Ayurvedic Tantra

Ayurvedic Tantra Good morning Friend .

লক্ষ্মী গণেশের প্রণাম মন্ত্র।
31/08/2022

লক্ষ্মী গণেশের প্রণাম মন্ত্র।

আজকের দিনের জন্য আপনার রাশিফল নমস্কার।
31/08/2022

আজকের দিনের জন্য আপনার রাশিফল নমস্কার।

////----আজকের দিনের জন্য আপনার রাশিফল----////

■ আজ ইংরেজি ৩১শে আগস্ট ২০২২
■ আজ বাংলার ১৪ই ভাদ্র ১৪২৯ বুধবার।
■ আজ চতুর্থী দিবা দুটো 8 মিনিট পর্যন্ত।
■ আজ চিত্রানক্ষত্র রাত্রির ১১ঃ৫৮ মিনিট পর্যন্ত I
■ আজ সূর্যসিদ্ধান্ত যোগ হলো শুক্রযোগ রাত্রির ১১ঃ৩৭ মিনিট পর্যন্ত।
■ আজ জন্মে কন্যা রাশি রাক্ষসগণ I
■ আজ সিদ্ধিবিনায়ক ব্রত শ্রী শ্রী গনেশ পূজা গণেশ চতুর্থী সৌভাগ্য চতুর্থী I শিবা চতুর্থী শ্রী শ্রীপার্বতী পূজা নষ্ট চন্দ্র দর্শন নিষেধ মহারাষ্ট্রে দশ দিনব্যাপী শ্রী শ্রী গনেশ পুজো I
■ আজ মহাপুরুষ শ্রীঁহরিদেবের আবির্ভাব তিথি (আসাম) I
■ আজ ভারতবর্ষের প্রথম বাঙালি প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব কুমার মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস(31আগষট 2020 )।

{আজকের দিনের জন্য আপনার রাশিফল}

{●} মেষ রাশি :- আজকের দিনটা আপনার পারিবারিক সুখেই কাটবে, সবুজ বোতলে জল ভরে কোন অশ্বথ গাছের বৃক্ষের গোড়ায় যেখানে শেকর দেখতে পাবেন সেই জায়গাতে ওই জলের বোতলটি আপনি পুঁতে দিন এতে করে আপনার পরিবার এবং পারিবারিক মঙ্গল হবে।
আজ আপনার শুভ কালার হচ্ছে ক্রিম এবং সাদা ।
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল ৭ ,

{●} বৃষ রাশি :- আজ আপনার কোন জিনিস ক্ষতি হতে পারে,, আপনি প্রতিদিন সকালে বুধ গ্রহের মন্ত্র 11বার করে জব করুন এতে করে আপনার মঙ্গল হবে এবং আপনার পরিবারের সকলের ও মঙ্গল হবে।
আজ আপনার শুভ কলার হলো স্বচ্ছ গোলাপি
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 6।

{●} মিথুন রাশি :- আজ আপনার যাত্রা পথে কোন বাধার সম্মুখীন হতে পারেন, আপনি খাবার সময় যখন দুধ খাবেন অবশ্যই সামান্য হলুদ দিয়ে দুধ সেবন করুন এতে করে আপনার শরীর স্বাস্থ্য এবং আর্থিক উন্নতি সম্ভাবনা প্রচুর l
আজ আপনার শুভ কলার হচ্ছে বাদামী এবং ধূসর l
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 4,

{●} কর্কট রাশি :- আজ আপনার গৃহে বিবাদ হতে পারে আপনি প্রতিদিন বাড়িতে সুগন্ধি ধুপকাঠি জ্বালাবেন এতে করে আপনার পরিবারের সুখ-শান্তি এবং আর্থিক উন্নতি বজায় থাকবে ।
আজ আপনার শুভ কালার হচ্ছে কালো এবং নীল,
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 8 ,

{●} সিংহ রাশি :- আজ আপনার সর্দি কাশিতে কষ্ট পেতে পারেন । আপনি ছোলাকে রাতের বেলা ভিজিয়ে রাখুন এবং সকালবেলা সেই ছোলা পাখিদের খাওয়ান এতে করে আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক ভালো হবে। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে ।
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল ৬ ,
আজ আপনার শুভ কালার হচ্ছে স্বচ্ছ এবং গোলাপী,

{●} কন্যা রাশি :- আজ আপনার কোন কিছু ক্ষতির আশঙ্কা রয়েছে মঙ্গল গ্রহের জন্য কোন আংটি আপনি ধারণ করুন এতে করে আপনার মঙ্গল হবে। আজ আপনার শুভ কালার হচ্ছে সবুজ এবং ফিরোজা,
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল ৫ ,

{●} তুলা রাশি :- আজ আপনার মধ্যে একটা অস্থিরতা ভাব থাকবে আপনি সম্ভবপর হলে গরুকে কিছু খাওয়ান এতে করে আপনি শারীরিক সুস্থ থাকবেন। আজ আপনার শুভ কলার ক্রিম এবং সাদা ,
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল ৭।

{●} বৃশ্চিক রাশি :- বৃশ্চিক রাশি আজ আপনার কূটনৈতিকভাবে জয় হতে পারে l আপনি একটি সাদা সিল্কের কাপড় আপনার ওয়ালেটের উপর রেখে দিন যাতে ময়লা হয়ে না যায় এতে করে আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক ভালো হবে বিশেষ করে প্রেমের জীবন l
আজ আপনার শুভ কলার হচ্ছে লাল এবং মারুন ,
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল নয় ,

{●} ধনু রাশি :- আজ আপনার কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে লটারি জাতীয় কিছুতে l আপনি যে ঘরে থাকেন সেই ঘরের চার কোনায় চারটি লাল পাথর রেখে দিন। এতে করে আপনার পারিবারিক জীবন খুব সুন্দর হবে l
আজ শুভ কালার হচ্ছে স্বচ্ছ এবং গোলাপী
আজ আপনার সৌভাগ্যকালীন শঙ্কা হল ছয় l

{●} মকর রাশি :- আজ আপনি যানবাহনে সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে যানবাহন থেকে আজ আপনার বিপদ হবার সম্ভাবনা রয়েছে অসহায় এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের কে যদি সম্ভব হয় আপনি কম্বল দান করুন এতে করে আপনার আর্থিক উন্নতি অনেক অনেক হবে l
আজ আপনার শুভকালার হচ্ছে স্বচ্ছ এবং গোলাপী,
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 6,

{●} কুম্ভ রাশি :- আজ আপনি শারীরিক রোগে কষ্ট পেতে পারেন গঙ্গার জলে আট টুকরো কালো কয়লা ভাসিয়ে দিন এতে করে পেশাগত ব্যবসা এবং কর্মজীবনে আপনি অনেক উন্নতি করতে পারবেন
আজ আপনার শুভ কলার হচ্ছে বাদামী এবং ধূসর,
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 4,

{●} মীন রাশি :- আজ আপনি যেখানে বাস করেন সেই বাসস্থানের সবাইকে নিয়ে খুব ভালো সময় কাটাবেন সবুজ রঙের জামা কাপড় ব্যবহার করুন।
আজ আপনার শুভকালার হচ্ছে কমলা এবং সোনালী
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল ১।

🙏🏻জয় মা তারা মা তারা সকলের মঙ্গল কর জয় গুরু বামদেব🙏🏻

আজকের দিনের জন্য আপনার রাশিফল নমস্কার।
30/08/2022

আজকের দিনের জন্য আপনার রাশিফল নমস্কার।

///---আজকের দিনের জন্য আপনার রাশিফল---///

■ আজ বাংলার ১৩ ভাদ্র 1429 মঙ্গলবার
■ আজ ইংরেজির ত্রিশে আগস্ট ২০২২
■ আজ তৃতীয়া দিবা দুটো ৪৩ মিনিট পর্যন্ত
■ আজ জন্মে কন্যা রাশি দেবগন
■ আজ হস্তা নক্ষত্র রাত্রির বারোটা এক মিনিট পর্যন্ত
■ আজ সূর্য সিদ্ধান্ত শুভ যোগ রাত্তির একটা ১৭ মিনিট পর্যন্ত
■ আজ নষ্ট চন্দ্র দর্শন নিষেধ কলকাতায় চন্দ্রোদয় দিবা সাতটা ৪২ এবং চন্দ্রাস্ত রাত্রি সাতটা পঞ্চান্ন

{আজকের দিনের জন্য আপনার রাশিফল}

{●} মেষ রাশি :- আজ আপনার অনুকূল পরিবেশ সবই আপনার অনুকূলে থাকবে যদি সম্ভব হয় আপনি যে বিছানায় বা খাটে ঘুমান সেই বিছানার চারপাশে চারটি তামার পেরেক লাগিয়ে রাখুন এতে করে আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে।
আজ আপনার শুভ কালার হচ্ছে সবুজ এবং ফিরোজা
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল ৫

{●} বৃষ রাশি :- আজ আপনার আরোগ্য লাভ আপনি যদি অসুস্থ থাকেন আজকে সুস্থ বোধ করবেন নিজেকে সম্ভবপর হলে মাছকে কোন খাবার খাওয়ান এতে করে আপনার প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে বিশেষ করে প্রেম জীবনের সম্পর্ক খুব ভালো থাকবে
আজ আপনার শুভ কালার হচ্ছে বাদামি এবং ধূসর
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল চার

{●} মিথুন রাশি :- আজ আপনার জীবনে সাধু সঙ্গ হতে পারে আপনি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় পারলে গণেশের মন্ত্র জপ করুন এগারো বার করে এতে করে আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে
আজ আপনার শুভ কালার হচ্ছে রূপালী এবং সাদা।
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 2

{●} কর্কট রাশি :- আজ আপনার কোন সৎকর্মে অর্থ ব্যয় হতে পারে আপনার বাড়িঘর সব সময় পরিষ্কার করে রাখবেন বিশেষ করে বাড়ির মাঝখানটা অবশ্যই পরিষ্কার করে রাখবেন এতে করে আপনাদের সবারই শরীর স্বাস্থ্য ভালো থাকবে
আজ আপনার শুভকালার হচ্ছে সচ্ছ গোলাপি
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 6

{●} সিংহ রাশি :- আজ আপনার সম্মান প্রাপ্তি হতে পারে পারিবারিক সুখ শান্তি এবং নিজেকে রক্ষার জন্য বিষ্ণু ভগবানের চতুর্থ অবতার নরসিংহ পুজো জপ করুন
আজ আপনার শুভ কালার হল বাদামি এবং ধূসর
আজ আপনার সৌভাগ্য কালীন সংখ্যা হল 4

{●} কন্যা রাশি :- আজ আপনার পারিবারিক বিরোধ হতে পারে আপনার প্রিয়জনের সাথে ভালো ব্যবহার করুন বিশেষ করে মহিলাদের সে ক্ষেত্রে আপনার প্রেম জীবন সুন্দর হয়ে উঠবে
আজ আপনার শুভ কালার রূপালী এবং সাদা
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল ২

{●} তুলা রাশি :- আজ আপনার প্রয়াস সফল হতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য ভগবান ভৈরবের আরাধনা করুন অবশ্যই ধুপ প্রদীপজ্বালিয়ে বসবেন।
আজ আপনার শুভ কারা হচ্ছে সবুজ এবং ফিরোজা
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হলো ৫

{●} বৃশ্চিক রাশি :- আজ আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারেন। নিজের ঠাকুর ঘরে বা পূজা স্থানে আপনি একটা পাত্রের মধ্যে গঙ্গাজল নিন এবং তার মধ্যে একটা রুপার কয়েন চুবিয়ে রাখুন এতে করে আপনার আর্থিক পরিস্থিতি অনেক উন্নতি হবে।
আজ আপনার শুভ কালার ক্রিম এবং সাদা
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল ৭

{●} ধনু রাশি :- আজ আপনার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে অসহায় ব্যক্তিদের সাহায্য করতে পারলে অথবা যারা রাস্তাঘাট পরিষ্কার করেন এমন কোন ব্যক্তিকে যদি আপনি সাহায্য করতে পারেন সে ক্ষেত্রে আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক খুব ভালো হয়ে উঠবে ।
আজ আপনার শুভ কালার বাদামি এবং ধূসর
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 4

{●} মকর রাশি :- আজ আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে যদি সম্ভবপর হয় আপনার বাড়িতে কোন লোহার তৈরি গৃহদেবতা থাকেন অবশ্যই সেই দেবতার প্রতিদিন পুজো করুন এতে করে আপনার পারিবারিক জীবনে উন্নতি হবে
আজ আপনার শুভকালার বাদামি এবং ধূসর
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 4

{●} কুম্ভ রাশি :- আজ আপনার নিজেদের পারিবারিক ঝামেলা হতে পারে বাড়িতে ফল রাখার জন্য বা বাড়িতে তৈরি খাবার বিশেষ করে রুটি ইত্যাদি রাখার জন্য আপনি অবশ্যই বেতের তৈরি বা বাঁশের তৈরি ঝুড়ি ব্যবহার করতে পারেন। এতে করে অবশ্যই আপনার পারিবারিক জীবনে অনেক বাধা বিঘ্ন কেটে যেতে পারে
আজ আপনার শুভকালার হচ্ছে কমলা এবং সোনালী
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল ১

{●} মীন রাশি :- আজ আপনার বাড়িতে কোন কিছু চুরি হয়ে যেতে পারে তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবে তরল জাতীয় খাদ্য আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো
আজ আপনার শুভকালার কালো এবং নীল
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 8 ।

🙏🏻জয় মা তারা মা সকলের মঙ্গল কর জয়গুরু বামদেব নমস্কার🙏🏻

সাধক বামদেব বাবা।
28/08/2022

সাধক বামদেব বাবা।

জয় বামাক্ষেপার বাবার জয়।
26/08/2022

জয় বামাক্ষেপার বাবার জয়।

জগৎ জননী মা তারার বরপুত্র সাক্ষাৎ দেবাদী দেবের মহাদেবের অবতার চির মুক্ত মহাযোগী শ্রী শ্রী বামাক্ষেপা বাবা।

26/08/2022

আজকের দিনের জন্য আপনার রাশিফল নমস্কার।

আজ কৌশিকী অমাবস্যা।
26/08/2022

আজ কৌশিকী অমাবস্যা।

আজ কৌশিকী অমাবস্যা সৃষ্টি স্থিতি প্রলয় কারী মা তারার আবির্ভাব করেন কৌশিক রুপে।

গরুড় পূরাণ।
25/08/2022

গরুড় পূরাণ।

UTTAM ACHARJEE.
22/08/2022

UTTAM ACHARJEE.

Uttam Acharjee is a well-known name in the field of astrology. Astrologer Acharjee is specialized in Vastu vidya and tantra.He gives guidance in all prominen...

কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের বানী।
22/08/2022

কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের বানী।

কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের ভবিষ্যৎ বাণী।

কলিযুগের পৌরাণিক কাহিনীর উপর সংগ্রহ।
21/08/2022

কলিযুগের পৌরাণিক কাহিনীর উপর সংগ্রহ।

আজকের দিনের জন্য আপনার রাশিফল নমস্কার।
19/08/2022

আজকের দিনের জন্য আপনার রাশিফল নমস্কার।

//----আজকের দিনের জন্য আপনার রাশিফল----//
■ আজ ইংরেজি উনিশে আগস্ট ২০২২
■ আজ বাংলার দোসরা ভাদ্য 1429
■ আজ অষ্টমী থাকবে রাত্তির একটা ২৩ মিনিট পর্যন্ত
■ আজ যারা জন্মগ্রহণ করবেন মেষ রাশি বৈশ্য বর্ণ রাক্ষস গণ
■ আজ শ্রীশ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অর্ধ রাত্রিতে পূজা ও বসুধারা
■ আজ শ্রী রামকৃষ্ণ দেবের মহা উৎসব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব তিথি ও পূজা
■ আজ নবদ্বীপ ধামে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে উৎসব
■ আজ জন্মাষ্টমী উৎসব তপবন মন্দির হাওড়া বেলুড় মঠ

[ আজকের দিনের জন্য আপনার রাশিফল]

{●} মেষ রাশি :- আজ আপনার কর্মের জায়গাটা জটিলতা আসতে পারে। আজ আপনার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই সিদ্ধ ছোলা বাদাম ঘি এগুলো সেবন করুন পারলে ধর্মীয় স্থানে হলুদ কাপড় দান করুন
আজ আপনার শুভ কালার হচ্ছে স্বচ্ছ গোলাপি
আপনার সৌভাগ্যকালীন শঙ্কা হল ছয়

{●} বৃষ রাশি :- আপনার আবেগ পবন বা যদি মনোভাব নিয়ন্ত্রণে রাখুন সে ক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি হতে পারে আজ আপনার অর্থনৈতিক দিকটা খুব একটা ভালো নয় সেক্ষেত্রে আপনি খরচের জায়গাটা বিবেচনা করে করুন যদি আপনার সম্ভবপর হয় ছোট বাচ্চাদের আজকে আপনি চকলেট ট্রফি বা সাদা মিষ্টি বিতরণ করুন এতে করে আপনার আর্থিক সম্বন্ধে বৃদ্ধি পাবে
আজকের জন্য আপনার শুভ কালার হচ্ছে সবুজ বা ফিরোজা
এবং আপনার সৌভাগ্য কালীন সংখ্যা হলো ৫

{●} মিথুন রাশি :- আজ আপনার নতুন করে ভাগ্য উদয় হতে পারে আপনার মুখের হাসিটাই হলো আপনার সবকিছু সেটাকে বজায় রাখার চেষ্টা করুন দিনের শেষে আপনার অর্থনৈতিক সমস্যা মিটে যাবে এবং আর্থিক উন্নতির যোগ রয়েছে আজ আপনারা শুভ কালার হচ্ছে কেশর এবং হলুদ
আজ আপনার সৌভাগকালীন সংখ্যা হল ৩

{●} কর্কট রাশি :- আজ আপনার কাজের প্রয়োজনে আপনার অন্যের ঘরে গৃহবাস হতে পারে আজ আপনি রাতের দিকে আপনার পাওনা টাকা পেয়ে যেতে পারেন এবং আর্থিক সমস্যার সঙ্গে আপনার রয়েছে তার কেটে যাবে আর যদি সম্ভবপর হয় ছোট কন্যাদেরকে অবশ্যই টক জাতীয় জিনিস খাবার বিশেষ করে তেতুল বাট জাতীয় ফল যেমন লেবু অথবা আপনার ফুচকা খাওয়াতে পারে পারেন এতে করে আপনার আর্থিক বৃদ্ধি ঘটবে এবং পারিবারিক সমস্যা সমাধান হবে
আজ আপনার শুভ কালার হচ্ছে স্বচ্ছ গোলাপি
এবং আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হলো ছয়

{●} সিংহ রাশি :- আজ আপনি উচ্চ রক্তচাপ জনিত কারণে কষ্ট পেতে পারেন তাই সবসময় সাবধানে থাকবেন এবং আপনার পেশার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজ আপনি নিজের আয়েস করার জন্য আপনার পরিচিত বন্ধুবান্ধবের সঙ্গে কিছুটা সময় কাটান ভালো স্বাস্থ্যের জন্য আপনি অবশ্যই যদি সম্ভবপর হয় আপনার নিকটবর্তী কোন হনুমানজির মন্দিরে পুজো দিন পুজোর সামগ্রী থাকবে জেসমিন তেল সিঁদুর ও সিলভারে মোরা চেলি এতে করে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে
আজ আপনার শুভ কালার হচ্ছে সবুজ ও ফিরোজা
এবং আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল আজ ৫

{●} কন্যা রাশি :- আজ আপনার কারোর জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে হতে পারে আজ আপনার কর্ম ব্যস্ত দিন তথাপি আপনি মনের দিক থেকে বা স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবেন আজ আপনি আপনার ব্যবসা বৃদ্ধি করার জন্য কারো সহযোগিতা পেতে পারেন সেটা সাহায্য করতে চাইবে কোন বিদেশীর কাছ থেকে আজ আপনি উপহার পেতে সে আপনার নিজের আত্মীয় হতে পারে যদি সম্ভবপর হয় অসহায় ব্যক্তিদের আপনি কালো কম্বল দান করুন সেক্ষেত্রে আপনার আর্থিক বৃদ্ধি করবে
আজ আপনার শুভ কালার হচ্ছে কেশর হলুদ
শুভ সৌভাগ্যকালীন সংখ্যা হল তিন ।

{●} তুলা রাশি :- আজ আপনার পরের উপকার করার জন্য খরচ হতে পারে আপনার পরিবারের দিকে একটু খেয়াল নজর রাখুন দাম্পত্য সুখ সমৃদ্ধির জন্য অবশ্যই আপনার খাবারে জাফরান ব্যবহার করতে পারেন
আজ আপনার শুভ কালার হচ্ছে সবুজ ও ফিরোজা
আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল ৫

{●} বৃশ্চিক রাশি :- আপনি অবশ্যই আপনার শরীরের প্রতি নজর রাখবেন আপনার খাওয়া দাওয়া নিয়মিত করবেন আপনার কিন্তু শরীরের একটা ক্ষয় রোগের সৃষ্টি হতে পারে অবশ্যই আপনি শারীরিক যত্ন নেবেন আপনি যদি দেখেন আপনার চলার পথে কোথাও হাতি যাচ্ছে আপনি অবশ্যই হাতি চলে যাওয়ার পর হাতির পায়ের তলার ধুলো সংগ্রহ করুন সেই ধুলো আপনি একটি ছোট নীল কাপড়ের মধ্যে বেঁধে রাখুন এবং আপনার সাথে রাখুন এতে করে আপনার কর্মজীবনের উন্নতি হবে এবং আপনার আর্থিক সি বৃদ্ধি হবে
আজ আপনার শুভ কালার হচ্ছে ক্রিম এবং সাদা
আজ আপনার সৌভাগ্য কালীন সংখ্যা হল ৭

{●} ধনু রাশি :- আজ আপনার প্রিয় বন্ধু দ্বারা আপনার ক্ষতি হতে পারে তাই বন্ধু থেকে সাবধানে থাকবেন বিভিন্ন রঙের ছাপা কাপড়ে জামা ব্যবহার করলে আপনার আর্থিক উন্নতি হবে আজ আপনার
শুভ কালার হচ্ছে বাদামী এবং ধূসর
আজ আপনার প্রভাবকালীন শুভ সংখ্যা হল 4

{●} মকর রাশি :- যদি সময় পান অবশ্যই খেলাধুলায় নিজেকে নিযুক্ত করুন এতে করে আপনার শারীরিক ও মানসিক শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। আপনার পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে এবং আপনার আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যদি সম্ভবপর হয়ে ওঠে আপনি কোন গোশালায় যান সেখানে আপনার ওজনের বাল্লি দান করুন সে ক্ষেত্রে আপনার পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে
আজ আপনার শুভকালার বাদামি এবং ধূসর
সৌভাগ্যকালীন সংখ্যা হল চার

{●} কুম্ভ রাশি :- আজ আপনার গিয়ে শুভ অনুষ্ঠান হতে চলেছে যদি সম্ভবপর হয় আপনার গুরুর দেওয়া মন্ত্র কোন ব্রঞ্চের অথবা কোন সোনার পাতে তৈরি করে আপনার বাড়িতে রাখুন এতে করে আপনার পারিবারিক জীবনের সুখ-শান্তি সব বজায় থাকবে।
আজ আপনার শুভ কালার হচ্ছে রূপালী ও সাদা
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 2

{●} মীন রাশি :- আজ আপনার বিভিন্ন গুণীজনের সাথে আপনার আলাপ হবে আপনার কর্মজীবনে এবং আর্থিক জায়গা ধরে রাখার জন্য অবশ্যই আপনার পুজো করার জায়গা বা ধর্মীয় স্থান কোন সময় আপনি পরিবর্তন করবেন না পরিবর্তন করলে আপনার কর্মজীবনে এর প্রভাব খারাপ হতে পারে তাই অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার পুজোর স্থান কোন সময় পরিবর্তন করবেন না আজ আপনার শুভ কালার হচ্ছে লাল এবং মেরুন
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল নয়।

■পৌরাণিক কাহিনী ধর্মীয় তথ্য■

আজকের দিনের জন্য আপনার রাশিফল নমস্কার।
18/08/2022

আজকের দিনের জন্য আপনার রাশিফল নমস্কার।

//----আজকের দিনের জন্য আপনার রাশিফল-----//
■ আজ ইংরেজির 18 আগস্ট ২০২২।
■ বাংলার পয়লা ভাদ্র ১৪২৯ বৃহস্পতিবার।
■ আজ সপ্তমী রাত্তির ১২:২১ মিনিট পর্যন্ত
■ আজ যারা জন্মগ্রহণ করবেন মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ
■ আজ বিশ্ব আদিবাসী দিবস ১৮ই আগস্ট
****আজকের দিনের জন্য আপনার রাশিফল****

《●》 মেষ রাশি :- আজ আপনার কর্মজীবনে অনেক সফলতা আসবে।

《●》বৃষ রাশির :- আজ আপনার চিকিৎসার ক্ষেত্রে ব্যয় হতে পারে।

《●》মিথুন রাশি :-আজ আপনি শারীরিক ব্যথার অনুভব করতে পারেন।

《●》কর্কট রাশি :- আজ আপনার ধর্মে কর্মের জন্য মন আসক্তি হতে পারে।

《●》সিংহ রাশি :- আজ আপনি সাবধানে থাকবেন আপনার কিন্তু আজ বিপদের আশঙ্কা আছে ।

《●》কন্যা রাশি :- আজ আপনার কারো সাথে ভুল বোঝাবুঝি বা মনের অমিল হতে পারে।

《●》 তুলা রাশি :- আজ আপনার পারিবারিক বা গৃহ সমস্যা হতে পারে ।

《●》বৃশ্চিক রাশি :- আজ আপনার বিভিন্ন সূত্র থেকে আয় বাড়তে পারে।

《●》ধনু রাশি :- আজ আপনার কর্মে পদোন্নতি হওয়া সম্ভাবনা আছে।

《●》মকর রাশি :- আজ আপনার সুখ শান্তি হতে পারে।

《●》কুম্ভ রাশি :- আজ আপনার যেকোনো কারণে নিজের মনের মধ্যে কষ্ট পেতে পারেন ।

《●》মীন রাশি :- আজ আপনার মনের মতো লাভ হতে পারে।

ॐ জয় মা তারা ॐ

বুধ গ্রহের অসাধারণ প্রতিকার লগ্নের প্রথম স্থান থেকে লগ্নের ষষ্ঠ স্থান পর্যন্ত।
11/08/2022

বুধ গ্রহের অসাধারণ প্রতিকার লগ্নের প্রথম স্থান থেকে লগ্নের ষষ্ঠ স্থান পর্যন্ত।

বুধ গ্রহের অসাধারণ প্রতিকার লগ্নের ষষ্ঠ স্থান থেকে লগ্নের দ্বাদশ স্থান পর্যন্ত।
11/08/2022

বুধ গ্রহের অসাধারণ প্রতিকার লগ্নের ষষ্ঠ স্থান থেকে লগ্নের দ্বাদশ স্থান পর্যন্ত।

20/07/2022

আপনার জন্ম নক্ষত্র ফল।

Address

Kolkata
700011

Telephone

+919163931249

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayurvedic Tantra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ayurvedic Tantra:

Share