31/08/2022
আজকের দিনের জন্য আপনার রাশিফল নমস্কার।
////----আজকের দিনের জন্য আপনার রাশিফল----////
■ আজ ইংরেজি ৩১শে আগস্ট ২০২২
■ আজ বাংলার ১৪ই ভাদ্র ১৪২৯ বুধবার।
■ আজ চতুর্থী দিবা দুটো 8 মিনিট পর্যন্ত।
■ আজ চিত্রানক্ষত্র রাত্রির ১১ঃ৫৮ মিনিট পর্যন্ত I
■ আজ সূর্যসিদ্ধান্ত যোগ হলো শুক্রযোগ রাত্রির ১১ঃ৩৭ মিনিট পর্যন্ত।
■ আজ জন্মে কন্যা রাশি রাক্ষসগণ I
■ আজ সিদ্ধিবিনায়ক ব্রত শ্রী শ্রী গনেশ পূজা গণেশ চতুর্থী সৌভাগ্য চতুর্থী I শিবা চতুর্থী শ্রী শ্রীপার্বতী পূজা নষ্ট চন্দ্র দর্শন নিষেধ মহারাষ্ট্রে দশ দিনব্যাপী শ্রী শ্রী গনেশ পুজো I
■ আজ মহাপুরুষ শ্রীঁহরিদেবের আবির্ভাব তিথি (আসাম) I
■ আজ ভারতবর্ষের প্রথম বাঙালি প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব কুমার মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস(31আগষট 2020 )।
{আজকের দিনের জন্য আপনার রাশিফল}
{●} মেষ রাশি :- আজকের দিনটা আপনার পারিবারিক সুখেই কাটবে, সবুজ বোতলে জল ভরে কোন অশ্বথ গাছের বৃক্ষের গোড়ায় যেখানে শেকর দেখতে পাবেন সেই জায়গাতে ওই জলের বোতলটি আপনি পুঁতে দিন এতে করে আপনার পরিবার এবং পারিবারিক মঙ্গল হবে।
আজ আপনার শুভ কালার হচ্ছে ক্রিম এবং সাদা ।
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল ৭ ,
{●} বৃষ রাশি :- আজ আপনার কোন জিনিস ক্ষতি হতে পারে,, আপনি প্রতিদিন সকালে বুধ গ্রহের মন্ত্র 11বার করে জব করুন এতে করে আপনার মঙ্গল হবে এবং আপনার পরিবারের সকলের ও মঙ্গল হবে।
আজ আপনার শুভ কলার হলো স্বচ্ছ গোলাপি
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 6।
{●} মিথুন রাশি :- আজ আপনার যাত্রা পথে কোন বাধার সম্মুখীন হতে পারেন, আপনি খাবার সময় যখন দুধ খাবেন অবশ্যই সামান্য হলুদ দিয়ে দুধ সেবন করুন এতে করে আপনার শরীর স্বাস্থ্য এবং আর্থিক উন্নতি সম্ভাবনা প্রচুর l
আজ আপনার শুভ কলার হচ্ছে বাদামী এবং ধূসর l
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 4,
{●} কর্কট রাশি :- আজ আপনার গৃহে বিবাদ হতে পারে আপনি প্রতিদিন বাড়িতে সুগন্ধি ধুপকাঠি জ্বালাবেন এতে করে আপনার পরিবারের সুখ-শান্তি এবং আর্থিক উন্নতি বজায় থাকবে ।
আজ আপনার শুভ কালার হচ্ছে কালো এবং নীল,
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 8 ,
{●} সিংহ রাশি :- আজ আপনার সর্দি কাশিতে কষ্ট পেতে পারেন । আপনি ছোলাকে রাতের বেলা ভিজিয়ে রাখুন এবং সকালবেলা সেই ছোলা পাখিদের খাওয়ান এতে করে আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক ভালো হবে। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে ।
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল ৬ ,
আজ আপনার শুভ কালার হচ্ছে স্বচ্ছ এবং গোলাপী,
{●} কন্যা রাশি :- আজ আপনার কোন কিছু ক্ষতির আশঙ্কা রয়েছে মঙ্গল গ্রহের জন্য কোন আংটি আপনি ধারণ করুন এতে করে আপনার মঙ্গল হবে। আজ আপনার শুভ কালার হচ্ছে সবুজ এবং ফিরোজা,
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল ৫ ,
{●} তুলা রাশি :- আজ আপনার মধ্যে একটা অস্থিরতা ভাব থাকবে আপনি সম্ভবপর হলে গরুকে কিছু খাওয়ান এতে করে আপনি শারীরিক সুস্থ থাকবেন। আজ আপনার শুভ কলার ক্রিম এবং সাদা ,
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল ৭।
{●} বৃশ্চিক রাশি :- বৃশ্চিক রাশি আজ আপনার কূটনৈতিকভাবে জয় হতে পারে l আপনি একটি সাদা সিল্কের কাপড় আপনার ওয়ালেটের উপর রেখে দিন যাতে ময়লা হয়ে না যায় এতে করে আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক ভালো হবে বিশেষ করে প্রেমের জীবন l
আজ আপনার শুভ কলার হচ্ছে লাল এবং মারুন ,
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল নয় ,
{●} ধনু রাশি :- আজ আপনার কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে লটারি জাতীয় কিছুতে l আপনি যে ঘরে থাকেন সেই ঘরের চার কোনায় চারটি লাল পাথর রেখে দিন। এতে করে আপনার পারিবারিক জীবন খুব সুন্দর হবে l
আজ শুভ কালার হচ্ছে স্বচ্ছ এবং গোলাপী
আজ আপনার সৌভাগ্যকালীন শঙ্কা হল ছয় l
{●} মকর রাশি :- আজ আপনি যানবাহনে সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে যানবাহন থেকে আজ আপনার বিপদ হবার সম্ভাবনা রয়েছে অসহায় এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের কে যদি সম্ভব হয় আপনি কম্বল দান করুন এতে করে আপনার আর্থিক উন্নতি অনেক অনেক হবে l
আজ আপনার শুভকালার হচ্ছে স্বচ্ছ এবং গোলাপী,
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 6,
{●} কুম্ভ রাশি :- আজ আপনি শারীরিক রোগে কষ্ট পেতে পারেন গঙ্গার জলে আট টুকরো কালো কয়লা ভাসিয়ে দিন এতে করে পেশাগত ব্যবসা এবং কর্মজীবনে আপনি অনেক উন্নতি করতে পারবেন
আজ আপনার শুভ কলার হচ্ছে বাদামী এবং ধূসর,
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল 4,
{●} মীন রাশি :- আজ আপনি যেখানে বাস করেন সেই বাসস্থানের সবাইকে নিয়ে খুব ভালো সময় কাটাবেন সবুজ রঙের জামা কাপড় ব্যবহার করুন।
আজ আপনার শুভকালার হচ্ছে কমলা এবং সোনালী
আজ আপনার সৌভাগ্যকালীন সংখ্যা হল ১।
🙏🏻জয় মা তারা মা তারা সকলের মঙ্গল কর জয় গুরু বামদেব🙏🏻