17/11/2022
সেরা গোলকি !
শীতের রোগভোগ সমস্যার আক্রমণ ঠেকাতে কামলালেবুই আপনার শরীরের ইম্যুনিটিমের সেরা গোলকি। হ্যাঁ। কেন ? জানতে হ'লে পড়ুন...
শীত মানে যেমন খেজুর রস, নলেন গুড়, পিঠেপুলি, শীত মানে তেমনি রুক্ষ ত্বক, শুষ্ক চুল, ফাটা ঠোঁট আর পায়ের সমস্যাও। শীত মানে যেমন কমলালেবু, আমলকি, আখের রস, শীত মানে তেমনি গ্যাস-অম্বল-কৃমি এবং কনস্টিপেশনও। যাদের আর্থ্রাইটিস, হাঁপানি, পাইলস আছে, শীত তাদের জন্যও চিন্তাজানকে। তবে হ্যাঁ, শীত জাঁকিয়ে বসার আগেই যদি নিজের ইম্যুনিটিমকে চাঙ্গা করে নিতে পারেন, তাহলে এবারের শীতকে বলে বলে গোল দিতে আপনার অসুবিধা হওয়ার কথা নয়। কি করতে হবে ? খুব সহজ ! সবার আগে আপনার শরীরের ইম্যুনিটিমের জন্য "সেরা গোলকি" বহাল করুন। হ্যাঁ। শীতের রোগভোগ সমস্যার আক্রমণ ঠেকাতে কামলালেবুই হতে পারে আপনার শরীরের ইম্যুনিটিমের সেরা গোলকি। কেন ? এই সহজলভ্য শীতের ফলটি আপনার শরীরকে দেবে good sugar, ক্যালসিয়াম, পটাসিয়াম, ভিটামিন A এবং ভিটামিন C ছাড়াও, antioxidants সহ আরও অনেক প্রয়োজনীয় পুষ্টি ও ঔষধি। ফলস্বরূপ আপনার স্ট্রেস-হরমোন (cortisol) এবং রক্তচাপ কমবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ত্বক, চুল ও চোখের সমস্যা কমবে। হাড়, দাঁত, নোখ, পেশী ও স্নায়ু মজবুত হবে। হার্ট ভালো থাকবে, পেট পরিষ্কার হবে। সর্বোপরি কমলালেবু আর্থ্রাইটিস ও Alzheimer's disease সহ একাধিক বয়সজনিত রোগের ক্ষেত্রেও বন্ধুর ভূমিকা পালন করে। তবে হ্যাঁ, কমলালেবু রস করে খাবেন না। রেডিমেড প্যাকেজড কমলালেবুর রস তো একেবারেই নয় ! কে কখন কিভাবে কতটা কমলালেবু খাবেন, সেটা নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর। এ বিষয়ে নির্দিষ্ট কোনও প্রশ্ন থাকলে বা পরামর্শের প্রয়োজন বোধ হ'লে, নির্দ্বিধায় WhatsApp করুন : +91 98755 89885 অথবা email করুন : secrethomeopathy@gmail.com বা Message করুন : Secret Homeopathy বা হোমিও-পথ্যি HomeoPathhy
হোমিও-পথ্যি HomeoPathhy
"পথ্যি সঠিক হ'লে, ওষুধ কথা বলে"
Powered by Secret Homeopathy
সেরে ওঠার সেরা পথই
সিক্রেট হোমিওপ্যাথি !
Secret Homeopathy
1968 সাল থেকে
সবাই জানে, তাই মানে !
হোমিও-পথ্যি HomeoPathhy is One-and-Only Homeopathic Nutritional Consultancy & Services powered by Secret Homeopathy (Estd. 1968 by Dr. Madhu Sudan Das) WhatsApp: +91 98755 89885 Email: secrethomeopathy@gmail.com www.secrethomeopathy.com
Facebook: হোমিও-পথ্যি HomeoPathhy, Secret Homeopathy