10/07/2025
🛑 এই লক্ষণগুলো অবহেলা করবেন না! 🛑
আপনার বা পরিবারের কারও যদি নিচের লক্ষণগুলোর এক বা একাধিক থাকে, অবিলম্বে ক্যানসার বিশেষজ্ঞের পরামর্শ নিন:
🔴 মুখে বা শরীরের অন্য কোথাও ঘা বা ক্ষত যা দীর্ঘদিনেও সারছে না
🔴 গলার ভেতরে বা শরীরে কোনো শক্ত গাঁট বা ফোলা
🔴 দীর্ঘদিন ধরে কাশি এবং কাশির সাথে রক্ত পড়া, অথবা বমির সাথে বা প্রস্রাব, পায়খানার সাথে দীর্ঘদিন ধরে রক্ত পড়া,
🔴 খাওয়া-দাওয়ায় অরুচি বা গলায় খাবার আটকে যাওয়া
🔴 আকস্মিক ওজন কমে যাওয়া বা অতিরিক্ত দুর্বলতা
🔴 পায়খানা বা প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন
🔴 দীর্ঘমেয়াদি জ্বর বা রক্তশূন্যতা
🔴 মহিলাদের দীর্ঘদিন ধরে অনিয়মিত বা অস্বাভাবিক রক্তস্রাব।
🔴 স্তনগ্রন্থিতে কোনো অস্বাভাবিক ফোলা।
➡️ এসব লক্ষণ মানেই সবসময় ক্যানসার নয়, কিন্তু অবহেলা করলে দেরি হয়ে যেতে পারে।
🟢 সময়মতো পরীক্ষা ও সঠিক চিকিৎসা থাকলে ক্যানসার চিকিৎসাযোগ্য।
👩⚕️ ডাঃ শুভ্রা মণ্ডল,
কনসালট্যান্ট অনকোলজিস্ট (ক্যানসার বিশেষজ্ঞ)
MBBS, MD (Radiotherapy)
ক্যানসার নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে আধুনিক, বিজ্ঞানসম্মত পদ্ধতির বিশ্বস্ত ঠিকানা
ডাঃ শুভ্রা মণ্ডল তাঁর অনকোলজি চেম্বার চালু করেছেন, যেখানে আধুনিক ক্যানসার নির্ণয়, রোগী মূল্যায়ন এবং চিকিত্সা পরামর্শ প্রদান করা হয়।
তিনি বিশেষভাবে জোর দিচ্ছেন:
🔬 নতুন করে ক্যানসার শনাক্তকরণ,
💡 আশঙ্কাজনক উপসর্গের দ্রুত মূল্যায়ন ও গাইডেন্স,
🧠 রোগী ও পরিবারের জন্য সচেতনতা তৈরি,
💊 যাঁরা ক্যানসার নির্ণীত রোগী—তাঁদের জন্য সমন্বিত চিকিৎসা পরিকল্পনা।
🎗️ চিকিৎসার ক্ষেত্রসমূহ:
✅ নারী সংক্রান্ত ক্যানসার:
স্তন ক্যানসার,
জরায়ুমুখ ও জরায়ু ক্যানসার,
ডিম্বাশয়ের ক্যানসার।
✅ পুরুষ সংক্রান্ত ক্যানসার:
প্রোস্টেট ক্যানসার,
অণ্ডকোষের ক্যানসার।
✅ সাধারণ ক্যানসারসমূহ:
মুখ ও গলার ক্যানসার,
ফুসফুস ক্যানসার,
খাদ্যনালী, পাকস্থলী ও যকৃতের ক্যানসার,
কোলন ও রেকটাল ক্যানসার,
লিম্ফোমা,
ব্রেন টিউমার।
🏥 ডায়াগনোসিস হয়ে গেলে কী ধরনের চিকিৎসা পাওয়া যায়:
✔️ আধুনিক রেডিয়েশন থেরাপি (IMRT, IGRT, 3D-CRT)
✔️ কেমোথেরাপি পরিকল্পনা ও পরামর্শ
✔️ প্যালিয়েটিভ কেয়ার (ব্যথা ও কষ্ট কমানো)
✔️ পোস্ট-অপারেটিভ রেডিওথেরাপি
✔️ দীর্ঘমেয়াদি ফলোআপ ও রোগ নিয়ন্ত্রণ
🧡 বিশেষ সেবা:
রোগী ও পরিবারের কাউন্সেলিং।
ক্যানসার স্ক্রিনিং পরামর্শ (যাঁদের পারিবারিক ঝুঁকি আছে)।
📌 চেম্বার
📍 ঠিকানা: দুর্গা মেডিক্যাল, কাটোয়া।
📞 ফোন নম্বর: 8170057003/01
🕐 সময়: by prior appointment. প্রতি বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার
🟢 “ক্যানসার মানেই শেষ নয় – সচেতনতা, দ্রুত ধরা পড়া আর সঠিক চিকিৎসাই আপনার আশার আলো।”
ডাঃ শুভ্রা মণ্ডল – আপনার ক্যানসার চিকিৎসার নির্ভরযোগ্য সঙ্গী।