09/02/2025
আমাদের প্রিয় ফার্মাসিস্ট বোন মধুপর্ণার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন 🙏🙏
-‐---------------------------------------------------
আমাদের সকলের অত্যন্ত প্রিয় মধুপর্ণা দাস, মাত্র ২৫ বছর বয়সী এক উজ্জ্বল মেয়ে, যিনি পেশায় একজন ফার্মাসিস্ট। কুচবিহারের মেয়ে মধুপর্ণা বর্তমানে পড়াশোনা ও কর্মসূত্রে হুগলিতেই বসবাসরত ছিল। কিন্তু সে এখন এক কঠিন লড়াইয়ের সম্মুখীন—
ACUTE MYELOID LEUKEMIA (Blood Cancer)-তে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের TATA MEMORIAL CENTRE (Advanced Centre for Treatment, Research and Education in Cancer – ACTREC)-এ চিকিৎসাধীন।
মধুপর্ণার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, যা তার পরিবারের পক্ষে একক ভাবে বহন করা একপ্রকার অসম্ভব । আমরা চাই, আমাদের এই আদরের বোনটি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরুক।
তাই, আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ 🙏🙏,
যে যার সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার ছোট্ট সহযোগিতাও মধুপর্ণার সুস্থতার পথে বড়ো অবদান রাখতে পারে।
আপনার সহানুভূতি, ভালোবাসা ও অর্থনৈতিক সহায়তায় আমরা একসঙ্গে মধুপর্ণার জন্য একটি নতুন আশার আলো জ্বালাতে পারি। আসুন, মানবতার পাশে দাঁড়াই এবং মধুপর্ণাকে নতুন জীবন ফিরিয়ে দিতে সাহায্য করি।
Message From Madhuparna:👇
*"Your Donation Can Help Me To Undergo Bone Marrow Transplant"*
My name is Madhuparna Das, and I am currently battling Acute Myelogenous Leukemia (Blood Cancer). I am undergoing chemotherapy, but my doctors have advised that I need an urgent bone marrow transplant to have a chance at survival. The treatment cost is immense, amounting to Rs. 30,00,000, an amount that is far beyond our means.
*Donation Link* : https://www.impactguru.com/fundraiser/help-madhuparna-das
*UPI Handle* : supportmadhuparn@yesbankltd