয়োজন।
এই আইডি দিয়েই অনলাইনে রিপোর্টও দেখা যায়।
প্রাথমিক তথ্য সংগ্রহ:
রেজিস্ট্রেশনের পর নার্স/স্টাফ কিছু প্রশ্ন করেন—
কী সমস্যা, কতদিন ধরে
পূর্বে কোনো অপারেশন হয়েছে কিনা, আগের চিকিৎসার ইতিহাস
ওজন ও ব্লাড প্রেশার এসব তথ্য লিখে রোগীকে একটি ফর্ম ও ফাইল দেওয়া হয়। সেটি নির্দিষ্ট ক্লাস্টারে জমা দিয়ে ডাক্তার ডাক দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।
২| Doctor Appointment (ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট)
রেজিস্ট্রেশনের সময় জিজ্ঞেস করা হয় কোন ডাক্তার দেখাতে চান।
যদি আগে থেকে ডাক্তার ঠিক করা থাকে তবে সরাসরি বিলিং হয়।
না থাকলে, রোগীর সমস্যার ধরন অনুযায়ী হাসপাতাল নিজেই ডাক্তার সাজেস্ট করে।
হাসপাতাল বিশাল, তাই আলাদা আলাদা ক্লাস্টার (Cluster A, B ইত্যাদি) রয়েছে।
রশিদে স্পষ্ট লেখা থাকে কোন ফ্লোর ও কোন ক্লাস্টারে যেতে হবে।
প্রতিটি ক্লাস্টারের ভেতরে ওয়েটিং এরিয়া আছে।
অনেক সময় প্রথমে জুনিয়র ডাক্তার দেখে টেস্ট দেন, রিপোর্ট আসার পর মূল ডাক্তার পরামর্শ দেন।
৩| Diagnostic Tests (টেস্ট)
ডাক্তার টেস্ট দিলে আগে বিলিং কাউন্টারে টাকা জমা দিতে হয়।
টেস্টের ধরন অনুযায়ী আলাদা ফ্লোর বা বিল্ডিংয়ে যেতে হতে পারে।
সাধারণ টেস্ট: রক্ত পরীক্ষা, এক্স-রে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই, এন্ডোস্কপি, কোলনোস্কপি ইত্যাদি।
রিপোর্ট অনলাইনে ও প্রিন্ট—দুটোই পাওয়া যায়।
বেশিরভাগ ক্ষেত্রে পরের দিন বা দুই -তিন পর ডাক্তারকে রিপোর্ট দেখাতে হয়।
৪| Billing & Payment (বিলিং ও পেমেন্ট)
প্রতিটি ধাপেই আলাদা বিলিং—ডাক্তার ফি, টেস্ট ফি, ওষুধ, ভর্তি ইত্যাদি।
রশিদে স্পষ্ট লেখা থাকে পরবর্তী গন্তব্য।
হাসপাতালের পুরো সিস্টেম ডিজিটাল, তাই ভুল হওয়ার সুযোগ খুব কম।
পেমেন্টের জন্য ক্যাশ/কার্ড/অনলাইন—সব ব্যবস্থা আছে।
৫| Pharmacy (ফার্মেসি)
হাসপাতালের ভেতরেই বড় ফার্মেসি আছে।
প্রেসক্রিপশন জমা দিলেই সঙ্গে সঙ্গেই ওষুধ পাওয়া যায়। তবে বাইরে থেকে কিনলে সাধারণত ২০% পর্যন্ত ডিসকাউন্ট মেলে।
তাই, সাধারণ ও সহজলভ্য ওষুধ বাইরে থেকে কেনা সাশ্রয়ী। কিন্তু জরুরি বা কমন না এমন ওষুধ হাসপাতালের ফার্মেসি থেকেই নেওয়া ভালো।
৬| Admission (ভর্তি হওয়া)
ডাক্তার ভর্তি হতে বললে রেজিস্ট্রেশন ফাইল নিয়ে অ্যাডমিশন কাউন্টারে যেতে হয়।
কক্ষের ধরন (জেনারেল, শেয়ার্ড, প্রাইভেট, ডিলাক্স) অনুযায়ী অগ্রিম টাকা জমা দিতে হয়।
ভর্তি হলে খাবার, নার্সিং, চিকিৎসা—সবই হাসপাতাল সরবরাহ করে।
প্রতিটি কক্ষই পরিষ্কার-পরিচ্ছন্ন ও আধুনিক।
তবে সাধারণত ডাক্তাররা রোগীকে আউটডোর চিকিৎসাতেই রাখেন, ভর্তি করার প্রয়োজনীয়তা না থাকলে।
সবশেষে একটা কথা—যদি কয়েকজন ভালো ডাক্তার সম্বন্ধে জানতে চান, তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু নাম সাজেস্ট করব—যা আপনার অনেক কাজে আসবে।

আপনাদের সুবিধার্থে কিছু টেস্ট এর খরচ লিখে দিলাম:
নতুন এআইজি ক্ষেত্রে:
সনোগ্রাপী : ১২০০ টাকা
এন্ডোস্কোপি: ২৮০০ টাকা
কোলোনস্কোপি : ৩৫০০ টাকা
সিটি স্ক্যান/ MRI : ৯০০০-১২০০০ টাকা
অবশ্য মনে রাখবেন, পুরোনো এআইজি শাখায় অনেক কম টাকায় এই টেস্ট করা যায়।(কলমে তাজ উদ্দিন)




Shout out to my newest followers! Excited to have you onboard! Ali Hussain, Abdulhasib Choudhury, Aftab Uddin, Moulana S...
27/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Ali Hussain, Abdulhasib Choudhury, Aftab Uddin, Moulana Soyeed Mahmud Ahmed

এআইজি হাসপাতাল, হায়দ্রাবাদ ভ্রমণ নির্দেশিকা(বরাক উপত্যকা, আসাম ও ত্রিপুরার মানুষের জন্য)আমাদের এই অঞ্চলের বহু মানুষ উন্...
26/08/2025

এআইজি হাসপাতাল, হায়দ্রাবাদ ভ্রমণ নির্দেশিকা

(বরাক উপত্যকা, আসাম ও ত্রিপুরার মানুষের জন্য)

আমাদের এই অঞ্চলের বহু মানুষ উন্নত চিকিৎসার আশায় এআইজি অর্থাৎ Asian Institute of Gastroenterology (AIG) Hospitals-এ যেতে ইচ্ছুক। সেই উদ্দেশ্যেই আমি এই লেখাটি লিখছি—যাতে আসাম, ত্রিপুরা এবং বিশেষ করে আমার বরাক উপত্যকার মানুষজন একটু দিকনির্দেশনা পান।

AIG Hospitals হচ্ছে ভারতের অন্যতম আধুনিক ও বহুমুখী সুপার-স্পেশালিটি হাসপাতাল। বিশেষ করে গ্যাস্ট্রোএন্টারোলজি, ক্যান্সার, হার্ট, লিভার, কিডনি ও উন্নত সার্জারি-র জন্য এই হাসপাতাল আন্তর্জাতিক মানে খ্যাত। দেশের নানা প্রান্ত থেকে যেমন, তেমনি দেশের বাইরের বহু রোগীও এখানে চিকিৎসার জন্য আসেন।

এই হাসপাতালটি অবস্থিত ভারতের মুক্তা শহর—হায়দ্রাবাদে। তবে একটা বিষয় মনে রাখা জরুরি—হায়দ্রাবাদ শহরে AIG Hospitals-এর দুটি শাখা রয়েছে। একটি পুরোনো ভবনে, আরেকটি নতুন, বহুতল বিশিষ্ট আধুনিক অবকাঠামোতে। দুটি শাখার মধ্যে দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

দুটি শাখার ঠিকানা

১. AIG Hospitals – Gachibowli (নতুন ভবন)

Plot No. 2/3/4/5, Survey No. 136,
Mindspace Road, Gachibowli,
Hyderabad, Telangana – 500032
📞 ফোন: +91 40 4244 4222

২. Asian Institute of Gastroenterology – Somajiguda (পুরোনো ভবন)

6-3-661, Somajiguda,
Opp. Erramanjil Bus Stop,
Hyderabad, Telangana – 500082
📞 ফোন: +91 40 2337 8888
যাত্রার প্রস্তুতি

১| প্রথমেই যারা আগে গেছেন বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে খরচের হিসাব জেনে নিন। এতে হায়দ্রাবাদে গিয়ে আর্থিক সমস্যায় পড়তে হবে না।

২| অন্তত এক মাস আগে থেকেই পরিকল্পনা শুরু করুন, যাতে যাতায়াত, থাকার জায়গা ও অন্যান্য প্রস্তুতিতে কোনো ঝামেলা না হয়।

৩| সব মেডিকেল রিপোর্ট, প্রেসক্রিপশন ও পরিচয়পত্র সঙ্গে রাখুন। ডাক্তাররা পুরোনো রিপোর্টও গুরুত্বের সঙ্গে দেখেন।

৪| যেহেতু যাত্রা দীর্ঘ, তাই রোগীর সঙ্গে একজন আত্মীয় থাকা আবশ্যক। বিশেষ করে এন্ডোস্কোপির সময় উপস্থিত একজন অ্যাটেনডেন্ট জরুরি।

৫| কোন শাখায় (পুরোনো AIG না নতুন AIG) যাবেন তা আগে থেকেই ঠিক করুন। মনে রাখবেন—

নতুন ভবনে চিকিৎসা কিছুটা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

পুরোনো AIG-তে চাইলে রান্না করে খাওয়ার সুযোগ আছে (যদি সদস্য সংখ্যা বেশি হয়)।

নতুন ভবনের আশেপাশে প্রচুর বাঙালি খাবারের হোটেল আছে, তাই বাইরে খাওয়াই সুবিধাজনক।

ভ্রমণ:
বিমান পথে

কুম্ভিরগ্রাম বিমানবন্দর (বরাক উপত্যকা) → হায়দ্রাবাদ: সাধারণত কলকাতা বা গুয়াহাটি হয়ে কানেক্টিং ফ্লাইট পাওয়া যায়।

আগরতলা বিমানবন্দর (ত্রিপুরা) → হায়দ্রাবাদ: মাঝে মাঝে সরাসরি ফ্লাইট পাওয়া যায়, নতুবা কলকাতা হয়ে যেতে হয়।

হায়দ্রাবাদ পৌঁছে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Shamshabad) থেকে ওলা/উবার/ট্যাক্সিতে সরাসরি হাসপাতালে যেতে পারবেন।

রেল পথে

শিলচর/করিমগঞ্জ/বদরপুর থেকে প্রথমে গুয়াহাটি যান।

গুয়াহাটি থেকে Guwahati–Secunderabad Express সহ হায়দ্রাবাদগামী ট্রেনে যাত্রা করা যায়।

ত্রিপুরা থেকেও আগরতলা–গুয়াহাটি হয়ে একই পথে যাত্রা সম্ভব।

এছাড়াও আগরতলা থেকে সিকন্দরাবাদ পর্যন্ত সরাসরি একটি ট্রেন রয়েছে।

হায়দ্রাবাদ পৌঁছে সেকেন্দ্রাবাদ বা নামপল্লী রেলস্টেশন থেকে ট্যাক্সি/অটো নিয়ে হাসপাতালে যেতে পারেন। চাইলে মেট্রোতেও (ইরাম মঞ্জিল/হাইটেক সিটি) নামা যায়।

সতর্কতা:

বুকিং ছাড়া কোনো গাড়িতে উঠবেন না, আর উঠলেও ভাড়া আগে থেকে ঠিক করে নেবেন।
Google Map এবং Car Booking App ব্যবহার করবেন।

যদি কোনো ড্রাইভার হোটেল বুকিং করে দেওয়ার প্রস্তাব দেয়, বিনয়ের সঙ্গে না করবেন।

শুধু বলবেন, আমাকে “বাবু খাঁন লেন” (নতুন ভবনের জন্য) অথবা “নিমস হাসপাতাল/পাঞ্জাগুট্টা” (পুরোনো ভবনের জন্য) নামিয়ে দিতে।

হোটেল নিজেই সহজে খুঁজে নিতে পারবেন।

এরপর

হাসপাতালে পৌঁছে রেজিস্ট্রেশন, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আমি দ্বিতীয় পর্বে লিখব।(কলমে তাজ উদ্দিন)

Address

Main Road Baraigram
Karimganj
788723

Telephone

+919101765671

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raja Medical Hall, Baraigram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raja Medical Hall, Baraigram:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram