
20/08/2025
ডা. মনোরঞ্জন বিশ্বাস “বড় ডাক্তার”
৩০ বছরেরও বেশি সময় ধরে কালিয়াচক ৩ ব্লকের মতো অশান্ত সীমান্তবর্তী এলাকায় প্রাইমারি হেলথ সেন্টারে কাজ করেছেন।
অসংখ্য নরমাল ডেলিভারী, কঠিন ডেলিভারি.... সবই তাঁর হাতের কাজ।
বড় ডিগ্রি, মিডিয়া কভারেজ, ডিজিটাল প্রেজেন্স কিছুই নেই।
কিন্তু আছে মানুষের ভালোবাসা, বিশ্বাস আর নির্ভরতার আসন।
তিনি কখনোই “ফ্রি ক্যাম্প” বা “৫ টাকার ডাক্তার” প্রচার করেননি।
ছিলেন পুরোদস্তুর প্রফেশনাল - যেখানে প্রয়োজন, সেখানেই ছাড় দিতেন, কিন্তু চিকিৎসার মর্যাদা ও মান কখনো কমাননি।
- ডেলিভারী কেস সিজারিয়ান সেকশন এর জন্য প্রায় কখনোই বড় হাসপাতালে রেফার করতেন না।
- এলাকার সবচেয়ে জটিল ডেলিভারিও তাঁর হাতেই সম্পন্ন হয়েছে।
- নরমাল ডেলিভারী এর যাবতীয় পেশেন্ট কাউন্সেলিং তিনিই করতেন
- স্থানীয় মানুষ তাঁকে চিনতেন শুধু এক নামে – “বড় ডাক্তার”।
- স্বাস্থ্যভবনের বারবার ট্রান্সফারের নির্দেশও মানুষের ভালোবাসার দেয়ালে আটকে গেছে।
- আজও দিনে প্রায় ৮০ জন রোগী তাঁর কাছে আসেন, দূর থেকে ১০০ কিমি পথ পেরিয়ে।
একটা অশান্ত, রাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চলেও তিনি ছিলেন নির্ভীক। মানুষই ছিলেন তাঁর রক্ষাকবচ।
এমন সব নিরহংকার, নিঃস্বার্থ চিকিৎসকরাই আসলে আমাদের স্বাস্থ্যব্যবস্থার আসল স্তম্ভ।
Rehai-এর পক্ষ থেকে স্যালুট জানাই তাঁকে এবং তাঁর মতো অসংখ্য অজানা নায়ককে।
আরও এমন গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন!