04/10/2025
শুভ বিজয়া! ✨
পুজোর খাওয়াদাওয়া শেষ? হ্যাঁ, ফুচকা, চাউমিন, এগ রোল, আইসক্রিম, মিষ্টি আর বিরিয়ানি — সব পেটের ভেতরে! 😁 ওই medical term এ extra calories, high sugar, high saturated fat আর excessive sodium.
😶🌫️ এগুলো শরীরে ঢুকলে insulin spike দেয়, fat storage বাড়ায়, water retention, inflammation বাড়ায়।😅
তাহলে এখন কী করতে হবে? 🤔
১. হাইড্রেটেড থাকুন! 💧 দিনে ৩-৪ লিটার জল পান করুন। এতে শরীর থেকে টক্সিন বের হয়ে যাবে। (তবে কিডনির সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 👩⚕️)
২. হাই প্রোটিন এবং ফাইবারযুক্ত খাবার খান। 🐟🍗🥚 ডায়েটে রাখুন মাছ, চিকেন, ডিম, ডাল, সবজি, ফল, ওটস, ডালিয়া আর মিলেটস। সুগার, মিষ্টি ও সিম্পল কার্বোহাইড্রেট এড়িয়ে চলুন। 🚫🍰
৩. স্বাস্থ্যকর ফ্যাট, যেমন আখরোট, বাদাম, তিসি বীজ আর চিয়া বীজ রোজ খান। 🌰🥑
৪. প্রোবায়োটিকস, যেমন দই বা ইয়োগার্ট ডায়েটে রাখুন। 🥣 এতে হজম ভালো হবে।
৫. অ্যালকোহল পরিহার করুন। 🍻❌
৬. সম্ভব হলে তাড়াতাড়ি রাতের খাবার সেরে ফেলুন। ⏰
৭. প্রতিদিন ২০-৩০ মিনিট হাঁটুন। 🚶♀️🚶♂️
৮. খাওয়ার পর ১০ মিনিট হালকা হাঁটা (পোস্ট-মিল ওয়াকিং) খুব উপকারী। 🚶♂️
পুজোয় খাওয়া হয়েছে বলে guilt নয়, বরং ভারসাম্য (Balanced Diet) বজায় রাখলেই শরীর ফিট থাকবে। 💪 মন ভালো রাখুন, শরীর সুস্থ রাখুন! 😊💖
Dietician Sriparna karak
Clinical dietician
Certified diabetic educator
Certified renal nutritionist
Certified paediatric nutritionist