22/12/2025
নিমেষের মধ্যে কতকিছু বদলে যায়। সবকিছু উলোটপালোট হয়ে যায়। আমার কাছে যখন এই ভদ্রলোক আসেন তখন তিনি অজ্ঞান, বীভৎস এক দুর্ঘটনায় তার এই পরিণতি হয়। মাথায় তার ভীষণ চোট লাগে। এই অবস্থায় অতি দ্রুত তাকে লোটাস হসপিটালে স্থানান্তরিত করা হয়, স্ক্যানের রিপোর্ট রীতিমতো চিন্তায় ফেলে। মাথায় ব্যাপক রক্তক্ষরণ হয়েছে এবং মাথার হাড় ভেঙে ভিতরে ঢুকে গেছে। দ্রুত অপারেশন করি। পেশেন্ট অনেকটা সুস্থ হতে থাকে কিন্তু আচমকাই আইসিইউ-এ তার ব্র্যাডিকার্ডিয়া শুরু হয় অর্থাৎ হার্ট রেট কমতে থাকে। সাধারণত হার্ট রেট যেখানে বাহাত্তর থাকে সেখানে তার হার্ট রেট কমে হয় পঁচিশ মতো। শারীরিক জটিলতা বাড়তে থাকে।
কিন্তু প্রতিবারের মতোই সমস্ত প্রতিকূলতাকে জয় করতে এগিয়ে আসে লোটাস হসপিটালের কার্ডিওলজি বিভাগের পুরো টিম। রাত্রি দুটো নাগাদ তারা রোগীর শরীরে টেম্পোরারি পেসমেকার বসান। পরবর্তী সময়ে স্থায়ীভাবে তার শরীরে পেসমেকার বসানো হয়। এত লড়াই, এত পরিশ্রম বিফলে যায়নি। এই মুহুর্তে রোগী সুস্থ হয়ে উঠেছেন সম্পূর্ণ ভাবে। প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে ফেরা হলো।
লোটাস সুপার স্পেশালিটি হসপিটাল সর্বোপরি এই হসপিটালের নিউরোসার্জারি ও কার্ডিওলজি বিভাগের সকলের সহযোগিতায় রোগী সুস্থ হয়ে ওঠেন। আপনাদের সুবিধার্থে বলে রাখা একই ছাদের তলায় সমস্ত পরিষেবা এখানে পাওয়া যায়। রোগীকে সুস্থ করে বাড়ি ফেরানোই আমাদের একমাত্র দায়িত্ব। সেই দায়িত্বে আমরা সর্বদা সজাগ ও সচেতন