
10/08/2025
আলহামদুলিল্লাহ — একটি স্বপ্নের বাস্তবায়ন 🤲
অনেকদিনের জল্পনা-কল্পনা ও দীর্ঘ পরিশ্রমের পর, অবশেষে আজ ১০/৮/২০২৫ ইংরেজি তারিখে আমাদের লোওয়াইরপোয়া ব্লকের সম্মানিত ইমাম সাহেবদের মাঝে আইডেন্টিটি কার্ড বিতরণ করা হয়েছে।
যদিও এই উদ্যোগটি সম্পূর্ণ করতে আমাদের কিছুটা সময় লেগেছে, তবুও আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি।
আইডেন্টিটি কার্ডের গুরুত্ব:
একজন ইমাম সাহেবের পরিচয় ও দায়িত্বকে অফিসিয়ালি প্রমাণ করে এই কার্ড। এটি শুধু পরিচয়ের মাধ্যম নয়, বরং সংগঠনের ঐক্য, মর্যাদা ও দায়িত্ববোধের প্রতীক।
তবে দুঃখজনক বিষয় হচ্ছে — এখনো কিছু ইমাম সাহেব আছেন যারা অবহেলার কারণে কার্ড বানাতে প্রস্তুত হননি। আমরা অল্প ফি নিয়ে এই কার্ড তৈরি করে দিচ্ছি, তাই অনুরোধ রইল, আপনারাও দ্রুত উদ্যোগ নিন, যেন আমাদের ব্লকের প্রত্যেক ইমাম সাহেবের হাতে এই মর্যাদাপূর্ণ পরিচয়পত্র থাকে।
আজকের কার্ড বিতরণ শেষে আমরা একটি স্মৃতিমূলক ছবি তুলেছি, যা আপনাদের সাথে শেয়ার করলাম।
আসুন, সবাই মিলে একটি সক্রিয়, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ব্লক গড়ে তুলি ইনশাআল্লাহ।
🤲 আল্লাহ আমাদের সকলের দাওয়াতি ও সাংগঠনিক কাজ কবুল করুন।
— #লোওয়াইরপোয়া_ব্লক_ইমাম_কমিটি