Paikpara Happy Life

Paikpara Happy Life De addiction cm rehabilitation center

10 yrs recovery Birthday celebration... Hugging life...❤️
27/08/2025

10 yrs recovery Birthday celebration... Hugging life...❤️

Congratulation Sudip for completing 1 year in recovery... Lots of love and hugs 😍🤗
17/08/2025

Congratulation Sudip for completing 1 year in recovery... Lots of love and hugs 😍🤗

Congratulations Pallab Khan for completing an year in recovery... Love n hugs 😍🤗
14/08/2025

Congratulations Pallab Khan for completing an year in recovery... Love n hugs 😍🤗

শুভ রাখি পূর্ণিমা ❤️🙏
10/08/2025

শুভ রাখি পূর্ণিমা ❤️🙏

Internship going on...Psychology Students from different regions of India...We wish them all the success in life.  .
24/07/2025

Internship going on...
Psychology Students from different regions of India...

We wish them all the success in life.

.

অবিরাম বৃষ্টির একঘেয়েমি কাটাতে একটু স্বাদ বদল করা। খিচুড়ি, স্যাঁকা পাঁপড় আর খোকা ইলিশ ভাজা। সীমিত সামর্থ্যের মধ্যে সা...
09/07/2025

অবিরাম বৃষ্টির একঘেয়েমি কাটাতে একটু স্বাদ বদল করা। খিচুড়ি, স্যাঁকা পাঁপড় আর খোকা ইলিশ ভাজা। সীমিত সামর্থ্যের মধ্যে সামান্য প্রচেষ্টা। 😋

নেশাসক্তি একটা অসুস্থতা। এর জন্য চিকিৎসা প্রয়োজন। নেশাড়ীকে শাস্তি না দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিন। নেশামুক্ত সমাজ গ...
26/06/2025

নেশাসক্তি একটা অসুস্থতা। এর জন্য চিকিৎসা প্রয়োজন। নেশাড়ীকে শাস্তি না দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিন। নেশামুক্ত সমাজ গড়তে সাহায্য করুন।❤️🙏

31/05/2025

***আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা***

একটি সাম্প্রতিক ঘটনা সম্পর্কে বলছি। পরিচয়ের গোপনীয়তা বজায় রেখে।

একজন অ্যালকোহলিক মানুষ আমাদের এখানে বেশ কিছু মাস আগে ভর্তি হয়েছিলেন। তার আগে ওনার আরো একটা বা দুটো জায়গায় চিকিৎসা করা হয়েছিল কিন্তু কোন লাভ হয়নি। প্রত্যেকবার চিকিৎসার পরেই উনি বেরিয়ে আবার কিছুদিন পরেই আবার নেশাগ্রস্ত হয়ে পড়ছিলেন। যাইহোক আমাদের এখানে চিকিৎসা চলাকালীন দেখা যায় ঐ ভদ্রলোক নিজের পরিবারের বিভিন্ন সদস্যের প্রতি ভীষণ ভাবে রাগান্বিত এবং একটা বদলা নেওয়ার মানসিকতাও কাজ করছে। এছাড়া ভদ্রলোক এই যুগেও নিজের পরিবারকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার মানসিকতা নিয়ে চলেন। যেমন তার স্ত্রী কার সাথে মিশবে, কোথায় যাবে সব উনি নিজেই নিয়ন্ত্রণ করবেন এরকম ভাবনা। যাই হোক আমরা যথারীতি সেই সকল মানসিক অবস্থার উপর ফোকাস করে সেই অনুযায়ী কাউন্সেলিং, মোটিভেশনাল সেশন, আত্ম বিশ্লেষণ, সাইকিয়াট্রিস্টের পরামর্শ সব করি ধাপে ধাপে। কিন্তু খুব একটা লাভ হয়না। কারণ উনি নেশা করবেন এবং স্বেচ্ছাচারিতা চালাবেন এই গোঁ ধরেই বসেছিলেন। আমরা সেই তথ্য গুলো ওনার বাড়ির সদস্যদের সাথেও শেয়ার করি। এবং কি করতে হবে সে বিষয়ে একটু গাইড করে দেওয়ার চেষ্টা করি। অবশেষে একদিন ওনাকে বাড়ির লোকেরা ছুটি করিয়ে নিয়ে যায় কারণ ভদ্রলোকের চাকরি আছে সেটা কে বাঁচাতে হবে। যথারীতি বাড়ি যাওয়ার কয়েকদিনের মধ্যেই উনি আবার নেশা শুরু করেন এবং আগের চেয়ে খারাপ অবস্থায় চলে যান। এরমধ্যে ঐ ভদ্রলোক নিজে থেকেই কয়েকবার আমাদের সাথে যোগাযোগ করে বলেন যে উনি আবার নেশা করে ফেলেছেন তাই আবার আমাদের এখানে চিকিৎসায় আস্তে চান। আমরাও বলি চলে আসার জন্য। এখানেই শেষ উনি আর আসেননা এবং ফোন ও করেন না। ওনার বাড়ির লোকেরাও আর যোগাযোগ রাখেনা। ঘটনার প্রায় দুতিন মাস পর থেকে ওনার বাড়ির লোক মাঝে মাঝে একবার করে আমাদের ফোন করে দোষারোপ করার চেষ্টা করেন যে আমরা ওনাকে খারাপ করে দিয়েছি।

এই ঘটনা থেকে দেখা যাচ্ছে সেই দোষারোপের রাজনীতি যেটা আগের পোস্টে বলা হয়েছিলো। ভদ্রলোক তার নেশা বা জীবনের খারাপ অবস্হার জন্য ওনার স্ত্রী কে দোষী ভাবছেন। ওনার স্ত্রী ওনাকেই দোষী ভাবছেন। ওনার মা ওনার বন্ধুবান্ধব ও আমাদের দোষী ভাবছেন। সবাই সবাইকে দোষারোপ করছেন অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। সবাই চূড়ান্ত আশাহীনতায় ভুগছেন।

দ্বিতীয়তঃ এটা সাধারণত দেখা যায় একটা মানুষ নেশার কবলে যত বেশি দিন থাকেন বা যত বেশি রিল্যাপ্স করেন তার আচার আচরণে তত বেশি প্রভাব ফেলে। এমনকি এই অবস্থায় তার মানসিক স্বাস্থ্য ভীষণ খারাপ হতে থাকে। সময় ও বয়সের সাথে সাথে স্বাভাবিক ভাবেই তার ব্যবহার বা আচরণগত অস্বাভাবিকতা আরো বাড়তে থাকে। সুতরাং কেউ চিকিৎসা নেওয়ার পর যদি আবার নেশা করে ফেলে তবে তৎক্ষণাৎ যেকোনো সাহায্য নিন। নেশা করে আবার সম্পূর্ণভাবে আগের অবস্থায় বা তার থেকেও খারাপ অবস্থায় যাওয়ার জন্য অপেক্ষা করার কোন যুক্তি নেই। এটা অনেকটা এরকম মানসিকতা যেখানে মনে হয় ১০০ টাকা চুরি করেছে তাই বেশি কিছু বলার দরকার নেই। ঐ টাকার পরিমাণ টা এখানে গৌণ। মুখ্য হচ্ছে আপনি যে ১০০ টাকা চুরি কে আড়াল করলেন সেটাই একদিন ১ লাখে পৌঁছে যাবে। আর তখন আপনি আবার অন্যদের দোষারোপ করবেন।

** আবার বলছি কোন প্রতিষ্ঠানের এরকম উদ্দেশ্য থাকেনা যে রোগীকে খারাপ করে বা উন্মাদ করে বাড়ি পাঠাবো। কারণ তাতে প্রতিষ্ঠানের কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধি হয়না। সুতরাং একে অপরকে দোষারোপ না করে সাহায্য নিন। আরো খারাপ হ‌ওয়ার জন্য অপেক্ষা না করে। যে প্রতিষ্ঠান আপনার ভালো লাগে সেখানেই দিন। শুধু অনুরোধ একটাই দেওয়ার আগে একটু জেনে বুঝে নিন। কারণ আমরা অন্তত নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করি তাদের ভালো রাখার ঐ সামান্য মূল্যের বিনিময়ে। তাই কেউ ভালো থাকলে যেমন ভালো লাগে আবার কেউ নেশা করে নিয়েছে শুনলে খারাপ‌ও লাগে। এরমধ্যে আপনাদের এরকম অবাঞ্ছিত দোষারোপ আসলে আমাদের যথেষ্ট‌ই পীড়া দেয়।

ভালো থাকুন। ভালো রাখুন। ❤️🙏

Congratulations Lakshman S. For completing 2 years in recovery...Lots of love and hugs from our family 😍🤗
25/05/2025

Congratulations Lakshman S. For completing 2 years in recovery...Lots of love and hugs from our family 😍🤗

16/05/2025

***কিছু গুরুত্বপূর্ণ কথা***

প্রতিদিন এই সংস্হা চালানোর ক্ষেত্রে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি যেগুলো নিয়ে আজকে একটু কিছু বলা উচিত বলে মনে হয়। এগুলো আগে থেকেই আপনাদের জানা প্রয়োজন কাউকে চিকিৎসার জন্য ভর্তি করার আগে।

১) আমাদের সংস্হাতে যারা ভর্তি হয় তাদের উপর আমরা কোন ম্যাজিক বা কালাযাদু গোছের কিছু করিনা। বিভিন্ন ক্লাস, ডাক্তার, কাউন্সিলিং, আত্মবিশ্লেষণ, নিয়মানুবর্তিতা, শরীরচর্চা, ধ্যান এগুলোর মাধ্যমে তাদেরকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করা হয়। তার মানে এই নয় যে সে এখানে ভর্তি হলেই বা এখান থেকে বেরিয়েই অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ হয়ে উঠবে ও সব সমস্যার সমাধান করে ফেলবে। এখান থেকে চিকিৎসা নেওয়ার পর আমাদের গাইডলাইন অনুযায়ী চলতে পারলে ভালো থাকা সম্ভব আবার নিজের ইচ্ছানুযায়ী চললে বা স্বেচ্ছাচারিতা করলে পুনরায় নেশা করে নেওয়াও সম্ভব। ভালো থাকা মূলতঃ তিনটি বিষয়ের উপর দাঁড়িয়ে নিজের ইচ্ছা, চিকিৎসা ও পারিবারিক সাপোর্ট।

২) এটা কোনো রিসর্ট বা হোটেল বা হোমস্টে নয়। এটা একটা ডিঅ্যাডিকশন/রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে ভর্তি অবস্থায় কিছু কাজ করতে হয়। শুধু মাত্র শুয়ে বসে আরাম করার জায়গা এটা নয়। একটা পরিবারের মধ্যে কেউ টাকা রোজগার করে, কেউ বাজার করে, কেউ রান্না করে, কেউ ঘর পরিষ্কার করে ঠিক তেমনি আমাদের এখানেও সব কাজ আমাদের নিজেদের কেই করতে হয়। এটাই পরিবার বোধ। দায়িত্ব না নিতে শিখলে দায়িত্ববান হবে কি করে !

৩) বাড়ির মত আরাম এখানে নেই। খাবার স্বাস্থ্যসম্মত হলেও খুব কম তেল মশলা দিয়ে রান্না করা হয়। পরিমাণ মত প্রোটিন, ভিটামিন,ফাইবার এগুলো দেওয়া হয়।

৪) নিজেদের অতিরিক্ত প্রত্যাশা আমাদের উপর এবং যে ভর্তি আছে তার উপর চাপিয়ে দেওয়ার আগে তাদের সমস্যার বিষয়ে জানার ও বোঝার চেষ্টা করুন। বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় পরিবারের লোকেরা নিজেদের সমস্যা বলতেই ব্যাস্ত থাকেন। অপরপক্ষের সমস্যা সম্পর্কে বিস্তারিত জানার বা বোঝার ধৈর্য্য রাখতে পারেন না।

৫) শরীর খারাপ আপনার বাড়িতে থাকলেও হতে পারে এখানেও হতে পারে। তবে প্রাথমিক চিকিৎসা এখানে আপনার বাড়ির থেকে অনেক আগেই শুরু হয়ে যাবে এই ব্যাপারে নিশ্চিত থাকুন। সুতরাং সেই সময় দোষারোপের রাজনীতি না করে পাশে থাকুন। আপনাদের এই দোষারোপের রাজনীতি আপনার অজান্তেই আপনার পরিবারের প্রিয় সদস্যটির মধ্যে চলে এসেছে। সে নিজেও তার বর্তমান অবস্থার জন্য আপনাদের কেই দোষারোপ করে থাকে।

৬) এখান থেকে চিকিৎসা নিয়ে বেরোনোর পর কেউ যদি ভালো থাকে তাহলে তার কৃতিত্বের সামান্য অংশ আমাদের। বাকিটা তার নিজের, আপনাদের এবং ঈশ্বরের। ঠিক তেমন ভাবেই যদি কেউ ভালো না থাকে তাহলে তার দায় সম্পূর্ণ আমাদের নয়। কিছুটা দায় আমাদের উপর অবশ্যই বর্তায় কিন্তু বাকিটা তার ও আপনাদের উপরেই যাবে।

৭) এখানে কেউ ভর্তি হয়ে বেরিয়ে যদি ভালো থাকে এবং আমাদের প্রশংসা করে সেটাই আমাদের পরম প্রাপ্তি। তাই কাউকে অযথা মারধোর করা বা মেরে ফেলা আমাদের কাজ নয়।

৮) মনে রাখবেন যাকে আপনি ভর্তি করছেন বাধ্য হয়ে করছেন। আপনার কাছে যা যা উপায় ছিলো সেগুলো প্রয়োগ করার পর ব্যর্থ হয়েই আমাদের কাছে দিচ্ছেন। তাহলে একটু বিশ্বাস রাখুন ও ভরসা রাখুন এবং আমাদের নির্দেশ মেনে চলুন। এক বা দুমাস বেশি রাখলে আপনারা নিঃস্ব হয়ে যাবেন না আশা করি এবং আমরাও কোটি কোটি টাকা কামিয়ে ফেলবোনা।

৯) জীবনের সব খাতে প্রভূত অর্থ খরচ করার পর এখানে এসেই আপনাদের দর কষাকষি টা আমাদের জন্য যথেষ্ট অস্বস্তিকর। আমরা যথেষ্ট ন্যায্য মূল্যের বিনিময়ে পরিষেবা দিয়ে থাকি। তাই দর কষাকষির আগে বর্তমান খরচের দিকটা নিজে একটু ভেবে দেখবেন।

১০) একটু অভাব বুঝতে দিন। রোজ দেখা করা, ছবি পাঠানো সম্ভব নয়। নির্দিষ্ট সময় অন্তর দেখা বা ছবি পাঠানো যাবে। যখন তখন খাবার বা অন্য কিছু কিনে পাঠাবেন না। এখানে যা দেওয়া হয় সেটা জীবনধারণের জন্য যথেষ্ট। একটু অভাব বোধ মানুষকে সবকিছুর প্রকৃত মূল্য টা বুঝতে সাহায্য করে বলে আমরা মনে করি।

আপাতত এগুলোই বললাম। পরে দরকার হলে আরোও অন্যান্য বিষয়ে বলবো। কাউকে চিকিৎসার জন্য ভর্তি করার আগে এগুলো ভালো করে জেনে নিন। নাহলে আমাদের সাথে সাথে আপনাদেরকেও সমস্যার মধ্যে পড়তে হয়।

ভালো থাকুন; ভালো রাখুন 🙏🙏

🅒🅐🅡🅔 & 🅢🅗🅐🅡🅔 ❣️🙏
07/05/2025

🅒🅐🅡🅔 & 🅢🅗🅐🅡🅔 ❣️🙏

পাইকপাড়া হ্যাপি লাইফের সদস্যদের তৈরী করা কিছু ডিজিটাল আর্ট‌ওয়ার্ক। আমাদের একটাই চেষ্টা এই সমস্ত প্রতিভাবানদের ধ্বংসের ...
05/05/2025

পাইকপাড়া হ্যাপি লাইফের সদস্যদের তৈরী করা কিছু ডিজিটাল আর্ট‌ওয়ার্ক। আমাদের একটাই চেষ্টা এই সমস্ত প্রতিভাবানদের ধ্বংসের পথ থেকে সৃষ্টির পথে নিয়ে আসা। জীবনের পথে চালিত করা।

#মাদক_কে_না_বলুন

Address

Kolkata
700037

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paikpara Happy Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram