
11/04/2022
জ্যোতিষ শাস্ত্রে যে সকল অশুভ যোগ গুলো রয়েছে, তার মধ্যে "শ্রাপিত দোষ" হল একটি অত্যন্ত অশুভ দোষ।যাদের ছকে এই দোষ থাকে তাদের জীবনে নানানধরনের বাধা ,বিপর্যয় ও অশান্তি সহ নানান ধরনের কার্স বা অভিশাপ গ্রস্থ হয়ে যায় তাদের সারা জীবন।
কিন্তু আমরা আমাদের ভুলেই এই শ্রাপিত দোষ কে আমাদের ভাগ্যে বয়ে আনছি । আমরা অনেকেই ঘরের চৌকাঠ এর সামনে জুতো খুলে রাখি , শাস্ত্র মতে শনি জুতো কে নির্দেশ করে এবং রাহু নির্দেশ করে ঘরের দরজা কে । তাই ঘরের দরজার সামনে জুতো খোলা অত্যন্ত অশুভ । এর ফলে 'শনি + রাহু' "শ্রাপিত দোষ" এর প্রভাব আমাদের জীবনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পড়তে থাকে । আমাদের ছকে এই দোষ না থাকা সত্ত্বেও, আমরা এই দোষকে নিজেরাই সৃষ্টি করে ফেলছি অজান্তেই।
তাই সর্বদা দরজা থেকে দুরে জুতো খুলে প্রবেশ করা উচিত ।
ধন্যবাদ । 🙏
Astrologer Shree Asgshudip chatterjee
যাদের প্রকৃত সমস্যা রয়েছে তারা যোগাযোগ করতে পারেন ।
Booking no - 6291950656 .