
21/09/2025
দেবী পক্ষের সূচনায় মেতে উঠেছে আকাশ বাতাস। পাঁচ দিনের আনন্দযজ্ঞে সামিল হতে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। শিশির ভেজা ঘাসে শিউলি পড়ার শব্দ, ঢাকের বাদ্যি, পাড়ার মোড়ে মাইকের গান, পুরোহিতের চণ্ডীপাঠ এসব নিয়ে মুখরিত হোক আমাদের উৎসবের দিনগুলি।
Resonate এর পক্ষ থেকে সকলকে জানাই আগমনীর শুভেচ্ছা।