
12/09/2024
আরজিকর গণআন্দোলন: কোন পথে?
ন্যায়বিচারের লড়াই যত তীব্র হবে, বিভিন্ন ধরনের দ্বন্দ্ব, যেমন সরকার-আন্দোলনকারীর মধ্যেকার দ্বন্দ্ব, সরকার-আধিকারিকদের দ্বন্দ্ব, সরকার-শাসকদলের দ্বন্দ্ব, আন্দোলনকারীদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব ইত্যাদি বাড়তে থাকবে। এই সময় যা প্রয়োজনীয় হয়ে উঠবে তা হল মতাদর্শ। ইতিহাস শেখায়, মতাদর্শ ছাড়া সংগঠিত শক্তির বিরুদ্ধে লড়াই বা রাজনৈতিক লড়াই জেতা কঠিন। লড়াই-সংগ্রাম থেকেই বারবার মতাদর্শ উঠে আসে বা বিদ্যমান মতাদর্শ আরও শক্তিশালী হয়। এটাই ইতিহাসের শিক্ষা
কৌশিক বিশ্বাস ন্যায়বিচারের লড়াই যত তীব্র হবে, বিভিন্ন ধরনের দ্বন্দ্ব, যেমন সরকার-আন্দোলনকারীর মধ্যেকার দ্বন্দ.....