
21/07/2024
ক্ষয়িষ্ণু পারিবারিক গঠন
এক প্রজন্ম আগেও যৌথ বা একান্নবর্তী পরিবার আমরা অনেকেই দেখেছি।
সময়ের সাথে, নানান তাগিদে বা অজুহাতে তা ভেঙে ছোট পরিবার হয়ে ছড়িয়ে গেছে। আবারো সময়ের সাথে রোজগারের অছিলায় ছেলে হয় ব্যস্ত অথবা অন্যত্র যেতে বাধ্য। মেয়ে অন্য পরিবারের সদস্য।
একাকিত্বে ডুবে যায় এক জোড়া প্রাণ। নিঃসঙ্গতাকে ভবিতব্য ভেবে আবার নতুন করে জীবনকে মানিয়ে নেয়ার এক সংগ্রাম।
নতুন ধারাকে নতুন রূপ দেয়ার সময় এসেছে।
আছি ও থাকবো এনাদের সাথে।🙏🏻