21/12/2024
18th December সন্ধ্যায় রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে প্রয়াত কবি,সকলের প্রিয় অরুণ চক্রবর্তীর স্মরণে বেদনাবিধূর অনষ্ঠানটিতে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।এত অল্প সময়ের মধ্যে এইরকম সুপরিকল্পিতভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করা সহজ কাজ নয়।তবে নামের সঙ্গে সামন্জস্য রেখে অতি সহজেই সহজিয়া foundation সুচারুভাবে সেটা করে দেখালো।আলাদা করে কারুকে কৃতিত্ব দেবার নেই।প্রত্যেকে তাদের উজার করে দিয়েছেন।প্রতি মুহূর্তে অরুণদার উপস্থিতি মনে হয় সকলে অনুভব করেছি। সবার শেষে বলি কর্ণধার দেব চৌধুরীকে ভাই হিসেবে পেয়ে আমি গর্বিত।