20/02/2025
..."the Mother loves me and I am
the Mother's," If you base your life on that thought, everything
will soon become easy."
Sri Aurobindo
(CWSA 32:480)
আগামী ২১শে ফেব্রুয়ারি আমাদের সবার
মায়ের জন্মদিনে আমরা সবাই মিলে এক
সুন্দর অনুষ্ঠান পরিবেশন করব মায়ের
উদ্দেশ্যে।
শুরুতে দু একটি কথা দিয়ে আর সমগ্র
অনুষ্ঠান টা পরিচালনা করবেন শ্রী যুক্ত কানাই হালদার মহাশয়।
ভজন ও ভক্তিগীতি পরিবেশন
করবেন শ্রী মতি অপর্ণা মিত্র।
মায়ের সম্পর্কে দু চার কথা শোনাবেন শ্রী মতি তাপসী মুখোপাধ্যায়।
মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় ভরিয়ে তুলবেন সঙ্গীতের মাধ্যমে শ্রী মতি রমা সেনগুপ্ত,স্বর্ণময়ী শিকদার, নিবেদিতা
চট্টোপাধ্যায়, শ্রীযুক্ত শ্যামাপ্রসাদ
মুখোপাধ্যায়, শ্রী যুক্ত শ্যামল বিষ্ণু ও
আরও অনেকে।
এরপর থাকবে আমাদের
সবার প্রিয় গৌতম দার একটি সুন্দর
প্রতিবেদন যা কিনা এই বিশেষ দিনটি
করে তুলবে আমাদের কাছে এক বিশেষ
সম্পর্ক মায়ের সাথে।
সন্ধ্যা সাড়ে ছয়টার সময় আমরা আবার
আসব মায়ের কাছে এক সঙ্গীতের ডালি
নিয়ে, পরিবেশন করবেন শ্রী মতি চন্দ্রাণী
ঘোষ দস্তিদার আর সাবিত্রী পাঠ করবেন
শ্রী মতি সুচিস্মিতা সান্যাল। সন্ধ্যা ৭ টা
থেকে এক বিশেষ ধ্যান শুরু হবে এই
দিনটা কে স্মরণ করে সন্ধ্যা সাড়ে সাত টা
(৭-৩০) অব্দি।
এই দিব্য মুহূর্ত ও দিব্য সান্নিধ্য লাভ করবার জন্য আমন্ত্রণ জানাই মায়ের সকল সন্তানদের।
"The help you ask will be with
you. Let the aspiration grow
and open the inner cosciousness
together."
Sri Aurobindo
(Letters on Yoga II p 565)