
08/09/2025
“দুস্ত মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিন। সমাজে অনেক মানুষ আছে যাদের জীবন কঠিন, যাদের কাছে সামান্য সাহায্যও আশীর্বাদ। তাদের পাশে দাঁড়ানো শুধু দয়া নয়, এটি মানবতার পরিচয়। একটুখানি সহানুভূতি, একটি হাসি, একটি সাহায্য – এগুলোই তাদের বেঁচে থাকার সাহস দেয়। চলুন, আমরা সবাই মিলেই ভালোবাসা আর সহমর্মিতায় পৃথিবীকে আরও সুন্দর করে তুলি।”
---
গতকাল দৌলতপুর রৌদ্র ছায়া ক্লাবের মহিলা সদস্যদের পক্ষ থেকে বজ বজের #খুশির_ঝুলি সংস্থার শিশুর মধ্যে সুস্বাদু ও পুষ্টিকর খাদ্য খাওয়ানোর কিছু মূহর্ত।।
Roudra chhaya club