Sri Aurobindo Society, Behala,South Kolkata

Sri Aurobindo Society, Behala,South Kolkata Sri Aurobindo Society was started by The Mother on 19th September 1960. Join us to contribute in the Divine's work.

At Behala Centre we come together for Collective Meditation and socio-cultural activities under the light of Sri Aurobindo and The Mother.

শ্রী অরবিন্দ সোসাইটি বেহালা কেন্দ্রে গতকাল শ্রী মতী তাপসী মুখোপাধ্যায় পরিচালিত এক যোগ ব্যায়ামের অনুষ্ঠানে সমস্ত সদস্য ...
22/06/2025

শ্রী অরবিন্দ সোসাইটি বেহালা কেন্দ্রে গতকাল শ্রী মতী তাপসী মুখোপাধ্যায় পরিচালিত এক যোগ ব্যায়ামের অনুষ্ঠানে সমস্ত সদস্য সদস্যা অংশগ্রহণ করেন। তার বিশেষ কিছু ছবি এখানে দেওয়া হল। অনুষ্ঠানের শেষে শ্রীমতি তাপসী মুখোপাধ্যায় কে সংবর্ধনা দেওয়া হয়
ও গৌতম বন্দ্যোপাধ্যায় যোগের বিষয়ে বিশেষ বক্তব্য রাখেন।

29 th March 2025Celebration day
29/03/2025

29 th March 2025
Celebration day

..."the Mother loves me and I amthe Mother's," If you base your life on that thought, everything will soon become easy."...
20/02/2025

..."the Mother loves me and I am
the Mother's," If you base your life on that thought, everything
will soon become easy."
Sri Aurobindo
(CWSA 32:480)
আগামী ২১শে ফেব্রুয়ারি আমাদের সবার
মায়ের জন্মদিনে আমরা সবাই মিলে এক
সুন্দর অনুষ্ঠান পরিবেশন করব মায়ের
উদ্দেশ্যে।
শুরুতে দু একটি কথা দিয়ে আর সমগ্র
অনুষ্ঠান টা পরিচালনা করবেন শ্রী যুক্ত কানাই হালদার মহাশয়।
ভজন ও ভক্তিগীতি পরিবেশন
করবেন শ্রী মতি অপর্ণা মিত্র।
মায়ের সম্পর্কে দু চার কথা শোনাবেন শ্রী মতি তাপসী মুখোপাধ্যায়।
মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় ভরিয়ে তুলবেন সঙ্গীতের মাধ্যমে শ্রী মতি রমা সেনগুপ্ত,স্বর্ণময়ী শিকদার, নিবেদিতা
চট্টোপাধ্যায়, শ্রীযুক্ত শ্যামাপ্রসাদ
মুখোপাধ্যায়, শ্রী যুক্ত শ্যামল বিষ্ণু ও
আরও অনেকে।
এরপর থাকবে আমাদের
সবার প্রিয় গৌতম দার একটি সুন্দর
প্রতিবেদন যা কিনা এই বিশেষ দিনটি
করে তুলবে আমাদের কাছে এক বিশেষ
সম্পর্ক মায়ের সাথে।
সন্ধ্যা সাড়ে ছয়টার সময় আমরা আবার
আসব মায়ের কাছে এক সঙ্গীতের ডালি
নিয়ে, পরিবেশন করবেন শ্রী মতি চন্দ্রাণী
ঘোষ দস্তিদার আর সাবিত্রী পাঠ করবেন
শ্রী মতি সুচিস্মিতা সান্যাল। সন্ধ্যা ৭ টা
থেকে এক বিশেষ ধ্যান শুরু হবে এই
দিনটা কে স্মরণ করে সন্ধ্যা সাড়ে সাত টা
(৭-৩০) অব্দি।
এই দিব্য মুহূর্ত ও দিব্য সান্নিধ্য লাভ করবার জন্য আমন্ত্রণ জানাই মায়ের সকল সন্তানদের।

"The help you ask will be with
you. Let the aspiration grow
and open the inner cosciousness
together."
Sri Aurobindo
(Letters on Yoga II p 565)

আজকের পাঠচক্র তে পাঠ করা হয় মায়ের ধ্যান ও প্রার্থনা 16 জানুয়ারি 1914থেকে। মা আজও আছেন বই থেকে পাঠ করা হয় "উচ্চ চেতনা...
16/02/2025

আজকের পাঠচক্র তে পাঠ করা হয় মায়ের ধ্যান ও প্রার্থনা 16 জানুয়ারি 1914
থেকে। মা আজও আছেন বই থেকে পাঠ করা হয় "উচ্চ চেতনা" থেকে। এর পর শ্রী অরবিন্দের লেখা বারীন ঘোষ কে লেখা চিঠি 31 জানুয়ারি 1923 তারিখের চিঠিটি পাঠ করা হয় এরপর"যোগ সমন্বয়" থেকে পাঠ করে আজকের পাঠচক্র শেষ হয়।
আমাদের চেতনার উত্তরণ কি ভাবে করা যায় সবশেষ আলোচনা হয় সেই বিষয় নিয়ে।
উপস্থিত মায়ের সন্তানদের আন্তরিক যোগদান ও শুভেচ্ছা আজকের পাঠচক্রটিকে একটি আলাদা অনুভুতি প্রদান করে।

আমরা যারা শ্রী অরবিন্দ ও মায়ের যোগের পথে আছি, তাদের মনে এইযোগ নিয়ে বা ব্যক্তিগত জীবনে অনেকপ্রশ্ন আছে। এই রকমই একটা প্র...
01/12/2024

আমরা যারা শ্রী অরবিন্দ ও মায়ের
যোগের পথে আছি, তাদের মনে এই
যোগ নিয়ে বা ব্যক্তিগত জীবনে অনেক
প্রশ্ন আছে। এই রকমই একটা প্রশ্ন ও উত্তরের আসর শ্রী অরবিন্দ সোসাইটি,
বেহালা শাখার উদ্যোগে বসতে চলেছে আগামী ৩রা ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা
৬ - ৩০ টায়।
আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন উড়িষ্যার নিরাকার ভাই।

এই সুন্দর একটা অনুষ্ঠান কে সাফল্যমন্ডিত করতে আপনাদের সবার সহযোগীতা একান্ত কাম্য। ভালো থাকবেন।
বিনীত
শ্রী অরবিন্দ সোসাইটি, বেহালা শাখার পক্ষে।
অতনু চট্টোপাধ্যায়।
ফোন 98313 04824

২৪সে নভেম্বর সিদ্ধি দিবস উদযাপন
25/11/2024

২৪সে নভেম্বর সিদ্ধি দিবস উদযাপন

আমাদের আজকের পাঠ চক্র তে বিভিন্ন বিষয়ে পাঠ ও আলোচনা হয়।মায়ের ধ্যান ও প্রার্থনা থেকে পাঠ করেনসুচিস্মিতা সান্যাল। Supra...
20/10/2024

আমাদের আজকের পাঠ চক্র তে
বিভিন্ন বিষয়ে পাঠ ও আলোচনা হয়।
মায়ের ধ্যান ও প্রার্থনা থেকে পাঠ করেন
সুচিস্মিতা সান্যাল। Supramental যোগ এর উপর আলোকপাত করেন, শ্যামল বিষ্ণু। একাগ্রতার উপর আলোকপাত করেন স্বপন চৌধুরী। Meditation ও Concentration এই বিষয় নিয়ে বলেন
সংযুক্তা মিশ্র। যোগ সমন্বয়ের উপর
পাঠ ও আলোচনা রাখেন মুখার্জি দা।
পাঠ চক্রের শেষে সবাই কে চা পান করান, সাগর দাস।

আজকের এই বিপর্যয়ের ও এক অস্থিরতার দিনে বেহালার বুকে এক নব জাগরণের সূচনা।শ্রী অরবিন্দ সোসাইটি, বেহালা আয়োজিত ছাত্র ছাত্...
21/09/2024

আজকের এই বিপর্যয়ের ও এক অস্থিরতার দিনে বেহালার বুকে এক নব জাগরণের সূচনা।
শ্রী অরবিন্দ সোসাইটি, বেহালা আয়োজিত ছাত্র ছাত্রী দের নিয়ে এক সচেতন মানসিক বিকাশের উপর আলোকপাত করার উদ্দেশ্যে নতুন পন্থা অবলম্বন। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে উত্তর দেওয়া ও অভিভাবক দের ও সচেতন করা তাদের সন্তানদের ঠিক পথে পরিচালনা করা, এই অনুষ্ঠানের মূল কর্মসূচির কিছু ছবি পেশ করা হলো।

বেহালার মানুষদের জন্য একটা সুখবর।বেহালার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র - ছাত্রীরা এবং অভিভাবকরা আগামী প্রজন্মের...
16/09/2024

বেহালার মানুষদের জন্য একটা সুখবর।
বেহালার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র - ছাত্রীরা এবং অভিভাবকরা আগামী
প্রজন্মের কাছে এক নতুন দিগন্ত খুলে দিলেন শ্রী অরবিন্দ ও ভারতবর্ষের স্বাধীনতা এই বিষয়ক আলোচনা সভায় যোগদান করে। আগামী ২১ সে সেপ্টেম্বর
যে প্রতিযোগিতা আয়োজন করেছেন
শ্রী অরবিন্দ সোসাইটি, বেহালা শাখা, সেখানে আজ অব্দি প্রতিযোগীদের নাম নথিভুক্ত করা হয়েছে ১০ টি স্কুল এর ৮০ টি ছাত্র ছাত্রীর নাম, আশা করা যাচ্ছে এই
সংখ্যা টি পৌঁছবে প্রায় ১২০ জনের মতন।
আগামী ২১ সেপ্টেম্বর শনিবার, সকাল ১১ থেকে বিকাল ৫ টা অব্দি চলবে এই
প্রতিযোগিতা। যারা এই বিষয়ে আগ্রহী, তাদের কাছে অনুরোধ ওই দিন তারা এই
ঐতিহাসিক দিনটি নিজের চোখে দেখে নিতে পারেন সকাল ১১টা থেকে বিকেল
৫ টার মধ্যে।
শ্রী মা বলেছিলেন
"Sri Aurobindo has brought to the world the assurance of a divine future."
আজ সেটাই ঘটতে চলেছে পৃথিবীর বুকে।
ঠিকানা
শ্রী অরবিন্দ সোসাইটি
৫৭০/১২ ডায়মন্ড হারবার রোড।
আর্কিডিয়া এক্সটেনশন।
যোগাযোগ ৯৪৩৩১৮৪৮৯৩

৯৮৩০৭০৮৮৮৯

15/08/2024

দেশমাতৃকা কে স্মরন করে আজকের নিবেদন

আজ স্বাধীনতা দিবস ও শ্রী অরবিন্দের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের কিছু ছবি শ্রী অরবিন্দ সোসাইটি বেহালার পক্ষ থেকে
15/08/2024

আজ স্বাধীনতা দিবস ও শ্রী অরবিন্দের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের কিছু ছবি
শ্রী অরবিন্দ সোসাইটি বেহালার পক্ষ থেকে

Address

Kolkata
700034

Opening Hours

Monday 7am - 9pm
Tuesday 7am - 9pm
Wednesday 7am - 9pm
Thursday 7am - 9pm
Friday 7am - 9pm
Saturday 7am - 9pm
Sunday 7am - 9pm

Telephone

+919831304824

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Aurobindo Society, Behala,South Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Aurobindo Society, Behala,South Kolkata:

Share