20/06/2020
জীবন সত্যের উন্মোচন -- পর্ব ১
এই পোস্ট কোনো গল্প নয় , আমাদের মানুষ জীবনের সত্যের উন্মোচন । এতে আমি যাকিছু বলছি সেটা আমার বহুদিনের স্টাডি , বহু ভারতীয় গুরুদের জ্ঞান আর আমার নিজস্ব উপলব্ধি । আমি এর দ্বারা জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তরকে তুলে ধরতে চেয়েছি । যদি আমি এতে কারো কোনো মানসিক ধার্মিক বা ব্যেবহারিক জীবনে ব্যাঘাত ঘটাই তাতে আমি দুঃখিত , আমার সেটার কোনো উদ্দ্যেশ্য নয় । সত্য কথা বলা আর সত্যের পথে চলাই আমার মূল উদ্দ্যেশ্য ।
মানুষ কি সত্যি বুদ্ধিমান প্রাণী ?
হ্যাঁ আপাতঃ দৃষ্টি তে দেখলে সেটাই মনেহয় মানুষ আজ এতো উন্নতি করেছে নিজের মতো করে জীবনকে অতিবাহিতঃ করছে , সব পশুদের নিজেদের বসে করে নিয়েছে এমনকি একটু হলেও প্রকৃতিকেও । কিন্ত দুঃখটা এখানেই , মানুষ এতো কিছু করা সত্ত্বেও নিজেকে সুখী করতে পারলো না । আজও সুখ খোঁজে কিন্তু খুঁজে পায়না । আর এই ব্রমান্ডে যদি সবথেকে বড়ো কিছু থেকে থাকে তা হলো সুখী মন । একটা সুখী মন এ পারে প্রতিটা মানুষ আর প্রাণীজগৎ কে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে । যদিও বা আমার কথায় কেউবা অসম্মতি দেবে , বলবে আমার কাছে সব আছে আমি পরিপূর্ণ সুখী । কিন্ত আমি তাদের যদি বলি তবে পারবে এই জীবন লুটিয়ে সবার সেবা করতে ? পারবে সব কিছু ছেড়ে শ্রীচৈতণ্য হতে ? পারবে তোমার যারা ক্ষতি করেছে তাদের ভালো বাসতে ? তার উত্তর হয়তো হবে না । আর এটাই স্বাভাবিক । কারণ আমরা বুদ্ধিমানের কাজ করছি না । হ্যাঁ কিছু মানুষ আছেন বা ছিলেন যারা সত্যি মানুষের বুদ্ধিমানতার দ্বারা নিজেকে মুক্ত করেছেন এই চাওয়া পাওয়ার জগৎ থেকে । আর নিজেকে করেছেন পরম সুখি । হ্যাঁ আমরা সবাই পারি সেই পরম সুখের সন্ধান যদি আমরা আমাদের সঠিক বুদ্ধির প্রয়োগ করি ।
আমরা দ্বিতীয় পর্বে জানবো মানুষের ভুল কর্মের তালিকা । হ্যাঁ সেটা তোমরাও জানো কিন্তু আমি চাই
সেটা তোমাদের চোখে তুলে ধরতে ।...