13/10/2024
স্বাস্থ্যের জন্য রসুনের উপকারিতা – Health Benefits of Garlic in Bengali
স্বাস্থ্যের ক্ষেত্রে রসুন এর উপকারিতা প্রচুর। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
১. ওজন কমাতে সাহায্য করে ।
2. রক্তচাপ নিয়ন্ত্রণ
সাহায্য করে।
৩. Garlic ডায়বেটিস কম করে ।
৪. সর্দি কাশি কমাতে সাহায্য করে। ৫. কোলেস্টরল কম করতে সাহায্য করে।
6. Garliic হার্টের সমস্যা সমাধানে সাহায্য করে।
7.আর্থারাইটিসের জন্য গার্লিক খুব উপকারী।
8.রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
9.লিভারে প্রচুর পরিমানে ফ্যাট জমে গেলে তা অত্যন্ত ক্ষতিকারক হয়ে ওঠে। গার্লিক লিভার এর ফ্যাট কমাতে সাহায্য করে।
10.ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে।
11.কিডনির ইনফেকশন কে দূর করতে সাহায্য করে।
12. এছাড়া গার্লিক হাড়ের ক্ষয় রোধ করে।
13. গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে।
14. জ্বর, সর্দি, কাশি,বুকের কফ পরিষ্কার করতে সাহায্য করে।
15. গলা ব্যাথা, গলা ফুলে যাওয়া কমাতে সাহায্য করে।
16. যাদের শ্বাস কষ্ট হয় তাদের জন্য গার্লিক খুব উপকারী।এটি শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে।
17.এটি কানে ব্যাথা,ফ্যাঙ্গাস জনিত রোগ, চুলকানি ইত্যাদি ইনফেকশন সাড়িয়ে তুলতে সাহায্য করে।
২০. দাঁতে ব্যথার সমস্যা দূর করে
কিভাবে ও কেন সাহায্য করে?
রসুনে থাকা এন্টিমাইক্রোবিয়াল উপাদান দাঁতের নানারকমের সমস্যা দূর করে যা প্যাথোজেন বা পেরিডন্টিলিসের জন্যে দায়ী 18. দাঁতে ব্যাথা বা দাঁতের বিভিন্ন সমস্যার জন্যে বিশেষভাবে উপকারী ।
19.গারলিকে থাকা এন্টিঅক্সিডেন্ট, ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে।
20.একজিমা, এলার্জি, চুলকানি,দাঁদ, নানারকমের জ্বলন, ফোস্কা,বার্ধ্যকের ছাপ, মানসিক চাপ, স্ট্রেচ মার্ক কমাতে সাহায্য করে।
21.চুল পড়া কমাতে ও খুসকি দূর করতে সাহায্য করে।
🙏 Thank You 🙏
যেকোন রকম তথ্যের জন্য আমাদের কল অথবা WhatsApp করতে পারেন ।
Call or WhatsApp - 7047512230/8597985108..
Namaste!
You can now order online from Dokan using this link: mydukaan.io/dokan399
Contact us on biswajitdas8597985108@gmail.com if you need any help with ordering online.
Thank you.