16/12/2024
স্নিগ্ধ সিক্ত বসনে সদ্যস্নাতা
অপরূপ রূপসাজে সজ্জিতা
যেতেছ পুস্পসাজি লয়ে
চয়নে কুসুম রাশি। নুয়ে পড়ে
প্রস্ফুটিত পুস্পসকল
আহ্বান জানায় তব স্পর্শ সুকোমল।
এক হস্তে সাজি আর অপর হস্তের
শুভ্র অঙ্গুলি দুটি।টানিয়া তুলিছে
তাদের অপলক নয়নে। সোহাগের পরে
স্মিতহাস্যে সবে এনে পুস্পসাজি ভরে
ধীরপদে আসি পুস্প দেবতা সম্মুখে
ভক্তি ভরে পুস্পচন্দন অর্পিছ তাঁকে
সুখের কামনায়। পূজা শেষে
ঠেকাইয়া কপোলখানি লুটাইয়া কেশে
অঞ্চলে জড়ায়ে বস্ত্র আনি গলদেশে
প্রণতি জানাইয়া শেষে এসে মোর পাশে
আশীর্বাদ মাগিছ। জড়ায়ে ধরিয়া
মোর অধর তব অধরে রাখিয়া
চুম্বনে জানিয়ে দিন মোর আশীর্বাদ।
পূর্ণ হোক মোদের যত কিছু সাধ,
আশা জাগে বুকে। যবে বাস্তবে
মোর কল্পনার কবিতা কথা কইবে
স্বর্গ সুখে সুখী হবে মোদের প্রণয়
আত্মার মিলনে অনন্তকালের পরিচয়
এক হয়ে লীন হবে শেষে।