Rehai healthcare Pvt Ltd

Rehai healthcare Pvt Ltd People Before Prescriptions | AI-Assisted, Human-Led Care | Transparent Pricing, Ethical Care | Rehai – Healthcare with Dignity

ডা. মনোরঞ্জন বিশ্বাস  “বড় ডাক্তার”৩০ বছরেরও বেশি সময় ধরে কালিয়াচক ৩ ব্লকের মতো অশান্ত সীমান্তবর্তী এলাকায় প্রাইমারি ...
20/08/2025

ডা. মনোরঞ্জন বিশ্বাস “বড় ডাক্তার”

৩০ বছরেরও বেশি সময় ধরে কালিয়াচক ৩ ব্লকের মতো অশান্ত সীমান্তবর্তী এলাকায় প্রাইমারি হেলথ সেন্টারে কাজ করেছেন।
অসংখ্য নরমাল ডেলিভারী, কঠিন ডেলিভারি.... সবই তাঁর হাতের কাজ।

বড় ডিগ্রি, মিডিয়া কভারেজ, ডিজিটাল প্রেজেন্স কিছুই নেই।
কিন্তু আছে মানুষের ভালোবাসা, বিশ্বাস আর নির্ভরতার আসন।

তিনি কখনোই “ফ্রি ক্যাম্প” বা “৫ টাকার ডাক্তার” প্রচার করেননি।
ছিলেন পুরোদস্তুর প্রফেশনাল - যেখানে প্রয়োজন, সেখানেই ছাড় দিতেন, কিন্তু চিকিৎসার মর্যাদা ও মান কখনো কমাননি।

- ডেলিভারী কেস সিজারিয়ান সেকশন এর জন্য প্রায় কখনোই বড় হাসপাতালে রেফার করতেন না।
- এলাকার সবচেয়ে জটিল ডেলিভারিও তাঁর হাতেই সম্পন্ন হয়েছে।
- নরমাল ডেলিভারী এর যাবতীয় পেশেন্ট কাউন্সেলিং তিনিই করতেন
- স্থানীয় মানুষ তাঁকে চিনতেন শুধু এক নামে – “বড় ডাক্তার”।
- স্বাস্থ্যভবনের বারবার ট্রান্সফারের নির্দেশও মানুষের ভালোবাসার দেয়ালে আটকে গেছে।
- আজও দিনে প্রায় ৮০ জন রোগী তাঁর কাছে আসেন, দূর থেকে ১০০ কিমি পথ পেরিয়ে।

একটা অশান্ত, রাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চলেও তিনি ছিলেন নির্ভীক। মানুষই ছিলেন তাঁর রক্ষাকবচ।

এমন সব নিরহংকার, নিঃস্বার্থ চিকিৎসকরাই আসলে আমাদের স্বাস্থ্যব্যবস্থার আসল স্তম্ভ।
Rehai-এর পক্ষ থেকে স্যালুট জানাই তাঁকে এবং তাঁর মতো অসংখ্য অজানা নায়ককে।

আরও এমন গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন!

আমাদের নতুন Hannan Multi-Speciality হাসপাতালের ওপিডিতে এক ভদ্রলোক এলেন।প্রথমেই বললেন, “ডাক্তারবাবু, আমি কৃত্রিম বুদ্ধিমত...
16/08/2025

আমাদের নতুন Hannan Multi-Speciality হাসপাতালের ওপিডিতে এক ভদ্রলোক এলেন।
প্রথমেই বললেন, “ডাক্তারবাবু, আমি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে চিকিৎসা চাই।”

আমি একটু চমকে গেলাম। জিজ্ঞেস করলাম, “কেন?”

তিনি হেসে বললেন - “বহু বছর ধরে রাজ্যের নানা ডাক্তার ঘুরে ঘুরে চিকিৎসা করেছি। কিন্তু একেবারে সন্তুষ্ট হতে পারিনি। এখন শুনেছি AI দিয়ে চিকিৎসা হয়। তাই ভাবলাম, এবার রোবট দিয়ে চিকিৎসা নেব!”

শুনে আমি অবাক!
আসলে উনি ভেবেছেন AI মানেই রোবট।

আমি ধৈর্য ধরে ওনার সব পুরোনো চিকিৎসার কাগজ দেখলাম, তারপর ChatGPT তে আপলোড করে দেখালাম কীভাবে AI ওনার কেসটা বিশ্লেষণ করছে আর পরামর্শ দিচ্ছে।

ভদ্রলোক শেষে খুশিতে হেসে বললেন -
“ডাক্তারবাবু, এবার মনে হচ্ছে আমার চিকিৎসা সঠিক পথে এগোবে। আগামী সপ্তাহেই আবার আসব।”

গ্রামে বসে AI, ডাক্তার আর রোগীর এই মিশেল - এক অদ্ভুত অভিজ্ঞতা।
হয়তো চিকিৎসার এই নতুন পথই আগামী দিনের ভরসা হবে।

আর সেই ভরসাকেই শক্তিশালী করতে এসেছে Rehai!

*সম্মতি নিয়েই ছবি দিয়েছি।

07/08/2025

স্বাস্থ্য মানে শুধু রোগের চিকিৎসা নয় - Rehai আর Hannan Multi-Speciality Hospital গড়ে তুলছে নতুন স্বাস্থ্য ভাবনা।

05/08/2025

অনেকে আমাদের inbox-এ, কেউ comment-এ জিজ্ঞেস করছেন –
"Rehai কি? Hannan কেন? আর দুটো কি আলাদা?"

আমাদের উত্তর সবসময় একটা অনুভূতির মধ্যে থাকে -
কারো চোখে treatment-এর আশায় ভরসা,
আবার কারো চোখে bill-এর ভয়।
এই দুইয়ের মাঝেই জন্ম Rehai-র।

Rehai healthcare Pvt Ltd– healthcare system-এর ৩টা বড় problem solve করার জন্য, একটা বড় ও expandable ecosystem গড়ার journey।

Hannan Multi-Speciality Hospital – আমাদের first step, যেখানে আমরা hospital-এর ভিতরের real challenges একজন owner-এর চোখ দিয়ে বুঝছি - যাতে future-এ system-টা sustainable, transparent আর affordable হয়।

Rehai হলো পরিবর্তনের ভাবনা (idea of change),
আর Hannan Hospital হলো সেই ভাবনার laboratory।

এটা শুধু আমাদের উদ্দেশ্যের কথা…
Very soon আমরা শেয়ার করবো, কিভাবে এটা মানুষের life বদলাবে।

Till then, আমাদের সাথে থাকুন,
দেখুন কার জীবনে আমরা পরিবর্তন আনছি।

হাসপাতাল খোলার আগেই, আমরা খুঁজছি মানুষের কথা।Rehai healthcare Pvt Ltd এই নাম আমার কাছে শুধু একটা উদ্যোগ নয়, একটা লড়াই,...
25/07/2025

হাসপাতাল খোলার আগেই, আমরা খুঁজছি মানুষের কথা।

Rehai healthcare Pvt Ltd এই নাম আমার কাছে শুধু একটা উদ্যোগ নয়, একটা লড়াই, একটা স্বপ্ন, একটা প্রশ্নের উত্তর খোঁজার যাত্রা।

সেই স্বপ্ন থেকেই শুরু করেছি "স্বাস্থ্য আড্ডা" একটা ছোট্ট আড্ডা, কিন্তু গভীর উদ্দেশ্য নিয়ে।

📍আমরা কথা বলছি সেই মানুষদের সঙ্গে, যাঁরা গ্রামের স্বাস্থ্যব্যবস্থার মেরুদণ্ড - গ্রামীণ চিকিৎসক।
📍এই আড্ডায় আমরা সমাধান চাপিয়ে দিচ্ছি না - বরং জিজ্ঞেস করছি, "তোমাদের সমস্যাটা কোথায়?"
📍এই হচ্ছে bottom-up approach, যেখানে সমাধান তৈরি হচ্ছে মানুষের ভেতর থেকে, বাস্তব প্রয়োজন বুঝে।

এই Adda-তে আমরা পৌঁছেছি ৭০ জন গ্রামীণ ডাক্তার ও কিছু স্থানীয় প্রভাবশালী মানুষদের কাছে।
তাদের সঙ্গে প্রথম আলোচনার বিষয় ছিল "গ্রামীণ চিকিৎসায় কিডনির অসুখ"

বিশেষ কৃতজ্ঞতা dr Soumen Khamrui কে।

Peerless Hospital-এর অভিজ্ঞ নেফ্রোলজিস্ট হিসেবে উনি আমাদের এই আড্ডায় এসে কিডনি রোগ, ডায়ালিসিস ও প্রাথমিক সুরক্ষা নিয়ে অত্যন্ত সহজ ভাষায় আলোচনা করেন।

📌 তাঁর ব্যাখ্যা ছিল বাস্তবধর্মী, রোগী-কেন্দ্রিক এবং শ্রোতাদের অভিজ্ঞতার সঙ্গে মিল রেখে উপস্থাপিত।
📌 তিনি রোগের না, রোগীর চিকিৎসার গুরুত্বের কথা তুলে ধরলেন, যা Rehai-এর মূল দর্শনের সঙ্গেও মেলে।

এই আড্ডা একটা হাসপাতাল বা প্রজেক্টের প্রস্তুতি নয় -
এটা একটা আন্দোলনের শুরু, যেখানে মানুষ আবার ভরসা করতে শিখবে।
ভরসা একটা সিস্টেমের উপর, একটা মানসিকতার উপর, একটা সৎ উদ্দেশ্যের উপর।

যাঁরা চিকিৎসাকে শুধুই পেশা নয়, দায়িত্ব মনে করেন -
যাঁরা গ্রামীণ বাস্তবতার ভেতর থেকে কাজ করতে চান, নিজেকে গড়ে তুলতে চান,
তাদের কাছে Rehai একটা সুযোগ, একটা পথ, একটা নতুন healthcare দর্শন।

👉 Reach out to the Rehai message box.
Let’s not just build a hospital- let’s rebuild trust. Together.

Address

Kolkata
700015

Alerts

Be the first to know and let us send you an email when Rehai healthcare Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rehai healthcare Pvt Ltd:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram