West Bengal Nurses Association

West Bengal Nurses Association West Bengal Nurses Association (WBNA) is an union of West Bengal nurses working in public hospitals of the state.

Established in 1966, the Union used to work out of NRS Medical College before shifting to Priti Bhaban on AJC Bose Road on June 17, 2006. The present working committee of WBNA constitutes:

President: Swastika Sarker

General Secretary: Nibedita Dasgupta

Joint Secretary: Piku Brahma

Joint Secretary: Kumkum Mitra

Organising Secretary: Serina Khatoon, Sefali Naskar

Office secretary: Junu Sarke

r

Treasurer: Kanika Dutta

Magazine Secretary: Kumkum Mitra, Kajal Giri

Secretariat Member: Gita Dey, Saktimoye Hazra, Abhaya Halder, Ronia Roy, Momena Khatoon, Tamali Tripathi, Taposhi Ghosh, Mala Saha

Secretariat Member (Invitee): Chabighata Halder, Aloka Paul(Mondal), Namita Roy, Araty Chakraborty, Purobi Basu, Maya Das

Contact:
Nibedita Dasgupta: +91 9831191683
Kanika Dutta: +91 9432082124
Piku Brahma: +91 9831319393
Kumkum Mitra: +91 9433341714

24/10/2024

"ডানা " নিম্নচাপের প্রভাব উইন্ডি অনুযায়ী আজ বিকেল থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে, সকলে সাবধানে থাকুন ,কমরেড দের খবর নেবেন ।প্রয়োজন হলে সমিতির সাথে যোগাযোগ করুন।🛑 *Complete List of important phone numbers which we arranged for you* 👇🏼 (Cyclone Dana)

📌 *Municipal Corporation Control Rooms*
• Kolkata Municipal Corporation: 22861212, 22861313, 22861414

• Howrah Municipal Corporation: 6292232870

📌 *Police and Emergency Services*
• Kolkata Police: 9432610455, 9432610445, 9432610430, 6292263440

📌 *Railways*
• Sealdah Station: 23516967
• Howrah Station: 26413660, 26402241, 26402242, 26412323

📌 *Utilities*
• West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL): 8900793503, 8900793504

• Toll-free: 19221

🛑 *Other Important Numbers* :
• WhatsApp: 8433719121

• CESC: 35011912, 44031912, 1912.
•WhatsApp: 7439001912.

📌 *Special helpline numbers*: 9831079666, 9831083700
_Share this message to everyone to ensure safety & security_

18/10/2024

আজ সকাল 4 তে শিয়ালদহ ESI hospital এ মারাত্বক অগ্নি কান্ড ঘটে।সেই সময় আমাদের নার্সিং কর্মচারী রা এবং গ্রুপ D কর্মচারী রা তৎপরতার সাথে অনেক রোগীদের ওয়ার্ড থেকে শিফট করে প্রাণ বাঁচান ,উপস্থিত ছিলেন আমাদের কর্মী রা যাঁরা উল্টো দিকে নার্সিং কোয়ার্টারে থাকেন ।সকলের উপস্থিত বুদ্ধি এবং তৎপরতায় অনেক মানুষ আজ প্রাণে বেঁচে গিয়েছেন ।কিন্তু ওই ওয়ার্ড এ কর্তব্যরত আমাদের নার্সিং কর্মচারী এবং gr D কর্মচারী ভয়ানক অসুস্থ হয়ে পড়েন এবং এই মুহূর্তে তাঁরা দুইজনই ESI HOSPITAL এর ICU তে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন ,আমরা ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদিকা ,যুগ্ম সম্পাদিকা ( কণিকা দত্ত),এবং নার্সেস অ্যাসোসিয়েশন এর সম্পাদক মন্ডলীর এবং রাজ্য কো ordination কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম আমন্ত্রিত সদস্য গীতা দি ESI HOSPITAL এ গিয়ে মেডিকেল সুপার সহ অন্যান্য কর্মচারী দের সাথে কথা বলে ,অসুস্থ নার্সিং কর্মচারী কে এবং gr D কর্মচারী কে ICU তে গিয়ে দেখা করে এসেছি ,এবং কর্মচারী দের পাশে থাকার বার্তা দিয়ে এসেছি ।ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন সর্বদাই কর্মচারীর পাশে আছে যে কোনো অবস্থায় ।✊

সকলের জন্য আমার বিজয়া ,একজন তিলোত্তমার বিচার ছিনিয়ে আনতে পারলে হাজার হাজার ঘটে যাওয়া তিলোত্তমা রা বিচার পাবে ।সাথে সা...
14/10/2024

সকলের জন্য আমার বিজয়া ,একজন তিলোত্তমার বিচার ছিনিয়ে আনতে পারলে হাজার হাজার ঘটে যাওয়া তিলোত্তমা রা বিচার পাবে ।সাথে সাথে এই কথা ও যেন মনে রাখি ,কারা যেন আটকে ছিলো তিলোত্তমার মৃত দেহ র গাড়ি টা ! কাউকেই ভুলতে দেওয়া যাবে না সে কথা ।
বিচার আমরা ছিনিয়ে আনবো।✊✊✊

গত ৯ ই আগস্ট তিলোত্তমার ঘটনা ঘটেছে,এই দিনটা ছিল ৯ ই অক্টোবর,ধর্মতলায় বসে অমরণ অনশন আন্দোলনের কর্মসূচি পালন করে চলেছেন জ...
10/10/2024

গত ৯ ই আগস্ট তিলোত্তমার ঘটনা ঘটেছে,এই দিনটা ছিল ৯ ই অক্টোবর,ধর্মতলায় বসে অমরণ অনশন আন্দোলনের কর্মসূচি পালন করে চলেছেন জুনিয়ার ডাক্তার দের একাংশ ,আমরা গিয়েছিলাম , অনশন রত ডাক্তার দের সাথে আমি কথাও বলেছি এবং প্রতীকী অনশন কর্মসূচি তে যোগ দিতে , মহা ষষ্ঠীর দিন সকাল ৯ রাত ৯ পর্যন্ত ।সমিতির যিনি যেদিন পারছেন থাকছেন ,ওই কর্মসূচিতে ।বিচার ছিনিয়ে আনতে ই হবে ।✊

আগামী কাল ১ লা অক্টোবর '২৪ মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত বিকেল ৫ টা থেকে রাস্তা থাকবে জনগণের দখলে ,আপ...
30/09/2024

আগামী কাল ১ লা অক্টোবর '২৪ মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত বিকেল ৫ টা থেকে রাস্তা থাকবে জনগণের দখলে ,
আপনিও আসছেন তো আমাদের সাথে
তিলোত্তমার বিচার ছিনিয়ে নিতে।✊✊✊

30/09/2024

আমাদের সমিতির নাম করে কেউ কেউ সোস্যাল মিডিয়া গুলিতে নিজেকে আমাদের সংগঠনের সম্পাদিকা পরিচয় দিয়ে ,কর্মচারী দের বিভ্রান্ত করার চেষ্টা করছেন ,এবং বিভিন্ন টিভি চ্যানেলে,ইউ টিউবে ,নিজেকে ওয়েস্ট বেঙ্গল নার্সেস এ্যাসোসিয়েশন এর সম্পাদিকা পরিচয় দিয়ে নিজের বক্তব্য বলছেন,সাথে সাথে কর্মচারী দের ভুল বোঝাচ্ছেন ।
তাই নেতৃত্ব দের কাছে আবেদন যিনি যেখানে সুযোগ পাবেন ,সত্যি টা তুলে ধরবেন কর্মচারী দের কাছে ।
যাঁর নিজের সংগঠনের নাম নিয়ে কর্মচারীর কাছে যাওয়ার ক্ষমতা বা সাহস নেই , তাঁর বা তাদের মুখোশ খুলে দিতে হবে কর্মচারীর কাছে ।আমরা আমাদের সমিতির নাম দিয়ে কোন অবস্থায় কাউকেই অসাধু কাজ করতে দেবো না ।
প্রয়োজন হলে আমরা সমিতি গত ভাবে আমাদের সমিতির নাম ভাঙিয়ে কর্মচারীদের বিভ্রান্ত করার জন্য আইন ই ব্যবস্থা নেবো ।
এখনি এই অসাধু কাজ বন্ধ না করলে আমরা সমিতি উপযুক্ত ব্যবস্থা নেবো উক্ত ব্যক্তির বিরুদ্ধে।

গত ২৭/৯/২৪ এ সাগর দত্ত মেডিকেল কলেজে নার্সিং কর্মচারী ও জুনিয়ার ডাক্তার দের উপর রোগীর বাড়ির লোকজন এর আক্রমনের বিরুদ্ধে...
28/09/2024

গত ২৭/৯/২৪ এ সাগর দত্ত মেডিকেল কলেজে নার্সিং কর্মচারী ও জুনিয়ার ডাক্তার দের উপর রোগীর বাড়ির লোকজন এর আক্রমনের বিরুদ্ধে আমাদের ডেপুটেশন এ যাওয়ার কর্মসূচী ✊

28/09/2024
গত ২৭/৯/২৪ এ সাগর দত্ত মেডিকেল কলেজে নার্সিং কর্মচারী ও জুনিয়ার ডাক্তার দের উপর রোগীর বাড়ির লোকজন এর আক্রমনের বিরুদ্ধে...
28/09/2024

গত ২৭/৯/২৪ এ সাগর দত্ত মেডিকেল কলেজে নার্সিং কর্মচারী ও জুনিয়ার ডাক্তার দের উপর রোগীর বাড়ির লোকজন এর আক্রমনের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ কর্মসূচী ✊

28/09/2024

আক্রান্ত সাগর দত্ত মেডিকেল কলেজের নার্সিং কর্মচারী ও আক্রান্ত ডাক্তার দের পাশে দাঁড়ালো ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন।
গত ২৭/৯/২৪ তারিখ,বিকেল ৩ টে নাগাদ ফিমেল মেডিসিন ওয়ার্ড এ একজন রোগিনী অজানা জ্বর নিয়ে ভর্তি হন,হাই রিস্ক ফর্ম এ সই করেই বাড়ির লোক রোগী ভর্তি করেন, সমস্ত রকম চিকিৎসা দেওয়া স্বত্বেও রোগী সন্ধ্যে ৬ টা নাগাদ মারা যান।এরপর থেকেই বাড়ির লোকজন পুলিশ প্রশাসন এবং হাসপতালে এর সিকুরিটি দের সামনেই ডাক্তার এবং নার্সিং কর্মচারী দের মারধর শুরু করে ,এবং সাথে চলতে থাকে অকথ্য ভাষায় গালিগালাজ ,হুমকি দেওয়া হয় আর একটা আর জি কর বানিয়ে দেওয়ার । ওই অবস্থায় অক্সিজেন সিলিন্ডার জোর করে টানাটানি করে রোগীর বাড়ির লোক জন এবং সেই অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে কর্মরত গ্রুপ ডি ষ্টাফ মারাত্বক আহত হয়েছেন,এই পুরো সময় পুলিশ এবং সিকুরিটি নীরব দর্শকের ভূমিকা পালন করে গিয়েছেন।এমতবস্থায় ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদিকা সহ সম্পাদকমণ্ডলীর সদস্য রা সেখানে উপস্থিত হয়ে কর্মচারী দের সাথে কথা বলে প্রশাসনের কাছে ডেপুটেশন দেন ,এবং এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান,সাথে সাথে প্রশাসন কে দোষীদের বিরুদ্ধে FIR করতে বাধ্য করেন ।সাথে সাথে পুনরায় এই ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা যেমন পর্যাপ্ত পরিমাণে সি সি ক্যামেরা লাগানো ,হাসপাতালের অভ্যন্তরে জঙ্গল পরিষ্কার করানো, পুলিশ প্রটেকশন দেওয়া , সিকুরিটি ব্যবস্থা বাড়ানো ,লিফট ম্যান এর উপস্থিতি নিশ্চিত করা,প্রশাসনের রাউন্ড বাড়ানো র ব্যবস্থা করা, এবং থ্রেট কালচারের বিরুদ্ধে প্রশাসন কে আরো সজাগ থাকার জন্য বলা হয়েছে,সর্বোপরি নার্সিং কর্মচারী দের সঠিক চেঞ্জিং রুমের ব্যবস্থা করতে দাবি করা হয়েছে ,যা সাগর দত্ত মেডিকেল কলেজে নেই।একজন মহিলা কর্মচারী যাঁরা ইউনিফর্ম চেঞ্জ করা র নিরাপত্তা টুকুও পায় না ওই হাসপাতালে ।
প্রশাসন ১২ দিনের মধ্যে সকল দাবি পূরণ করে দেবেন ,সাথে সাথে কর্মচারী দের সুরক্ষা র ব্যবস্থা করবেন আশ্বাস দিয়েছেন।
পরবর্তী কালে দাবি পূরণ না হলে,এবং হাসপাতালে পরিষেবা দেয়ার উপযুক্ত পরিবেশ পরিস্থিতি তৈরি না হলে আরো বৃহত্তর আন্দোলনে কর্মচারী রা নামবেন।✊

24/09/2024

পশ্চিমবঙ্গের যে সকল জেলা বন্যা কবলিত হয়েছে,সেখানকার জেলা নেতৃত্ব দের সাথে সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে সম্পাদিকা নিজে যোগাযোগ করেছেন ,এই মুহূর্তে বন্যা কবলিত এলাকায় মানুষ সহ কর্মচারী সকলেই খুবই অসুবিধার সম্মুখীন হয়েছেন , তারমধ্যে ও জেলা নেতৃত্ব সব কর্মচারীর খবর নিচ্ছেন ,এবং যে যে ভাবে মানুষের পাশে এই সময় থাকা যায় ,তাঁরা থাকছেন ।তাঁদের সংগ্রামী অভিনন্দন জানাই ✊
এরপরও যখনই প্রয়োজন হবে সকল নেতৃত্ব মানসিক ভাবে প্রস্তুত থাকবেন ,যে কোনো সময় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

পথের দাবী পথেই রাখা পথেই দেখা হবে ✊
21/09/2024

পথের দাবী পথেই রাখা পথেই দেখা হবে ✊

সবার আগে লক্ষ্য স্থলে
21/09/2024

সবার আগে লক্ষ্য স্থলে

পথের দাবী,পথেই রাখা, পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে।✊
21/09/2024

পথের দাবী,পথেই রাখা, পথেই দেখা হবে
বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে।✊

21/09/2024

বাতাসে যারা মিশিয়েছে বিষ,মানুষকে যাঁরা মারে
তোমার শ্লোগান ছড়াক আগুন ,ধ্বংস করুক তারে,✊ ।

21/09/2024

স্বাস্থ্য ভবন থেকে মিছিল চলেছে CGO complex
জনগণ তার ন্যায় বিচার ছিনিয়ে আনবেই

Address

Kolkata
700011

Website

Alerts

Be the first to know and let us send you an email when West Bengal Nurses Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category